ভাংতি ষ্ট্যাটাস - ১ .......[ফেসবুকে প্রকাশিত]

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৩ মে, ২০১৫, ০৭:৪৩:৩৫ সন্ধ্যা



(১) বর্তমান ডিজিটাল যুগে সকল গার্ডিয়ানের উচিত নিজ নিজ ছেলেমেয়ে, নেফিউদের ফেসবুক আইডি কে নিজের ফ্রেন্ডলিষ্টে যুক্ত করে রাখা ।

যাতে ওরা কার সাথে বন্ধুত্ব করে, কোথায় যায় সব পর্যবেক্ষন করতে পারে ।

তাদেরকে এই বলে হুসিয়ার করে দেয়া উচিত যে, তোমরা যদি খারাপ কোথাও ঢুকো বা লাইক দাও তাহলে আমরা তা জানতে পারবো। সুতরাং সাবধান থাকবে। অবশ্য অনেক গার্ডিয়ান তাদের ছেলেমেয়েদের মতও নেট ব্যবহার করতে জানেনা । তাদের উচিত ট্রেনিং সেন্টারে গিয়ে হলেও তা শিখে নেয়া নিজ নিজ সন্তানদের কল্যানার্থে ।

সন্তানের অসৎ সঙ্গে সর্বনাশের আগেই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে ।



++++++++++++++++++++++++++++++++++++++++

(২) অতিথি পাখিরা কিন্তু আমাদের আতিথেয়তা নেবার জন্য এখানে আসেনা । আমরাই বরঞ্চ ওদের মূল্যায়ন করিনা বলে পাখিরা আমাদের সাথে অভিমান করে । অতিথি পাখির আগমন কিন্তু এদেশের মাটিও পরিবেশের জন্য সহায়ক । যে দেশ গুণির কদর করেনা সেদেশে গুণি জন্ম নেয় না ।

২৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরন করছি প্রিন্সিপ্যাল আবুল কাশেম কে ।



++++++++++++++++++++++++++++++++++++++++

(৩) আন্দরকিল্লার এই জায়গাটি গোল চত্ত্বরের জন্য ছেড়ে দেয়া যায় না ? চট্টগ্রাম নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও জানজট নিরসনের জন্য গত প্রায় অর্ধযুগ আগে থেকেই বিভিন্ন রাস্তা প্রসস্তকরন কাজ চলে আসছে। নবাব সিরাজউদ্দৌলা রোড একসময় ২৪ফুট প্রশস্ত হলেও এখন এটা ৬০... ফুট প্রসস্ত। আরো অনেক রোড পাশে বড় করা হয়েছে । চট্টগ্রাম কলেজ, কাজেমস্কুল সহ অনেক সরকারী প্রতিষ্ঠানও জায়গা ছেড়ে দিয়েছে রাস্তা প্রসস্ত করনের জন্য । ব্যাক্তি মালিকানাধীন জায়গা পড়লে সিডিএ ন্যায্য পাওনা মিটিয়ে দিয়েছে জায়গার মালিককে । অনেক মোড়ও প্রসস্ত করা হয়েছে । বহদ্দারহাট মোড়, মুরাদপুর, ২নং গেইট সব প্রসস্ত করা হয়েছে । আন্দরকিল্লা একটি ঐতিহাসিক জায়গা । এই মোড়টি তেমন প্রসস্ত করা হয়নি । সিটি কর্পোরেশনের পুরানো ভবনটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে নতুন ভবন করার জন্য অপেক্ষমান আছে । এই জায়গাটি যদি পরিকল্পিত ভাবে রাস্তাকে পুরোটা না হলেও কিছু অংশ ছেড়ে দেওয়া যায় তাহলে আন্দরকিল্লা মোড়টি আরো দৃষ্টি নন্দন হবে এবং জানজটও কমেযাবে ।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।



++++++++++++++++++++++++++++++++++++++++

(৪) ক্ষুধার তাড়নায় কান্নারত দুধের শিশুকে বাড়তি খাবার দিতে গিয়ে অসহায় মা ঠান্ডা পানিতে গুড়োদুধ বা তরলজাতীয় খাবার খাওয়াতে বাধ্য হচ্ছেন ।

কেন জানেন ? গ্যাস নেই ।...

ঠান্ডা পানির তৈরী খাবার একটি শিশুর পরিপাকের জন্য কতটা ঝুকিপূর্ণ তা স্বাস্থ্যসচেতন যে কেউ ভাল করে বুঝবেন ।

তাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (বীর প্রতিক) সাহেবের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই- চট্টগ্রামের উপকূল থেকে উত্তোলিত গ্যাস চট্টগ্রামে আনুপাতিক হারে বন্টনের মাধ্যমে চট্টগ্রামের গ্যাস সমস্যার সমাধান করা হোক ।



++++++++++++++++++++++++++++++++++++++++

(৫) প্রিয় বন্ধু.... সেই সব বন্ধু আমার সবচেয়ে প্রিয় যারা অকপটে আমার গঠনমূলক সমালোচনা করে সামনে অথবা ইনবক্সে ।

আমি আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি।...

মানুষের অনেক সীমাবদ্ধতা থাকে, আমারও থাকাটাই স্বাভাবিক ।

আমি চাইনা কোন ভূল বা অকল্যাণকর সিদ্ধা্ন্তে অটল থাকতে-

তাই প্রিয় বন্ধুদের কাছে আবেদন হচ্ছে...

আয়নার মত আমার সমালোচনা করুন । এমন সমালোচকের জন্য দোয়া কিন্তু ফ্রি

++++++++++++++++++++++++++++++++++++++++

(৬) দৃশ্যপট সুন্নিয়া মাদ্রাসা রেলক্রসিং

===============

চট্টগ্রাম শহরের কিছু কিছু জায়গায় গেলে সিটি কর্পোরেশনে কোন প্রশাসন আছে বলে মনে হয়না । বিকালে গিয়েছিলাম সুন্নিয়া মাদ্রাসা ও শ্যামলী আবাসিক এলাকায়...

রেল ক্রসিং এর কি অবস্থা আপনারাই দেখুন। রিক্সা থেকে নেমে বেঙের মত লাফিয়ে লাফিয়ে কাদা পার হতে হয়েছে ।

সামান্য বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে বেশী বৃষ্টিতে কি অবস্থা হবে ।

আশা করি মাননীয় মেয়র মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষের কষ্ট লাগবে তড়িৎ ব্যবস্থা নিবেন ।



(১) বর্তমান ডিজিটাল যুগে সকল গার্ডিয়ানের উচিত নিজ নিজ ছেলেমেয়ে, নেফিউদের ফেসবুক আইডি কে নিজের ফ্রেন্ডলিষ্টে যুক্ত করে রাখা ।

যাতে ওরা কার সাথে বন্ধুত্ব করে, কোথায় যায় সব পর্যবেক্ষন করতে পারে ।

তাদেরকে এই বলে হুসিয়ার করে দেয়া উচিত যে, তোমরা যদি খারাপ কোথাও ঢুকো বা লাইক দাও তাহলে আমরা তা জানতে পারবো। সুতরাং সাবধান থাকবে। অবশ্য অনেক গার্ডিয়ান তাদের ছেলেমেয়েদের মতও নেট ব্যবহার করতে জানেনা । তাদের উচিত ট্রেনিং সেন্টারে গিয়ে হলেও তা শিখে নেয়া নিজ নিজ সন্তানদের কল্যানার্থে ।

সন্তানের অসৎ সঙ্গে সর্বনাশের আগেই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে ।



++++++++++++++++++++++++++++++++++++++++

(২) অতিথি পাখিরা কিন্তু আমাদের আতিথেয়তা নেবার জন্য এখানে আসেনা । আমরাই বরঞ্চ ওদের মূল্যায়ন করিনা বলে পাখিরা আমাদের সাথে অভিমান করে । অতিথি পাখির আগমন কিন্তু এদেশের মাটিও পরিবেশের জন্য সহায়ক । যে দেশ গুণির কদর করেনা সেদেশে গুণি জন্ম নেয় না ।

২৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরন করছি প্রিন্সিপ্যাল আবুল কাশেম কে ।



++++++++++++++++++++++++++++++++++++++++

(৩) আন্দরকিল্লার এই জায়গাটি গোল চত্ত্বরের জন্য ছেড়ে দেয়া যায় না ? চট্টগ্রাম নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও জানজট নিরসনের জন্য গত প্রায় অর্ধযুগ আগে থেকেই বিভিন্ন রাস্তা প্রসস্তকরন কাজ চলে আসছে। নবাব সিরাজউদ্দৌলা রোড একসময় ২৪ফুট প্রশস্ত হলেও এখন এটা ৬০... ফুট প্রসস্ত। আরো অনেক রোড পাশে বড় করা হয়েছে । চট্টগ্রাম কলেজ, কাজেমস্কুল সহ অনেক সরকারী প্রতিষ্ঠানও জায়গা ছেড়ে দিয়েছে রাস্তা প্রসস্ত করনের জন্য । ব্যাক্তি মালিকানাধীন জায়গা পড়লে সিডিএ ন্যায্য পাওনা মিটিয়ে দিয়েছে জায়গার মালিককে । অনেক মোড়ও প্রসস্ত করা হয়েছে । বহদ্দারহাট মোড়, মুরাদপুর, ২নং গেইট সব প্রসস্ত করা হয়েছে । আন্দরকিল্লা একটি ঐতিহাসিক জায়গা । এই মোড়টি তেমন প্রসস্ত করা হয়নি । সিটি কর্পোরেশনের পুরানো ভবনটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে নতুন ভবন করার জন্য অপেক্ষমান আছে । এই জায়গাটি যদি পরিকল্পিত ভাবে রাস্তাকে পুরোটা না হলেও কিছু অংশ ছেড়ে দেওয়া যায় তাহলে আন্দরকিল্লা মোড়টি আরো দৃষ্টি নন্দন হবে এবং জানজটও কমেযাবে ।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।



++++++++++++++++++++++++++++++++++++++++

(৪) ক্ষুধার তাড়নায় কান্নারত দুধের শিশুকে বাড়তি খাবার দিতে গিয়ে অসহায় মা ঠান্ডা পানিতে গুড়োদুধ বা তরলজাতীয় খাবার খাওয়াতে বাধ্য হচ্ছেন ।

কেন জানেন ? গ্যাস নেই ।...

ঠান্ডা পানির তৈরী খাবার একটি শিশুর পরিপাকের জন্য কতটা ঝুকিপূর্ণ তা স্বাস্থ্যসচেতন যে কেউ ভাল করে বুঝবেন ।

তাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (বীর প্রতিক) সাহেবের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই- চট্টগ্রামের উপকূল থেকে উত্তোলিত গ্যাস চট্টগ্রামে আনুপাতিক হারে বন্টনের মাধ্যমে চট্টগ্রামের গ্যাস সমস্যার সমাধান করা হোক ।



++++++++++++++++++++++++++++++++++++++++

(৫) প্রিয় বন্ধু.... সেই সব বন্ধু আমার সবচেয়ে প্রিয় যারা অকপটে আমার গঠনমূলক সমালোচনা করে সামনে অথবা ইনবক্সে ।

আমি আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি।...

মানুষের অনেক সীমাবদ্ধতা থাকে, আমারও থাকাটাই স্বাভাবিক ।

আমি চাইনা কোন ভূল বা অকল্যাণকর সিদ্ধা্ন্তে অটল থাকতে-

তাই প্রিয় বন্ধুদের কাছে আবেদন হচ্ছে...

আয়নার মত আমার সমালোচনা করুন । এমন সমালোচকের জন্য দোয়া কিন্তু ফ্রি

++++++++++++++++++++++++++++++++++++++++

(৬) দৃশ্যপট সুন্নিয়া মাদ্রাসা রেলক্রসিং

===============

চট্টগ্রাম শহরের কিছু কিছু জায়গায় গেলে সিটি কর্পোরেশনে কোন প্রশাসন আছে বলে মনে হয়না । বিকালে গিয়েছিলাম সুন্নিয়া মাদ্রাসা ও শ্যামলী আবাসিক এলাকায়...

রেল ক্রসিং এর কি অবস্থা আপনারাই দেখুন। রিক্সা থেকে নেমে বেঙের মত লাফিয়ে লাফিয়ে কাদা পার হতে হয়েছে ।

সামান্য বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে বেশী বৃষ্টিতে কি অবস্থা হবে ।

আশা করি মাননীয় মেয়র মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষের কষ্ট লাগবে তড়িৎ ব্যবস্থা নিবেন ।



বিষয়: বিবিধ

১৪৯৫ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319861
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অথিতি পাখি বলতে কিছু নাই!!
শিতকালে বাংলাদেশে আগমনকারি পাখিরা হলো পরিযায়ি পাখি বা মাইগ্রেটরি বার্ডস।
১৩ মে ২০১৫ রাত ০৮:৫৭
260932
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য । আজকে আমাকে সালাউদ্দীন ভাই হালুয়া পরোটা খাওয়াইছে । <:-P <:-P
১৩ মে ২০১৫ রাত ০৯:৫৩
260943
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কালকে আমাকে থাওয়াইতে হবে!!!!!!!
১৩ মে ২০১৫ রাত ১১:০২
260950
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি খাওয়ার সময় আমাকেও ডেকে নিয়েন।
319879
১৩ মে ২০১৫ রাত ০৯:০৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমি তো তাই বলি,
আমাদের ব্লগার লিডার
চাটিগাঁ থেকে বাহার
তাঁর দেখানো পথেই চলি।
১৪ মে ২০১৫ দুপুর ০১:২১
261066
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি খুব সুন্দর ভাবে ব্লগিং করে যাচ্ছেন । আপনাকে ব্লগে আরো আগে দরকার ছিল । আপনি আগামী কয়েকদিনের মধ্যে শ্রেষ্ট দশ মন্তব্যকারী হিসেবে তালিকায় আসতে পারেন । অন্যের পোষ্টে মন্তব্য করতেই থাকলে এই তালিকা আপনার জন্যই ।Good Luck Good Luck Good Luck
১৪ মে ২০১৫ দুপুর ০৩:২২
261099
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ বাহার ভাই,
আপনার উৎসাহ এবং অনুপ্রেরণাই ব্লগারদের পাথেয়।
আমিও তাই ভাবি এতদিন এই নেয়ামত থেকে দূরে থাকলাম কেন?
১৪ মে ২০১৫ দুপুর ০৩:৩০
261103
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বাহার ভাই, বগিংএ ফেসবুকের ব্যপারটা বুঝাবেন?
১৪ মে ২০১৫ দুপুর ০৩:৩৪
261105
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার প্রশ্ন ক্লিয়ার নয় মাছুম ভাই । আরো ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি ।
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
261122
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মানে ফেসবুকে কিভাবে শেয়ার করা যায়?
১৪ মে ২০১৫ রাত ১০:৪৮
261153
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ফেসবুকে তিন ভাবে শেয়ার করতে পারবেন ।
প্রথমত: আপনার পোষ্টের নীচে যেখানে পঠিত সংখ্যা লিখা আছে তার উপরে ফেসবুক, টুইটার ইত্যাদির ইমু আছে । সেখানে আপনি ফেসবুকের উপর ক্লিক করে শেয়ারে ক্লিক করলে আপনার পোষ্ট সরাসরি ফেবুতে আপনার টাইমলাইনে চলে যাবে ।
দ্বিতীয়ত: ব্লগে আপনি লগিং না থাকাবস্থায় ফেসবুকে লগিং থেকে ব্লগে আপনার পোষ্টে ঢুকে সবার নীচে একটি মন্তব্য করুন । তাতেও পোষ্টটি আপনার টাইম লাইনে চলে যাবে ।
তৃতীয়ত: উপরের এড্রেসবার থেকে আপনার পোষ্টের ঠিকানা কপি করে ফেবুতে পেষ্ট করলেও সেখানে লিংকটি এক্টিভ হয়ে যাবে । যে কেউ ক্লিক করলেই আপনার পোষ্টে ঢুকে যেতে পারবেন ।
আশা করি বুঝতে পেরেছেন । <:-P
১৫ মে ২০১৫ রাত ০১:১০
261213
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক অনেক অনেক..ধন্যবাদ,বাহার ভাই।
319885
১৩ মে ২০১৫ রাত ০৯:১৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : শেয়ার করার জন্য ভাইজানকে অশেষ ধন্যবাদ।
১৪ মে ২০১৫ দুপুর ০১:২১
261067
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।Good Luck
319892
১৩ মে ২০১৫ রাত ১০:১১
হতভাগা লিখেছেন : ১. বর্তমান যুগের ডিজুস পোলাপান অনেক চালাক ।

বাবা মা , চাচা মামাদেরকে নিজের ফ্রেন্ডলিস্টে রাখবে যেটাতে আসলে সে খুব একটা একটিভ না এবং সেটাতে আপডেট থাকবে অনেকদিন পর পর এবং মেকি ভাল জিনিস থাকবে যেমন ধর্মী জিনিস , মানবতার জন্য হাহাকার ইত্যাদি।

এদের অনেকগুলো নিক থাকে । বন্ধুদের জন্য একটা , প্রেমিক/প্রেমিকার জন্য আরেকটা আর মুরুব্বিদের জন্যও থাকবে নিক ।

ফলে মুরুব্বিরা জানবে যে তাদের ছেলে/মেয়ে ভালই চলছে সাইবার জগতে ।

২. অতিথি পাখিরা যখন এদেশে আসে তখন তাদের আসল বাসস্থানে থাকে প্রবল ঠান্ডা । সেজন্যই তাদের কিছুটা উষ্ণ স্থানে আসা।

আমরা এদেরকে শিকার করে উদর পূর্তি করি ।

ঐ শিকার .... ঐ শিকার ....


এভাবেই এরা বিক্রি হয় । কেনার লোকের অভাব হয় না ।

৩. চট্টগ্রাম ঢাকা শহর হতে প্রায় ২০ বছর পিছিয়ে আছে । কিন্তু চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ ঢাকার চেয়ে অনেক ভাল । যারা চট্টগ্রামবাসী ঢাকায় এলে তাদের সবচেয়ে যেটা বেশী পেইন দেয় তাহলো - জ্যাম ।

শুধু ঢাকা কেন , চট্টগ্রাম সহ সব বিভাগীয় শহরকেই যুগপোযুগি করে সাজাতে হবে এবং সেই সাথে সেগুলোকে করা উচিত প্রশাসনিক বিকেন্দ্রীকরনের স্থান । কষ্ট করে মানুষকে ঢাকায় আসার পেইন থেকে রেহাই দেওয়া উচিত ।

৪. উপকূলের বা সমুদ্রে যেসব গ্যাসফিল্ড পাওয়া গেছে সেগুলো থেকে গ্যাস উত্তোলন করার সামর্থ্য বাংলাদেশের নেই । সেরকম এবিলিটি ও ম্যান পাওয়ারও গড়ে তোলা হয় নি বিদেশী কোম্পানি থেকে বিরাট অংকের কমিশন খাবার লোভে । লাভ হয় গুটি কয়েক লোকের কারণ কাজ হয়ে গেলে তারা চলে যায় পশ্চিমে । আর দেশের মানুষকে সাফার করতে হয় । চুক্তি করা হলে সেটাও জানানোর প্রয়োজন মনে করে না । মানুষ থেকে যায় বিশাল অন্ধকারে । এসব চুক্তিতে দেশের লোকেরাই দেশকে হারায় নিজেকে জিতিয়ে ।

৫. চট্টগ্রামের যে জিনিসটা সবচেয়ে বেশী পীড়া দিয়েছে সেটা হল এখানে বিশাল বিশাল ড্রেন দেখা যায় এবং এর চারপাশে এমন ময়লার সমাগম থাকে যে সুন্দর এই শহরটাকে এক নিমিষেই অপছন্দের করে দিতে পারে ।

বেশ কয়েক বছর আগে শুনেছি যে সারা বাংলাদেশে কেবল ঢাকাতেই সুয়েরেজ সিস্টেম আছে এবং তা ঢাকার মাত্র ১৭% কাভার করে ।

আর নেতারা টেন্ডার নিয়ে যেভাবে রাস্তার কাজ করে তাতে এরকম বেহাল দশা না হওয়াটাই বরং অস্বাভাবিক । বর্ষা আসলেই এসব পিচ ঢালা রাস্তার চল্টি ওঠা শুরু হয়ে যায় ।

১৪ মে ২০১৫ রাত ০২:১৫
260988
আহসান সাদী লিখেছেন : ভালো বলেছেন।
১৪ মে ২০১৫ রাত ০২:৫৩
260993
বৃত্তের বাইরে লিখেছেন : ধন্যবাদ ভাইয়া আপনাকেGood Luck Good Luck
১৪ মে ২০১৫ দুপুর ০২:৫৯
261097
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রথমেই আপনার পরিশ্রমী মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি । আপনি অনেক সময় দেন ব্লগে এবং আপনার স্টাডিও প্রচুর ।
আমরা চর্চাকুটিরের সাহিত্যাসরে আপনাকে নিয়ে আলোচনা করি ।
যাই হোক ।
গার্ডিয়ানরা যতই আগে অনলাইনের টেকনিক সমূহ আয়ত্বে আনতে পারবে ততই তাদের ছেলেমেয়েদেরকে নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হবে । বিষয়টি এখনও ৮৭ ভাগ গার্ডিয়ান উপলদ্ধি করতে পারেননি ।
--------------------------
অতিথি পাখির বিষয়টি আসলে এদেশের গুণিজনদের অবমূল্যায়ন নিয়ে উদাহরণ স্বরূপ উল্লেখ করেছিলাম । ভাষা সৈনিক আবুল কাশেমের মৃত্যু বার্ষিকী নিয়ে এই ষ্ট্যাটাস দিয়েছিলাম ।
----------------------------
গ্যাসের বিষয়ে আপনার প্রতিমন্তব্য অনেক বাস্তব এবং এর থেকে আমরা আধো মুক্তি পাব কিনা আল্লাহই ভাল জানেন ।
-----------------------------
চট্টগ্রামের জ্যাম ও ময়লা নিয়ে বেশ কিছু সভা সেমিনার হয়েছে । আমি নিজেও কয়েকটিতে জয়েন্ট করেছি । সমস্যা হচ্ছে এখানে কেউ আগ বাড়িয়ে এগিয়ে আসলে ভিন্নমতালম্বীরা এটা পজেটিভলী একসেপ্ট করতেছেনা । যার ফলে ইভেন্টগুলো একজায়গায় এসে থমকে যাচ্ছে ।
এবার নতুন মেয়র সাহেব আসলেন দেখি তিনি কতটুকু কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেন ।
আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । গতরাত থেকে মোবাইলে ছিলাম বলে জবাব দিতে কিঞ্চিত দেরী হল । Good Luck Good Luck
319928
১৪ মে ২০১৫ রাত ০২:১৮
আহসান সাদী লিখেছেন : এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। ফেসবুকের ছোট ছোট স্ট্যাটাসগুলো সংরক্ষণে থাকবে। আইডিয়াটা আমার দারুণ লেগেছে। একই আমিও করবো, চিন্তা করছি।

ধন্যবাদ, আবারো পথপ্রদর্শনের জন্যে। আমাদের মাঝে আপনাদের মতো সিনিয়রদের অবদান অনেক।
১৪ মে ২০১৫ দুপুর ০৩:০৬
261098
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক ভয়ের মধ্যে ছিলাম পোষ্টটি ব্লগাররা কিভাবে গ্রহণ করবে ভেবে ।
আপনাদের উৎসাহমূলক মন্তব্য পেয়ে অনেক ভাল লাগতেছে ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ । Good Luck Good Luck
319942
১৪ মে ২০১৫ রাত ০২:৫৬
বৃত্তের বাইরে লিখেছেন : ৫ নং টা ছাড়া যা বলার ছিল হতভাগা ভাই বলেছেন. আপনার ৫ নাম্বারের ব্যাপারে বক্তব্য হল, আপনার উপস্থিত বুদ্ধি ভালো। Happy পাঠককে সমালোচনা করার সুযোগ না দিয়ে ভাংতি স্ট্যাটাস বলে অল্প কথায় অনেক কিছু বলেছেন। ধন্যবাদ আপনাকে
১৪ মে ২০১৫ দুপুর ০৩:২৬
261100
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কেন ভাইজান, আমিতো ওপেন বললাম, আমার গঠনমূলক সমালোচনা করার জন্য উৎসাহিত করলাম । আর আপনি বলেছেন ‘‘পাঠককে সমালোচনা করার সুযোগ না দিয়ে ভাংতি স্ট্যাটাস বলে অল্প কথায় অনেক কিছু বলেছেন। ’’
Crying Crying Crying
১৪ মে ২০১৫ রাত ১১:১১
261159
বৃত্তের বাইরে লিখেছেন : আমি ভাই না আপু। না মানে সমালোচনার মত কিছু খুঁজে পেলাম না তাই বললামHappy ধন্যবাদ ভাইয়াGood Luck
১৪ মে ২০১৫ রাত ১১:৫৩
261169
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি আন্তরিক ভাবে দু:খিত আপনাকে বুঝতে না পেরে ভাই বলে ফেলেছি । I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
319972
১৪ মে ২০১৫ সকাল ০৯:১০
শেখের পোলা লিখেছেন : আপনার উপদেশ আবেদন মনে থাকবে৷৷ ধন্যবাদ৷
১৪ মে ২০১৫ দুপুর ০৩:২৯
261102
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাইজান ।Good Luck
320142
১৫ মে ২০১৫ রাত ০১:৩৮
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর লেখা ভাইয়া , অনেক ধন্যবাদ
১৫ মে ২০১৫ সকাল ০৭:৩৯
261258
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রিয় গাফফার ভাইকে আন্তরিক ধন্যবাদGood Luck
320590
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১২
egypt12 লিখেছেন : গুণী মানুষের জ্ঞানী কথামালা Rose
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
261683
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File