বউ’এর চিঠি পেলাম:
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৯ এপ্রিল, ২০১৫, ০৮:১৬:৫১ রাত
বউ’এর চিঠি পেলাম:
---------------------------
বউয়ের চিঠি এক অমূল্য সম্পদ । যারা বিদেশে আছেন তাদের প্রতি আমার রীতিমত হিংসে হয় । হিংসে হয় এই জন্য যে তারা নিয়মিত তাদের জীবন সঙ্গিনী তথা ' সংসার ' নামের ব্যবসা প্রতিষ্ঠানের পার্টনার বউ’এর চিঠি পান । দেশে যারা থাকে তাদের এ সুযোগটা খুব একটা হয় না ।
অবশ্য যারা চাকরী করেন এবং ২/৩ মাস অন্তর বউয়ের দেখা পান তারাও অনেক সময় বউয়ের চিঠি পেয়ে থাকেন ।
বউয়ের চিঠির মধ্যে একটি আলাদা সিহরণ আছে । আকর্ষন আছে .. শিরশিরে অনুভূতি আছে, আছে রোমাঞ্চ ।
বইয়ের চিঠি নিয়ে কত গান, কবিতা, গল্প, উপন্যাস সিনেমা রচিত হয়েছে তার হিসেব নেই ....
অনেক জনপ্রিয় কয়েকটি গানের একটি হচ্ছে......
চিঠি লিখেছে বউ আমার ভাংগা ভাংগা হাতে......
এই চিঠি লিখার ঠিকানার জন্য মেয়েরা খুইব উদগ্রীব থাকে.....
মেয়েটি গানের সুরে গাইতে থাকে.....
চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, জানাই ও ঠিকানা.....
চিটি নিয়ে আরো কত কি ।
যাক, এই চিঠি একসময় পরস্পরের মনের আকুতি জানাবার একমাত্র মাধ্যম হলেও এখন আর সে যোগ নেই ।
এখন হচ্ছে ডিজিটালের যোগ, মেসেজ এর যোগ, স্কাইফির যোগ....
কি জানি হয়তো আগামীতে এমন একটি সংকেত সংযোগে নিজস্ব কণ্ঠই সরাসরি প্রিয় জনের কানের মধ্যে প্রতিধ্বনীত হবে ।
ভূ-উপগ্রহের মাধ্যমে কোন নেট, মোবাইল, কম্পিউটার ছাড়াই হয়তো একে অপরের কাছাকাছি হয়ে যাবে ।
এখন বলি আমার কথা । আমি প্রবাসীও নই আবার দুরে কোথাও নই । আমার বাসাতেই থাকি স্ত্রী পুত্র কন্যা নিয়ে । তবুও আমি চিঠি পাই বউয়ের হাতের লেখা ।
অবশ্য আমি মাঝে মাঝে আবদার করেই বলি ওগো আমাকে একটি চিঠি লিখনা গো ....
বউ বলতো আপনি আমার সাথেই আছেন । ঠিচিতে কি লিখবো......
কি লিখবা........ এই মন জ্বলে, চোখ জ্বলে, কান জ্বলে, পেট জ্বলে এই সব লিখবা আরকি ।
অভিমানী বউ বলতো এসব আমি পারবোনা ।
এসব না পারলেও মাসের শুরুতে সুন্দর একখান চিঠি ধরিয়ে দিতে কিন্তু সে কখনও ভুল করেনি । তেমনি একটি চিঠি আজ সকালে বাসা থেকে বের হবার সময় বউ পকেটে ঢুকিয়ে দিয়েছে ।
চিঠিতে সে লিখেছে........
প্রিয় পতি,
চিনি, চা পাতা, লবন, হরলিক্স, ডেটল সাবান, ৩৭ সাবান, ভিমবার, নুডুলস, সেমাই, ময়দা, চনাবোট, গম, চনার ডাল , ষরিষার তৈল, নারিকেল, সাদা সরিষা, বিস্কুট, খাবার স্যালাইন, প্যারাসুট তৈল, পেন্সিল, সাপনার, কলম, সব্জি ।
ইতি - আপনার ঘরণী ।
এখন বলুন এই চিঠি পেয়ে আমি গান কোনটি ধরবো......
[ বি:দ্র: লেখাটি ০৪/১১/২০১২ইং একটি জনপ্রিয় ব্লগে প্রকাশিত হয়েছিল ।]
বিষয়: বিবিধ
৪০১৮ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওগো আমার জীবন সাথী.....
শেষে যদি সংযোজিত হত মনের কিছূ কথা,তাহলে দারুন হত। যাক তবু্ও বউ বুঝুক, ভাবহীন এ লিখাযে স্বামীর কাছে কত অমুল্য রতন। অধীর আগ্রহে তীর্থের কাকের মত প্রতীক্ষা করা স্বামীদের হৃদয় যে এত ব্যকুল এটা যদি সব বউরা বুঝতো...। সত্যি কথা বলতে কি, ভাব বুঝার জন্য মন আর পরিবেশ লাগে। সেটি যেন আজ কেবলী কল্পনা।
সবশেষে পুরোনো দিনের সেই বহুল প্রচলিত শ্লোকটি আপনাকে উপহার দিয়ে গেলাম
আম পাতা চিকন চিকন
কাঠাল পাতা লাল,
তোমার আমার ভালবাসা
থাকবে চির কাল।
ধন্যবাদ। খুব ভাল লাগল।
কমদামে কি দারুণ হাসে....
মজুমদারও মন্তব্য দিয়েছে দার
কথা গুলো হয়েছে খব মজার।
।
বউ বলতো আপনি আমার সাথেই আছেন । ঠিচিতে কি লিখবো......
কি লিখবা........ এই মন জ্বলে, চোখ জ্বলে, কান জ্বলে, পেট জ্বলে এই সব লিখবা আরকি ।
অভিমানী বউ বলতো এসব আমি পারবোনা ।
এসব না পারলেও মাসের শুরুতে সুন্দর একখান চিঠি ধরিয়ে দিতে কিন্তু সে কখনও ভুল করেনি । তেমনি একটি চিঠি আজ সকালে বাসা থেকে বের হবার সময় বউ পকেটে ঢুকিয়ে দিয়েছে ।
চিঠিতে সে লিখেছে........
প্রিয় পতি,
চিনি, চা পাতা, লবন, হরলিক্স, ডেটল সাবান, ৩৭ সাবান, ভিমবার, নুডুলস, সেমাই, ময়দা, চনাবোট, গম, চনার ডাল , ষরিষার তৈল, নারিকেল, সাদা সরিষা, বিস্কুট, খাবার স্যালাইন, প্যারাসুট তৈল, পেন্সিল, সাপনার, কলম, সব্জি ।
এসব হচ্ছে নিত্য প্রয়োজনীয় তিনি বুঝতে চাচ্ছেন এর চেয়ে ও আপনি উনার কাছে বেশি প্রয়োজনীয়।
টেলিফোন কল এর শখ আর করিয়েন না!!!
আমার স্বামীকে এখন থেকে চিঠি দিতে হবে
আমি নিজেই তো জীবিত নই
তুমি চিঠিতে যা লিখেছ হে প্রিয়তমা
বুক পকেটে নিত্য আমি রাখি জমা!
তোমার চিঠি পেয়ে প্রতিদিন সোধ করি সংসারের
তুমি চিঠিতে যা লিখেছ হে প্রিয়তমা
বুক পকেটে নিত্য আমি রাখি জমা!
তোমার চিঠি পেয়ে শুরু করি দিন
এভাবেই সোধ করি সংসারের ঋণ।
চিনি, চা পাতা, লবন, হরলিক্স,
কিনতে গিয়ে হতে গুনে দিয় ফিস,
ডেটল সাবান, ৩৭ সাবান, ভিমবার,
অফিস শেষ কিনি নিতে নিতে নামে আঁধার।
নুডুলস, সেমাই, ময়দা, চনাবোট,
বহন করতে করতে নিজেকে ভাবি হরিলুট!!!
গম, চনার ডাল , ষরিষার তৈল,
ঘরে এসে দেখি ওহ্ সাজানো খাবারের টেবিল।
নারিকেল, সাদা সরিষা, বিস্কুট, খাবার
জীবন যুদ্ধে লড়বো মানবোনা হার!!!
স্যালাইন, প্যারাসুট তৈল, পেন্সিল,
প্রিয়তমা তোমার আমার মনের কিন্তু দারুণ মিল....।
সাপনার, কলম, সব্জি
তোমার চিঠির উত্তর দিতে আমি প্রতিদিন রাজি।
মৃত্যুর আগ পর্যন্ত হোক এ বন্ধন
মায়াময় পৃথিবীতে আমরা অতই আপন।
সেরা মন্তব্যকারীর লকমাটা আপনাকে না দিলেই নয়।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
বেশ মজা পেলাম! ঐ গানটা ধরতে পারেন -
এই নাও এই নাও বাজারের লিস্টি.......।
ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন ।
চিঠির জমানা শেষ যেন আসলেই!
মোবাইলের ক্ষুদে বার্তা যদিও এর আবেশ ছড়িয়ে যায় এখনো!
'যাও পাখি বল তারে,
সে যেন ভূলে না মোরে।'
প্রথম পাওয়া এই ক্ষুদে বার্তা টা বউ নিজেই ভূলে অনেক অনেক দূরে সরে যায় কেন????
তবে গানটি জব্বর একখান গান... মনকে আলোড়িত করে ।
আপনার তো স্বস্থির নিঃশ্বাস ফেলা উচিত যে ঘরণি আপনার নতুন শারি, গহনা কসমেটিকের বিশাল লিস্ট পাঠান নাই!!!
আপনি ঠিক বলেছেন সব দরকারী জিনিস নিতেই চিঠি লিখেছেন । তবে চিঠিতে কিছুটা বৈচিত্র অবশ্যই ছিল । যেমন লিখার জাদুকরী উপস্থাপনা ।
আপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন ।
মন্তব্য করতে লগইন করুন