RoseমাRose দিবস -- মানি না.. মানি না .. Wave Wave

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১১ মে, ২০১৪, ০৪:১৯:৩৩ বিকাল

আজকে নাকি Roseমা Rose দিবস ?

কিসের মা দিবস ?

কেন মা দিবস ?

কে সৃষ্টি করেছে এই মা দিবস ? Shame On You

আমি 'মা দিবস'-- মানি না Wave.... মানি না Wave .... মানি না Wave ...



উপরে আসমান, নীচে জমিন -- মধ্যখানে যা কিছু আছে তার মধ্যে মহান আল্লাহ এবং তাঁর রসূল [স:] এর পর হৃদয়ের অন্ত:স্থলে যার স্থান তিনি হচ্ছেন .মা. ।

জান্নাতের টিকেটের মালিক ।

বৃদ্ধ বয়সে মা-বাবার দিকে মোহব্বতের দৃষ্টিতে দেখাও সদকার সওয়াব ।

এই মায়ের কি কোন আলাদা দিবস থাকতে পারে ? নাকি থাকা উচিত ?

যে মা নিজের রেহেমে স্থান দেওয়ার পর থেকে মুহুর্তের জন্য ও নিজের স্বরণ থেকে সন্তানকে সরিয়ে দেয়নি সেই মায়ের জন্য দিবস কেন ?

হুজুগে বাঙ্গালী আমরা ....

তাই পশ্চিমা ধাচে অমুসলিমদের চিন্তাভাবনা আমাদের মন মগজকে হাইজ্যাক করে বসে আছে ।

মা তো থাকে সন্তানের শরীরের প্রতিটি জোড়ায় জোড়ায়, হাড়ের অস্থিমজ্জায় । রক্তের প্রতিটি কণিকায় আছে মায়ের অস্থিত্ব । প্রতিটি নি:স্বাস-প্রস্বাসে মায়ের সুগন্ধ ছড়িয়ে থাকে ।

মায়ের আচলের মোহময় গন্ধ কি ভুলার জিনিস ?

এ তো সেই 'মা'- যে সন্তানের কষ্ট হবে বলে গর্ভের অবস্থায় ও নিজের সুবিধা মত আরাম করে শুয়েনি ।

এ তো সেই মা যার প্রসবকালীন ব্যথায় গগণবিদারী চিৎকারে আকাশ বাতাস মাটিতে লুঠিয়ে পড়েছিল । যে নিজের শরীরকে নিজেই কামড়ে ধরেছিল ব্যথার জ্বালা ভূলতে ।

অনাথ, দূর্বল, অসহায় শিশুকে চতুর্মূখী বেষ্টনী দিয়ে ধীরে ধীরে বড় করে তুলেছিল যে জন সেই তো মা ।

নিজের সন্তানকে মানুষ করে গড়ে তুলবে বলে কখনও মুরগী, হাঁস, ছাগল পালন করেছে ।

কখনও পরের বাড়ী কাজ করেছে, কখন ও সেলাই করেছে ।

নিজের পরনে ১১ তালি জোড়া দিয়ে কাপড় পড়েছে কিন্তু সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছে ।

সন্তানদের পড়ালেখা করিয়ে শিক্ষিত মানুষ বানাবার জন্য এই মা কি না করেছে ।

কত মানুষের গালি শুনেছে... কত মানুষ থেকে ধার কর্জ্জ করেছে । কত মানুষের কাছে ছোট হয়েছে শুধু মাত্র সন্তানের জন্য । হায়রে অভাগী মা....

আজকে মায়ের দিকে ভাল করে নজর দিয়ে দেখলে বুঝা যাবে এক কালের সুন্দরী মহিলাটি আজ সন্তানদের জন্য কষ্ট করতে করতে মাথার চুল পেকে গেছে । চেহারায় ভাজ পড়ে গেছে । হয়তো মেজাজটাও খিটখিটে হয়ে গেছে । এ ত্যাগ তো শুধু মাত্র সন্তানের জন্য ।

আজকে নিজে সন্তানের জনক হয়ে বুঝতে পারছি মা-বাবা আমাদেরকে বড় করতে গিয়ে কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করেছিলেন । আমরা ২/৩ সন্তান নিয়ে তাদের মানুষ করতে গিয়ে হিমশীম খেয়ে যাচ্ছি আর আমাদের মা বাবারা ৭/৮ বা তারও বেশী সন্তান নেয়ার পর ও আমাদেরকে ঠিকই মানুষ করেছেন । নিজে পিতা হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারিনি আমাদের মা বাবারা কত কষ্ট আর ত্যগ স্বীকার আমাদের জন্য করেছিল ।

তাদের প্রতি শ্রদ্ধায় মাথাটা শতবার নুয়ে আসে ।

গ্রাম বা মফস্বল থেকে সন্তান শহরের উদ্দেশ্যে বের হলে যতক্ষন শহরে বা গন্তব্যস্থানে পৌছবে না ততক্ষন মা সন্তানের জন্য দোয়া করতেই থাকে । মায়ের সন্তানটি যাতে সহিসালামতে শহরে পৌছে এটাই হয় তখনকার মত মায়ের একমাত্র কামনা ।

বাসা থেকে বের হওয়ার পর যদি বিজলীবাতি সহ বজ্রপাত হয় তাড়াতাড়ী খোজা শুরু করেন নিজের সন্তানকে .....

আরে...... কলমের কালি শেষ হয়ে যাবে ....... নেটের ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে মায়ের গুনকির্তন কি শেষ হবে ? নাকি শেষ হওয়া উচিত !

সন্তান যদি বিদেশে যাবার জন্য বের হয় তাহলে তো কথাই নেই । মানুষ মৃত আত্বীয়-স্বজনকে কবরে পাঠালে যেভাবে কান্নাকাটি করে মায়ের কান্নাও হয় সেরকম । বিদেশ থেকে ছেলে সংবাদ না পৌছানোর আগ পর্যন্ত অনেক মা জায়নামাজ থেকেই উঠেনা ।

মা আমার মা । পৃথিবীতে তুমি সহস্রবার প্রমান করেছো সন্তানের জন্য তুমি শ্রেষ্ঠ হিতাকাঙ্খী [মহান আল্লাহ ও রাসূল (সঃ) এর পর ]

এই জননী মা কে নিয়ে দিবস করা মানে মায়ের মাতৃত্বকে ছোট করা যা করা উচিত নয় বলেই আমি মনে করি ।

Good Luckরাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী ছাগিরা.....Praying Praying Praying

Good Luckরাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী ছাগিরা.....Praying Praying

Good Luckরাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী ছাগিরা....Praying

Praying

[উপরের ছবিটি ফেবু থেকে নেয়া]

Good Luck

আগের একটি পোষ্ট:

Good Luck Roseসাগর Rose.... একটি লোমহর্ষক সমুদ্র অভিযান

Rose

বিষয়: বিবিধ

১৬১৪ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220252
১১ মে ২০১৪ বিকাল ০৪:৩২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১১ মে ২০১৪ বিকাল ০৪:৪৪
167927
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে ধন্যবাদ ।Good Luck
220253
১১ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
পুস্পিতা লিখেছেন : এসব দিবস ধর্মনিরপেক্ষতাবাদীদের আবিস্কার। এসবের মাধ্যমে তারা এই শিক্ষা দিতে চায় পিতা-মাতার প্রতি দায়িত্ব শুধু এই একদিনই। অন্যসময় তাদের জন্য শুধুই অবহেলা ও বৃদ্ধানিবাস!
১১ মে ২০১৪ বিকাল ০৪:৪৬
167928
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক বলেছেন, ওরা মায়ের প্রতি ভালবাসাকে একদিনের গন্ডিতে আবদ্ধ রাখতে চাই । আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।Good Luck
220259
১১ মে ২০১৪ বিকাল ০৪:৪৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আমিও মানি না। সহমত জ্ঞাপন করলাম।
১১ মে ২০১৪ বিকাল ০৪:৪৬
167929
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ সহমত জ্ঞাপন করার জন্য ।Good Luck
220262
১১ মে ২০১৪ বিকাল ০৪:৪৬
সুন্দর আগামী লিখেছেন : .
.
.
.
.
.
.
.
.
এক দিনের ভালবাসা ।
বৃদ্ধানিবাস
১১ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
167931
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : যাচ্ছি আপনার নিবাসে....Good Luck
220266
১১ মে ২০১৪ বিকাল ০৪:৫৬
নীল জোছনা লিখেছেন : আমরা হচ্ছি বদল দেশের বলদ বাঙালী। যে যা করে সেটাই নকল করা শুরু করি। কিন্তু ভাবি না সেটা আমাদের জন্য মঙ্গলজনক না অমঙ্গলকর।
১১ মে ২০১৪ বিকাল ০৫:০৫
167939
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হুজুগে বাঙালী আমরা যে যা করে সেটাই নকল করি এটা ঠিক আছে । বাচবিচার না করেই ফলো করতে শুরু করি। বলদ বাঙালীটা বুঝলেও বদল দেশ মানে বুঝিনি...:Thinking
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।Good Luck
220283
১১ মে ২০১৪ বিকাল ০৫:৪১
শেখের পোলা লিখেছেন : আমরা অনেকেই এ দিবস মানি না, কিন্তু জোর করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে৷ আর জোর যার মুলুক তার৷
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
167967
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আর আমরা অনেকেই ওদের চাপিয়ে দেয়া অপসংস্কৃতিকে সাদরে গ্রহন করছি ।
ধন্যবাদ, আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।Good Luck
220285
১১ মে ২০১৪ বিকাল ০৫:৪২
আমি মুসাফির লিখেছেন : মমতাময়ী মায়ের খাওয়ানো বিষের জ্বালায়ই মরতে হলো পাকিস্তানের পাঁচ বছর বয়সী এক শিশু সন্তানকে। মৃত্যুর প্রহর গুনছে ‍আরও দুই শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবির পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, পাঞ্জাবের ফয়সালাবাদ সিটির শাহজাদ শহরের বাসিন্দা সদাফ বিবি। শনিবার স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে অভিমান করে তিন শিশু সন্তানকে কীটনাশক খাইয়ে দেন তিনি। পরে তিন সন্তানকে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যায়। মৃত্যুর খবর পেয়ে তিনি নিজেও একসঙ্গে অনেক ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা করেন।

শিশু সন্তানকে হত্যা ও আত্মহত্যার চেষ্টার পর সদাফ বিবিকে আটক করেছে পুলিশ।

১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
167970
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঐ মাটি মানসিক ভাবে অসুস্থ বলেই মনে হল ।আল্লাহ সদাফ বিবিকে সুস্থ করে দিন ।Praying
220301
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
মোঃ আবু তাহের লিখেছেন : সপ্তাহের ৭ দিনই মুসলমানের জন্য ''মা'' দিবস।
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
167971
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মাসের ৩১দিন এবং বছরের ১২মাসই হোক মা দিবস এটাই কামনা করি । আপনাকে ধন্যবাদ তাহের ভাই ।Good Luck
220314
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
আবু আশফাক লিখেছেন : এসব দিবস আমাদের জন্য না, বরং যারা পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে উঠছে সেই সব লোকদের জন্য প্রযোজ্য। পশ্চিমারা ঐ বিশেষ একটি দিনেই তাদের মা-বাবা, বন্ধুদের স্মরণ করে। ইসলাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে নিষেধ করেছে, যেটা তাদের কাছে অজানা। আমাদের মুসলিমদের মাঝেও ইসলাম না মানার কারণে পশ্চিমাদের মতোই মা-বাবাকে বিশেষ দিনে স্মরণের সংস্কৃতি গড়ে উঠছে, যা থেকে নতুন প্রজন্মকে বিরত রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার।
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০০
167972
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কিন্তু আমাদের দেশের কতগুলো আবেগী লোক মা দিবস নিয়ে হৈচৈ করে। আপনার সাথে একমত ।
নতুন প্রজন্মকে বিরত রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার ।Good Luck
১০
220321
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : মা কে নিয়ে আমি কখনো কিছু লিখি নাই। ভাল লাগে না। ম্ন খারাপ হয়। কারণ আমি কোনো দিন মাকে দেখিনি। মা না থাকার কত কষ্ট সেটা আমি খুব ভাল ভাবেই জানি।
আপনার কথা ভাল লেগেছে।
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০১
167973
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার আম্মাকে আল্লাহপাক জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমীন।Praying Praying Praying
১১
220323
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী ছাগিরা
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০২
167974
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী ছাগিরা
১২
220332
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
নকীব কম্পিউটার লিখেছেন : মাকে ভালোবাসতে আজীবন। শুধু একদিন নয়।
১১ মে ২০১৪ রাত ০৮:৪৩
168014
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর বলেছেন । ধন্যবাদ ।Good Luck
১৩
220345
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
লোকমান লিখেছেন : বছরের ৩৬৫দিনই মা দিবস
১১ মে ২০১৪ রাত ০৮:৪৪
168015
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : রাইট, সব দিবসই মা দিবস ।Good Luck Good Luck
১৪
220369
১১ মে ২০১৪ রাত ০৯:৩৭
নেহায়েৎ লিখেছেন : অতি সুন্দর কথা। জাগ্রত হোক আমাদের বিবেক
১২ মে ২০১৪ রাত ০৮:০১
168310
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জাগ্রত হোক আমাদের বিবেক, ধন্যবাদ আপনাকে ।Good Luck
১৫
220379
১১ মে ২০১৪ রাত ১০:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মা দিবস বাবা দিবস এর পিছনে রয়েছে স্রেফ ব্যবসায়িক উদ্দেশ্য। পশ্চিমা দেশ গুলি তে মানুষের মধ্যে পারিবারিক বা ভালবাসার বন্ধন বলতে কিছু নাই। তাই এই দিবস গুলি তৈরি করে কিছু ব্যবসার ব্যবস্থা। আর আমাদের দেশের কিছু লোক নাবুঝেই এর পিছনে লাফায়। মা দিবস মানিনা। মা সারা জিবনের জন্য।
১২ মে ২০১৪ রাত ০৮:০২
168311
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মা সারা জিবনের জন্য, ধন্যবাদ আপনাকে ।Good Luck
১৬
220459
১২ মে ২০১৪ রাত ০১:০৮
মোহাম্মদ নজরুল ইসলাম লিখেছেন : মা তো একদিনের জন্য নয় ,তাহলে ঘটা করে একদিনের জন্য মা দিবস কেন ?প্রভুর দেওয়া দুনিয়াবী নেয়ামতের মধ্যে শ্রেষ্ট হচ্ছে মা ,তাই এই অতুলীনিয় অপূরণীয় নেয়ামতটা কে আমি একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে কখনোই রাজী নই ।মা আমার জিন্দেগী মা এবাদত ,লাখো বছর জিন্দা রবে মায়ের মহব্বত ।
১২ মে ২০১৪ রাত ০৮:০৬
168312
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মা দিবস বললে আমার কেন জানি মাকে ছোট করা হয় বলে মনে হয় । তাই আমি মা দিবস মানিনা । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File