দাম না বাড়িয়ে বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযুগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হোক
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৮ ডিসেম্বর, ২০১৪, ১১:০৪:৪৬ সকাল
শোনা যাচ্ছে অতি সম্প্রতি সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে। সরকার যদি নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় তবে তা হবে সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত ।
সরকারকে ভোক্তা সাধারণের মনের আকুতি, চাহিদার ভাষা বুঝতে হবে।
সরকারকে ভোক্তা সাধারণের মনের আকুতি, চাহিদার ভাষা বুঝতে হবে।
আজকেও আমি বাসায় বিদ্যুৎ বিল দিয়েছি ৯৬২ টাকা । ১১/১২ শত টাকাও বিদ্যুৎ বিল দিতে হয় । অতচ আমার বাসায় যে কয়টি বাল্ব জ্বলে তা সবই এনার্জিলাইট। বিদ্যুতের বর্তমান রেট যে বেশী তা নিয়ে আমি ইতিপূর্বেও লিখেছি ।
এরপরও যদি বিদ্যুতের দাম বাড়ে তাহলে কিন্তু সত্যি সত্যি জুলুম হয়ে যাবে। তাই সরকারকে বিষয়টি নিয়ে আরো ভাবতে হবে বলেই আমি মনে করি।
তাছাড়া সারা দেশে যে পরিমাণ বিদ্যুৎ ও গ্যাস অপচয় ও চুরি হয় তার ৫০%ও যদি রোধ করা যায় তাহলে সরকারের রাজস্ব বাড়বে হাজার কোটি টাকারও বেশী ।
তবে গ্যাসের বিল ডবল চুলার জন্য ৫০ টাকা বাড়িয়ে ৪৫০টাকা থেকে ৫০০টাকা করা যেতে পারে।
যেখানে সারা বছরই প্রতিদিন অনেকটা সময় গ্যাস থাকেনা সেখানে গ্যাসের দাম বাড়ার কথা শুনলেই মেয়েরা প্রতিবাদী হয়ে উঠছে ।
বর্তমান সরকার ৬বছর আগে ক্ষমতা গ্রহণের সময় যেখানে ৩০০/৩৫০টাকা বিদ্যুৎ বিল দিতে হত সেখানে এখন দিতে হচ্ছে ৯০০/১২০০টাকা পর্যন্ত। সে পরিমাণ ইনকাম কিন্তু বাড়েনি পাবলিকের । ইনকাম টেক্স, হোল্ডিং টেক্স, বাড়তি বিদ্যুৎবিল, ভ্যাট, ট্রেড লাইসেন্স সব মিলিয়ে এই সরকার যেন টেক্সময় সরকারে পরিণত হয়েছে।
সরকারের রাজস্ব বৃদ্ধিপাক এটা আমিও চাই, তাই আমি ইতিপূর্বে বহুবার আয়কর দেবার পক্ষে লিখেছি। এ বিষয়ে আমার শ্লোগান হচ্ছে ‘‘ আসুন সবাই দিয়ে কর, প্রিয় দেশটি করি স্ব-নির্ভর।’’
তাই আমার পরামর্শ হচ্ছে-
সরকারের যদি রাজস্ব বৃদ্ধিই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে দাম না বাড়িয়ে অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে বৈধ গ্রাহক হিসেবে অন্তর্ভূক্ত করে রাজস্ব বৃদ্ধি করাই হবে বুদ্ধিমানের কাজ ।
এতে অবশ্য বিরুধীদলও একটি ইস্যু থেকে বঞ্চিত হবে ।
সরকার যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই কামনাই করছি ।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।
সরকারকে ভোক্তা সাধারণের মনের আকুতি, চাহিদার ভাষা বুঝতে হবে।
যত আগে বুঝতে ততই মঙ্গল, দেশের, দেশের মানুষের সর্বোপরি সরকারের ।
আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আ্ন্তরিক ধন্যবাদ ।
গ্যাস সম্পর্কে তেমন একটা জানি না, তাই বললাম না।
বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি নয়, চোরা চালান রোধ করা হোক।
ধন্যবাদ আপনাকে ।
সব বিল বাড়বে কারন আমরা যে এখন এক কল্পনার জগতে বসবাস করছি!!
এত মহা ডিজিটাল উন্নতি।
দাম বাড়বেই - আটকাতে পারবেন না।
কারন - অনেক দেনা হয়ে গেছে।
মন্তব্য করতে লগইন করুন