বাংলাদেশ থেকে কৌশলে দৈনিক ৬কোটি কর্মঘন্টা কেড়ে নেয়া হয়েছে

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৯ নভেম্বর, ২০১৪, ০৬:৩৪:৪৪ সন্ধ্যা

বাংলাদেশ থেকে কৌশলে প্রতিদিন ৬কোটি কর্মঘন্টা কেড়ে নেয়া হয়েছে । কিভাবে ?

দেখুন হিসাব মিলে কিনা । আগে অফিস টাইম ছিল সকাল ন’টা থেকে । তখন সরকারী বেসরকারী চাকরি জীবি, ব্যবসায়ী সবাই সকাল ৮টায় বা তারও আগে বাসা-বাড়ি থেকে কর্মের উদ্দেশ্যে বের হয়ে যেত।

সে সময় সাধারণত দোকান-পার্ট সকাল ৮টায় খোলা হত । ৮টায় দোকান খোলা হত বলে সবাই ৭টার পর থেকেই বের হওয়ার প্রস্তুতি নিতে থাকত । সে মোতাবেক ঘুম থেকে উঠে পড়ত যার যার মত করে সকাল সকাল । কিন্তু এখন সরকারী ভাবে অফিস টাইম ১০টায় শুরু হওয়ার কারনে এর প্রভাব বেসরকারী প্রতিষ্ঠান গুলোর উপরও গিয়ে পড়েছে । যে দোকান গুলো ৮টায় খোলা হত সেগুলো বর্তমানে ৯টায়ও খোলা সম্ভব হচ্ছে না । কারণ দোকানের কর্মচারীরা দোকানে আসতেই সাড়ে ৯টা, ১০টা বাজাচ্ছে । তাহলে সকালের এই ১ঘন্টা কর্ম সময় দিন থেকে কমে গেল না ?

ঐ ১ঘন্টা ঘুমের মধ্যে অপচয় হচ্ছে ।

ধরুন ১৬ কোটি মানুষের মাঝে ৬কোটি লোক দেশে কর্ম করে । তাহলে প্রতিজনের ১ঘন্টা করে হলে ৬কোটি কর্মঘন্টা প্রতিদিন নষ্ট হচ্ছে অপ্রয়োজনীয় ঘুমের মাঝে ।

আমাদের মত হতদরিদ্র দেশের জন্য আমার মনে হয় এটা বিশাল একটা ক্ষতি ।

হয়তো অনেকে যুক্তি দিয়ে বলবেন, সরকার সকালে ১ঘন্টা পরে শুরু করলেও বিকালে ১ঘন্টা সময় বেশী কাজ নিচ্ছে ।

আমার কথা হচ্ছে বিকালের সময়টা তো কেউ ঘুমে কাটাতো না। তখন কোন না কোন কাজ করত সবাই । সেক্ষেত্রে কর্মঘন্টা নষ্ট হত না।

বর্তমানে প্রতিদিন ৬কোটি কর্মঘন্টা অপচয় হওয়ার ফলে দেশ অর্থনৈতিক ভাবে কতটা ক্ষতিগ্রস্থ হচ্ছে সেই হিসাবটা আপনার উপরই ছেড়ে দিলাম ।

আমার মনে হয় বাংলাদেশকে যারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক সেটা চাইনা, এটা তাদের ষড়যন্ত্র।

বিষয়: বিবিধ

১১৫৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289620
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
অবাক মুসাফীর লিখেছেন : thik ... Thik.
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
233303
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ আপনাকেGood Luck
289624
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Upধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
233305
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Good Luck Good Luck Good Luck
289625
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সকাল সকাল অফিস-স্কুল হলে যে রাত জেগে গৃহিনিদের সিরিয়াল দেখা আর ছেলে-মেয়েদের বাতচিত করা বন্ধ হয়ে যাবে!!! রাত করে ঘুমান যাই কিন্তু না ঘুমিয়ে তো আর বেঁচে থাকা যায়না!!!
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
233307
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সিরিয়াল মেয়েদের কর্শ শক্তি নষ্ট করছে ।Good Luck
289636
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ স্বাগতম পিলাচ মাইনাস
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
233347
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্লাস মাইনাস দুটোই একসাথে দিলে কোনটি ধরি,কোনটি ছাড়ি....Waiting Waiting
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫০
233371
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : দড়ি ছেড়ে দেন এবং গরু ধরে রাখেন!!!
289655
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৩
হতভাগা লিখেছেন : চট্টগ্রামে এপোলো , স্কয়ার , ইউনাইটেডের মত হাসপাতাল না বানানোর ফলে সেখানকার বহু রোগী ঢাকায় এসে চিকিতসা নেয় । যাতায়াত , থাকা - খাওয়া , যারা সাথে যাবে -- এসবেও প্রচুর টাকা ও কর্মঘন্টা নষ্ট হয় ।
০৪ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২১
234882
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ, মন্তব্যের জন্য ।Good Luck
289658
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৮
ভিশু লিখেছেন : চমৎকার পয়েন্ট।
Loser Loser Loser
০৪ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২১
234883
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File