ফেসবুক খুলে দিন, বাংলাদেশে ফেসবুক বন্ধের ১৯২ ঘন্টা অতিক্রম

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৭ নভেম্বর, ২০১৫, ১২:২৫:৫৪ দুপুর

সরকার দেশে ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, ওয়াটস অ্যাপ বন্ধ করেছে ১৯২ ঘন্টা(শুক্রবার দুপুর ১২টায়) পার হতে চলেছে । ১৮ই নভেম্বর দুপুর ১২টায় তা বন্ধ করা হয়েছিল, এখনও খুলে দিচ্ছেনা । তবে সরকার ফেসবুকসহ অন্যান্য সাইড ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেনি । এ সংক্রান্ত কোন সরকারী সার্কূলারও আমার চোঁখে পড়েনি । সুতরাং ফেসবুক ব্যবহার করা আইন অমান্যের পর্যায়ে পড়েনা বলেই আমার বিশ্বাস । তবে দেখা যাচ্ছে সরকার একটি পথ বন্ধ করলেও আরো অন্যান্য পথ দিয়ে ঠিকই ফেসবুক ব্যবহার করা যাচ্ছে । বিরুধী দলের হরতাল আর সরকারের ফেসবুক বন্ধ একই পর্যায়ের হল, দু’ক্ষেত্রেই সমান তালে চলে ।

আসলে ফেসবুক বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতই হয়ে গেছে । দেশকে ডিজিটাল করতে গিয়ে দেশের মানুষ ফেসবুক ব্যবহারে অব্যস্ত হয়ে পড়েছে । ফেসবুকে লগইন করতে না পেরে অনেকের নি:শ্বাস বন্ধ হবার উপক্রম হয়েছে। অনেকে বিকল্প পথ ব্যবহার করতে জানেনা বিধায় তাদেরকে হতাশা ও দু:খ প্রকাশ করতে দেখা যাচ্ছে । ইন্টারনেটের গতিও হতাশাজনক কম । তাই যত তাড়াতাড়ি সম্ভব ফেসবুকসহ সবগুলো মাধ্যম খুলে দেবার জন্য যথাযত কর্তৃপক্ষকে অনুরোধ করছি ।

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351681
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০১:০৯
কাহাফ লিখেছেন : মুরগীর হালিম না,তারানা হালিম কইছে- '...খুইলা না-কি দিবে!'
সবুরে মেওয়া ফলে!!!
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৬
291973
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আজকে নয় দিন হয়ে গেল । এর আগে বড় জোর ২/৩ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল মনে হয় ।
351684
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৩
সিটিজি৪বিডি লিখেছেন : ফেইসবুক বন্ধ বলে কারো ফেইস দেখি না।
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৬
291974
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সামাজিক যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে ।
351686
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২২
নূর আল আমিন লিখেছেন : অপেক্ষা করুন, ত্যারানা দিদি বলেছেন সময় হলে সব খুলে দেবে/ lol
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
292003
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অপেক্ষার প্রহর বড়িই দীর্ঘ....
ধন্যবাদ আপনাকে ।Good Luck
351692
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৩
নকীব কম্পিউটার লিখেছেন : তা রা না র মাথা খ্রাপ অইছে। এখন নাকি মোবাইল সেটেরও নিবন্ধন করতে অইবো। শুধু সিম নিবন্ধনে নাকি পেট ভরতেছে না। তয় কয়দিন পরপর কিভাবে মোবাইল সেটের নিবন্ধন করবো? মোবাইল সেট হারাবে, চুরি হবে, পানিতে পড়বে, আগুনে পুড়বে, নষ্ট হবে।

ফেসবুক বন্ধ কইরে দিলেও মোবাইলে ইউসি সফটওয়ার ব্যবহার করে সবাই ফেসবুক ব্যবহার করতাছে।

ফহিন্নির ঘরে ফহিন্নি কিতা বন্ধ করছে ফেইসবুক!

তাহলে মাইনষে চালায় কেমনে তে?
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
292004
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বন্ধ ঘরে আলো
তবুও তা কালো ।
ধন্যবাদ আপনাকে ।Good Luck
351696
২৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া।

আপনার সাথে আমিও ফেসবুকসহ সবগুলো মাধ্যম খুলে দেবার জন্য যথাযথ কর্তৃপক্ষকে জোর অনুরোধ জানাচ্ছি।

জাজাকাল্লাহু খাইর।
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
292005
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম ।
ধন্যবাদ আপনাকে সহমত পোষণ করার জন্য ।Good Luck
351715
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বন্ধ করছে নিষিদ্ধ নয়!!
তবে কিভাবে খোলা যায় সবাই জানে। এমনবি ষাঁড়ে শুদ্ধা স্ট্যাটাস দেয়!!
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
292006
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বন্ধ করছে নিষিদ্ধ নয়, একথাটা অনেকেই জানেনা । সবাই মনে করছে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আছে ।
351719
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনার তো আরো আগেই ফেবুতে আসার কথা বাহার ভাই। অনেকেই আগে চলে এসেছে।
কী আর বলব? দেশটাকে ডিজিটাল বানানোর প্রয়োজনে নেট ফেবু মোবাইল সবই যদি বন্ধ করে দেয়া হয় তবুও আশ্চর্য হবার কিছুই থাকবে না। শুধু বলব জয় বাংলা বলে আগে বাড়ো। আগে মানে ৭২ এর সংবিধানের দিকে আমরা আগেই গিয়েছি। এখন ৪৭ এর আগের দিকে যাওয়া হবে। জয় বাংলা।
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
292007
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আসলে আমি মনে করেছিলাম ফেসবুক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আছে । সরকারী আইন না মানলে তো আবার বুঝতেই পারছেন । কিন্তু অনেক খুঁজেও নিষেধাজ্ঞার কোন কিছু পেলাম না । যা পেলাম তা হচ্ছে সরকারীভাবে যে পথে বাংলাদেশে ফেসবুক কানেকশন ঢুকে ঐ পথটা সরকার বন্ধ করে দিয়েছে । এখন নেশাগ্রস্ত ফেসবুক উইজাররা বিকল্প পথ বের করে নিয়েছে । অবশ্য অনেকে ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল ফেসবুক বন্ধ থাকার কারণে । তারাও প্রাণপন চেষ্টা করে ফেসবুক চালিয়ে যাচ্ছে ।
351721
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সরকারের ডাকা ফেইচবুক অবরোধ ডিলে-ডালা ভাবে পালিত হচ্ছে। কারন ভিপিএন এর কল্যানে সরকারের এই অবরোধ কে বেশির ভাগ মানুষ প্রতিহত করেছে।
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
292009
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :
একদম বাস্তব কথা বলেছেন ভুট্টো ভাই ।
বিরুধীদলের হরতাল
সরকারের ফেবুতাল
দু’টোতেই সমান তালে চলে ।
351726
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
অষ্টপ্রহর লিখেছেন : অভিনেত্রী-নর্তকীরা যখন মন্ত্রী, তখন একটু আধটু নাটক তো দেখতেই হবে।
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩৫
292016
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : খারাপ বলেননি, অভিজ্ঞতার ব্যাপার তো আছেন । ধন্যবাদ আপনাকে ।Good Luck
১০
351941
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৬
চোরাবালি লিখেছেন : ফেসবুক বন্ধতে আমি বেশ খুশিই। আবার সবাইকে ব্লগে পাওয়া যাচ্ছে
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৮
292203
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সবাইকে কোথায় পাওয়া যাচ্ছে, আপনিই কেবল আসলেন । সারাদিন তো ২০টি পোষ্টও আসেনা । তবুও আপনাকে ধন্যবাদ ।Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File