"একটি ছোট গল্প"

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১১ জানুয়ারি, ২০১৪, ০৬:১১:১৬ সন্ধ্যা



একবার এক রাজা তার মন্ত্রীকে বললনে, আমাকে এক লাইনে এমন একটি বাক্য রচনা করে দিন, যে বাক্যটি খুব অনান্দঘন মূহুর্তে পাঠ করলে আমি দুঃখতি হয়ে যাব এবং আমার মুখমন্ডল তৎখনাত মলিন হয়ে যাবে, আবার ঐ একই বাক্য যদি অতি কঠিন এবং খুবই দুঃসময়ে পাঠ করি তাহলে মুহুর্তেই আমার মনে আনন্দ ফিরে আসবে।

বহু চিন্তা ভাবনা করে মন্ত্রী মহাশয় পরদিন রাজাকে একটি চিরকুট হাতে ধরিয়ে দিলনে।

তাতে লেখা রয়ছে" সময় সব সময় সমান যায় না, সময় বদলায়" ...........

বিষয়: বিবিধ

১৯৩৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161420
১১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
সিকদারর লিখেছেন : :- Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose
161422
১১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
মিরন লিখেছেন : আপনি ঠিক বলছেন, সফলতা, ব্যার্থতা, হাসি কান্না, আনন্দ বেদনা, পেয়ে হারানো, হারিয়ে খোজা,এটা আমাদের নিত্য সংগি
161457
১১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০০
আলোর আভা লিখেছেন : সুন্দর কথা আমি ও মনে রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ ।
161531
১২ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৫
মাটিরলাঠি লিখেছেন : "সময় সব সময় সমান যায় না, সময় বদলায়" -এইটাতো খেজুর গাছের মাথায় (ক্ষমতায়) বসারা মনে রাখতে চায় না। যেমন মনে রাখেনি ..., ..., ..., ...
161545
১২ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২৫
সবুজেরসিড়ি লিখেছেন : পারফেক্ট উত্তর . . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File