"পবিত্র লাইলাতুল কদর প্রসঙ্গে কিছু কথা"

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ২৬ জুলাই, ২০১৪, ১২:৫৯:৫৬ দুপুর

২৬ রমজান দিবাগত রাতে ঘটা করে আমাদের দেশে পবিত্র লাইলাতুল কদর পালন করা হয়ে থাকে। আর এটা দির্ঘ কাল ধরেই হয়ে আসছে, এবং এই উপলক্ষে আমাদের দেশে পরদিন অর্থাৎ ২৭ রমজান সরকারী ছুটিও বহাল অাছে। এতে করে সাধারণ মুসল্লীদের ধারণা ২৬ রমজান দিবাগত রাত্রিতেই নিশ্চিত উক্ত মহামূল্যবান রজনী পবিত্র লাইলাতুল কদর!

আসলে কি তাই? পবিত্র ক্বোরআনে বলা হয়েছে রমজান মাসের, ক্বদরের রজনীতে অল্লাহ্ পাক মহাগ্রন্থ আল ক্বোরঅান নাযিল করেছেন, অার তাই এ রাত্রির এত বিশেষ মর্যাদা, যা কিনা হাজার মাসের চাইতেও উত্তম। সুতরাং এ রজনী আমদের জন্য লাভ করা অতিব জরুরি। এটা অল্লাহর পক্ষ থেকে রোজাদারদের জন্য বিশেষ বোনাস। এই মহামূল্যবাণ বোনাস যে বুঝে, সে কোন দিন হাতছাড়া করবে না।

তাহলে এই মহা সন্মানীত রজনীটি কোন তারিখ?

আল ক্বোরঅানে এ রাত্রির কোন নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই, এমনকি রাসলুল্লাহ (সঃ) ও এ রাত্রির নির্দিষ্ট কোন তারিখ বলেন দেননি। বলেছেন রমজান মাসের শেষ ১০ দিনের বিজোর রাত্রিতে পবিত্র লাইলাতুল কদর তালাশ করো।

তাহলে অামরা কিভাবে নিশ্চিত ২৬ রমজান দিবাগত রাত্রিতেই উক্ত মহামূল্যবান রজনী ‍‍‍পবিত্র "লাইলাতুল কদর"?

অামার জানা মতে ইমাম হাম্বলী রহঃ এবং অন্যান্য বিজ্ঞ আলেমগণের মতে ২৬ রমজান দিবাগত রাত্রিতেই হতে পারে পবিত্র লাইলাতুল কদর!

এই যে হতে পারে ধারণার উপর ভিত্তি করে সাধারণ মুসল্লীরা বিশ্বাস করে একটা রাত্রিকেই বেছে নিয়েছে এটা কি ঠিক কাজ হল? নিছক ধারণার বশঃবর্তি হয়ে যদি এই অতি মূল্যবান একটা রাত্রি থেকে আমরা বঞ্চিত হই তো এর দায়ট কে নিবে?

অাল্লাহর রসুল যেখানে স্পস্ট বলে যাননি কোন তরিখ হবে লাইলাতুল কদর, সেখানে কি অন্যদের ধারণাতত্ব এত প্রাধান্য পেতে পারে?

আল্লাহর তরফ থেকে এত বড় ববকতময় রাতটা পাওয়ার জন্য কয়েকটা বিজোর রাত্রিকি কি কষ্ট করা যায়না?

কেনো এতো শর্টকাট পদ্ধতি?

যেখােনে রমজান মাসের প্রতিটা রাত্রির ইবাদতই অন্য মাসের ৭০ গুন মর্যাদা, সে মাসে আমরা এত শর্টকাট পদ্ধতি কেন বেছে নেই?

রাসুল পাকতো (সঃ) রমজান মাসের শেষ দশদিন ইত্তেকাফ করে পার করতেন।

মূলতঃ এটাতো ত্বাকওয়া অর্জনেরই মাস।

আমার চিন্তাধারা অমূলক হলে পাঠকবর্গ নিশ্চই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি, আর এ বিষয়ে আপনাদের অারও কিছু বিশ্লেষণ আশা করি।

Click this link

বিষয়: বিবিধ

১৩৭১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248354
২৬ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৩
248378
২৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৮
দিশারি লিখেছেন : আমিও একমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File