চট্টগ্রামের বৈশাখী মেলার উপর একটি ছবিব্লগ
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৫ এপ্রিল, ২০১৪, ০৮:৪৩:৫৫ রাত
প্রতিবছর ১২ই বৈশাখ চট্টগ্রামের লালদিঘীর মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জব্বার মিয়ার বলিখেলা । এ উপলক্ষে কয়েকদিন ব্যাপী মেলা বসে এখানে। ১৯০৯সাল থেকে চলে আসা এই মেলার এবারের পর্ব ছিল ১০৫তম। আসুন কিছু মেলার ছবি দেখি।
বিষয়: বিবিধ
২৪৩০ বার পঠিত, ৫১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ ।
আগামীকাল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠান আছে, ফ্রি থাকলে আসতে পারেন। ৬তালা,লিফটে ৪/ফোর । বিকাল ৩টা ।
https://www.facebook.com/walkingforchittagong
কষ্ট করে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।
ইহাতো বড়ই বেমানান হইল বলিয়া প্রতিয়মান হইতেছে।
আমি এখন দেখলাম। তবে বিভিন্ন দেশের জার্সিতে স্টলটিকে খারাপ লাগছে না ।
ধন্যবাদ আপনাকে ।
আপনাকে ফেবুতে পাচ্ছি না । কিনামে আছেন যদি জানাতেন খুশি হতাম সামাদ ভাই ।
..................।
ইসহাক খান ভাইয়ের কাছে আমার মোবাইল নং আছে । সম্ভব হলে আপনার ইমেইল আইডি দিবেন আব্দুম সামাদ ভাই ।
দিলাম৷ মে'র শেষের দিকে কদিন ঢাকা থাকব ইন শা আল্লাহ৷
ধন্যবাদ আপনাকে ।
মন্তব্য করতে লগইন করুন