যাত্রী
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৬ মে, ২০১৪, ০৫:৫৯:৩২ বিকাল
যাত্রী [বিশ্ববিদ্যালয়গামী ট্রেনের কাল্পনিক যাত্রী]
...............................................
চোঁখ সুন্দর, নাক সুন্দর
আরো সুন্দর চেহারা,
সৌন্দর্যতে পড়ে হলাম
আমি এখন আওয়ারা।
প্রথম যখন দেখি তোমায়
দিলে মিষ্টি হাসি,
হাসির চোটে ধাক্কা লেগে
গলায় পড়ে ফাঁসি ।
ঠোট সুন্দর, দাঁত সুন্দর
আরো সুন্দর কথা,
লিখতে চিঠি বসে এখন
পাইনা যে আর খাতা ।
তাইতো আমি আসতে যেতে
বসি তোমার সামনে,
সচ্ছ মনের মানুষ তুমি
দেখব ফিরাও কেমনে !!!
১৩/০৮/১৯৯০ইং
[প্রেক্ষাপট: গতকাল আমার এইচ.এস.সি পরীক্ষা শেষ হয়েছে । পরীক্ষার ফলাফল আরো অনেকদিন বাকী । ফলাফলের পরে যাব বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখনই আমি আমার রুমে বসে কাল্পনিকভাবে হয়েগেলাম বিশ্ববিদ্যালয়গামী ট্রেনের নিয়মিত যাত্রী। আমার সামনে বসা একটি খুবসুন্দর আধুনিকতা বর্জিত বেশভুশায় সজ্জিত ষোড়শী যুবতী। আমি তার দিকে তাকালে সে নিরব প্রতিবাদ জানাল, তাই আমার এই কবিতা। বাস্তবতা হচ্ছে শেষ পর্যন্ত আমার বিশ্ববিদ্যালয়ে পড়াই হয়নি।]
আমার লেখা আরো কয়েকটি কবিতা:
ব্লগারমানে নাস্তিক নয়
সংসারী বউ
কম্পিউটার
মায়াবিনী
দাদা ভাই
সে এসেছিল গতরাতে
‘কবিতা’কে খুঁজি
বিদ্যুৎ
এসেছে রমজান
ব্লগারমানে জাগ্রত বিবেক
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেক্ষাপটের অভিজ্ঞতা কি আপনার নিজের ?
সুন্দর কবিতা । ধন্যবাদ ।
আপনাকেও ধন্যবাদ ।
ওহ ! নো ! আমি না কি ?
দিলে মিষ্টি হাসি,
হাসির চোটে ধাক্কা লেগে
গলায় পড়ে ফাঁসি
ঝাক্কাস দাদা
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আরো সুন্দর কথা,
লিখতে চিঠি বসে এখন
পাইনা যে আর খাতা ।
তাইতো আমি আসতে যেতে
বসি তোমার সামনে,
সচ্ছ মনের মানুষ তুমি
দেখব ফিরাও কেমনে !!! অনেক ভালো লাগলো
কবিতাখানি এতদিন পর প্রকাশ করলেন।
কার ভয়ে!!!!
বাংলা সিনেমার একটা গান মনে পড়ে গেল " চুল পাকিলে লোকে হয়না বুড়ো আসল প্রেমের বয়স এইত শুরু । "
মন্তব্য করতে লগইন করুন