আধুনিক প্রযুক্তির গর্বিত অহংকারীদের প্রতি চপেটাঘাত
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৫ মার্চ, ২০১৪, ০৪:০৪:২৫ বিকাল
মালেশিয়ার হারিয়ে যাওয়া বিমানটি কোন ছোটখাট সসার ছিল না। ২৩৯জন আরোহীকে বহনকারী একটি বিশালাকার দানবই ছিল বলা যায়। বিমানটি কমিউনিকেশনের প্রযুক্তির দূর্বলতার কারনে গুম হয়ে গেছে বললেও ভুল বলা হবে।
হারিয়ে যাওয়া বিমানটিকে খুজতে চীন, জাপান, যুক্তরাস্ট্র, অস্ট্রেলিয়া সহ ২৭টি দেশের বিমান, নৌযান, উপগ্রহ অংশগ্রহন করেছে।
নিখোজ হওয়ার ১৭দিন পর বলা হচ্ছে বিমানটি দক্ষিন ভারত মহাসাগরে নিক্ষিপ্ত হয়ে আরোহী সকলে নিহত হয়েছে। (নয়াদিগন্ত)
সামান্য পাকার মধ্যে প্রজাপতি পড়লেও অনেক সময় সার্কিট ব্রেকার অটোমেটিক পড়ে গিয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।
বিমানটিতে এমন কি হয়েছিল যে একটি সিগন্যাল, এক সেকেন্ডর একটি মেসেজ পাঠাতে পারলো না !
আমার যা ধারনা এখানে তৃতীয় কোন সুপার পাওয়ার কাজ করেছিল।
প্রথমত: হতে পারে এটা এমন একটি কুয়াশাচ্ছন্ন বলয়ের মধ্যে ঢুকে পড়েছিল যে বলয়টা ঐ সময় কিছু সময়ের জন্য ঐ এলাকায় কাজ করছিল যার নিয়ন্ত্রক ভিন্ন কোন গ্রহ যাদের অস্থিত্ব পৃথিবীর কাছে অজ্ঞাত। ওদের বলয়ে ঢুকার সাথে সাথে বিমানের সিগন্যাল সিষ্টেম অকেজো হয়ে যায় এবং বিমানটি ওরাই নিয়ে যায়।
দ্বিতীয়ত: এটা এমন কোন উর্ধমুখী উর্ধাআকর্ষন শক্তির শ্রোতের মধ্যে পড়েছিল যাদের ক্ষীপ্রতা পৃথিবীর ম্যাসেঞ্জারের চেয়ে শতগুন বেশী ছিল।
তৃতীয়ত: সমুদ্র গহবরে চুম্বকীয় শক্তির হঠাৎ উত্থানের মাধ্যমে মধ্যাকর্ষন শক্তি বৃদ্ধির ফলে বিমানটিকে টেনে অথৈই সাগরে ঢুকিয়ে ফেলা হয়েছে । সেরকমহলে ওটা অন্ধকার গহবরেই থেকে যাবে।
চতুর্থত: কোন তরুন বিজ্ঞানী গবেষক নিজের গবেষনালদ্ধ শক্তির মাত্রা যাচাই করার জন্য আবিস্কৃত শক্তির প্রয়োগ করেছে। গোপন আস্তানার সংগবদ্ধ কোন পাগলা বিজ্ঞানীর কাজও হতে পারে। সেরকম কিছু হলে সবাইকে জীবিত ফিরে পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না।
পঞ্চমত: আল্লাহপাক নিজ কুদরতের শক্তির সামান্য নমুনা দেখিয়ে এই বলে হুসিয়ার করলেন যে, দেখ তোমরা ক্ষমতার, আবিস্কারের, প্রযুক্তির বড়াই করো না। তোমাদের আবিস্কার যেখানে শেষ আমার সেখানে শুরু ।
অন্ধের হস্তিদেখার মত বর্ণনা দেয়া ছাড়া আর কিইবা আছে।
তবে এটা ঠিক যে যথাসময়ে নিখোজ বিমানের সঠিক তথ্য দিতে না পারাটা আধুনিক প্রযুক্তির মুখে চুনকালি পড়েছে।
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম করো তো! কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না কখনোই! [সূরা আর-রাহমান: ৩৩]
ধন্যবাদ আপনাকে কোরানের আয়াত দিয়ে এর গূঢ় রহস্য বলে দেয়ার জন্য ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : আল্লাপাক আর কিছু না পারলেও প্লেনের নিরীহ যাত্রীদের পানিতে ডুবিয়ে মারার কায়দা ভালই রপ্ত করেছেন। আলহামদু লিল্লা।ভিশু ভাই, এখানে 'সুলতান' শব্দের ব্যাখ্যা 'ছাড়পত্র' করলেন কী হেতুতে? বোধগম্য নয়!! তবে আপনার আয়তের উদ্বৃতিটা যথাযত হয়েছে,,,,,,!!
জবাব নাই! তার মানে জ্ঞানের রাজ্যে মানুষ এখনও দুগ্ধপোষ্য।
হাইড বা লুকানো প্রযুক্তির ব্যবহার হওয়া ও অসম্ভব নয় ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আল্লাপাক আর কিছু না পারলেও প্লেনের নিরীহ যাত্রীদের পানিতে ডুবিয়ে মারার কায়দা ভালই রপ্ত করেছেন। আলহামদু লিল্লা।
আপনাকে ধন্যবাদ ।
আমরা কেবল অন্ধের হস্তি দেখছি ।
http://www.rtnn.net/bangla//newsdetail/detail/8/8/115372#.Vbpknfmqqko
মন্তব্য করতে লগইন করুন