কম্পিউটার ^^....(১৭বছর আগের লেখা)
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৭ মে, ২০১৪, ০৬:০৯:৩৯ সন্ধ্যা
কম্পিউটার
ছোট্ট একটি বাক্স দেখতে টেলিভিশনের মত,
তার পেঠে সব হিসাব নিকাশ বিজ্ঞ লোকের মত ।
চিকিৎসায় সে মহা জ্ঞানী ডাক্তারী সে জানে,
ই্ন্টারনেটে মহাবিশ্বের খবর খুঁজে আনে ।
ব্যাংকে হাজার গ্রাহক সবার হিসাব তাহার জানা,
এক সেকেন্ডে বলে দেবে ভুল নেই কড়ি কানা ।
ইঞ্জিনিয়ার তাহার কাছে দূর্বলতর শিশু,
যাচাই করতে চাইলে তাহার কাছে গিয়ে বসো ।
কল-কারখানা শিল্প ঐ বাক্স ছাড়া অচল,
অফিস আদালত স্কুল কলেজ সবখানেতেই সচল।
খেলনা যুদ্ধ শা্ন্তি আপোষ সবকিছু সে জানে,
বসলে খানিক তাহার পাশে মায়ার বাঁধন টানে।
যতই বিজ্ঞ হোক কম্পিউটার মানুষ তারে বানায়,
মানুষেরই দেয়া তথ্য মানুষকে সে জানায় ।
তবু বলি সবার কাছে কম্পিউটার শিখো,
হাতের কাছে বিশ্বটাকে চক্ষু খুলে দেখো।
কবিতাটি লিখেছি: ০৭/১১/১৯৯৭ইং
========================্
আগের পোষ্ট:
চট্টগ্রাম থেকে নদী পথে সাগর পাড়ি দিয়ে কুতুবদিয়া, মহেশখালী, এবং কক্সবাজার, ভ্রমন
সাগর.... একটি লোমহর্ষক সমুদ্র অভিযান
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ কবি ভাই ।
মানুষেরই দেয়া তথ্য মানুষকে সে জানায় ।
সত্যি আপনার লেখায় যাদু আছে। নইলে সেসময় এত সুন্দর করে কম্পুু ভাষা বুঝলেন কি করে।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন এবং আবার আসবেন ।
মন্তব্য করতে লগইন করুন