মায়াবিনী
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১২ মে, ২০১৪, ০৬:৫৩:৫৩ সন্ধ্যা
মায়াবিনী
এক্সিলেন্ট ! নাকি এক্সিডেন্ট !
কাজল কালো চোঁখে দেখি
মায়াবিনী দৃষ্টি,
আহা কি অপরূপ সৃষ্টি ।
উন্নত নাসিকার বামপ্রান্তে
মুক্তার নোলক যেন
সুবেহ সাদিকের শুকতারা,
মূহুর্তেই হয়ে গেলাম খেইহারা।
কর্ণেতে ঝুলছিল ঝুলন্ত ঝুমকা
যেন তালপাতায় বাবুনীর বাসা,
হৃদয়টা পুলকিত ঠাসা।
ঘুমটায় লুকোচুরি নেশাতুর আবরণ
যেন সকালের দূর্বাঘাসের মাথায়
একফোটা শিশির বিন্দু,
জয় করলাম যেন দূর্জয় সিন্ধু।
বিদায় সম্ভাষনে ঠোট দু’টো নড়ে
আহা কি দন্তের বাহার
যেন শ্বেত কবুতরের ঝরা পালক
যেন হিরা-মুক্তা-পান্না,
ছেড়ে যেতে চাইছেনা মন
তেড়ে আসে ফেনায়িত কান্না।
কোকিল কণ্ঠী গায়িকার সাথে
সুর মিলিয়ে গাইতে ইচ্ছে করে
‘‘মনে পড়ে… তোমার লাজুক সম্বোধন
আবার হবে দেখা…. রইল নিমন্ত্রণ।’’
০৯/০৫/১৪ইং
(কক্সবাজার গামী বাসে বসে লেখা)
বিষয়: বিবিধ
১৮০৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাকি খবর দিতে হবে।
এত সুন্দর কবিতা টা কাকে উদ্দেশ্য করে লিখলেন।
ধন্যবাদ আপনাকে ।
পল্লীকবি জসিমউদ্দীন, প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ সবাই ফেল। আপনাকে দিয়ে হবে।
লেখকরা সব বয়সের মানউপযোগী করে লিখে যাবেন এটাই কাম্য হওয়া উচিত ।
ধন্যবাদ আপনাকে ।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অসাম!
পল্লীকবি জসিমউদ্দীন, প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ সবাই ফেল। আপনাকে দিয়ে হবে।
পিলাচ পিলাচ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন