স্বরবর্ণ.......(ছড়া)
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৫ নভেম্বর, ২০১৫, ০৪:৫৬:২৯ বিকাল
স্বরবর্ণ
এ.আর.বাহাদুর বাহার
অ- তে অজগর
আ-তে আম,
বই খাতা কলম নিলাম
বেশী দিয়ে দাম ।
.
ই-তে ইঁদুর
ঈ-কে ঈগল পাখি
ছোট্ট শিশুর মিষ্টি হাসি
ছোট্ট দুটি আঁখি ।
.
উ-তে উট পাখি
ঊ-তে ঊল্লুক,
দিনে রাতে মারামারি
এটা কোন মুল্লুক ।
.
ঋ-তে ঋষি
৯-তে লী কার,
গ্রাম বাংলার দুঃখী মানুষ
করে সদা হাহাকার ।
.
এ-তে একতা
ঐ-তে ঐরাবত,
একতার অভাবে
ভাংছে তারা এযাবত ।
.
ও-তে হয় ওল
ঔ-তে ঔষধ,
স্বরবর্ণের স্বরতালি
হয়ে গেল পরিশোধ ।
.
রচনাকাল: ১৯৮৬ খ্রীস্টাব্দ
প্রকশিত: সচিত্র শিশু কিশোর মাসিক সাম্পান, নভেম্বর’ ১৯৯৭ সংখ্যা ।
বিষয়: বিবিধ
১৬৪২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কবি সাহেব এখন ।ঋ-তে ঋষি মনিটা একটু ঠিক করবেন কি?(মানে মণিটা বাদ দেয়া যাবে?)
অনেক বছর আগের লেখা । গত কাল হঠাৎ করে পেয়ে গেলাম অনেক লেখা ।
এ তে একটু আগে
খ তে খেয়ে গেলেন
ভ তে ভুলে গেলেন ??
মন্তব্য করতে লগইন করুন