Roseমায়াবিনী Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১২ মে, ২০১৪, ০৬:৫৩:৫৩ সন্ধ্যা

মায়াবিনী



এক্সিলেন্ট ! নাকি এক্সিডেন্ট !

কাজল কালো চোঁখে দেখি

মায়াবিনী দৃষ্টি,

আহা কি অপরূপ সৃষ্টি ।

Rose

উন্নত নাসিকার বামপ্রান্তে

মুক্তার নোলক যেন

সুবেহ সাদিকের শুকতারা,

মূহুর্তেই হয়ে গেলাম খেইহারা।

Rose

কর্ণেতে ঝুলছিল ঝুলন্ত ঝুমকা

যেন তালপাতায় বাবুনীর বাসা,

হৃদয়টা পুলকিত ঠাসা।

Rose

ঘুমটায় লুকোচুরি নেশাতুর আবরণ

যেন সকালের দূর্বাঘাসের মাথায়

একফোটা শিশির বিন্দু,

জয় করলাম যেন দূর্জয় সিন্ধু।

Rose

বিদায় সম্ভাষনে ঠোট দু’টো নড়ে

আহা কি দন্তের বাহার

যেন শ্বেত কবুতরের ঝরা পালক

যেন হিরা-মুক্তা-পান্না,

ছেড়ে যেতে চাইছেনা মন

তেড়ে আসে ফেনায়িত কান্না।

Rose

কোকিল কণ্ঠী গায়িকার সাথে

সুর মিলিয়ে গাইতে ইচ্ছে করে

‘‘মনে পড়ে… তোমার লাজুক সম্বোধন

আবার হবে দেখা…. রইল নিমন্ত্রণ।’’

০৯/০৫/১৪ইং

(কক্সবাজার গামী বাসে বসে লেখা)

বিষয়: বিবিধ

১৮০৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220721
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Big Hug Big Hug
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০০
168285
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Rose Rose Rose
220724
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নাইস ভাইয়া Good Luck Good Luck Rose Rose
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
168286
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক ধন্যবাদ ।Good Luck
220737
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
168292
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন ।Good Luck
220745
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
ভিশু লিখেছেন : আহা কি দন্তের বাহার, ভাবনার বাহার, ছন্দের বাহার, চাঁটিগাঁ থেকে বাহার দেখিয়া খুউব বাহার লাগিলো!
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
168296
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি দেখি বাহারে বাহরে সয়লাভ করে দিলেন ।Good Luck Good Luck Good Luck
220755
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
168298
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেকদিন পর আপনাকে পাইলাম, আশা করি নিয়মিত পাব ।Good Luck
220760
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : কক্সবাজার গামী বাসে ভাবী ছিলেন তো সাথে? নাকি...
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
168300
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : না, আপনার ভাবী ছিল না। কামাল ভাই আর ইসহাক খান ভাই ছিলেন ।Good Luck
220773
১২ মে ২০১৪ রাত ০৮:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাবি ছিলেন তো????
নাকি খবর দিতে হবে।
এত সুন্দর কবিতা টা কাকে উদ্দেশ্য করে লিখলেন।
১২ মে ২০১৪ রাত ০৮:১৯
168325
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কবিতা শুধু ভাবিকে নিয়ে লিখতে হবে ? কবিরা কি শুধুই ভাবিদের নিয়েই কবিতা লেখে ? চলন্তবাসে বসে জানালা দিয়ে বাহিরে থাকালে ভাবটি এসেছিল .... কামাল ভাই/ইসহাক ভাই কারো কাছে কাগজ কলম ছিল না. মোবাইলে রেকর্ড করে রেখেছিলাম ।
ধন্যবাদ আপনাকে ।Good Luck
220782
১২ মে ২০১৪ রাত ০৮:২১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অসাম!

পল্লীকবি জসিমউদ্দীন, প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ সবাই ফেল। আপনাকে দিয়ে হবে। Angel Hurry Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose
১২ মে ২০১৪ রাত ০৮:২৪
168331
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পাম্পদেন না ? ফুটে যাব কইলাম ।Tongue
220838
১৩ মে ২০১৪ রাত ১২:১৯
আব্দুল গাফফার লিখেছেন : বাহ! দারুণ কিন্তু বুঝতে পাচ্ছিনা এই সময়ে এমন কবিতা ! Love Struck
১৩ মে ২০১৪ দুপুর ১২:৫৪
168513
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি একজন কবি হয়ে এটা কেমন মন্তব্য হল। সাহিত্যের জন্য বয়স কোন ফ্যাক্টর নয়। কাজী নজরুল ইসলামে কে কি কেউ বয়সের কথা জিঙ্গেস করে ? কিংবা কবি আল মাহমুদ কে ?
লেখকরা সব বয়সের মানউপযোগী করে লিখে যাবেন এটাই কাম্য হওয়া উচিত ।
ধন্যবাদ আপনাকে ।Good Luck
১০
220871
১৩ মে ২০১৪ রাত ০৪:০৩
প্যারিস থেকে আমি লিখেছেন : খুবই হিংসে হয়,কেন যে এরকম লিখতে পারিনা।
১৩ মে ২০১৪ দুপুর ১২:৫৬
168515
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পারবেন পারবেন, চেষ্টা করতেই থাকুন । একদিন দেখবেন মুক্তাদানার মত সব লেখা বেরিয়ে আসছে ।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।Good Luck
১১
220901
১৩ মে ২০১৪ সকাল ০৮:০২
আওণ রাহ'বার লিখেছেন :
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অসাম!
পল্লীকবি জসিমউদ্দীন, প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ সবাই ফেল। আপনাকে দিয়ে হবে।
পিলাচ পিলাচ পিলাচ
১৩ মে ২০১৪ দুপুর ১২:৫৭
168516
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওহিদ ভাইয়ের পাম্প কি আপনি ও দিতে চান ?
Crying
১২
220909
১৩ মে ২০১৪ সকাল ০৮:৩৮
সিটিজি৪বিডি লিখেছেন : Vhabi ai poem dakle kannai bok basabe...kare dekka liklen...?
১৩ মে ২০১৪ দুপুর ০১:০০
168518
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : দেখছি তো রাবার বাগানের সেই ঐতিহাসিক ঝাকড়া চুলের গাছগুলোকে । চলন্ত গাড়িতে ওগুলোকে কেন জানি রূপসী ললনার মত লাগছিল । হা হা আপনার ভাবী কান্নায় বুক ভাসাবে না ।Good Luck
১৩
220924
১৩ মে ২০১৪ সকাল ০৯:৫৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওয়াও দারুন। বরাবরের মতই অসাধারণ। আপনার বিষয় ভাবনা নিয়ে বলার কিছুই নাই। কবিতায় সাধু ভাষার ব্যবহার দোষণীয় নয় তবু সাধু ভাষা পরিহারের ছোট্ট অনুরোধ রইলো এই ছোট মিয়ার পক্ষ থেকে।
১৩ মে ২০১৪ দুপুর ০১:০১
168519
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ছোটমিয়ার তাৎপর্যপূর্ণ মন্তব্যখানি সাদরে গ্রহণ করিলাম । ধন্যবাদ ।Good Luck
২০ মে ২০১৪ রাত ০৮:৩৬
171209
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক কিউটি একটা ধন্যবাদ ছোট্ট মিয়ার পক্ষ থেকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File