শাহবাগ ও বঙ্গবন্ধু...
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৩:২১ সকাল
শাহবাগ আন্দোলনে জয় বাংলার সাথে জয় বঙ্গবন্ধু অনুপস্থিত, তার মানে কি? জয় বাংলার আর জয় বঙ্গবন্ধু কি আলাদা? তরুণ প্রজন্ম কি ২য় মুক্তি যুদ্ধের নামে বঙ্গবন্ধুকে শাহবাগে ২য় বার সমাহিত করল? জয় বাংলা স্লোগান দলীয়করণ হতে উদ্ধার করার ধুয়া তুলে যারা বঙ্গবন্ধুকে বাদ দিলেন, তারা কি ঠিক কাজ করেছেন? মোটেই না, কারণ বঙ্গবন্ধু ছাড়া মুক্তি যুদ্ধের চতেনার কথা যারা বলে, তারা হয় মুক্তযুদ্ধের চেতনা কি তা অনুধাবন করতে পারেন না, নয়তো মুক্তযুদ্ধের চেতনার নামে মতলববাজী করছেন। বঙ্গবন্ধু ছাড়া মুক্তযুদ্ধের চেতনার কথা কল্পনা করা যায় না। প্রকৃতপক্ষে এসব হচ্ছে বামপন্থীদের কৌশল। তারা ৭৫ পূর্ব বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি, বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে বলেছিল,সেই বামরাই আজ আঃলীগের ঘাড়ে চড়ে বসেছে, এবং এই জাগরণ বামদেরই পুনঃজাগরণ!!!
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন