তরুণ প্রজন্মের শাহবাগ আন্দোলন?

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৪৩:৩৭ দুপুর

বর্তমানে দেশের মিডিয়া অঙ্গণে হট নিউজ হল "তরুণ প্রজন্মের শাহবাগ আন্দোলন!" কিন্তু সচতেন সমাজ একবারওকি ভেবে দেখেছেন কেন এ আন্দোলন, কেন এ গণজাগরণ? একটু চিন্তা করলেই অনুধাবন করা যায় যে, মানবতা বিরোধী অপরাধের বিচারকার্য বা ট্রাইব্যুনাল বিষয়ে সরকার মানুষকে যে ধোকা দিয়েছিল তা ধরা পড়ে গেছে, যে কারণে এ গণজাগরণ। সরকারের ধোকাবাজিতার প্রমান হচ্ছে ট্রাইব্যুনাল আইন সংশোধন।

যদিও আর্ন্তজাতিক ও বিজ্ঞ মহলে এ সংশোধনি প্রশ্নবিদ্ধ।

যাহোক সরকার বাহাদুর নিজেদের ধোকাবাজি আড়াল করার জন্যই তরুণ প্রজন্মের এ আন্দোলনে আপ্রাণ সহযোগীতা ও সহমত প্রকাশ করছে, এবং কৌশলে তরুণদের আন্দোলনকে হাইজ্যাক করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু দেশের মানুষ এখন খুবই রাজনীতি সচেতন, মানুষকে বোকা মনে করলে বুঝতে হবে সরকারই বোকারস্বর্গে বাস করছে। কারণ এ জাগরণই শেষ জাগরণ নয়, এটাতো শুরু মাত্র।

বিষয়: রাজনীতি

১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File