পোষ্টে বেশী বেশী মন্তব্য পাওয়ার কৌশল
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৪ জুলাই, ২০১৫, ০৬:০৯:১২ সন্ধ্যা
পোষ্টে মন্তব্য না পড়ার বিষয়ে অনেকের অভিযোগ শুনা যায়। একারনে অনেকে ব্লগ ত্যাগ করার কথাও বলেন । ব্লগাররা অনেক কষ্ট পরিশ্রম করে একটি পোষ্ট রেডি করে ব্লগে প্রকাশ করেন । স্বভাবতই সে চাইবে তার পোষ্টটি অন্য ব্লগাররা পড়ে তার উপর ভালমন্দ মন্তব্য করুক । যখন দেখা যায় ঘন্টার পর ঘন্টা পোষ্টে কেউ মন্তব্য করছে না তখন অনেককেই হতাশ হতে দেখা যায় ।
আমি বলব হতাশ হয়ে হাল ছেড়ে দেয়া এক ধরনের বোকামি ।
ব্লগে আমরা এসেছি কিছু জানতে ও শিখতে । নিজের অভিজ্ঞতা আর সঞ্চিত জ্ঞান অপরের সাথে শেয়ার করতে । ?
অপরের মন্তব্য পাওয়ার ব্যাপারে কিছু পরামর্শ পেশ করছি:
# প্রথমত্র আপনি যে পোষ্টটি প্রকাশ করবেন তা ওয়ান টাচে লিখে প্রকাশ করে না দিয়ে ধীরে সুস্থে সময় নিয়ে লিখুন ও তারপর নিজে নিজে পড়ে দেখুন । লেখার গাঁথুনি, বানানসহ আনুসঙ্গিক বিষয়াদি যাচাই বাচাই করে তারপর প্রকাশ করুন । ভালমানের লেখার মূল্যায়ন আজ না হয় কাল হবেই ।
# দ্বিতীয়ত লেখা প্রকাশ করার আগে ব্লগে লগিং করে প্রথম ও দ্বিতীয় পাতার সম্ভাব্য সব পোষ্টে ঢুকে মন্তব্য করে আসুন । তাতে ব্লগারদের মনে আপনার পোষ্টের প্রতিও সিমপ্যাথি আসবে । বেশী বেশী অন্যের পোষ্ট এ মন্তব্য করতে চেষ্টা করুন । আমার মনে হয় নিজের পোষ্টে মন্তব্য পাওয়ার উত্তম পন্থা হচ্ছে অপরের পোষ্টে বেশী বেশী মন্তব্য করা । >-
# তৃতীয়ত: আপনার পোষ্টকে যথার্থ অর্থবোধক ইমু দিয়ে সাজাতে চেষ্টা করুন । আবার অতিরিক্ত ইমু ব্যবহার করে পোষ্টকে হালকা করে ফেলবেন না । তথ্য ভিত্তিক পোষ্ট হলে তথ্যসূত্র উল্লেখ করুন ।
# চতুর্থত: ঘনঘন পোষ্ট করা থেকে বিরত থাকুন । প্রথম পাতায় একটি পোষ্ট থাকতে আরেক পোষ্ট প্রকাশ না করাই সুন্দর দেখায় । তাতে ব্লগাররাও বিরক্ত হননা ।
# পঞ্চমত:আপনার পোষ্টে কেউ মন্তব্য করলে চেষ্টা করুন সাথে সাথে তার ব্লগে ঢুকে আপনিও একটি মন্তব্য করে আসুন ।
আপনার ব্লগে ঢুকে দেখুন আপনি কয়টি মন্তব্য করেছেন, কয়টি মন্তব্য পেয়েছেন । আপনি যা মন্তব্য পেয়েছেন কমপক্ষে আপনাকে তার তিনগুন মন্তব্য করতে হবে । তখনই আপনি একজন জনপ্রিয় ব্লগার ।
আসলে আমি নিজেও মন্তব্য না করার দোষে অপরাধী । সময়ের অভাবে আর ব্লগের বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে ইচ্ছা থাকলেও অনেক সময় ব্লগে ঢুকাই যায়না ।
যাই হোক, ঢেকি নাকি মক্কা গেলেও ধান ভানে,
ব্লগাররা যেখানেই থাকুক ব্লগ লিখতেই থাকুক সেটাই কামনা ।
সকলের জন্য শুভ কামনা ।
[পোষ্টে মন্তব্য পাওয়ার কৌশল আপনি কিছু শেয়ার করুন ।]
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইফতারির জন্য রেডি হচ্চি কাকা
যখন কোন ইসলামিক পোস্ট দিই তখন সওয়াবের আশায় করে থাকি। অবশ্য ইসলামিক পোস্ট থেকে হাবিজাবি পোস্টেই মন্তব্য বেশী হয়। তা দেখে চিন্তা করি, হায় আল্লাহ! আমরা কিসের পিছনে যে ছুড়ছি।
সুতরাং লিখেই যেতে হবে, কলম যেন না থামে । ধন্যবাদ আপনাকে ।
সুতরাং লিখেই যেতে হবে, কলম যেন না থামে । ধন্যবাদ আপনাকে ।
তাই আমিও পড়িনা
কাটাকাটি
সে না পড়ুয়া
তাই বলে আপনি কেন পড়ুয়া হবেন না:
আপনাকে অনেক ধন্যবাদ
ভালো লাগলো আপনার লেখাটি। ধন্যবাদ।
আমরা আসলে গেঁজাইতে বেশি পছন্ত করি।
মন্তব্য করতে লগইন করুন