কলমের কান্না
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২১ নভেম্বর, ২০১৫, ০৫:৩৩:৪৮ বিকাল
কলম আমার অঝোর ধারায় কান্দে
হাসাতে চাইলে লজ্জায় মরে
মিনতি সুরে আকুতি ঝরে
পড়ছে নাকি গ্যাঁড়া কলের ফান্দে।
.
কলম আমার অঝোর ধারায় কান্দে
রক্তচক্ষু অসুর খগড় হাতে
অভিমানে গুমড়ে মরে বলে
বাঘের মত বাঁচতে নইলে জানদে।
.
কলম তুমি শক্তির জোরে আগাও
রক্তিম চোঁখে আগুনের ফুলকি
ত্রাসের রাজ্যে উঠবে দুলকি
কান্না থামিয়ে ঘুমন্তদের জাগাও।।
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকবেন।
থামতে মানা সেই কলমের
সামনে শুধু চলবে,
সত্য ন্যায়ের পক্ষে শুধুই
সকল সময় বলবে৷
ধন্যবাদ
কলমের কান্না অন্তরেও ঢেউ তোলে!
অন্তরের ফেনায়িত ঢেউ কলমের ঝর্ণা হয়ে ব্লগ নামের নদী দিয়ে ইন্টারনেটের সাগরে ছড়িয়ে পড়ুক।
মন্তব্য করতে লগইন করুন