ব্লগার মানে নাস্তিক নয়
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২০ মে, ২০১৪, ০৪:৩১:১০ বিকাল
ব্লগার মানে যদি হয় নাস্তিক
লোকেরাতো সেটাই এখনো জানে,
দ্বীন-ধর্মের বিরুধীতা করাই ব্লগারের কাজ
সেটাই বিধিত তাদের জ্ঞানে ।
আল্লাহর বান্ধা রাসূলের উম্মত
দ্বীন-ধর্মের অনুসারী ব্লগারও যে আছে
এই মেসেজটি যত্নকরে পৌছানো হয়নি
এখনো সকলের কাছে।
ব্যর্থতার এই অপবাদ বইতে চাইনা আর
আস্তিক ব্লগারের ঘোষণা মোরা দিবই বারবার।
আসুন সবাই সুর মিলিয়ে দৃপ্তকণ্ঠে বলি
আমরা ব্লগার আস্তিক এসেছি নাস্তিক যাবে চলি ।
.
.
.
.
বিষয়: বিবিধ
১৮৩১ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ ।
আমিও এ বিষয়ে দু'য়েকটি অভিজ্ঞতার সম্মূখীন হয়েছিলাম বিভিন্নভাবে। ব্লগার হিসেবে সামান্য পরিচিতি পাওয়াটা অনলাইনে এক্টিভ থাকেন এমন কিছু মানুষের বাহবা পেলেও এখনো পর্যন্ত অধিকাংশ ফেইসবুক ব্যবহারকারী এবং সামাজিক যোগাযোগের সাথে জড়িত অনেকেই এব্যাপারে যথেষ্ট বেখবর।
আমার ব্লগে আমি সব সময় সত্য ন্যায় ও ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে লেখার চেষ্টা করে যাচ্ছি। আমার কোন কোন লেখাতে নাস্তিক নাফরমানদের বিরুদ্ধে জোড়ালো প্রতিবাদ লিখে পাল্টা যুক্তি দিয়ে তাদের মোকাবেলা করার চেষ্টা করেছি। তাই কোন পোস্ট দেয়ার সময় সর্তক থাকা উচিত। যাতে কোন সন্দেহ সৃষ্টি না হয়। নাস্তিক ব্লগারের তুলনায় দেশপ্রেমিক ইসলামী চিন্তা চেতনায় উজ্জীবিত ব্লগারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নাস্তিকরা বর্তমানে সংখ্যালঘু। তাই ব্লগার শব্দটি লিখে নেতিবাচক কিছু লিখার সময় বা পোস্ট দেয়ার সময় স্পষ্টভাবে বলা উচিত। তা না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাতে নৈরাজ্যবাদী নাস্তিকদেরই লাভ হবে বেশি।
............।
এখানে স্পষ্টভাবে কি বলা উচিত ? আপনার বক্তব্য আরো ক্লিয়ার করুন প্লিজ ।
ব্লগার বলতেই নাস্তিক মনে করার বিষয়টি মিডিয়ার অপপ্রচার কিনা আমি জানিনা । তবে আমার যেটা মনে হয়েছে আমাদের নিজেদেরকেই ভূমিকা রাখতে হবে আস্তিক ব্লগার হিসেবে আমরা সক্রিয় আছি ব্লগিং জগতে এই বার্তাটি সাধারন মানুষকে পৌছাতে।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আপনাকে ধন্যবাদ ।
আমরা ব্লগার আস্তিকক যারা
সুর তুলি আরেকবার
শ্লোগানে তুলি নারায়ে তাকবীর
বলি আল্লাহু আকবার।
বইটা কোথায় পাওয়া যাবে ?প্লিজ ইনফর্ম মি ।
................
অনেক সুন্দর করে বলেছেন ভাইজান, ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন এবং আবার আসবেন ।
সুন্দর কবিতা । ধন্যবাদ ।
আমাদেরকে এই অপবাদ মুছতে হলে অফলাইনে একটা গোলাপ হাতে দিয়ে বিষয়টা সুন্দরভাবে সবাইকে সুন্দরভাবে বুঝাতে হইবে ।
কিন্তু ভাইয়া দেখবেন ।আপনি যখন এটা করতে যাবেন তখন কিছু মিডিয়া আপনার গায়ে হেফাজতী-জামাতী ইত্যাকার সব তকমা জুড়িয়ে দিবে ।
মন্তব্য করতে লগইন করুন