বাংলাদেশ থেকে কৌশলে দৈনিক ৬কোটি কর্মঘন্টা কেড়ে নেয়া হয়েছে
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৯ নভেম্বর, ২০১৪, ০৬:৩৪:৪৪ সন্ধ্যা
বাংলাদেশ থেকে কৌশলে প্রতিদিন ৬কোটি কর্মঘন্টা কেড়ে নেয়া হয়েছে । কিভাবে ?
দেখুন হিসাব মিলে কিনা । আগে অফিস টাইম ছিল সকাল ন’টা থেকে । তখন সরকারী বেসরকারী চাকরি জীবি, ব্যবসায়ী সবাই সকাল ৮টায় বা তারও আগে বাসা-বাড়ি থেকে কর্মের উদ্দেশ্যে বের হয়ে যেত।
সে সময় সাধারণত দোকান-পার্ট সকাল ৮টায় খোলা হত । ৮টায় দোকান খোলা হত বলে সবাই ৭টার পর থেকেই বের হওয়ার প্রস্তুতি নিতে থাকত । সে মোতাবেক ঘুম থেকে উঠে পড়ত যার যার মত করে সকাল সকাল । কিন্তু এখন সরকারী ভাবে অফিস টাইম ১০টায় শুরু হওয়ার কারনে এর প্রভাব বেসরকারী প্রতিষ্ঠান গুলোর উপরও গিয়ে পড়েছে । যে দোকান গুলো ৮টায় খোলা হত সেগুলো বর্তমানে ৯টায়ও খোলা সম্ভব হচ্ছে না । কারণ দোকানের কর্মচারীরা দোকানে আসতেই সাড়ে ৯টা, ১০টা বাজাচ্ছে । তাহলে সকালের এই ১ঘন্টা কর্ম সময় দিন থেকে কমে গেল না ?
ঐ ১ঘন্টা ঘুমের মধ্যে অপচয় হচ্ছে ।
ধরুন ১৬ কোটি মানুষের মাঝে ৬কোটি লোক দেশে কর্ম করে । তাহলে প্রতিজনের ১ঘন্টা করে হলে ৬কোটি কর্মঘন্টা প্রতিদিন নষ্ট হচ্ছে অপ্রয়োজনীয় ঘুমের মাঝে ।
আমাদের মত হতদরিদ্র দেশের জন্য আমার মনে হয় এটা বিশাল একটা ক্ষতি ।
হয়তো অনেকে যুক্তি দিয়ে বলবেন, সরকার সকালে ১ঘন্টা পরে শুরু করলেও বিকালে ১ঘন্টা সময় বেশী কাজ নিচ্ছে ।
আমার কথা হচ্ছে বিকালের সময়টা তো কেউ ঘুমে কাটাতো না। তখন কোন না কোন কাজ করত সবাই । সেক্ষেত্রে কর্মঘন্টা নষ্ট হত না।
বর্তমানে প্রতিদিন ৬কোটি কর্মঘন্টা অপচয় হওয়ার ফলে দেশ অর্থনৈতিক ভাবে কতটা ক্ষতিগ্রস্থ হচ্ছে সেই হিসাবটা আপনার উপরই ছেড়ে দিলাম ।
আমার মনে হয় বাংলাদেশকে যারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক সেটা চাইনা, এটা তাদের ষড়যন্ত্র।
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন