ঘুরে দাঁড়াও Good Luck

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৯ অক্টোবর, ২০১৮, ০৯:৩৬:০৫ রাত

ঘুরে দাঁড়াও

**

ঘুরে দাঁড়াও, হে বন্ধু

চলন্ত জীবনটা থেমে যাবার আগেই...

জানো তো, ফিরে যাবার মেয়াদ গতকাল যা ছিল

তার থেকে আরো একদিন কমে গেছে....

.

মনে আছে?

এসেছিলে কিন্তু জান্নাত থেকে, সেটাই তোমার জন্মস্থান।

হিসেব করে দেখো

যে পথে চলছো তা কি জান্নাতের পথ? যাচ্ছো ঠিক পথে?

গেলে তো ভালোই,

না হলে ঘুরে দাঁড়াও, এখনি! এ মূহুর্তে!

.

এটা ভেবোনা ঘরে ফিরে গিয়ে

নতুন করে যাত্রা শুরু করবে।

.

চলমান সময়ের ঘটমান যাত্রার

ইতি ঘটতে পারে যে কোনো সময়! যে কোন মূহুর্তে!

বিশ্বাস না হলে তোমার বাবা দাদা পরদাদাদের

জিজ্ঞেস করে দেখো! আমি সিরিয়াস!

.

টাইম বোমার মত সেট করে দেয়া জীবনের সময়

ইতিমধ্যে সিংহভাগ হয়ে গেছে শেষ!

বুকের বাম পাশে ঘড়িটা এখনো বাজছে বটে

টিক টিক শব্দটা হুসটাতে রেখে যাচ্ছে রেশ্ ।

ক্বলবটা কেবলই গোঙাচ্ছে; ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও...

.

অনেকগুলো পথের একটিই কেবল জান্নাতমুখি

ঘুরে সে পথ ধরতে পারবে না যে, সেই জনমদুঃখী।

.

এমনভাবে ঘুরো যেভাবে কেবলা পরিবর্তন করেছিলেন

প্রিয় রাসূল হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

ঘুরে দাঁড়াও হে বন্ধু। ঘুরে দাঁড়াও....

.

এস্তেগফার হোক নিঃশ্বাসের তসবিহ

ঘুরে দাঁড়াবার কালে,

শান্তি সুখের জীবন যেন হয় ইহকাল পরকালে।

.

মিনতি করি আমি চোখের শ্রাবণে ক্রন্দনে আবেদনে

আমার নামটিও স্মরণে রাখিও তোমার নামের সনে।

.

ওহে ভাই ওহে বন্ধু শত্রু আত্বীয়, ছাড়ো জিন্দা ঘুমের ভান,

সতর্ক হয়ে তওবার সাথে ঘুরে দাঁড়াও যাবার আগে জান।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385922
০৯ অক্টোবর ২০১৮ রাত ১০:৪২
কুয়েত থেকে লিখেছেন : মাশা আল্লাহ খুবই ভালো লাগলো লেখাটি আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১০ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:৩৭
317976
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ।Good Luck
385928
১০ অক্টোবর ২০১৮ রাত ১২:০৪
আমি আল বদর বলছি লিখেছেন : অসম্ভব ভাল লিখেছেন ভাই
ভালবাসা রেখে গেলাম
১০ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:৩৭
317977
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ।Good Luck
385935
১০ অক্টোবর ২০১৮ দুপুর ০২:৫৫
আবু জারীর লিখেছেন : জীবনটা যে কখন শেষ হয়ে যাবে তা আমরা কেউ জানিনা তারপরেও ছুটে চলি অবিরত!
১০ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:৩৮
317978
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :

ওহে ভাই ওহে বন্ধু শত্রু আত্বীয়,
ছাড়ো জিন্দা ঘুমের ভান,

সতর্ক হয়ে তওবার সাথে ঘুরে দাঁড়াও
যাবার আগে জান।Good Luck
385942
১০ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:৪৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : মাশা আল্লাহ খুবই ভালো লাগলো লেখাটি
১০ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:৩৯
317979
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার ভালো লেগেছে জেনে খুবিই খুশি লাগছে।
ভালো থাকবনে এবং দোয়া করবেন।Good Luck Good Luck
385953
১০ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৭:০৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
১১ অক্টোবর ২০১৮ সকাল ১১:৪৪
317985
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সেই পুরনো নাম,
বাংলার দামাল সন্তান!!Happy>-
386053
২৫ অক্টোবর ২০১৮ দুপুর ০১:৪৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ প্রিয়। অনেক শিক্ষনিয় পোস্ট..
২১ নভেম্বর ২০১৮ দুপুর ১২:৩৩
318099
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আন্তরিক ধন্যবাদ মাছুম ভাই। দোয়া করবেন। Good Luck
386119
০৭ নভেম্বর ২০১৮ দুপুর ০১:১০
নিমু মাহবুব লিখেছেন : ভাই, ভালো লাগল,ধন্যবাদ। ভালো লাগল,ধন্যবাদ।
আপনারা এখনো ব্লগিং করেন!!!!
২১ নভেম্বর ২০১৮ দুপুর ১২:৩৫
318100
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জীবনে যা কিছু পেয়েছি তাতে ব্লগের ভূমিকা নিতান্তই কম নই নিমু মাহবুব ভাই। আপনাদেরকে এই ব্লগ থেকেই পেয়েছিলাম, তাই না?
ভাল থাকবেন এবং দোয়া করবেন।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File