আজ ভয়াল ২৯শে এপ্রিল

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৯ এপ্রিল, ২০১৪, ০৩:০৯:০৭ দুপুর

আজ ভয়াবহ সেই ২৯শে এপ্রিল

১৯৯১সালের এই দিনে বাংলাদেশের কতক অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়েছিল অগ্নিবৃষ্টিসহ ‘গর্কি’ ।

সেদিনের ঘঠনার উপর আমার একটি বিশাল লেখা আছে যেটা পড়লে গর্কির অনেক অজানা বিষয় জানা যাবে।

উক্ত লেখার লিংক শেয়ার করলাম । আগ্রহী কেউ লিংকে ক্লিক মারলেই উক্ত লেখা আপনার সামনে এসে হাজির হবে।

অজানাকে জানতে হলে পড়তে হবে।

Good Luck প্রথম অংশ...ভয়াল ২৯ শে এপ্রিল’ ৯১ ইং স্বরনে......

Good Luckসাগর এর ২য় বা শেষ অংশ এখানে ....

বিষয়: বিবিধ

১৬৮৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214848
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২২
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আল্লাহ তায়ালা আমাদের সকল দূর্যোগ থেকে রক্ষা করুন । আমীন ।
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৩০
163307
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমীন Praying Praying Praying
214869
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহ তায়ালা আমাদের সকল দূর্যোগ থেকে রক্ষা করুন । আমীন ।
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৩০
163308
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমীন Praying Praying Praying
214887
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আল্লাহ আপনাকে নেক হায়াত দিন। আমিন।
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৩১
163310
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমীন । Praying Praying
214891
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
হতভাগা লিখেছেন : ১৯৯১ সালের এই দিনই এস.এস.সি. পরীক্ষা শুরু হয় , ছিল বাংলা ১ম ও ২য় পত্র একই দিনে ।

কুমিল্লা বোর্ডের সব পরীক্ষা বাতিল করা হয়েছিল । ঐ সময়ে রেজাল্টও দিয়েছিল ৪ মাস পর ।

মার্কিন যুক্তরাষ্ট্র সে সময়ে Operation Sea Angles নামে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল । বাংলাদেশে মিনারেল ওয়াটারের এখন যে হুলস্থুল বাজার তা প্রথম তারাই Introduce করেছিল ।
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৩২
163311
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তথ্য নির্ভর সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।Good Luck
214913
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ২৯শে এপ্রিল পর্যন্ত আমার বাবা ধনী ছিলেন, ৩০শে এপ্রিলে আমার বাবা নিঃস ও গরীব হয়ে যান। তিনি ১৯৮৭ সালে একটি রাবার বাগান করেছিলেন ১৯৯৩ সালের শুরুতে রাবার বিক্রির জন্য ক্রেতা ঠিক করেছিলেন।

পেয়ারা, আমলকি, কাঠাল, লেবু, ডালিম, কলা সহ নানাবিধ ফলের বাগান ছিল প্রতি বছর বহু টাকা আয় হত।

সকল ধরনের সবজী উৎপন্ন হত, প্রায় ৭০০ মিষ্টি কুমড়া অপেক্ষামান ছিল বাজারে পাঠানোর জন্য। এছাড়া বিজের জন্য সিম, বরবটি, আলু সহ বহু সবজি ষ্টোরে ছিল।

পাওয়ার টিলার, পাম্প মেশিন, গরু-ছাগল, খামার বাড়ী সবই ছিল।

ঘর্ণিঝড়ের পরের দিনই কেউ বুঝতে পারলনা গতকাল এখানে একটি সুদৃশ্য বাগান ছিল। মেশনারিজ কোথায় হারিয়ে গেল কেউ জানল না।

একই দশা বাড়ী ঘরেও। পুরো গ্রামটি লন্ডভন্ড হয়েছিল। আমাদের গ্রামের অনেক স্বচ্ছল পরিবার সেদিন রাস্তায় বসেছিল। আমাদের বাড়ীর প্রত্যেকটি কক্ষে এক একটি ক্ষতিগ্রস্থ পরিবার উঠেছিল। শরনার্থীর মত দীর্ঘদিন সবাই গাদাগাদি করে থাকতে হয়েছিল।

বাবা ব্যাংক লোন করে রাবার বাগান ও গরুর খামার প্রতিষ্ঠা করেছিলেন। ঘূর্ণিঝড়ে তাকে চিরদিনের জন্য ফতুর করে দেয়, বাড়ী ঘর সব যাবার পরেও তাঁর মাথায় ব্যাংক ঋনের বিশাল বোঝা চেপে বসে।

বাবার সে ঋণ শোধ করে দিতে অবশেষে আমার বিদেশী কোম্পানীর ভাল চাকুরী ছেড়ে প্রবাসে এসেছিলাম। দীর্ঘদিন প্রচেষ্টায় যে বছর আমি একক ভাবে বাবার ঋণ পরিশোধ করেছি, সে বছর তিনি আমাদের মায়া ছেড়ে চলে যান। পরিতাপের বিষয় ছিল, যে বাবাকে ঋণ মুক্তি দিয়ে আমি একদা প্রবাস ধরেছিলাম সে বাবকে মৃত্যু কালে সাহচর্য দিতে পারিনি।

এই সুন্দর পোষ্টটির জন্য লেখককে অনকে ধন্যবাদ। পোষ্টটি ষ্টিকি করা হউক।
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৮
163314
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রিয় টিপু ভাই’র মন্তব্যটি পড়ে মনটা খারাপ হয়ে গেল। আপনি তো বিদেশ গিয়ে হলেও বাবার ঋণ শোধ করেছিলেন । শত শত পরিবারের ঋণ শোধ করার মত অবশিষ্ট রোজগার দাতাও বেচে ছিল না।
আপনার বাবার জন্য শত শত দোয়া । আল্লাহ যেন উনাকে জান্নাত নসীব করেন ।
ফেবুতে আপনাকে হারিয়ে ফেলেছি ।
214939
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আমাদের হেফাযত করুন।
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৯
163315
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমীন।Praying Praying
215060
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৪
সবুজেরসিড়ি লিখেছেন : আল্লাহ আমাদের সবাই কে হেফাজত করুন . . .
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৯
163317
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমীন.Praying Praying
215092
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:২০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এই দেখ আমি এই পোষ্টটি প্রকাশ করার সময় মন্তব্য বন্ধ করে প্রকাশ করেছিলাম । কিন্তু দেখা গেল ঐ অপশনটি কার্যকর নয় । এ বিষয়ে মডারেশানের দৃষ্টি আকর্ষণ করছি।
215102
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৫১
আওণ রাহ'বার লিখেছেন : রবিনসন ক্রুসোকে আপনি হার মানালেন প্রিয় ভাইয়া।
আপনি আমার হিরো।
রবিনসন ক্রুসোর বইটি পড়েছেন?
রবিনসন ক্রুসো সামুদ্রিক অভিজান করতে করতে একা একটি দ্বীপে পড়ে যায় আর সেখানে বছরের পড় বছর লড়াই করে টিকে যায়।
আপনার লিখাটি আমি অনেক আগে পড়েছি।
আমি ঐ সময় মায়ের কোলে ছিলাম আলহামদুলিল্লাহ।
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৫
163662
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : স্কুল জীবনে পড়েছিলাম, রনিনসন আমার হিরো ছিলো, আরো ছিল, আহমদ মুসা, মাসুন রানা, দস্যু বনহুর । আমি তখন বইর পোকা ছিলাম ।
ধন্যবাদ আপনাকে সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য ।Good Luck Good Luck
১০
215357
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এসবি ব্লগে আপনার লেখাগুলি পড়ে আপনার সৎসাহস ও পরোপকারে নিজের জীবন ঝুঁকি নিয়ে এডভেঞ্চার এর পরিচয় পেয়েছিলাম।

ভয়াল ২৯ শে এপ্রিল এর পটভূমিতে আমিও একটি গল্প লিখেছি। আমন্ত্রণ- http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1980/ohidul/43983#.U2CobKK3TDc
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০০
163762
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পড়লাম আপনার লেখাটি । অনেক করুন এবং মর্মান্তিক । Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File