মানুষ রাজনৈতিক জীব

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০২ এপ্রিল, ২০১৫, ০১:৩৭:৪৩ দুপুর

রাজনীতিকে,

কেউ জীবন হিসেবে নেয়

কেউ জীবিকা হেসেবে নেয়

কেউ ঢাল হিসেবে নেয়

কেউ তলোয়ার হিসেবে নেয় ।

কেউ সেবক হিসেবে নেয়

কেউ শোষক হিসেবে নেয়

কেউ রোগ হিসেবে নেয়

কেউ পাথ্য হিসেবে নেয়।

কেউ করে জনতার তরে

কেউ দলীয় করণ করে ।

কেউ ফুলে ফেফে হয় কলাগাছ

কেউ পরিস্থিতির স্বীকারে করে বাদরনাচ,

কেউ ফুলবাবু হয়ে থাকে বর সেজে

কেউ বিছানা না পেয়ে পড়েথাকে মেঝে।

কেউ করে অবিচার দূর্বলের উপর

কেউ বলে বিচার মানি কলাগাছ আমার,

কেউ মালিক হতে চায় হাজার কোটি টাকার

কেউ পায়না অধিকার ফুটপাতে থাকার ।

আমি ভাই রাজনীতির প্যাচ বুঝি কম

যখনই বুঝতে চাই বন্ধ হতে চায় দম,

এই নীতির বৃত্তান্ত লিখতে ক্ষয়ে যাবে নীব

এটুকুই বলা যায় মানুষ রাজনৈতিক জীব ।।

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312421
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৯
253678
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন ।Good Luck
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৯
253679
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন ।Good Luck
312438
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমি ভাই রাজনীতির প্যাচ বুঝি কম
যখনই বুঝতে চাই বন্ধ হতে চায় দম


আমারও একই কথা
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৯
253681
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, মন্তব্যের জন্য ।Good Luck
312445
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রাজনৈতিক জীব না হয়ে যদি দেশপ্রেমিক রাজনৈতিক জীব হয় ভালো হত
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১২
253682
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক বলেছেন, আমরা সবাই চাইলেই কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা দেশপ্রেমিক হতে বাধ্য হবে । Good Luck
312450
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : রাজনীতি রাজনীতি রাজনীতি........ রাজ্যেটা রস পাচ্ছেনা সব মানুষের মাঝে রাজনীতি খুঁজতে গিয়ে!!

আমরা সাধারন মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই।
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২১
253684
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমরা রাজনীতিতে না জড়ালেও রাজনীতি আমাদেরকে জড়িয়ে নেয় । এভাবেই আমরা রাজনৈতিক জীবে পরিণত হয়েছি । তাছাড়া প্রত্যেক মানুষের অবচেতন মনে রাজনীতির প্রতি একটি রাজনৈতিক সমর্থন থাকেই..।
312463
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। রাজনীতির খোলসে চমৎকার বর্ণনা ভীষণ ভালো লাগলো।

জাজাকাল্লাহু খাইর।
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৮
254258
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর ও উৎসাহমূলক মূলক মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck
312507
০২ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১০০০ % সঠিক কথা!
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৯
254259
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ ।Good Luck
312515
০২ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৮
আবু জারীর লিখেছেন : মানুষ রাজনৈতিক জীব তার মানে মানুষ হিসেবে আপনিও রাজনীতি বুঝেন কিন্তু ডুব দিয়ে পানি খান।
তবে ভালো হয়েছে।
ধন্যবাদ।
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫০
254260
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মনের অব্যক্ত কথাটি শেষ পর্যন্ত প্রকাশ করে দিয়ে ভাল করেছন । ধন্যবাদ আপনাকে ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File