"জাতীয় সম্প্রচার নীতিমালা ও একটি ছোট গল্প"
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ২৫ আগস্ট, ২০১৪, ০২:৪৬:৪১ দুপুর
টেলিভিশন টকশোতে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা, হালের নামকরা একজন সাংবাদিক নেতা(!) ইকবাল সোবহান চৌধুরী, বেশ কয়দিন খুব জোরালো কন্ঠে বললেন,"জাতীয় সম্প্রচার নীতিমালা আমাদের সাংবাদিকদের দীর্ঘ দিনের দাবী ছিল, আর এ দাবী এবং অান্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার এ নীতিমালা প্রণয়ন করেছে।"
এ প্রসঙ্গে একটি ছোট গল্পঃ
দিল্লির পথে পথে এক ভিক্ষুক ভিক্ষা করছে এই বলে,"এক রুপাইয়া দেরে রাম....এক রুপাইয়া দেরে রাম, ভগবান তেরা ভালাই কারেগা....এক রুপাইয়া দেরে রাম......।"
রামের নাম ধরে ভিক্ষা, অনেক অনেক টাকা পাওয়া গেল, এবার ভিক্ষুক বলছে, "এক বস্তা দেরে রাম......।"
একটা বস্তাও পাওয়া গেল, এবার "এক ঘোড়া দেরে রাম....এক ঘোড়া দেরে রাম.......।"
এমনি সময় একজন রাজকর্মচারী সে পথে যাচ্ছিল, তার সাথে একটি ঘোড়া ছিল, কিন্তু ঘোড়াটি ছিল সামনে এবং পিছনে দুপা খোঁড়া, বহু কষ্টে রাজকর্মচারী এটি টেনে আনছিল, এবার সে ভিক্ষুকটিকে বলল, "এই নাও ঘোড়া, এটাকে টেনে আমার সাথে রাজবাড়ী চল।"
ভিক্ষুক এবার মহা ফাঁপড়ে পড়ল, কিন্তু উপায় নেই রাজকর্মচারীর নির্দেশ, সে এক হাতে বস্তা আরেক হাতে ঘোড়ার লাগাম ধরে টানতে শুরু করল। কিন্তু দু'পা খোঁড়া ঘোড়াকে টেনে নেয়া মহা মুস্কিল, ভিক্ষুকটি বলল,"না এটা টেনে নেয়া সম্ভব না।"
রাজকর্মচারী ক্ষেপে গেল, "বেশ তা বাপু ঘোড়া চাইছিলে, নাও এবার এটার চার পা বেঁধে কাঁধে করে নিয়ে চল।"
ভিক্ষুকটির অবস্থা হল, "ছেড়ে দে মা কেঁদে বাঁচি"
পরিশিষ্টঃ ভিক্ষুকটির ল্যাংরা ঘোড়া নিয়ে যে বিপদ, আর বাংলাদেশ সরকারের কাছে (ইকবাল সোবহান চৌধুরীর ভাষায়) সম্প্রচার নীতিমালা দাবী করে তার চেয়েও কঠিনতর বিপদ হয়েছে আমাদের গণমাধ্যমের।
বিঃদ্রঃ পাঠকবর্গ লেখাটি যদি কারো কাছে অপ্রাসাঙ্গিক ও অনভিপ্রেত মনে হয় তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন জনাব চেীধুরিরা আমাদের উল্টা বুঝানর চেষ্টা করছেন!!!!
মন্তব্য করতে লগইন করুন