সে এসেছিল গতরাত....
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ৩০ এপ্রিল, ২০১৪, ১২:৫১:১২ দুপুর
সে এসেছিল গতরাতে
যারজন্য দুইদিন আগেও কবিতা লিখেছিলাম।
যার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা তৃষ্ণার্থ হৃদয়ে
হাহাকার চিত্তে প্রহর গুনেছি।
যাকে কামনা করেছি প্রতিটি নি:শ্বাসে প্র্রশ্বাসে।
যার অনুপস্থিতিতে শরীর-মন-দেহে পানিশূন্যতা
বিরাজ করার দ্বারপ্রান্তে।
সে এসেছিল গতরাতে,
গভীর রাতে যখন আমি অঘুরে ঘুমাচ্ছিলাম।
তার নুপুরের রিমঝিম সুরেলা আওয়াজ আমার
কানে এসেছিল।
তার আচল দোলানো পত-পত শব্দ আমি শুনেছিলাম বটে।
সে আওয়াজে কোন কর্কশতা ছিলনা,
ছিল মায়াবী সুরেলা ঘুম পাড়ানী গানের
নেশাতুর তরঙ্গমালা।
আমি এমনিতে ঘুমকাতুরে মানুষ,
তার আগমনে আমার ঘুমের ঘনত্ব আরো বেড়েছিল।
সে আমাকে ঘুম থেকে জাগাতে পারেনি।
তার নাচনের আওয়াজ, গানের কণ্ঠ, আচলের দোলাচল,
কর্ণের দুল, চুরির ঝন ঝন আওয়াজ,
নোলকের ঝলকানি চমক আমাকে যদি জাগাতে না পারে
সে কি আমার দোষ ?
>
>
আসুন দু’দিন আগে তাকে আহবান করে যে কবিতাখানি ফেবুতে শেয়ার করেছিলাম সেটা একটু দেখি।
এসো হে বৃষ্টি:
এসো হে বৃষ্টি
টুপ রিম ঝিম,
বাতাসের দোলাচলে
করে দাও হিম।
রোদ্রে পোড়ে যায় চাম
কঁচি থাকতে পেকে যায় আম।
তরমুজ খেতে লাগে
ভারী মিষ্টি,
এসো হে বৃষ্টি, এসো বৃষ্টি।
বিষয়: বিবিধ
১৬১৬ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিতো ভাবছিলাম ভাবী সাহেবার কপাল ভাঙ্গলো নাকি
অন্যকিছু খুজতে পারেন না !!!
কেনটেন আছোন, ভাবী কেনটেন আছে?
আঁই খিয়াদ দিদ নু পারি,
শুইনা ফালইছি ..... সবাইরে কইয়া দিমু আপনে পরকিয়া করেন <:-P
এই কন্যাটির লগে সবাই হমানে পরকিয়া করে । হা হা হা =জাগ্রত=
মনপ্রাণ নাঁচে আনন্দে আনন্দে।
লিখলেন কি নিয়া আর মানুষে কি বুঝে???
ভাবি আশেপাশে ছিলনা নিশ্চয়ই। নাইলে তো!!!!!
ধন্যবাদ আপনাকে ।
মন্তব্য করতে লগইন করুন