একটি পতাকার জন্যে, (সর্টফিল্ম’এ অভিনয় করলাম আমি)
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৯ নভেম্বর, ২০১৫, ০১:৩০:০৬ দুপুর
বন্দর নগরী চট্টগ্রাম। একটি সর্টফিল্ম'র স্যুটিং'র প্রস্তুতি চলছে। পরিচালক, অভিনেতা, ক্যামরাম্যান সবাই রেডি।
দৃশ্যপট একটি সরকারী অফিস। অফিসে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তাঁর পেনসনের আটকে পড়া ফাইলটি ছাড় করাতে গেছে। সরকারী অফিসারের সামনে টেবিলে ষ্ট্যান্ডে দন্ডায়মান একটি ছোট্ট জাতীয় পতাকা থাকবে। সবাই উপস্থিত হলেও স্যুটিং স্পটে অনুপস্থিত ছিল ঐ জাতীয় পতাকাটি। কারণ তখন পর্যন্ত পতাকাটি যোগাড় করা সম্ভব হয়নি, কোথাও পাওয়া যাচ্ছিলনা এমন টেবিল সাইজ পতাকা।
পরিচালকসহ সবাই যার যার পরিচিত মহলে খোঁজ নিয়েও কোন সুরাহা হল না।
আগ্রাবাদ, রিয়াজউদ্দিন বাজার, আন্দরকিল্লা, চকবাজার, বিভিন্ন শফিংমল, শো-ফিসের দোকান, ষ্ট্যাশনারী দোকানে খোঁজা হল, না কোথাও নেই। এমনকি কাজির দেওরি ষ্টেডিয়াম মার্কেট পর্যন্ত দেখা হল, সেখানেও নেই, পুরাই অস্থির অবস্থা। দেওয়ান বাজার সদ্য উদ্বোধন হওয়া ১ টু ৯৯ মলেও পাওয়া গেল না।
নিজের কাছে নিজেই লজ্জিত হলাম । ছিঃ ছিঃ আমরা নাকি দেশকে ভালবাসি। চেতনার মানদন্ডে নিজের ইমেজকে সারাদিনই ভারিক্কি করে রাখি আমরা।
বুকের ভিতর কলিজাটা পতাকার রংএ রঞ্জিত হলেও এক বিগত পরিমান একটি পতাকার হার্ডকপি কোথাও পাওয়া না যাওয়া স্বাধিনতার মানহানি বলেই মনে হল আমার।
আর মাত্র ৮ দিন পরেই আসতেছে বিজয়ের মাস ডিসেম্বর। তখন শত শত পতাকা ফেরী করে বাঁশের আগায় ঝুলিয়ে বিক্রি করা হবে। অতচ এখন কোথাও একটি মাত্র পতাকা নেই। পতাকার জন্য স্যুটিং লেট। পতাকা ছাড়া স্যুটিং শুরু করা সম্ভবই নয়। কারণ সর্টফিল্মের নামই হচ্ছে 'নিশান'।
একজন পরামর্শ দিল কম্পিউটার থেকে পতাকা প্রিন্ট নিলে কেমন হয়? কয়েকজন সমর্থন করল প্রস্তাবটি। সুতরাং ছয় তালা থেকে নীচে নেমে কম্পিউটারের দোকান থেকে দুটি পতাকা প্রিন্ট করে আনা হল। পতাকা দুটি কেটে ঘাম দিয়ে লাগিয়ে একটি কাঠির সাথে লাগিয়ে দেয়া হল। পতাকা হয়ে গেল কিন্তু পরিচালক বললেন কাগুজে কাগুজে লাগতেছে, অফিসের সাথে মানাচ্ছেনা। সুতরাং ঐ কাগুজে পতাকা বাদ।
আবার এক একজন এক এক দিকে বেরিয়ে গেল পতাকার খোঁজে। কোথাও পতাকা না পেয়ে শেষ পর্যন্ত মতিটাওয়ার থেকে কাপড় কিনে টেইলার্স থেকে পতাকা তৈরী করে স্যুটিং সম্পন্ন করা হল। পতাকার কারণে পাঁচ ঘন্টা স্যুটিং লেট।
ফিল্মের শেষ ডায়ালগ ছিল:
জাতীয় পতাকা কেবল টেবিলে সাজিয়ে রাখলে ও স্যালুট করলেই হয়না, এটা অন্তরেও ধারণ করতে হয়।
বিজয়ের মাস ডিসেম্বরের ১ তারিখ সর্টফিল্ম "নিশান" মুক্তি পাবে। আপনারা সবাই আমন্ত্রিত।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে ।
আপনার অভিনয় দেখার ও শুনার অপেক্ষায় রইলাম।
আশা করি নিয়মিত লিখবেন।
অভিনয়ের চেয়েও এখানে আমি সমাজের প্রতি মেসেজটাকে গুরুত্ব দিয়েছি ।
আপনাকে আন্তরিক ধনবাদ ।
Your acting n messages as well. Jajakallahu khair.
দোয়া করি
আমি জানি এবং বিশ্বাস করি আপনার দোয়া সবসময় আমার সাথে আছে ।
আমিন ।
আপনার লেখার হাতও আরো সু-প্রসারিত হোক এই কামনা করি।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন