১১দিনে ১৮৫টি মন্তব্য করেও সর্বোচ্চ মন্তব্যকারীর তালিকায় নেই.....
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৮ মে, ২০১৫, ০৬:০৩:১২ সন্ধ্যা
তিনি লেখক, কবি ও গবেষক । ইতিমধ্যে ওনার লেখা ১০টি বই প্রকাশিত হয়েছে ।
ব্লগার হিসেবে নতুন । মাত্র ১১দিন হল ব্লগিং করছেন ।
ইতিমধ্যে
পোস্ট লিখেছেনঃ ১৫ টি
মন্তব্য করেছেনঃ ১৮৫ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ৭৯ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ২৪৩০ বার
ব্লগে আছেনঃ ১১ দিন
গড়ে ১৬+ মন্তব্য করেছেন । কিন্তু তাহাকে সর্বোচ্চ মন্তব্যকারী হিসেবে প্রথম ১০জনের মধ্যে দেখাচ্ছেনা ।
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম
আমি মাছুম ভাই’র সাফল্য কামনা করি ।
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার ও তাই মনে হয় ।
আমার ও তাই মনে হয় ।
ব্লগার গুরু বাহার ভাই, সশ্রদ্ধ সালাম জানাই। আমি আনন্দিত যে, আমার মত নগণ্য একজনের জন্য কলম ধরেছেন।..সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে আবার আমাকে রোষানলে ফেলছেন না তো! হলেও অবশ্য অসুবিধা নেই। আপনি তো আছেন। যাক,শ্রেষ্ঠ মন্তব্যকারীর হওয়ার কী দরকার? একজন ভাল পাঠক এবং ব্লগার হতে চাই। এর বেশি না। আপনাকে অনেক ধন্যবাদ।
জনাব আবু তাহের মিয়াজী, নুর আয়েশা আবদুর রহিম আপু,দুষ্টু পোলা,আফরা, রিদওয়ান কবির সবুজ ভাইসহ সহমত প্রকাশকারী সবাই আপনার মাধ্যমে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমার পর এরকম একজন বিস্ফোরক কাউকে দেখে খুশীতে চোখে জল নেমে এলো ।
আমার ও তাই মনে হয় । [/q
আমার ও তাই মনে হয় ।
অনেক দিন থেকেই ব্লগে অনিয়মিত প্রায়!
কিছু দিন তো ওপেনই করিনি! একমাস পরেও দেখেছিলাম আমার নাম রয়েছে তালিকায়!
এরপর শ্রদ্ধেয় হতভাগা ভাই এ ব্যাপরে মডুদের দৃষ্টি আকর্ষণের প্রেক্ষাপটে মনে হয় একবার আপলেট হয়েছিল! কিন্তু এরপর থেকে এখনও এক অবস্হায়ই রয়েছে তালিকা!
মডুরা এ বিষয়ে দৃষ্টিপাত না করলে কিভাবে চলবে???
মন্তব্য করতে লগইন করুন