ভাংতি ষ্ট্যাটাস - ১ .......[ফেসবুকে প্রকাশিত]
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৩ মে, ২০১৫, ০৭:৪৩:৩৫ সন্ধ্যা
(১) বর্তমান ডিজিটাল যুগে সকল গার্ডিয়ানের উচিত নিজ নিজ ছেলেমেয়ে, নেফিউদের ফেসবুক আইডি কে নিজের ফ্রেন্ডলিষ্টে যুক্ত করে রাখা ।
যাতে ওরা কার সাথে বন্ধুত্ব করে, কোথায় যায় সব পর্যবেক্ষন করতে পারে ।
তাদেরকে এই বলে হুসিয়ার করে দেয়া উচিত যে, তোমরা যদি খারাপ কোথাও ঢুকো বা লাইক দাও তাহলে আমরা তা জানতে পারবো। সুতরাং সাবধান থাকবে। অবশ্য অনেক গার্ডিয়ান তাদের ছেলেমেয়েদের মতও নেট ব্যবহার করতে জানেনা । তাদের উচিত ট্রেনিং সেন্টারে গিয়ে হলেও তা শিখে নেয়া নিজ নিজ সন্তানদের কল্যানার্থে ।
সন্তানের অসৎ সঙ্গে সর্বনাশের আগেই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে ।
++++++++++++++++++++++++++++++++++++++++
(২) অতিথি পাখিরা কিন্তু আমাদের আতিথেয়তা নেবার জন্য এখানে আসেনা । আমরাই বরঞ্চ ওদের মূল্যায়ন করিনা বলে পাখিরা আমাদের সাথে অভিমান করে । অতিথি পাখির আগমন কিন্তু এদেশের মাটিও পরিবেশের জন্য সহায়ক । যে দেশ গুণির কদর করেনা সেদেশে গুণি জন্ম নেয় না ।
২৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরন করছি প্রিন্সিপ্যাল আবুল কাশেম কে ।
++++++++++++++++++++++++++++++++++++++++
(৩) আন্দরকিল্লার এই জায়গাটি গোল চত্ত্বরের জন্য ছেড়ে দেয়া যায় না ? চট্টগ্রাম নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও জানজট নিরসনের জন্য গত প্রায় অর্ধযুগ আগে থেকেই বিভিন্ন রাস্তা প্রসস্তকরন কাজ চলে আসছে। নবাব সিরাজউদ্দৌলা রোড একসময় ২৪ফুট প্রশস্ত হলেও এখন এটা ৬০... ফুট প্রসস্ত। আরো অনেক রোড পাশে বড় করা হয়েছে । চট্টগ্রাম কলেজ, কাজেমস্কুল সহ অনেক সরকারী প্রতিষ্ঠানও জায়গা ছেড়ে দিয়েছে রাস্তা প্রসস্ত করনের জন্য । ব্যাক্তি মালিকানাধীন জায়গা পড়লে সিডিএ ন্যায্য পাওনা মিটিয়ে দিয়েছে জায়গার মালিককে । অনেক মোড়ও প্রসস্ত করা হয়েছে । বহদ্দারহাট মোড়, মুরাদপুর, ২নং গেইট সব প্রসস্ত করা হয়েছে । আন্দরকিল্লা একটি ঐতিহাসিক জায়গা । এই মোড়টি তেমন প্রসস্ত করা হয়নি । সিটি কর্পোরেশনের পুরানো ভবনটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে নতুন ভবন করার জন্য অপেক্ষমান আছে । এই জায়গাটি যদি পরিকল্পিত ভাবে রাস্তাকে পুরোটা না হলেও কিছু অংশ ছেড়ে দেওয়া যায় তাহলে আন্দরকিল্লা মোড়টি আরো দৃষ্টি নন্দন হবে এবং জানজটও কমেযাবে ।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
++++++++++++++++++++++++++++++++++++++++
(৪) ক্ষুধার তাড়নায় কান্নারত দুধের শিশুকে বাড়তি খাবার দিতে গিয়ে অসহায় মা ঠান্ডা পানিতে গুড়োদুধ বা তরলজাতীয় খাবার খাওয়াতে বাধ্য হচ্ছেন ।
কেন জানেন ? গ্যাস নেই ।...
ঠান্ডা পানির তৈরী খাবার একটি শিশুর পরিপাকের জন্য কতটা ঝুকিপূর্ণ তা স্বাস্থ্যসচেতন যে কেউ ভাল করে বুঝবেন ।
তাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (বীর প্রতিক) সাহেবের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই- চট্টগ্রামের উপকূল থেকে উত্তোলিত গ্যাস চট্টগ্রামে আনুপাতিক হারে বন্টনের মাধ্যমে চট্টগ্রামের গ্যাস সমস্যার সমাধান করা হোক ।
++++++++++++++++++++++++++++++++++++++++
(৫) প্রিয় বন্ধু.... সেই সব বন্ধু আমার সবচেয়ে প্রিয় যারা অকপটে আমার গঠনমূলক সমালোচনা করে সামনে অথবা ইনবক্সে ।
আমি আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি।...
মানুষের অনেক সীমাবদ্ধতা থাকে, আমারও থাকাটাই স্বাভাবিক ।
আমি চাইনা কোন ভূল বা অকল্যাণকর সিদ্ধা্ন্তে অটল থাকতে-
তাই প্রিয় বন্ধুদের কাছে আবেদন হচ্ছে...
আয়নার মত আমার সমালোচনা করুন । এমন সমালোচকের জন্য দোয়া কিন্তু ফ্রি
++++++++++++++++++++++++++++++++++++++++
(৬) দৃশ্যপট সুন্নিয়া মাদ্রাসা রেলক্রসিং
===============
চট্টগ্রাম শহরের কিছু কিছু জায়গায় গেলে সিটি কর্পোরেশনে কোন প্রশাসন আছে বলে মনে হয়না । বিকালে গিয়েছিলাম সুন্নিয়া মাদ্রাসা ও শ্যামলী আবাসিক এলাকায়...
রেল ক্রসিং এর কি অবস্থা আপনারাই দেখুন। রিক্সা থেকে নেমে বেঙের মত লাফিয়ে লাফিয়ে কাদা পার হতে হয়েছে ।
সামান্য বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে বেশী বৃষ্টিতে কি অবস্থা হবে ।
আশা করি মাননীয় মেয়র মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষের কষ্ট লাগবে তড়িৎ ব্যবস্থা নিবেন ।
(১) বর্তমান ডিজিটাল যুগে সকল গার্ডিয়ানের উচিত নিজ নিজ ছেলেমেয়ে, নেফিউদের ফেসবুক আইডি কে নিজের ফ্রেন্ডলিষ্টে যুক্ত করে রাখা ।
যাতে ওরা কার সাথে বন্ধুত্ব করে, কোথায় যায় সব পর্যবেক্ষন করতে পারে ।
তাদেরকে এই বলে হুসিয়ার করে দেয়া উচিত যে, তোমরা যদি খারাপ কোথাও ঢুকো বা লাইক দাও তাহলে আমরা তা জানতে পারবো। সুতরাং সাবধান থাকবে। অবশ্য অনেক গার্ডিয়ান তাদের ছেলেমেয়েদের মতও নেট ব্যবহার করতে জানেনা । তাদের উচিত ট্রেনিং সেন্টারে গিয়ে হলেও তা শিখে নেয়া নিজ নিজ সন্তানদের কল্যানার্থে ।
সন্তানের অসৎ সঙ্গে সর্বনাশের আগেই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে ।
++++++++++++++++++++++++++++++++++++++++
(২) অতিথি পাখিরা কিন্তু আমাদের আতিথেয়তা নেবার জন্য এখানে আসেনা । আমরাই বরঞ্চ ওদের মূল্যায়ন করিনা বলে পাখিরা আমাদের সাথে অভিমান করে । অতিথি পাখির আগমন কিন্তু এদেশের মাটিও পরিবেশের জন্য সহায়ক । যে দেশ গুণির কদর করেনা সেদেশে গুণি জন্ম নেয় না ।
২৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরন করছি প্রিন্সিপ্যাল আবুল কাশেম কে ।
++++++++++++++++++++++++++++++++++++++++
(৩) আন্দরকিল্লার এই জায়গাটি গোল চত্ত্বরের জন্য ছেড়ে দেয়া যায় না ? চট্টগ্রাম নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও জানজট নিরসনের জন্য গত প্রায় অর্ধযুগ আগে থেকেই বিভিন্ন রাস্তা প্রসস্তকরন কাজ চলে আসছে। নবাব সিরাজউদ্দৌলা রোড একসময় ২৪ফুট প্রশস্ত হলেও এখন এটা ৬০... ফুট প্রসস্ত। আরো অনেক রোড পাশে বড় করা হয়েছে । চট্টগ্রাম কলেজ, কাজেমস্কুল সহ অনেক সরকারী প্রতিষ্ঠানও জায়গা ছেড়ে দিয়েছে রাস্তা প্রসস্ত করনের জন্য । ব্যাক্তি মালিকানাধীন জায়গা পড়লে সিডিএ ন্যায্য পাওনা মিটিয়ে দিয়েছে জায়গার মালিককে । অনেক মোড়ও প্রসস্ত করা হয়েছে । বহদ্দারহাট মোড়, মুরাদপুর, ২নং গেইট সব প্রসস্ত করা হয়েছে । আন্দরকিল্লা একটি ঐতিহাসিক জায়গা । এই মোড়টি তেমন প্রসস্ত করা হয়নি । সিটি কর্পোরেশনের পুরানো ভবনটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে নতুন ভবন করার জন্য অপেক্ষমান আছে । এই জায়গাটি যদি পরিকল্পিত ভাবে রাস্তাকে পুরোটা না হলেও কিছু অংশ ছেড়ে দেওয়া যায় তাহলে আন্দরকিল্লা মোড়টি আরো দৃষ্টি নন্দন হবে এবং জানজটও কমেযাবে ।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
++++++++++++++++++++++++++++++++++++++++
(৪) ক্ষুধার তাড়নায় কান্নারত দুধের শিশুকে বাড়তি খাবার দিতে গিয়ে অসহায় মা ঠান্ডা পানিতে গুড়োদুধ বা তরলজাতীয় খাবার খাওয়াতে বাধ্য হচ্ছেন ।
কেন জানেন ? গ্যাস নেই ।...
ঠান্ডা পানির তৈরী খাবার একটি শিশুর পরিপাকের জন্য কতটা ঝুকিপূর্ণ তা স্বাস্থ্যসচেতন যে কেউ ভাল করে বুঝবেন ।
তাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (বীর প্রতিক) সাহেবের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই- চট্টগ্রামের উপকূল থেকে উত্তোলিত গ্যাস চট্টগ্রামে আনুপাতিক হারে বন্টনের মাধ্যমে চট্টগ্রামের গ্যাস সমস্যার সমাধান করা হোক ।
++++++++++++++++++++++++++++++++++++++++
(৫) প্রিয় বন্ধু.... সেই সব বন্ধু আমার সবচেয়ে প্রিয় যারা অকপটে আমার গঠনমূলক সমালোচনা করে সামনে অথবা ইনবক্সে ।
আমি আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি।...
মানুষের অনেক সীমাবদ্ধতা থাকে, আমারও থাকাটাই স্বাভাবিক ।
আমি চাইনা কোন ভূল বা অকল্যাণকর সিদ্ধা্ন্তে অটল থাকতে-
তাই প্রিয় বন্ধুদের কাছে আবেদন হচ্ছে...
আয়নার মত আমার সমালোচনা করুন । এমন সমালোচকের জন্য দোয়া কিন্তু ফ্রি
++++++++++++++++++++++++++++++++++++++++
(৬) দৃশ্যপট সুন্নিয়া মাদ্রাসা রেলক্রসিং
===============
চট্টগ্রাম শহরের কিছু কিছু জায়গায় গেলে সিটি কর্পোরেশনে কোন প্রশাসন আছে বলে মনে হয়না । বিকালে গিয়েছিলাম সুন্নিয়া মাদ্রাসা ও শ্যামলী আবাসিক এলাকায়...
রেল ক্রসিং এর কি অবস্থা আপনারাই দেখুন। রিক্সা থেকে নেমে বেঙের মত লাফিয়ে লাফিয়ে কাদা পার হতে হয়েছে ।
সামান্য বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে বেশী বৃষ্টিতে কি অবস্থা হবে ।
আশা করি মাননীয় মেয়র মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষের কষ্ট লাগবে তড়িৎ ব্যবস্থা নিবেন ।
বিষয়: বিবিধ
১৪৮২ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিতকালে বাংলাদেশে আগমনকারি পাখিরা হলো পরিযায়ি পাখি বা মাইগ্রেটরি বার্ডস।
আমাদের ব্লগার লিডার
চাটিগাঁ থেকে বাহার
তাঁর দেখানো পথেই চলি।
আপনার উৎসাহ এবং অনুপ্রেরণাই ব্লগারদের পাথেয়।
আমিও তাই ভাবি এতদিন এই নেয়ামত থেকে দূরে থাকলাম কেন?
প্রথমত: আপনার পোষ্টের নীচে যেখানে পঠিত সংখ্যা লিখা আছে তার উপরে ফেসবুক, টুইটার ইত্যাদির ইমু আছে । সেখানে আপনি ফেসবুকের উপর ক্লিক করে শেয়ারে ক্লিক করলে আপনার পোষ্ট সরাসরি ফেবুতে আপনার টাইমলাইনে চলে যাবে ।
দ্বিতীয়ত: ব্লগে আপনি লগিং না থাকাবস্থায় ফেসবুকে লগিং থেকে ব্লগে আপনার পোষ্টে ঢুকে সবার নীচে একটি মন্তব্য করুন । তাতেও পোষ্টটি আপনার টাইম লাইনে চলে যাবে ।
তৃতীয়ত: উপরের এড্রেসবার থেকে আপনার পোষ্টের ঠিকানা কপি করে ফেবুতে পেষ্ট করলেও সেখানে লিংকটি এক্টিভ হয়ে যাবে । যে কেউ ক্লিক করলেই আপনার পোষ্টে ঢুকে যেতে পারবেন ।
আশা করি বুঝতে পেরেছেন । <:-P
বাবা মা , চাচা মামাদেরকে নিজের ফ্রেন্ডলিস্টে রাখবে যেটাতে আসলে সে খুব একটা একটিভ না এবং সেটাতে আপডেট থাকবে অনেকদিন পর পর এবং মেকি ভাল জিনিস থাকবে যেমন ধর্মী জিনিস , মানবতার জন্য হাহাকার ইত্যাদি।
এদের অনেকগুলো নিক থাকে । বন্ধুদের জন্য একটা , প্রেমিক/প্রেমিকার জন্য আরেকটা আর মুরুব্বিদের জন্যও থাকবে নিক ।
ফলে মুরুব্বিরা জানবে যে তাদের ছেলে/মেয়ে ভালই চলছে সাইবার জগতে ।
২. অতিথি পাখিরা যখন এদেশে আসে তখন তাদের আসল বাসস্থানে থাকে প্রবল ঠান্ডা । সেজন্যই তাদের কিছুটা উষ্ণ স্থানে আসা।
আমরা এদেরকে শিকার করে উদর পূর্তি করি ।
এভাবেই এরা বিক্রি হয় । কেনার লোকের অভাব হয় না ।
৩. চট্টগ্রাম ঢাকা শহর হতে প্রায় ২০ বছর পিছিয়ে আছে । কিন্তু চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ ঢাকার চেয়ে অনেক ভাল । যারা চট্টগ্রামবাসী ঢাকায় এলে তাদের সবচেয়ে যেটা বেশী পেইন দেয় তাহলো - জ্যাম ।
শুধু ঢাকা কেন , চট্টগ্রাম সহ সব বিভাগীয় শহরকেই যুগপোযুগি করে সাজাতে হবে এবং সেই সাথে সেগুলোকে করা উচিত প্রশাসনিক বিকেন্দ্রীকরনের স্থান । কষ্ট করে মানুষকে ঢাকায় আসার পেইন থেকে রেহাই দেওয়া উচিত ।
৪. উপকূলের বা সমুদ্রে যেসব গ্যাসফিল্ড পাওয়া গেছে সেগুলো থেকে গ্যাস উত্তোলন করার সামর্থ্য বাংলাদেশের নেই । সেরকম এবিলিটি ও ম্যান পাওয়ারও গড়ে তোলা হয় নি বিদেশী কোম্পানি থেকে বিরাট অংকের কমিশন খাবার লোভে । লাভ হয় গুটি কয়েক লোকের কারণ কাজ হয়ে গেলে তারা চলে যায় পশ্চিমে । আর দেশের মানুষকে সাফার করতে হয় । চুক্তি করা হলে সেটাও জানানোর প্রয়োজন মনে করে না । মানুষ থেকে যায় বিশাল অন্ধকারে । এসব চুক্তিতে দেশের লোকেরাই দেশকে হারায় নিজেকে জিতিয়ে ।
৫. চট্টগ্রামের যে জিনিসটা সবচেয়ে বেশী পীড়া দিয়েছে সেটা হল এখানে বিশাল বিশাল ড্রেন দেখা যায় এবং এর চারপাশে এমন ময়লার সমাগম থাকে যে সুন্দর এই শহরটাকে এক নিমিষেই অপছন্দের করে দিতে পারে ।
বেশ কয়েক বছর আগে শুনেছি যে সারা বাংলাদেশে কেবল ঢাকাতেই সুয়েরেজ সিস্টেম আছে এবং তা ঢাকার মাত্র ১৭% কাভার করে ।
আর নেতারা টেন্ডার নিয়ে যেভাবে রাস্তার কাজ করে তাতে এরকম বেহাল দশা না হওয়াটাই বরং অস্বাভাবিক । বর্ষা আসলেই এসব পিচ ঢালা রাস্তার চল্টি ওঠা শুরু হয়ে যায় ।
আমরা চর্চাকুটিরের সাহিত্যাসরে আপনাকে নিয়ে আলোচনা করি ।
যাই হোক ।
গার্ডিয়ানরা যতই আগে অনলাইনের টেকনিক সমূহ আয়ত্বে আনতে পারবে ততই তাদের ছেলেমেয়েদেরকে নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হবে । বিষয়টি এখনও ৮৭ ভাগ গার্ডিয়ান উপলদ্ধি করতে পারেননি ।
--------------------------
অতিথি পাখির বিষয়টি আসলে এদেশের গুণিজনদের অবমূল্যায়ন নিয়ে উদাহরণ স্বরূপ উল্লেখ করেছিলাম । ভাষা সৈনিক আবুল কাশেমের মৃত্যু বার্ষিকী নিয়ে এই ষ্ট্যাটাস দিয়েছিলাম ।
----------------------------
গ্যাসের বিষয়ে আপনার প্রতিমন্তব্য অনেক বাস্তব এবং এর থেকে আমরা আধো মুক্তি পাব কিনা আল্লাহই ভাল জানেন ।
-----------------------------
চট্টগ্রামের জ্যাম ও ময়লা নিয়ে বেশ কিছু সভা সেমিনার হয়েছে । আমি নিজেও কয়েকটিতে জয়েন্ট করেছি । সমস্যা হচ্ছে এখানে কেউ আগ বাড়িয়ে এগিয়ে আসলে ভিন্নমতালম্বীরা এটা পজেটিভলী একসেপ্ট করতেছেনা । যার ফলে ইভেন্টগুলো একজায়গায় এসে থমকে যাচ্ছে ।
এবার নতুন মেয়র সাহেব আসলেন দেখি তিনি কতটুকু কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেন ।
আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । গতরাত থেকে মোবাইলে ছিলাম বলে জবাব দিতে কিঞ্চিত দেরী হল ।
ধন্যবাদ, আবারো পথপ্রদর্শনের জন্যে। আমাদের মাঝে আপনাদের মতো সিনিয়রদের অবদান অনেক।
আপনাদের উৎসাহমূলক মন্তব্য পেয়ে অনেক ভাল লাগতেছে ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন