আমি সাগর
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৭ ডিসেম্বর, ২০১৫, ০১:৫০:১৩ দুপুর
আমি সাগর
আমি সাগর আমি গভীর আমি মুক্ত
আমি যাচ্ছি ভাঙ্গব প্রাচীর লৌহ কঠিণ শক্ত ।
আমি স্বাধীন আমি উন্মুক্ত আমি বিশৃঙ্খল
আমি যাত্রী জয়ের নেশায় ধরনী তল ।
আমি উন্মাদ আমি দূর্বার আমি ভয়ংকর
ভীমরতির ঐ কংকাল হবে নুড়িকংকর ।
আমি জ্বালা আমি অসংলগ্ন আমি নিষ্ঠুর
আমি ডরাইনা রক্ত চক্ষু হাড় কাপুনী বীর অসুর ।
আমি নেশাতুর আমি আমি বিশ্ব দেখে ক্লান্ত নই
বিশ্ব হল ছাগল ছানার আনন্দ লাফ
বিশ্ব হল আমার গাভীর বাছুর দৌড় ।
আমি যাচ্ছি আমি দেখব অতলান্তের ইতি
বহির্বিশ্ব দেখে এসে গাইব নতুন গীতি ।
আকাশ নয় সেতো আমার বাড়ির আঙ্গিনা
রাশিয়া ? সেতো পুকুর পাড়ের বাংলো ঘর
আমি চাই মাটির বিশ্বকে তছনছ করতে
লাফ মেরে ঐ উর্ধ্ব বিশ্বের রশি ধরতে ।
আমি চাই মুক্তি পাচ্ছি নাতো যুক্তি ।
হিমালয়ের শীরে উঠে বুকের বোতাম খুলতে
নিমেষে বুলাব হাত মনের জ্বালা ভুলতে ।
আমি সাগর আমি শুস্ক আমি হাহাকার
আমার অগ্নিস্ফুলিঙ্গ জ্বালাব যত অবিচার ।
আমি শান্ত আমি ভদ্র আমি সহায়ক
আমি আমার মাঝেই হতে চাই ন্যায় বিচারক ।
রচনাকাল:০৭/১২/১৯৮৯ইং
ব্লগে লেখা আমার প্রকাশিত কবিতাসমগ্র: Click this link
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে আন্তরিক ধন্যবাদ, ভাল থাকবেন ।
ধন্যবাদ আপনাকে ।
২৬ বছর আগে ক্লান্ত ছিলাম না । বিশ্বকে জয় করার অদম্য নেশা ছিলই ।
পারিনি পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে । অন্তত সমগ্র বাংলাদেশটা সাইকেল ভ্রমণের ইচ্ছাটা প্রবল ছিল ।
একটি সুস্থ সংস্কৃতির প্লাটফর্ম বাংলাদেশের জন্য অতি জরুরী মনে করি ।
দোয়া করবেন ।
মন্তব্য করতে লগইন করুন