আসন্ন বাজেটে ব্যক্তিশ্রেণীর আয়কর যৌক্তিক পর্যায় পর্যন্ত টেক্সমুক্ত রাখা হউক Good Luck

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৪ জুন, ২০১৪, ১১:৩৫:৫১ সকাল



Roseবিষয়টি সচেতন সকলের জন্য অতিব জরুরী Rose যথাসময়ে আলোচনা করলে হয়তো সরকারের নজরে আসতে পারে । মূলপোষ্টটি দেখার জন্য সরাসরি লিংকে ক্লিক করুন প্লিজ:

Good Luck আসন্ন বাজেটে ব্যক্তিশ্রেণীর আয়কর যৌক্তিক পর্যায় পর্যন্ত টেক্সমুক্ত রাখা হউক

আমরা অনেকেই কিন্তু নিজের অজান্তেই করের আওতায় ঢুকে যাচ্ছি । চোঁখবন্ধ করে থাকলেই রেহাই পাওয়া যাবেনা । করফাঁকিবাজ হয়ে থাকতে হবে কর না দিলে ।

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230414
০৪ জুন ২০১৪ দুপুর ১২:০০
ইমরান ভাই লিখেছেন : করদেবার টাইম নাই.... Big Grin Big Grin
০৪ জুন ২০১৪ দুপুর ১২:১৩
177101
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : টাইম না থাকলে নোটিশ দিয়ে হাজির করানো হবে ।Waiting সো আগে থেকেই সতর্ক হোন ।Don't Tell Anyone
০৪ জুন ২০১৪ দুপুর ১২:১৭
177104
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : একজন স্টুডেন্টও যদি টিউশনী করে বা অন্য মাধ্যমে মাসে ১৮,৩৩৫/- টাকা বা তার বেশী ইনকাম করেন তাহলে তাকে বর্তমান নিয়ম অনুযায়ী অবশ্যই আয়কর দিতে হবে । তার থীন নাম্বার থাকতে হবে এবং বছর বছর আয়করসহ রিটার্ণ জমা দিয়ে ফাইল আপডেট রাখতে হবে
Good Luck http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2668/rashic/46443
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:৪০
177212
ইমরান ভাই লিখেছেন : আমার থীন নাম্বার নাই....কি মজা.... Big Grin Big Grin Big Grin Big Grin
230415
০৪ জুন ২০১৪ দুপুর ১২:০০
নোমান২৯ লিখেছেন :








মডু ভাইয়ারা কই?পোস্টি স্টিকি করুন(রিকু) । গরীব বান্ধব বাজেট প্রণয়নের দাবি সরকারের কাছে পৌঁছাতে সাহায্য করুন ।
ধন্যবাদ ভাইয়া ।
০৪ জুন ২০১৪ দুপুর ১২:১৫
177103
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রত্যেকবার বাজেটের আগে আমার এ সংক্রান্ত সচেতনতামূলক পোষ্ট স্টিকি করা হয় । এবারও হবে আশা করি । আপনাকে ধন্যবাদ ।Good Luck
230422
০৪ জুন ২০১৪ দুপুর ১২:১০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ’’এই পোষ্ট এ মন্তব্য গ্রহন করা হবেনা ।’’
এই কার্যক্রমটি কাজ করেনা এটা মডারেশান টিমকে আগেও অবহিত করেছিলাম । আশা করি এদিকে নজর দিবেন ।
230479
০৪ জুন ২০১৪ দুপুর ০১:৫২
দ্য স্লেভ লিখেছেন : ভাই ট্যাক্স না দিয়ে ভাজা বাবার দরগায় মোমবাতি দিলে হবে না ? ...মানে দু জায়গাই তো কামের দিক দিয়ে একই রকম...
০৪ জুন ২০১৪ দুপুর ০২:৩০
177176
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার ফাইল যখক দুদকের কাছে পাঠিয়ে দেবে তখন কি করবেন ।:Thinking
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৩৬
177571
দ্য স্লেভ লিখেছেন : দুদকও খাজা বাবা টাইপের। সব এখন একই চিজ;Winking
230518
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:১৩
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : এই দরকারি পোষ্টটি স্টিকি করা দরকার ছিল।
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:৩৪
177208
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।Good Luck Good Luck Good Luck
230538
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:১১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই টেক্স দিমু না, কেউ মোর কাছে টেক্সির লিগ্যা আইলে গ্যাঞ্জাম লাগাইয়া দিমু।
০৫ জুন ২০১৪ দুপুর ০১:১৭
177657
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার কাছে কেউ জীবনেও টেক্সের জন্য আসবেনা । Happy>- Happy>-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File