ডা.এড্রিক সাজিশন বেকার কে মানবসেবার জন্য মরনোত্তর সম্মাননায় ভূষিত করা হোক

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৫:৩০ রাত



তিনি নিজ পরিবার পরিজন ছেড়ে নিজের মাতৃভূমি সূদুর নিউজিল্যান্ড ত্যাগ করে বাংলাদেশে এসে মানবসেবায় আত্মনিয়োগ করেছিলেন ।

১৯৮০ সাল থেকে তিনি বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুরগড় এলাকার অসহায় দরিদ্ররোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন ।

ডা.এ.এস. বেকার টাঙ্গাইলের মধুপুর গড়ে চার একর জমির উপর ‘কাইলাকুড়ি হেলথ কেয়ার সেন্টার’ প্রতিষ্ঠিত করেছিলেন । সেখানে তিনি দরিদ্র গ্রাম বাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন । গ্রাম বাসীরা তাঁকে ‘ডাক্তার ভাই’ বলে ডাকত ।

৩/৪ বছর আগে ইত্যাদিতে দেখেছিলাম ড.এড্রিক সাজিশন বেকারকে ।



গতকাল বেলা ২টায় তিনি ৭৪ বছর বয়সে নিজের প্রতিষ্ঠিত হেলথ কেয়ারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

তাঁর মানবদরদী কাজের জন্য এলাকাবাসীর দাবীর মুখে বাংলাদেশ সরকার গতবছর ২০১৪ সালের ৫ই আগষ্ট ডা.এ.এস বেকারকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন ।

মানব সেবায় যারা নিজেকে উৎসর্গ করে দিয়ে জীবনের অর্থ খুঁজে পান ডা. এড্রিক সাজিশন বেকার তাদের একজন ।

উপকারীর উপকার স্বীকার করা কৃতজ্ঞতার লক্ষণ । আর কোন উপকারীকে পুরস্কৃত হয় তাহলে এরকম উপকারী সেবক তৈরী হতে মানুষ উদ্বুদ্ধ হয় ।

তাই ডা.এড্রিক সাজিশন বেকারকে মরণোত্তর সম্মাননা দেয়া হোক ।

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339263
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এই ভদ্রলোকটির ব্যাপারে সত্যি অনেক মায়া লাগে
ধন্যবাদ আপনাকে
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১০
280688
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক বলেছেন, ভদ্রলোকটির জন্য মায়া লাগে।
আপনাকে ধন্যবাদGood Luck
339264
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৩
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।ডা.এড্রিক সাজিশন বেকারকে মরণোত্তর সম্মাননা দেয়া হোক। সহমত ।
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৫
280689
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম।
সহমত পোষন করার জন্য ধন্যবাদ। Good Luck
339288
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০০
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : সহমত। তাঁকে পুরস্কৃত করা উচিত।
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৬
280690
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদGood Luck
339295
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সহমত। তার একটি শেষ কথা পড়লাম। দেশের হাজার হাজার ডাক্তার থেকে একজন যদি তার হাসপাতাল এর দায়িত্ব নেয় তবে মানুষগুলি উপকৃত হবে।
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৯
280716
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তার হাসপাতালটির দায়িত্ব সরকার নিলেই সবচেয়ে ভাল হয়।
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:২০
280720
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সরকার দায়িত্ব নিলে তো সরকারি হাসপাতাল হয়ে যাবে!!
339312
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৫
শেখের পোলা লিখেছেন : উত্তম প্রস্তাব৷ সহমত রইল৷
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৬
280717
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ সহমত পোষন করার জন্যGood Luck
339338
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:০৩
প্যারিস থেকে আমি লিখেছেন : সহমত থাকলো।
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৬
280718
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ সহমত পোষন করার জন্যGood Luck
340050
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:০৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আজিবন সন্মাননাতো দুরে থাক, বাংলাদেশের মিডিয়া গুলো উনার মৃত্যুর খবরটাও প্রচার করতে মনে হয় লজ্জাবোধ করেছিল!! তবে হ্যাঁ এই লোকটি যদি দাদার বাড়ির হতো তাহলে অবশ্যই সন্মাননা পাইতেন। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File