একটি পতাকার জন্যে, (সর্টফিল্ম’এ অভিনয় করলাম আমি)

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৯ নভেম্বর, ২০১৫, ০১:৩০:০৬ দুপুর



বন্দর নগরী চট্টগ্রাম। একটি সর্টফিল্ম'র স্যুটিং'র প্রস্তুতি চলছে। পরিচালক, অভিনেতা, ক্যামরাম্যান সবাই রেডি।

দৃশ্যপট একটি সরকারী অফিস। অফিসে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তাঁর পেনসনের আটকে পড়া ফাইলটি ছাড় করাতে গেছে। সরকারী অফিসারের সামনে টেবিলে ষ্ট্যান্ডে দন্ডায়মান একটি ছোট্ট জাতীয় পতাকা থাকবে। সবাই উপস্থিত হলেও স্যুটিং স্পটে অনুপস্থিত ছিল ঐ জাতীয় পতাকাটি। কারণ তখন পর্যন্ত পতাকাটি যোগাড় করা সম্ভব হয়নি, কোথাও পাওয়া যাচ্ছিলনা এমন টেবিল সাইজ পতাকা।

পরিচালকসহ সবাই যার যার পরিচিত মহলে খোঁজ নিয়েও কোন সুরাহা হল না।

আগ্রাবাদ, রিয়াজউদ্দিন বাজার, আন্দরকিল্লা, চকবাজার, বিভিন্ন শফিংমল, শো-ফিসের দোকান, ষ্ট্যাশনারী দোকানে খোঁজা হল, না কোথাও নেই। এমনকি কাজির দেওরি ষ্টেডিয়াম মার্কেট পর্যন্ত দেখা হল, সেখানেও নেই, পুরাই অস্থির অবস্থা। দেওয়ান বাজার সদ্য উদ্বোধন হওয়া ১ টু ৯৯ মলেও পাওয়া গেল না।

নিজের কাছে নিজেই লজ্জিত হলাম । ছিঃ ছিঃ আমরা নাকি দেশকে ভালবাসি। চেতনার মানদন্ডে নিজের ইমেজকে সারাদিনই ভারিক্কি করে রাখি আমরা।

বুকের ভিতর কলিজাটা পতাকার রংএ রঞ্জিত হলেও এক বিগত পরিমান একটি পতাকার হার্ডকপি কোথাও পাওয়া না যাওয়া স্বাধিনতার মানহানি বলেই মনে হল আমার।

আর মাত্র ৮ দিন পরেই আসতেছে বিজয়ের মাস ডিসেম্বর। তখন শত শত পতাকা ফেরী করে বাঁশের আগায় ঝুলিয়ে বিক্রি করা হবে। অতচ এখন কোথাও একটি মাত্র পতাকা নেই। পতাকার জন্য স্যুটিং লেট। পতাকা ছাড়া স্যুটিং শুরু করা সম্ভবই নয়। কারণ সর্টফিল্মের নামই হচ্ছে 'নিশান'

একজন পরামর্শ দিল কম্পিউটার থেকে পতাকা প্রিন্ট নিলে কেমন হয়? কয়েকজন সমর্থন করল প্রস্তাবটি। সুতরাং ছয় তালা থেকে নীচে নেমে কম্পিউটারের দোকান থেকে দুটি পতাকা প্রিন্ট করে আনা হল। পতাকা দুটি কেটে ঘাম দিয়ে লাগিয়ে একটি কাঠির সাথে লাগিয়ে দেয়া হল। পতাকা হয়ে গেল কিন্তু পরিচালক বললেন কাগুজে কাগুজে লাগতেছে, অফিসের সাথে মানাচ্ছেনা। সুতরাং ঐ কাগুজে পতাকা বাদ।

আবার এক একজন এক এক দিকে বেরিয়ে গেল পতাকার খোঁজে। কোথাও পতাকা না পেয়ে শেষ পর্যন্ত মতিটাওয়ার থেকে কাপড় কিনে টেইলার্স থেকে পতাকা তৈরী করে স্যুটিং সম্পন্ন করা হল। পতাকার কারণে পাঁচ ঘন্টা স্যুটিং লেট।



ফিল্মের শেষ ডায়ালগ ছিল:

জাতীয় পতাকা কেবল টেবিলে সাজিয়ে রাখলে ও স্যালুট করলেই হয়না, এটা অন্তরেও ধারণ করতে হয়।


বিজয়ের মাস ডিসেম্বরের ১ তারিখ সর্টফিল্ম "নিশান" মুক্তি পাবে। আপনারা সবাই আমন্ত্রিত।

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351969
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার অভিনয় জগতে পদার্পণ শুভ হোক। এই কামনা করি। সর্টফিল্মটি দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০২
292206
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ব্লগিং তথা লেখালেখি করার উদ্দেশ্য হচ্ছে সমাজের কাছে পজেটিভ বার্তা পৌছানো । চলচিত্রও কিন্তু শক্তিশালী একটি মাধ্যম । এই মাধ্যমকে সুস্থ সংস্কৃতির চর্চা করতে পারলে সমাজ অনেক উপকৃত হবে ।
ধন্যবাদ আপনাকে ।Good Luck Good Luck Good Luck Good Luck
351972
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পতাকা এখন ব্যবসার উপকরন। সুতারাং পাওয়া যাবে যখন এর চাহিদা থাকবে!!
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৮
292207
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঐ সাইজটা ১০টাকা দিয়েই পাওয়া যাবে কয়েক দিনের মধ্যেই ।
351983
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৪
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৫
292219
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।Good Luck
351986
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪২
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ, ভাল লাগল

আপনার অভিনয় দেখার ও শুনার অপেক্ষায় রইলাম।
আশা করি নিয়মিত লিখবেন।
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৭
292220
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমার অভিনয় স্বরবর্ণ শিক্ষার মতই হবে ।
অভিনয়ের চেয়েও এখানে আমি সমাজের প্রতি মেসেজটাকে গুরুত্ব দিয়েছি ।
আপনাকে আন্তরিক ধনবাদ ।
351991
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৮
আবু জান্নাত লিখেছেন : এখন তো ভাই জাতিয় পতাকার নামে জাতিয় ব্যবসায় মজে আছে চেতনাধারীরা।
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
292235
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক বলেছেন ।
351995
২৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৬
সন্ধাতারা লিখেছেন : Salam, very eagerly waiting to watch
Your acting n messages as well. Jajakallahu khair.
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১০
292236
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি তো বলি ব্লগাররা জাতির জন্য জাগ্রত বিবেক । আমাদেরকেই জাগাতে হবে ঘুমন্ত বিবেকগুলোকে । সেটা লেখার মাধ্যমে হোক বা চলচিত্রের মাধ্যমে হোক ।Good Luck
352006
২৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


দোয়া করি
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১০
292237
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম,
আমি জানি এবং বিশ্বাস করি আপনার দোয়া সবসময় আমার সাথে আছে ।Praying Praying
352014
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি খুবই ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
292245
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ ।Good Luck
352033
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
মনসুর আহামেদ লিখেছেন : যেটা ৪০ বছর আগে শুরুর কথা। নেভার লেইট
২৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৫
292272
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক আমার মনের কথাটাই বলেছেন ভাইজান ।Good Luck Good Luck Applause
১০
352077
৩০ নভেম্বর ২০১৫ রাত ১২:৫৭
শেখের পোলা লিখেছেন : অফিসার হিসাবে বেশ মানাইছে আপনাকে৷ ধন্যবাদ৷
০১ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৯
292523
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি অফিসার ছিলাম না ভাইজান । Angel
০২ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২১
292533
শেখের পোলা লিখেছেন : ভিডিও দেখে ভুল ভেঙ্গেছে৷ একটু বড় হলে আরও ভাল হত৷ তবুও ধন্যবাদ৷
১১
352419
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. খুবই সুন্দর লেখনী। মহান আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আপনার লেখার হাত আরো সু-প্রসারিত হোক এই কামনা করি।
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১৪
292599
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়াবারাকাতুহু..
আমিন ।
আপনার লেখার হাতও আরো সু-প্রসারিত হোক এই কামনা করি।Good Luck Good Luck
১২
353383
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৪
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : الحمد لله খুবই সুন্দর হয়েছে। আল্লাহ আপনাদেরকে আরো বেশি বেশি ঈমানদীপ্ত জনকল্যাণমুখী শর্টফিল্ম/টেলিফল্ম নির্মাণ করার তাওফিক দান করুন اللهم امين
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৭
293570
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমিন ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File