বৈশাখ মানে কি?

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ০৬ এপ্রিল, ২০১৪, ১২:৪০:০৯ দুপুর



বৈশাখ মানে কি শুধুই পান্থা ইলিশ খাওয়া?

বৈশাখ মানে কি রবি ঠাকুরের বৈশাখী গান গাওয়া?

বৈশাখ মানে কি রঙিন সাজে সেজে, আলপনা গালে,

ঘুরে বেড়ানো টিএসসি চত্বরে?

বৈশাখ মানেই কি মঙ্গল শোভাযাত্রা?

আর রমনার বটমূলে!

নারী পুরুষ নাই ভেদাভেদ (!) সবি যাব ভুলে?

বৈশাখ মানে কি ছন্দ হারা বায়ে,

যেন ফুলের পরে ফুল পড়ে ঢলে?

আসলে কি তাই?

কবি মন মোর সবারে শুধাই,

বৈশাখ মানে কি? বল না মোরে ভাই।

কেহ শোণে না মোর আহত বাণী,

শুনবে না তারা সুখীজন জানি।

ক্লান্ত শ্রান্ত এক পথিক, সহসা জানায় মোরে,

বৈশাখ কি হতে পারে না, শান্তী আর সাম্য সকলের তরে?

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203220
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫১
বিন হারুন লিখেছেন : ভাল লাগল Rose
203221
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৭
সানাউল হক লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ!
203314
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
203367
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৭
শাহাবউদ্দিন আহমেদ লিখেছেন : অনেক ধন্যবাদ
203509
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File