নির্দিষ্ট বিষয়ের উপর লেখা আহবান
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৩ মার্চ, ২০১৬, ০২:৫৭:২৬ দুপুর
♥ ....................লেখা আহবান.................... ♥
....................................................................
১৯৯১ সালের ঘূর্ণীঝড় ‘গর্কী’র উপর ব্লগ দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী দুটি লেখা ,
বাছাইকৃত পাঠকের মন্তব্যসহ বই আকারে প্রকাশ হতে যাচ্ছে।
একটি লেখা হচ্ছে কথা শিল্পী সালমা আকতার মেরী’র
=======>> মহাপ্রলয়ে অবলম্বন <<=======
অপরলেখাটি হচ্ছে আমার লেখা
===========>> সাগর <<============
বইটি প্রকাশিত হবে বাহার প্রকাশনী হতে
বইটির প্রকাশনা উৎসব হবে ২৯শে এপ্রিল’২০১৬ইং
উক্ত বইর শেষের দিকে ১৯৯১ সালের ঘূর্ণীঝড়ের উপর বাস্তবজীবনের অভিজ্ঞতা,
পাদটীকা আকারে ছাপানো হবে। আপনার সেদিনের অভিজ্ঞতা লিখে পাঠাতে পারেন।
ঐতিহাসিক গুরুত্বের বিচারে বাছাই করে নির্বাচিত লেখা উক্ত বইতে ছাপানো হবে।
লেখা পাঠাবার ঠিকানা:
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন