আড্ডা পোষ্ট, বিষয়: বিডিটুডে ব্লগে ব্লগিং করতে কি কি সমস্যা
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৯:৪০ বিকাল
আড্ডা শব্দটির সাথে কমবেশী সবাই পরিচিত । একসময় সারারাত আড্ডা মেরেছি ব্লগে, ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি ।
কিন্তু....... সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই.....
ব্লগিংটা আবার জমাতে চাই । সেজন্য ব্লগে অনেক সুযোগ সুবিধা বাড়াতে হবে বলে মনে হয় ।
টুডে ব্লগ সমসাময়িক জগতে কান্ডারির ভূমিকা পালন করে যাচ্ছে।
অনেক বাধাবিঘ্ন পেরিয়ে এগিয়ে চলেছে ব্লগটি ।
অনেক ব্লগারের অনেক অভিযোগ আছে ব্লগটিকে ঘিরে ।
হয়তো অনেকে এই ব্লগটিকে ভালবেসেই অভিযোগ গুলো করেন যাতে আরো সাবলিল গতিতে ব্লগিং করতে পারেন ।
আসুন না আড্ডা করতে করতে খুজে বের করি টুডে ব্লগের সমস্যা গুলো ।
এর সমাধানই বা কি হতে পারে যেটা কর্তৃপক্ষ সহযোগিতা করে আমাদেরকে ব্লগিং করতে সাহায্য করবেন ।
যারা ফ্রি আছেন আশা করি আলোচনা-সমালোচনায় অংশ নিবেন ।
ব্লগারদের দাবী হচ্ছে: সাবলিল গতিতে ব্লগিং চাই...
ব্লগারের সমস্যা ও দাবী:
ইমো দিয়ে প্যারা ভাগ করতে কষ্ট লাগে -বাকপ্রবাস
বার্তা সিস্টেম চালু করার দাবী - মো: ওহিদুল আলম
দিনে এক এক জনের পোষ্টকে ষ্টিকি করা হোক- বাংলার দামাল সন্তান
ফোনেটিক মুডে(অপেরা ৪.৩) দিয়ে মন্তব্য করার সুবিধা চাই-সজল আহমদ
ফন্ট কনভার্টার চাই- রিদওয়ান কবির সবুজ
ম্যাগাজিনকে আরো আকর্ষনীয় করা হোক - সিটিজি৪বিডি
প্লাস-মাইনাচ চালু করা করা হোক -রিদওয়ান কবির সবুজ
বিষয়: বিবিধ
৭১১২ বার পঠিত, ৩৫২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশা করি আপনার মূল্যবান পরামর্শ দিয়ে ব্লগিং জগৎটাকে একধাপ এগিয়ে নিবেন ।
এখন আরেক কাপ লাগবে।
-দামাল সন্তান@স্যালুট টু ইউ ভাইয়া।আপনার লেখা আমায় মুগ্ধ করে!অনেক বিশাল প্রতিভার অধিকারী আপনি।অতএব,স্যালুট টা আমার নয় আপনারই প্রাপ্য।
আর জেন্ডার গন্ধটাইপটা কি?আমি মোটেই বুঝলাম না।
একটি গাড়ীতে রাস্তা টেনে তোলে আনার জন্য ওরা কত পরিশ্রম করছে..অতচ আমরা ব্লগে এসে ঘুমাইয়া পড়ি..পোষ্ট দিলেও কেউ মন্তব্য না করলে শরম লাগে...
সমস্যার গোড়ায় পৌছতে হবে । তারপর সমাধান....
আবার আমার অবজারভ এ কিছু আইডি আছে সেগুলোর কাজ শুধু লগিং থাকা আর কিছু না। মানে ওরা কখনও পোষ্ট এবং কমেন্ট কিছুই নাই।
ইমো দিয়ে প্যারা ভাগে ঝরে যাহার ঘাম
মহাকবি খুদে ইকবাল বাকপ্রবাস তার নাম।
ইমো দিয়েই প্রকাশ ) করিলাম
বার্তা সিস্টেম চালু করার দাবী করলেন যিনি
মো: ওহিদুল আলম নামেই তারে চিনি।
আমার ২য় অনুরোধ সম্মানীত ব্লগারদের কাছে আমরা যখন একটি পোস্ট করি দেখতে পাই পাঠক সংখ্যা ২০০+ কিন্তু মন্তব্য মাত্র ৫টা, তাই ব্লগারদের কাছে অনুরোধ যে যাই পোস্ট করুক না কেন ভাল মন্দ ২টাই মন্তব্য করে জানিয়ে দিবেন, ভাল লেখা হলে আরো লেখার প্রতি উৎসাহ পাবে, এবং কোন ভুল লেখা হলে শোধরে নিয়ে নতুন উদ্যোমে লিখবে। ধন্যবাদ
তবে ব্লগার যারা থাকে তারাও মন্তব্য না করার কারন হয়তো আমার ১৭নং মন্তব্যে উল্লেখিত কারন হতে পারে ।
ব্লগারদের দাবী হচ্ছে: সাবলিল গতিতে ব্লগিং চাই..
আমার মতে মান সম্মত লেখাই স্টিকি করা প্রয়োজন।
এক এক দিনে পৃথক জনের পোস্ট হবে স্টিকি
বাংলার দামাল সন্তান বলে এটা ধিকি ধিকি।
এবার পাইছি আপ্নেরে////
বিন হারুন--- হা হা<:-P <:-P
ফোনেটিক মুডে অপেরা দিয়ে মন্তব্য করার লাগি
সজল আহমদ এটা নিয়েই উঠছে এবার জাগি।
(লিখেছেন শব্দটি দুবার আসছে কেন?)
আগে তো কখনও লক্ষ্য করিনি
এই জন্য কোন গ্রুফে আমি লেখলে নিম্মে আমি টুডের লিংকটা দিয়ে থাকি,
ফন্ট কনভার্টার চাইয়া এবার মাথা জাগান যিনি
রিদওয়ান কবির সবুজ হইয়া বইসা আছেন তিনি।
সেখানে
এই ছবিটি, এই ছবির নিয়ম অনুযায়ী ন্যাশনাল ফন্টে লেখলে কিছুটা বিজয়ের স্বাদ পাওয়া যায়, এমনকি আপনি ফেইজবুক থেকে শুরু করে অনলাইনের যেকোন সাইটে এই ফন্ট দিয়ে লেখতে পারবেন
তা ছাড়া বিজয় বায়ান্নো কিংবা তার পরবর্তী যে কোনো বিজয় কীবোর্ড দিয়ে সর্বত্র বাংলা লেখা যাবে। এ ক্ষেত্রে কীবোর্ড পরিবর্তনের জন্য Ctrl+Alt+v চাপতে হয়।
ম্যাগাজিনকে আরো সুন্দর দেখবে জামাল ভাই
সিটিজি ফোর (৪) বিডি নামে ব্লগে তারে পাই।
ব্লগের সমস্যার সমাধান করতে হবে ।
সাবলিল গতিতে ব্লগিং চাই >>>>>>
আরেকটা ব্যাপার মন্তব্য এর জবাব দেয়ার আর রিপোর্ট করার বাটন দুটি বেশি কাছাকাছি। অনেক সশয় একটা ক্লিক করতে আরেকটা ক্লিক হয়ে যায়। রিপোর্ট বাটন টা শুধু মাইনাস না দিয়ে এতে রিপোর্ট লিখা দরকার।
১। প্লাস-মাইনাচ চালু করন
২। জবাব এর রিপোর্ট বাটনের দুরত্ব বৃদ্ধি
৩। রিপোর্ট বাটন মাইনাচ ইমু তুলে সেখানে সরাসরি রিপোর্ট লিখে দেয়া
আমি আশা করবো কর্তৃপক্ষ ইম্পোর্টেন্ট বিষয়গুলির কার্যকর ব্যবস্থা নিবেন
রাগ করবেন না প্লিজ ।
আপনার আরো পরামর্শ চাই...
এর মাধ্যমে আবারো প্রমানিত হল বিডিটুডে কর্তৃপক্ষ ব্লগারদের ব্লগিং এ সুযোগ সুবিধা দিতে অত্যন্ত আন্তরিক ।
ব্লগার ভাই-বোনদের বলছি । এই ব্লগে আমরা বেশির ভাগই ইসলামী ভাবধারার ব্লগার তাই আমরা পোষ্টের শুরুতে ও মন্তব্যর শুরুতে সালাম দিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলইহী ওয়াসাল্লামের সুন্নতের প্রচলন ও প্রসার করতে পারি। আমরা কুইক কমেন্টে সালাম দেওয়া ও নেওয়া বাক্যগুলি রেডি করে রাখলে এক ক্লিকেই সালাম দেওয়া ও নেওয়া দুটিই সেরে ফেলতে পারি।
আপনার তো প্রায় সব ব্লগেই রেজি: আছে । আপনি টুডে ব্লগের জন্য কয়েকটি পরামর্শ পেশ করতে পারেন আপনার অভিজ্ঞতার আলোকে ।
আবার উঠিবে সূর্য, পূব আঁকাশ হবে আলোকিত..
এখানে আমার পরামর্শ হল: কাউকে যদি বার্তার মাধ্যমে অবাঞ্চিত জ্বালাতন করে তাহলে তার জন্য বার্তা অপশন বন্ধ রাখা যায় ।
আবার আপনি যদি ড্রাফ্টকৃত অংশকে কপি করে নতুন ব্লগ লিখুনে গিয়ে পোষ্ট দেন তাহলে আপনাকে দেখাবে অনুগ্রহে করে ২ঘন্টা অপেক্ষা করুন । কারন একটু আগেই আপানর একটি লেখা পাবলিস হয়েছে। মাথা খারাপ অবস্হা আর কি।
বিশেষ দিবস নিয়ে সম্পাদকীয়, বিশেষ সংখ্যার ব্যবস্থা করা হোক। যেমন ২৬ মার্চ, ২৬ মার্চ নিয়ে যত লেখা থাকবে সেগুলো এই সংখ্যায় সংরক্ষিত থাকবে।
আর একটি কথা হচ্ছে ব্লগের ব্যালুটা টিকিয়ে রাখার জন্য ব্লগারদেরকে সচেষ্ট হতে হবে। যেমন এখানে এমন কিছু পোস্ট দেওয়া হয়- যে গুলোর কোন গুরুত্বই নাই। অর্থাৎ ফেবুর আজাইরা পোস্ট যাকে বলা যায়।
আপনাকে ধন্যবাদ। সমস্যাগুলো নাম্ভারওয়াইজ হলে সবচেয়ে ভাল হয় ।
অনেক ইমো আছে একটা দিলে আরেকটা আসে। এর সংশোধন চাই।
ঠিক বলেছেন । অনেক সময় কতক ইমু আসেই না । এর সংশোধন চাই । ধন্যবাদ ।
এই জাতীয় প্রশ্ন হট সিট নামক বা অন্য যে কোন নাম দিয়ে সাক্ষাৎকারটা নেওয়া যেতে পারে।
বার্তা বিভাগটা চালু করা হোক।
আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ঠিক বলেছেন বাংলাদেশের বিরুধীদলের মত মডুরাও দৌড়ের উপর আছে । তারপরও যে ব্লগটা চালু রাখতে পেরেছেন সেটাও কম শোকরিয়ার বিষয় নয় ।
তবু চালু যখন আছে তখন টুকটাক সমস্যাগুলো কারনে অনেক পুরনো ও সিনিয়র ব্লগার আসতে চাননা । তাই এই আড্ডার ব্যবস্থা ।
তয় আমার দুটো কতা অইলো গিয়া-
আমরা যারা ছড়া/কবিতা লেহি, তাদের লেখায় কোনো লাইন স্পেস নাইক্ক্যা সবগুলাই প্যারা স্পেস। আবার সেই প্যারা স্পেস যেইস্যা সেইস্যা নয়, এক্কেরে সমুদ্রের লাহান।
এইহানে এই মন্তব্যে দেহুন
সেই ছমছ্যা নাই
পোস্টের মাঝেও তাইতো মোরা
এমন ছুবিদা চাই।
আপনার ছড়া/কবিতার সমস্যাগুলোর বিষয়ে কর্তৃপক্ষের আশু সমাধান কামনা করছি ।
আচ্ছা যারা শাশুরবাড়ীর নাম পরিবর্তন করে মামানীর বাড়ি বলে নিয়মিত হান্তা-ইলিশ খাচ্ছেন তাদের ব্যাপারে কুনো তথ্য পাওন গেলুনা।
রাত না জাগেন সমস্যা নেই, তবে কয়েকটি পরামর্শ রাখার অনুরোধ থাকল । ধন্যবাদ।
তার কারন অবশ্য মডারেশান ভাল বুঝবেন । আমরা আরো ভাল পজিশনে ব্লগিং করেছি । এবং এখন যারা বিভিন্ন ব্লগে ব্লগিং করেন তারাই বুঝতে পারবেন যে সমস্যা কোন জায়গায় ।
আমরা ব্লগটাকে ভালবাসি বলেই চাই ব্লগিং এর ক্ষেত্রে সাবলিল গতি আসুক ।
চাই সুস্থ ও সাবলিল গতিতে ব্লগিং....
আপনাকে ধন্যবাদ ।
কে মন্তব্য করল তা দেখা যায়না, শুধু পোস্টদাতা ও শিরোনাম দেখায়।
পড়ার আমন্ত্রন কে পাঠালো তাও বুঝা যায়না। তারও ব্যবস্থা হোক।
প্রথম পাতায় আরও বেশী পোষ্ট রাখার ব্যবস্থা করা হউক। এক্ষেত্রে শুধু শিরোনাম রাখা যেতে পারে।
আপনাকে ধন্যবাদ
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
৫২নং মন্তব্যে আপনার দৃষ্টি আকর্ষন করছি ।
হোম পেইজে "বাকীটুকু পড়ুন" অপশ্যানটি না থাকাটা আমার কাছে ভালো লাগে। @আবু আশফাক
আপনার নিশ্চয় অনেক কিছু বলার আছে । আশা করি সুন্দর পরামর্শ দিবেন ।
ধন্যবাদ আপনাকে ।
প্রিয় ব্লগারদের হৈ চৈ দেখতে চাই!
দৌড়াদৌড়ি, খামচা-খামচি, চিমটা-চিমটি, কিঞ্চিত বকাঝকা, কিলাকিলি, চা-কফি-ফুল-পাতা ছুড়াছুড়ি ছাড়া ব্লগ জমে নাকি? ব্লগে খাবার-দাবারের মান আগের চেয়ে অন্নেক ভাল্লো! স্বাস্থ্যগত দিকটিও খ্রাপ না! কাজেই চলুক মিষ্টি-মিষ্টি হৃদি ব্লগিং...
ঐ তোরা কে কোথায় আছিস!!! মোর লম্বা গোপে জোরসে তৈল মালিশ কর! গাছের কাঠাল পাগন ধইরছে!!
ডাক্তারের দিতে থাকবেন ....
সেবাই ধর্ম এটাই হোক ডাক্তারদের শ্রোগান ।
ধন্যবাদ প্রিয় ভিশু ভাইয়া কে-চলুন হৃদি ব্লগিং...
আগে কাজ, তারপর লাজ
আগে খেশ, পিছে দরবেশ
সেপটি ফার্স্ট, ওয়ার্ক লাস্ট
সেদিন একজন ব্লগারকে নিয়ে একটি অভিযানে গিয়েছিলাম, তিনি বললেন খানার আয়োজন আছে তো ? থাকলে আমি দ্য স্লেভ কে নিয়ে আসতেছি ।
আমি তো চমকিত হয়ে গেলাম, কন কি !!!!
দ্য স্লেভ কি চট্টগ্রামে নাকি ? থাকলে নিয়ে আসেন ।
এখন বুঝতে পারছি তিনি সেটা কেন বলেছিলেন।
ধন্যবাদ আপনাকে ।
এই ব্লগের মালিকেরা যে কি কষ্ট করে এটাকে টিকিয়ে রেখেছেন তা জানলে আপনারা কাতর হয়ে যেতেন। আমরা দোয়াকরি, আল্লাহ যেন তাদেরকে দাঁড়িয়ে যাবার তৌফিক দেন।
আমার মনে হয়, এই ব্লগ অনেক উন্নত হয়েছে। আশাকরি, আপনাদের পরামর্শে আরো ভালো হবে। ইদানিং দেখছি বেশ জমানো লেখাও আসছে। তবে, আমাদের পুরানো ব্লগের পর্যায়ে আসার জন্যে আরো সময় দিতে হবে।
বাহার ভাই, বই আরেকটা বের করার প্লান করুন।
টুডে ব্লগের মালিকের হচ্ছে একই অবস্থা ।
আমি জানি তারা কিভাবে কত কষ্ট করে ব্লগটাকে টিকিয়ে রেখেছেন ।
এরমাঝে এতদাবী নিয়ে আসতে লজ্বাই লাগছে । তবুও কিছু কিছু বিষয় আছে খুবই ছোট-খাট যেগুলো একটু চেষ্টা করলেই ঠিক করা যায়।
এটা ঠিক যে ব্লগটি আগের চেয়ে অনেক অনেক সুন্দর হয়েছে এবং গতিও অনেকটা সাবলিল হয়েছে। আশা করি ক্রমান্বয়ে আরো হবে ।
হ্যাঁ ভাইয়া আরো কয়েকটি বই বের করার পরিকল্পনা আছে...
আগের দখলটা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি । আশা করি আপনাদের দোয়ায় কিছুদিনের মধ্যে অগ্রসর হতে পারবো ।
দোয়া করবেন ।
আমার মনে হয়, ব্লগ জমছেনা কথাটা যারা বলেন সমস্যাটা তাদের কারনেই ।
- চিন্তা করে দেখুনতো এ যাবত কয়টি মন্তব্য করেছেন অন্যের লিখায় ?
- সবাই শুধু মন্তব্য পাবার আশায় বসে থাকলে অন্যের লিখায় মন্তব্য করবে কে ?
াঅনেকের লিখায় যে পরিমান মন্তব্য করা হয়,আমার লিখা সে পরিমান পড়াও হয়না ! তাতে কি ! নিজের মনের কথাটাতো অন্তঃত শেয়ার করার একটি জায়গা আছে ।
ফেসবুককে ফেস করতে পারলে তবেই আরো জমে উঠবে আপনার ব্লগ । ফেসবুকে ইদানিং যেভাবে প্রতি মিনিটের তাজা খবর, ভিডিও আপলোড হয় তাতে অনেকে সময় পেলে নিত্য-নতুন খবরের জন্য ফেসবুকেই বেশী সময় দেয় বলেই আমার ধারনা ।
মন্তব্য করতে গিয়ে বাধার সম্মুখীন । একটি মন্তব্য প্রকাশ করার সাথে সাথে মন্তব্যটি প্রকাশ হয়ে পড়ে না অনেক সময় । রিফ্রেশ দিয়ে কিছুক্ষনের জন্য স্কিনটাই সাদা হয়ে থাকে।
তবুও আমার মনে হয় মন্তব্য করা উচিত । মন্তব্য করলে পাঠকের যেমন মান বাড়ে, লেখকও উৎসাহ পান । ব্লগটাও জমে ।
আপনাকে অনেক ধন্যবাদ ।
আমি তো পুলকিত ও শরমিত...
এরম ছবি কোনে পান
তহুরা আর বাহার খান!
একটু দাড়ান আপনার ছবিটা নিই
আমার প্রস্তাব হল : রেডি মন্তব্য তুলে দেওয়া হোক । এটা একটা পোস্টের ব্যাপারে মন্তব্যকারীর মতামতকে সীমাবদ্ধ করে রাখে ।
আমার আহাজারি এইহানে আছে।
নির্বাচিত ব্লগে দেখা যাচ্ছে কিন্তু ম্যাগাজিনে অন্যদের গুলো দেখা গেলেও আমার পোস্টটির নাম নাই।
আপনি ব্লগের
আপনি ব্লগারদের
আপনি আমাদের ।
কিছু পরামর্শ দিয়ে ধন্য করুন ।
যারা ব্লগে কিংবা অনলাইনে বাংলা লেখার সমস্যায় ভোগ করতেছেন তাদের জন্য অব্রু সফটোয়ার যথেস্ট, এই ছবির নিয়ম অনুযায়ী ন্যাশনাল ফন্টে লেখলে কিছুটা বিজয়ের স্বাদ পাওয়া যায়, এমনকি আপনি ফেইজবুক থেকে শুরু করে অনলাইনের যেকোন সাইটে এই ফন্ট দিয়ে লেখতে পারবেন
আপনাকে ধন্যবাদ ।
১; পিলাচ - মাইনাচের ব্যবস্থা করা ।
২; ইনবক্সের সিস্টেম করা ।
৩; ফেসবুক-টুইটারের আইডি লিংক দেওয়া ।
৪; ফেসবুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ভাল লেখক আর পাঠক আছে - তাদের এখানে আনার ব্যবস্থা করা...
....
আর পথিক সাব কি বুঝাইলেন ??
ভাল থাকুন ।
আমি দূর্বল ঈমানের মানুষ । আমি আর কি বলবো ।
আমার মনে হয় প্রতি বছর ১০জন করে ব্লগারকে এওয়ার্ড দেয়া যেতে পারে ।
যেমন:
কবিতার উপর ১জন
গল্পের উপর ১জন
ভ্রমন কাহিনীর উপর ১জন
ইতিহাস/ঐতিহ্যের উপর ১জন
প্রবন্ধের উপর ১জন
প্রযুক্তির উপর ১জন
ইসলামী সাহিত্যের উপর ১জন
হৃদি ব্লগিং এর উপর ১জন
পোষ্ট/কমেন্টের উপর ১জন
সংগঠক এর উপর ১জন
এভাবে দশ জনকে সার্টিফিকেট সহ সেরা ব্লগারের পুরস্কার দেয়া যেতে পারে ।
ব্লগারদেরকে যদি ব্লগ কর্তৃপক্ষ মূল্যায়ন করে সম্মান দেন তাহলে ব্লগাররা জাতীয় পর্যায়ে ও সম্মান পাবে ।
তবে এখানে ব্লগারদেরকেও এগিয়ে আসতে হবে ।
আমি জানি আমাদের মাঝে এমন সম ব্লগার আছেন যারা উন্নয়নশীল কাজে লক্ষ লক্ষ টাকা খরছ করতে কার্পন্য করবেন না ।
ফেবুতে দেখেছি একটি খেলায় বাংলাদেশ জিতলে ১লক্ষ টাকা উন্নয়নশীল খাতে ব্যয় করার ঘোষনা দিয়েছিলেন একজন ভাই ।
আরেকজন ৫০ লক্ষ টাকা ঘোষনা করেছিলেন প্রিয় দেশের জন্য ।
সুতরাং ফান্ড সমস্যা হবে বলে আমি মনে করিনা । দরকার উদ্যোগের । অভাব রয়েছে উদ্যোক্তার ।
ধন্যবাদ আপনাকে ।
আর অনেকেই নতুন নিক খুলছে।তারা ব্লগ কে ফেসবুক মনে করে পান থেকে চুন খসলেই ব্লগ পোস্ট করে যা মোটেও কাম্য নয়।
গতকাল যে কোন একটি লেখা পড়ে অনেক চেষ্টা করেও কমেন্ট করতে পারিনি । কি মন্তব্য করবো সেটাই বুঝতে পারছিলাম না ।
আমরা পড়ার চেয়ে লিখতে বেশী অব্যস্ত । যারা বেশী বেশী পোষ্ট পড়ে মন্তব্য করে তাদের লিখা পোষ্টগুলো অপেক্ষাকৃত ভাল হয় বলে মনে হয় ।
আপনার সাথে একমত-‘‘পান থেকে চুন খসলেই ব্লগ পোষ্ট করে যা মোটেও কাম্য নয় ।’’
ধন্যবাদ আপনাকে ।
এক.
মাঝে মাঝে কী বোর্ড অপশনে প্রবলেম দেখা দেয়। বারবার কীবোর্ড চেঞ্জ হয়ে যায়।
দুই.
পোস্ট লিখেছেনঃ
মন্তব্য করেছেনঃ
প্রতি মন্তব্য করেছেনঃ
ব্লগ পঠিত হয়েছেঃ
ব্লগে আছেনঃ
ব্লগারের প্রোফাইলে আরেকটা পরিসংখ্যান যোগ করা যায়- যেমনঃ মন্তব্য পেয়েছেনঃ-
কষ্ট দিতে ভাল লাগে ?
আপনি তো আগে এমন ছিলেন না !!!
ar surely barta chalu kora uchit.
এই বিষয়গুলো ফাইন্ডআউট করে সম্পাদকের পক্ষ থেকে একটি পোষ্ট চাই ।
২। রেটিং সুবিধা থাকলে উত্তম হবে।
৩। ফন্ট কনর্ভাটারটি পেতে সহজ করা উচিত।
৪। বানান শুদ্ধ করে লেখার প্রতি উৎসাহ দান সাথে সাথে স্পেল চেকারটি সংযুক্ত করার ব্যবস্থা।
৫। প্রিন্ট করতে চাইলে যাতে প্রিন্ট করতে পারে। উপরেই একজন ব্লগার পিডিএফ বানাবার সুযোগ চেয়েছেন। এটা আসলে আমারও কথা। মন্তব্যগুলো সহ যদি পিডিএফ সংরক্ষণ যায় তাহলে ব্লগারেরা আরো আকৃষ্ট হবে। প্রয়োজনো প্রিন্টের উপরে ব্লগের একটি লগো সংযুক্ত করা যেতে পারে।
অন্যান্য পরামর্শগুলো ও যুক্তিসংগত ।
ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন এবং দোয়া করবেন ।
ধন্যবাদ আপনাকে ।
যত সমস্যা আর পরামর্শ এখানে দেয়া হয়েছে সেটা আমি লিখলে কেউ আর পড়বে না, মডুরাতো তাকাইয়াও দেখবেন না। তাই আমি মাফও চাই, দুআও চাই!!!!!!!
বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোকবার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোকবার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক
বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক
ব্লগারদের এওয়ার্ড দেওয়ার ব্যাপারে আমি একমত ।
দেশের বরেন্য কবি, সাহিত্যিক,সাংবাদিক, শিক্ষাবিদ, বিজ্ঞ ব্লগার, মডারেশান টিম সমন্বয়ে একটি নোবেল কমিটি করা যেতে পারে যারা বছরে১০/১৫জন ব্লগারকে নির্বাচিত করে সেরা ব্লগার হিসেবে স্বীকৃতি দিবেন ।
ধন্যবাদ সবাইকে ।
আর নাতি সহ আড্ডা দেন আর হাকে হাকে হান খান ।
ভাইয়া আমি অনেক পুরাতন ।আপনাটা হয়ত পড়া হয় না।
পোস্ট লিখেছেনঃ ১৮ টি
মন্তব্য করেছেনঃ ১১১৬ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ৪৫৬ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৯৪৬০ বার
ব্লগে আছেনঃ ১ বছর ৪ দিন
আপনার ব্লগারের ও দরকার আছে যাদের কোনদিনই কোন অভিযোগ থাকবে না ।
ধন্যবাদ আপনাকে। মুমতাহিনা তাজরি
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
ব্লগারদের এওয়ার্ড দেওয়ার ব্যাপারে আমি একমত ।
দেশের বরেন্য কবি, সাহিত্যিক,সাংবাদিক, শিক্ষাবিদ, বিজ্ঞ ব্লগার, মডারেশান টিম সমন্বয়ে একটি নোবেল কমিটি করা যেতে পারে যারা বছরে১০/১৫জন ব্লগারকে নির্বাচিত করে সেরা ব্লগার হিসেবে স্বীকৃতি দিবেন ।
ধন্যবাদ সবাইকে ।
আমার ও দাবী
নোবেল কমিটি করা হোক>-
সেরা ব্লগারের ব্যবস্থা জারী থাকলে ব্লগারদের মধ্যে একটি প্রতিযোগিতার ভাব আসতে পারে । যার ফলে লেখার মান বাড়বে,ব্লগারের মান বাড়বে, ব্লগের মান বাড়বে ।
অন্যের পোষ্টে ৩০টি মন্তব্য না করে যদি পোষ্ট প্রকাশ করতে চায় তাহলে যেন বার্তা আসে-
‘‘ অন্যের পোষ্টে এখনও আপনার ৩০টি মন্তব্য পূর্ণ হয়নি। পোষ্ট প্রকাশের আগে অন্যের পোষ্টে কমপক্ষে ৩০টি মন্তব্য করার অনুরোধ করা যাচ্ছে।’’
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আমার দু’টি সমস্যা:
১। ব্লগে প্রাইভেট মেসেজ অপসনটা দেওয়া দরকার যা এসবি তে ছিল।
২। ফেসবুকের মত লাইক ও আনলাইক অপসন।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
ফেইসবুক: https://www.facebook.com/ahmedrashid.bahar
ধন্যবাদ আপনাকে ।
চমৎকার পোস্টের মাধ্যমে ব্লগকে গতিশীল করার জন্য ধন্যবাদ।
আমি প্রথম থেকেই বার্তার সুবিধা চেয়ে এসেছি। ধন্যবাদ
তবু ভাল যে শেষ পর্যন্ত শরীক হয়েছেন ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আশা করছি কয়েকদিনের মধ্যে বার্তা ব্যবস্থা পেয়ে যাব ।
পোষ্টের বিভাগের ভেতরে আরও বিভিন্ন বিভাগ এড করতে হবে। ওখানে রাজনীতি, সাহিত্য, অমুক, তমুক এর নিচে আর কিছু দিতে হবে। বিশেষ করে প্রযুক্তি.!!!!!!!!!!!!!!
আশা করি সম্ভব সব রকমের সুযোগ সুবিধার দিকে তারা আন্তরিক হবেন ।
মন্তব্য করতে লগইন করুন