Rose Roseআড্ডাRose Rose পোষ্ট, বিষয়: বিডিটুডে ব্লগে ব্লগিং করতে কি কি সমস্যা

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৯:৪০ বিকাল



আড্ডা শব্দটির সাথে কমবেশী সবাই পরিচিত । একসময় সারারাত আড্ডা মেরেছি ব্লগে, ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি ।

কিন্তু....... সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই.....

ব্লগিংটা আবার জমাতে চাই । সেজন্য ব্লগে অনেক সুযোগ সুবিধা বাড়াতে হবে বলে মনে হয় ।

টুডে ব্লগ সমসাময়িক জগতে কান্ডারির ভূমিকা পালন করে যাচ্ছে।

অনেক বাধাবিঘ্ন পেরিয়ে এগিয়ে চলেছে ব্লগটি ।

অনেক ব্লগারের অনেক অভিযোগ আছে ব্লগটিকে ঘিরে ।

হয়তো অনেকে এই ব্লগটিকে ভালবেসেই অভিযোগ গুলো করেন যাতে আরো সাবলিল গতিতে ব্লগিং করতে পারেন ।

আসুন না আড্ডা করতে করতে খুজে বের করি টুডে ব্লগের সমস্যা গুলো ।

এর সমাধানই বা কি হতে পারে যেটা কর্তৃপক্ষ সহযোগিতা করে আমাদেরকে ব্লগিং করতে সাহায্য করবেন ।

যারা ফ্রি আছেন আশা করি আলোচনা-সমালোচনায় অংশ নিবেন ।

ব্লগারদের দাবী হচ্ছে: সাবলিল গতিতে ব্লগিং চাই...

I Don't Want To See

ব্লগারের সমস্যা ও দাবী:

Good Luck ইমো দিয়ে প্যারা ভাগ করতে কষ্ট লাগে -বাকপ্রবাস

Good Luck বার্তা সিস্টেম চালু করার দাবী - মো: ওহিদুল আলম

Good Luck দিনে এক এক জনের পোষ্টকে ষ্টিকি করা হোক- বাংলার দামাল সন্তান

Good Luckফোনেটিক মুডে(অপেরা ৪.৩) দিয়ে মন্তব্য করার সুবিধা চাই-সজল আহমদ

Good Luck ফন্ট কনভার্টার চাই- রিদওয়ান কবির সবুজ

Good Luck ম্যাগাজিনকে আরো আকর্ষনীয় করা হোক - সিটিজি৪বিডি

Good Luck প্লাস-মাইনাচ চালু করা করা হোক -রিদওয়ান কবির সবুজ

Good Luck

Good Luck

বিষয়: বিবিধ

৭০৮৫ বার পঠিত, ৩৫২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183320
২৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
নীল জোছনা লিখেছেন : আমি পুরা ফ্রি। আসেন আড্ডাই Big Hug Big Hug Big Hug
২৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৮
135480
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তাহলে শুরু করেন টুডে ব্লগে ব্লগিং করতে আপনি কি কি সমস্যার সম্মুখিন হচ্ছেন ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
135501
নীল জোছনা লিখেছেন : কোন সমস্যাই ফিল করছি না
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
135527
আওণ রাহ'বার লিখেছেন : Time Out Time Out Time Out এই নিন চকো চকো হাতুড়ি। Time Out Time Out Time Out
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
135569
আবু তাহের মিয়াজী লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।Good Luck
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
135578
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ । প্রিয় আবু তাহের মিয়াজী ভাই । আপনাকে আড্ডাতে স্বাগত জানাচ্ছি ।
আশা করি আপনার মূল্যবান পরামর্শ দিয়ে ব্লগিং জগৎটাকে একধাপ এগিয়ে নিবেন ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৬
135773
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : প্রতি বছর সেরা দশ জন ব্লগারকে সেলিব্রেশানের ব্যাবস্থা।
183326
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০১
সিটিজি৪বিডি লিখেছেন : আড্ডার আগে চা নাহলে জমবে না.....রুটি ঠান্ডা হয়ে যাবার আগে ভাবীকে চা দিতে বলেন
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
135483
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : চা নাস্তার এন্তেজাম আপনানেই নিতে হবে মনে হয় ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১১
135530
আওণ রাহ'বার লিখেছেন : আজকে তিন কাপ হইছে রং চা, গরুর দুধ এর চা কফি।
এখন আরেক কাপ লাগবে। Time Out Time Out Time Out
183327
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০২
সজল আহমেদ লিখেছেন : একটু ব্যাস্ত আছি ভায়া।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
135484
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সমস্যা নেই, ব্যস্ততা সারলে এসে আশা করি পরামর্শ দিয়ে যাবেন ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
135532
আওণ রাহ'বার লিখেছেন : এই ভাইটা কমেন্ট করতে করতে মহা ব্যাস্ত টপ কমেন্টার।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
135601
বাংলার দামাল সন্তান লিখেছেন : স্যালুট সজল ভাই
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৫
135811
সজল আহমেদ লিখেছেন : আওন@ভাইয়া আমি টপ কমেন্টারের জন্য কমেন্ট করিনা।আমি জানি মন্তব্য করলে লেখক খুশি ও লিখতে অনেক বেশি আগ্রহী হয়।তাছাড়া সবাই আমাকে ধন্যবাদ দেয়।তখন আমার খুবই ভাল লাগে।

-দামাল সন্তান@স্যালুট টু ইউ ভাইয়া।আপনার লেখা আমায় মুগ্ধ করে!অনেক বিশাল প্রতিভার অধিকারী আপনি।অতএব,স্যালুট টা আমার নয় আপনারই প্রাপ্য।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৩
136301
লোকমান বিন ইউসুপ লিখেছেন : চঝল আহমেদে কেমন একটা ভাব... জেন্ডার গন্ধ টাইপ।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৮
136390
সজল আহমেদ লিখেছেন : লোকমান ভাইয়া আমার নামটা চঝল আহমেদ না,সজল আহমেদ।অথবা আপনি বলতে পারেন,মোঃ সজল।একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের নামকে কি ব্যাঙ্গ করা উচিত্‍?
আর জেন্ডার গন্ধটাইপটা কি?আমি মোটেই বুঝলাম না।
183331
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
সিটিজি৪বিডি লিখেছেন :
একটি গাড়ীতে রাস্তা টেনে তোলে আনার জন্য ওরা কত পরিশ্রম করছে..অতচ আমরা ব্লগে এসে ঘুমাইয়া পড়ি..পোষ্ট দিলেও কেউ মন্তব্য না করলে শরম লাগে...
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
135487
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সেটাই পোষ্ট দিয়ে কেউ মন্তব্য না করলে শরম লাগারই কথা । ব্লগে ৭০ জন্য লগইন এ থাকলে প্রথম পাতার ১৫ টি পোষ্টে সর্বমোট ২০টি মন্তব্যও পড়েনা....
সমস্যার গোড়ায় পৌছতে হবে । তারপর সমাধান....
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
135513
সিটিজি৪বিডি লিখেছেন : কমেন্টস করার জন্য সম্মানী ভাতা চালু করা হোক।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
135526
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সম্মানী ভাতা কি পোষ্ট দাতা দিবে নাকি প্রস্তাব কারী দিবে ? :Thinking :Thinking
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
135534
আওণ রাহ'বার লিখেছেন : হা হা হা বাহার ভাই প্রবলেম হচ্ছে লগ আউট না করলেও অনলাইন এ দেখায় তাই সঠিক ভাবে বলতে পারবেন না কতজন অনলাইন এ আছেন।
আবার আমার অবজারভ এ কিছু আইডি আছে সেগুলোর কাজ শুধু লগিং থাকা আর কিছু না। মানে ওরা কখনও পোষ্ট এবং কমেন্ট কিছুই নাই।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
135541
সিটিজি৪বিডি লিখেছেন : পোষ্টদাতা দিবে.........হাহাাহা
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
135582
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পোষ্ট দাতা তো আপনি , আমি তো আপনার ছায়া । ফটোকপিও বলা যায় । হা হা সিটিজি:
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
135599
বাংলার দামাল সন্তান লিখেছেন : অবিবাহিত ব্লগারদের জন্য বিবাহের ব্যবস্থা করা হোক।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩০
135615
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অবিবাহিত ব্লগাররা কি কারো উড়না টান দিছে...
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
135621
বাংলার দামাল সন্তান লিখেছেন : বিবাহিত ব্লগাররা এমন কিছু লেখা লিখে যা অবিবাহিতরা বুঝে না, তাই ভাবছি গত মাসে একখান বিয়া করুম।
183332
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
বাকপ্রবাস লিখেছেন : ইমো দিয়ে প্যারা ভাগ করতে হয়, বহুত পেইন লাগে
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
135488
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ইমো দিয়ে প্যারা ভাগ করতে হয় মানে আমি বুঝিনি, দয়া করে যদি বুঝাইয়া দিতেন প্রিয় কবি ভাই...।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
135500
বাকপ্রবাস লিখেছেন : কবিতায় লাইন ছোট হয়, তাই নেক্সট প্যারাতে গেলে মাঝখানে ফাক থাকেনা, আমি ইমো দিয়ে ফাকটা করি, অন্য ব্লগে এই প্রবলেমটা নাই
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
135514
সিটিজি৪বিডি লিখেছেন : এই সমস্যাটা দুরা করতে হবে।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪১
135747
বাকপ্রবাস লিখেছেন : শরমে যায় পরার
ইমো দিয়েই প্রকাশ Winking) করিলাম
183334
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : একটু ব্যস্ত আছি। তাই আপাতত হাজিরা দিয়ে গেলাম। বার্তা সিস্টেম চালু করা যেতে পারে।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
135510
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এই বিষয়টিতে আমি ও আপনার সাথে শতভাগ একমত । কারণ হচ্ছে বার্তা সিষ্টেম থাকলে অনেকে ফেবুতে লগিং করতো খুব কম । এখন বার্তার জন্যই ফেবুতে লগিং করতে হয় অনেক সময় ।
183335
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামুআলাইকুম চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার, বিডিটুডে ব্লগের মডুদের কাছে আমার একটি কথা বলার ছিল তা হলো প্রতিদিন যে কোন একজন ব্লগারের পোস্ট কে স্টিকি করে তাদের লেখার প্রতি উৎসাহ বৃদ্ধি করলে ভাল হয়, তবে এক একদিন একজনের, লেখা অবশ্যই।
আমার ২য় অনুরোধ সম্মানীত ব্লগারদের কাছে আমরা যখন একটি পোস্ট করি দেখতে পাই পাঠক সংখ্যা ২০০+ কিন্তু মন্তব্য মাত্র ৫টা, তাই ব্লগারদের কাছে অনুরোধ যে যাই পোস্ট করুক না কেন ভাল মন্দ ২টাই মন্তব্য করে জানিয়ে দিবেন, ভাল লেখা হলে আরো লেখার প্রতি উৎসাহ পাবে, এবং কোন ভুল লেখা হলে শোধরে নিয়ে নতুন উদ্যোমে লিখবে। ধন্যবাদ
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
135516
সিটিজি৪বিডি লিখেছেন : ব্যস্ততার কারনে প্রতিদিন খুব বেশী পোষ্ট পড়া হয় না বলে প্রিয় ব্লগারদের পোষ্ট পড়তে পারি না।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
135535
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আসলে ব্লগার এবং ভিজিটর দুটি অংশ । ব্লগার টুডেতে কখনও ২০০ হয়না, আর ভিজিটরেরা মন্তব্য করতে পারে না ।
তবে ব্লগার যারা থাকে তারাও মন্তব্য না করার কারন হয়তো আমার ১৭নং মন্তব্যে উল্লেখিত কারন হতে পারে ।
ব্লগারদের দাবী হচ্ছে: সাবলিল গতিতে ব্লগিং চাই..
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
135538
আওণ রাহ'বার লিখেছেন : একমত। তবে
আমার মতে মান সম্মত লেখাই স্টিকি করা প্রয়োজন।
183343
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
সিটিজি৪বিডি লিখেছেন : আমি আসরের নামাযে গেলাম..নামায শেষে এই পোষ্টে আচ্চামত বেটিং করব........
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
135507
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাদের ওখানে আসরের নামাজ আমাদের এখানে মাগরিবের নামাজ । জাপানে এশার নামাজ, আফ্রিকায় জুহুরের নামাজ, আমেরিকায় ফজরের নামাজের একই আল্লাহর একই দুনিয়ায় একই সময়ে কত রূপ- ইহাতো আল্লাহ সর্বময় ক্ষমতারই পরিচয় বহন করে ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
135517
সিটিজি৪বিডি লিখেছেন : সবি আল্লাহর ইচ্ছা..
183344
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
চেয়ারম্যান লিখেছেন : খেলা দেখি
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
135512
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি যারা আড্ডা জমবে না, যেখানে চেয়ারম্যান নেই সেখানে কোন আকর্ষন আছে ? খেলা শেষ করে হলেও আসবেন ।
১০
183350
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পোষ্টটি আকর্ষণ বৃদ্ধির জন্য এবং অধিক সংখ্যাক ব্লগারের নজরে আনার জন্য পোষ্টটি ষ্টিকি করার জন্য মডারেশান টিমের প্রতি অনুরোধ থাকল ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
135493
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সহমত
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২২
135498
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
135555
বিন হারুন লিখেছেন : অনুরোধ গ্রহণ করা করা হলHappy
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
135585
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বুঝেছি আপনিই তাহলে মডু !!!
এবার পাইছি আপ্নেরে////
বিন হারুন--- হা হা<:-P <:-P
১১
183360
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার একটাই সমস্যা কাজ ,আমার যদি কাজ না থাকে তাহলে ব্লগে সময় অনেক বেশি দেই ,নামাজ ,ইসলামী সাহিত্য অধ্যয়নের পরেই আমি ব্লগের স্থান দিয়েছি। কিন্তু এই কজের জন্য পারিনা যেমনটা মন চায়।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
135533
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ব্লগিং করতে কোন বরিং ফিল করেন কিনা ? কোথায় সমস্যা আছে কিনা, থাকলে কি তা বলেন প্লিজ:
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
135543
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আজ প্রায় এক বছরের কাছাকাছি হয়েগেছে চোখের মধ্যে সামান্য সমস্যা হয় দেশে আসলে কিছু একটা করতে হবে ,প্রবাসে চিক্ত্সার বিষয়টা একটু জটিল।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
135544
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ব্লগে যা সমস্যা হয় তাহলো অনেক সময় ব্লগারদের খুঁজে পাওয়া যায় না
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৬
135595
বাংলার দামাল সন্তান লিখেছেন : শাহীন ভাই এই অভিযোগটা কি সবাইকে করলেন?
১২
183371
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন হালকা খেয়ে নিন আমার পক্ষ থেকে-



২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
135518
সিটিজি৪বিডি লিখেছেন : আরেকজনের খাবার শেয়ার করার জন্য আপনাকে মাইনাস..তাড়াতাড়ি নিজে বানিয়ে নিয়ে আসুন।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
135539
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মন্তব্য ১০০ এর উপরে না গেলে মুছার দরকার হবেনা । বেশী গেলে তখন দেখা যাবে..
১৩
183373
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : স্পীড স্লো বলে অতিরিক্ত ছবি পোষ্ট না করার জন্য অনুরোধ করা যাচ্ছে....।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
135521
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঢাকায়তো অনেক স্পীড তাই করলাম, ধন্যবাদ, সমস্যা হলে ডিলেট করে দেন।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০১
135589
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মন্তব্য যেটা ডিলেট করা দরকার জায়গা মতো সেটা ডিলেট করে দিয়েছি । ধরাটা শুধু আমার কাছে থাকলো আরকি .... হা হা , কাউরে কমুনা ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৩
135670
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি দেখেছি আমারটা এখনো জীবিত আছে.............
১৪
183400
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
সজল আহমেদ লিখেছেন : ভাইজান ব্লগিং শুরু করার পর থেকে শুধু একটি সমস্যার মুখেই পতিত হয়েছি সেটা হল,আমি ফোনেটিক মুডে(অপেরা ৪.৩ সফটওয়্যার) কারুর মন্তব্যের জবাব দিতে পারিনা।এজন্য আমাকে ইউসি ব্রাউজ ব্যাবহার করতে হয়।মাননীয় মডারেটর সাহেবের কাছে ফিডব্যাক পাঠিয়েছি কিন্তু তিনি এখন পর্যন্ত কোন জবাবই দেননি!
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
135531
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এ বিষয়ে মডারেশান টিনের দৃষ্টি আকর্ষণ করছি ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৫
135594
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনি মজিলা ফায়ার ফক্স বা গুগল ক্রোম ব্যবহার করতে পারেন।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৮
135812
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ ভাইয়ারা
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৯
135943
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : অব্রু সফটোয়ার ইনষ্টল করে সেখানে নেশনাল জাতিয়া ইউজ করে বাংলা বিজয়ের মতো ইচ্ছেমত লেখতে পারেন
১৫
183407
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
সিটিজি৪বিডি লিখেছেন : লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৯:৪০ বিকাল


(লিখেছেন শব্দটি দুবার আসছে কেন?)
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
135519
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তাইতো আমিতে খেয়ালেই করিনি....
আগে তো কখনও লক্ষ্য করিনি
১৬
183408
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
সিটিজি৪বিডি লিখেছেন : ব্লগে পাঠক সংখ্যা বাড়ানোর দায়িত্ব আমাদের। তাই ফেইসবুকের বন্ধুদেরকে আমরা ব্লগে আমন্ত্রণ জানাতে পারি।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
135520
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রয়োজনে পরিচিত বন্ধুদেরকে ব্লগে রেজি: করে ব্লগার বানিয়ে দিতে হবে । সিবিএফ এর ভাইয়েরা এর দায়িত্ব নিতে পারে ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
135580
বাংলার দামাল সন্তান লিখেছেন : কোথায় সিবিএফ কি এখন আছে নাকি? কোন কার্যক্রমতো দেখি না, ফেসবুক পেজে ও পোস্ট পাই না।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৫
135949
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমি প্রায় এই দায়িত্ব পালন করি,
এই জন্য কোন গ্রুফে আমি লেখলে নিম্মে আমি টুডের লিংকটা দিয়ে থাকি,
১৭
183409
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি একটি সমস্যা যেটা মনে করি তা হল : লগিং করার পর, অথবা মন্তব্য করার পর অথবা জবাব দেয়ার পর রিফ্রেশ হতে স্পীড বেক ডাউন মারে । অর্থাৎ পেছন দিকে গিয়ে সামনে টান মারে। পুনরায় স্কিনে আসতে বেশ সময় নেয়- এই জিনিসটা বেশ বিরক্তিকর মনে হয় । মানে ব্লগিং গতিটা সাবলিল নয়... ভাঙ্গা ভাঙ্গা...ক্রেশ
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
135584
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাইয়া আপনি কোন মডেম ব্যবহার করেন এবং কোন ব্রাউজারে ব্রাউজ করি, আমিতো কোন সমস্যা ফিল করি না।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৭
135950
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : এখানে মডেমের কোন হাত নেই, প্রায় লগিন আইকন আসতে চায়না, কিন্তু পেইজ আসে, এই জন্য হোমে দুইবার ক্লিক করতে হবে, তাহলে তাড়াতাড়ি আসবে
১৮
183410
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টুডে ব্লগের যে সমস্যা বেশি অনুভব করি তা হলো ফন্ট কনভার্টার না থাকা। আমরা যারা বিজয় কিবোর্ডে অভ্যস্ত মন্তব্য করা সহজ হলেও পোষ্ট দেয়ার সময় বেশিরভাগই ওয়ার্ডপ্রসেসরে প্রথমে লিখে তারপর কপি পেষ্ট করি। কারন নেট এর উল্টাপাল্টার কারনে অনেক সময় সরাসরি টাইপ করতে গিয়ে পোষ্ট এর অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু বিজয়তে লিখা সরাসরি পেষ্ট করা যায়না। এই জন্য টুডে ব্লগ এ কনভার্টার পেজ দেয়ার জন্য অনুরোধ করছি কর্তৃপক্ষকে।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
135523
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার সাথে একমত । কনভার্টার জরুরী । আমরা বিজয় বায়ান্ন ব্যবহার করি বলে সরাসরি বাংলা লিখতে পারি । অনেকের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। তাই কনভার্টার থাকলে অনেক সুবিধা ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০০
135586
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাইয়া আনি ওয়ার্ডে অভ্রতে লিখে সরাসরি পোস্ট করতে পারেন, না হলে ওয়াডে লিখে গুগল এ গিয়ে সহজেই ইউনিকোড এ কনভার্ট করতে পারেন।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৮
135962
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : কোন সমস্যাই হবেনা, আপনি অব্রু কিবোর্ড ইনষ্টল করবেন,
সেখানে


এই ছবিটি, এই ছবির নিয়ম অনুযায়ী ন্যাশনাল ফন্টে লেখলে কিছুটা বিজয়ের স্বাদ পাওয়া যায়, এমনকি আপনি ফেইজবুক থেকে শুরু করে অনলাইনের যেকোন সাইটে এই ফন্ট দিয়ে লেখতে পারবেন
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
136490
আবু সাকী মাহবুব লিখেছেন : অভ্র ইন্সটল করার সময় unijoy সিলেক্ট করে নিলে হুবহু বিজয় কীবোর্ডের ইউনিকোর্ড ভার্সনে লেখা যাবে।

তা ছাড়া বিজয় বায়ান্নো কিংবা তার পরবর্তী যে কোনো বিজয় কীবোর্ড দিয়ে সর্বত্র বাংলা লেখা যাবে। এ ক্ষেত্রে কীবোর্ড পরিবর্তনের জন্য Ctrl+Alt+v চাপতে হয়।
১৯
183411
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে ম্যাগাজিন..তাই ম্যাগাজিনে আরো বেশী বেশী গুরত্বপূর্ণ খবর থাকতে হবে।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১১
135529
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : গুরুত্বপূর্ণ খবর কিভাবে থাকবে দিকনির্দেশনা দেন....।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
135542
সিটিজি৪বিডি লিখেছেন : জাতীয় দৈনিক প্রত্রিকায় প্রকাশিত গুরত্বপূর্ণ খবর গুলো যদি ম্যাগাজিনের মাধ্যমে পড়তে পারি তাহলে কষ্ট করে পত্রিকা দেখতে হবে না.......পাঠক সংখ্যাও বাড়বে থাকবে। আমি কিন্তু এই সাইটটি বুকমার্ক করে রেখেছি..প্রথমে ম্যাগাজিনের খবর গুলো দেখি তারপর অন্য পত্রিকায়..
২০
183424
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
আওণ রাহ'বার লিখেছেন : প্রিয় ব্লগাররা কয়েকদিন পর পর পালিয়ে যায়। Sad Sad Time Out Time Out
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
135528
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রিয় ব্লগাররা না পালাবার ব্যবস্থা করতে হবে ।
ব্লগের সমস্যার সমাধান করতে হবে ।
সাবলিল গতিতে ব্লগিং চাই >>>>>>
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০১
135587
বাংলার দামাল সন্তান লিখেছেন : পালায় না তারা আমদের উপর অভিমান করে, আমরা লিখতে পারি না ভুল লিখি তাই।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৪৩
135841
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : প্রিয় ব্লগাররা একবার আসলে হাতে পায়ে ............ দিয়ে রাখা হোক Crying
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৭
135906
আহমদ মুসা লিখেছেন : যারা পালিয়ে যায় তাদের একটা লিস্ট করেন।
২১
183427
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্লাস-মাইনাস টা চালু করা যায়।
আরেকটা ব্যাপার মন্তব্য এর জবাব দেয়ার আর রিপোর্ট করার বাটন দুটি বেশি কাছাকাছি। অনেক সশয় একটা ক্লিক করতে আরেকটা ক্লিক হয়ে যায়। রিপোর্ট বাটন টা শুধু মাইনাস না দিয়ে এতে রিপোর্ট লিখা দরকার।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
135567
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার দাবী বা পরামর্শ হচ্ছে:
১। প্লাস-মাইনাচ চালু করন
২। জবাব এর রিপোর্ট বাটনের দুরত্ব বৃদ্ধি
৩। রিপোর্ট বাটন মাইনাচ ইমু তুলে সেখানে সরাসরি রিপোর্ট লিখে দেয়া
আমি আশা করবো কর্তৃপক্ষ ইম্পোর্টেন্ট বিষয়গুলির কার্যকর ব্যবস্থা নিবেন
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০১
135588
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত
২২
183430
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
রাইয়ান লিখেছেন : দেখুন তো ! এত্ত সুন্দর ব্লগিং পরিবেশ ! বাতাসের উষ্ণতার কিছু ছোঁয়া আজ কী বোর্ডেও লেগেছে মনে হচ্ছে ..... প্রিয় ব্লগার ভাইয়ারা সব চা পানি নিয়ে বসেছেন আড্ডা দিতে , আড্ডা জমেছেও বেশ ! কিন্তু মাঝে মাঝে গৃহস্থের মেয়ে , যমুনার চরে , শেষ বিকেলের .... ওরা এসে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে যায়। এদের ঠেকাবার কোনো স্বয়ংক্রিয় উপায় করা যায় কিনা , কেউ ভাবুন তো ! Thinking
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
135545
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওরা আসবে, লন্ডভন্ড করবে । আমরা তা গুছিয়ে আবারো এগিয়ে যাবো । একটা পুকুরে শুধু খাওয়ার মাছ থাকেনা । সেখানে সাপ , কুইচ্ছা, জলকুমির অনেক কিছু থাকে, তাই বলে আমরা পুকুর ব্যবহার বন্ধ করে দিইনা ।
রাগ করবেন না প্লিজ ।
আপনার আরো পরামর্শ চাই...
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৩
135590
বাংলার দামাল সন্তান লিখেছেন : সবাই যদি ভালো হয়, তাহলে আপনি খারাপ বুঝবেন কিভাবে, এ্টা হচ্ছে আমাদের ইমানী পরিক্ষা, আপনি পারলে তাদের কে উপযুক্ত জবাব দিন।
২৩
183432
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
সিটিজি৪বিডি লিখেছেন : আমি আগেও বলেছিলাম আজও বলছি...আমরা যারা বিভিন্ন কারনে ব্লগ থেকে উধাও হয়ে যায়..তাদেরকে সনাক্ত করার জন্য..তাদের খোজ খবর রাখার জন্য ব্লগ পরিচিতিতে মেইল এড্রেস থাকলে ভাল হয়।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
135551
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মেইল আছে ব্লগের মালিক পক্ষের কাছে । ওটা ওপেন থাকলে প্রয়োজনে ব্লগাররা ও খুজার অভিযানে বের হতে পারতো ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
135563
সিটিজি৪বিডি লিখেছেন : কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৩
135591
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত
২৪
183433
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পোষ্টটি ষ্টিকি করার জন্য প্রিয় মডারেশান টিমকে আন্তরিক ধন্যবাদ ।
এর মাধ্যমে আবারো প্রমানিত হল বিডিটুডে কর্তৃপক্ষ ব্লগারদের ব্লগিং এ সুযোগ সুবিধা দিতে অত্যন্ত আন্তরিক ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৪
135592
বাংলার দামাল সন্তান লিখেছেন : ব্লগার প্রবাসী আব্দুল্লাহ শাহীন ভাই এবং আমি কিন্তু সবার আগে স্টিকি করার জন্য সহমত পোষন করেছি, আমাদের ধন্যবাদ কই।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২১
135608
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সরি আপনাদেরকে আগে ধন্যবাদ দেওয়া উচিত ছিল লন এবার লন , ধন্যবাদ, ধন্যবাদ ..। Good Luck Good Luck 3:-O 3:-O Applause Applause
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫১
135622
বাংলার দামাল সন্তান লিখেছেন : এখন আর ধন্যবাদ লাগবে না, রাগ করলাম।
২৫
183434
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ব্লগের প্রচার বেশি হওয়া প্রয়োজন , আমার দেশ পত্রিকার অনলাইনের উপরের ডান পাশে ছিল প্রথমে এড হিসেবে এখন আর সেটা নেই এরকম আরো দু একটি পত্রিকায় এড দেওয়া যায় না?
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
135550
গেরিলা লিখেছেন : আমার দেশ এর চেয়ে টুডে বেশি পপুলার, ওনলাইনে<:-P <:-P
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫২
135623
বাংলার দামাল সন্তান লিখেছেন : গেরিলার সাথে একমত না হয়ে পারলাম না, কারণ সামনে রেন্ডিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করতে হবে।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৭
135737
মাহমুদুর রহমান লিখেছেন : @ গেরিলা! আমারদেশের চেয়ে টুডে বেশী পপুলার হলো কখন? প্রতিদিন আমারদেশের ভিজিটর সংখ্যা এবং বিডিটুটে সাইটের ভিজিটর সংখ্যা তুলনা করলে তো আমারদেশের পাঠক সংখ্যাই বেশী মনে হয়।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২১
135739
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পত্রিকা জগতের সেরা আমার দেশ ,ব্লগের সেরা টুডে ব্লগ এটাই বাস্তবতা।
২৬
183435
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ব্লগার ভাই-বোনদের বলছি । এই ব্লগে আমরা বেশির ভাগই ইসলামী ভাবধারার ব্লগার তাই আমরা পোষ্টের শুরুতে ও মন্তব্যর শুরুতে সালাম দিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলইহী ওয়াসাল্লামের সুন্নতের প্রচলন ও প্রসার করতে পারি। আমরা কুইক কমেন্টে সালাম দেওয়া ও নেওয়া বাক্যগুলি রেডি করে রাখলে এক ক্লিকেই সালাম দেওয়া ও নেওয়া দুটিই সেরে ফেলতে পারি।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
135568
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ। আপনার এই বিষয়টি আমার বেশ ভাল লাগে ।
আপনার তো প্রায় সব ব্লগেই রেজি: আছে । আপনি টুডে ব্লগের জন্য কয়েকটি পরামর্শ পেশ করতে পারেন আপনার অভিজ্ঞতার আলোকে ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৪
135624
বাংলার দামাল সন্তান লিখেছেন : সিকদার ভাইয়ের সাথে সহমত পোষন করছি।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৯
135910
আহমদ মুসা লিখেছেন : আল বাদি বিসসালাম বারিয়ুন মিনাল কিবির। যে প্রথমেই সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। সিকদার ভাইয়ের এতো সুন্দর পরামর্শটি সুন্নাহ সমর্থিত।
২৭
183438
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
সিটিজি৪বিডি লিখেছেন : গুরত্বপূর্ন পোষ্টগুলো নিয়ে ই-বুক তৈরী করা যায় কি না ভেবে দেখবেন। আমরা বছরে কয়েকটি ই-বুক তৈরী করতে পারি.........ই-বুক তৈরী করতে কি কি লাগে..কারো আইডিয়া থাকলে্ জানাবেন।

২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
135600
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কারো আইডিয়া থাকলে্ জানাবেন
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৫
135625
বাংলার দামাল সন্তান লিখেছেন : সেটা মনে হয় আমাদের ইকু ভাই আর, আলমগীর মোহাম্মদ সিরাজ খান ভাই ভাল বলতে পারেন,
২৮
183440
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
বিন হারুন লিখেছেন : প্রিয়দের কাছে চিরকুট লিখতে পারার সুবিধা চাই.
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
135598
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রিয়দের কাছে চিরকুট লিখতে পারার সুবিধা চাই.
২৯
183446
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আজ আড্ডা দেখে ডিউটির পাকে হাজিরা দিলাম। বাহার ভাইকে ধন্যবাদ.................
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৫
135593
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম । আসলে অনেক ভয়ে ভয়ে আড্ডা পোষ্ট দিয়েছি । চিন্তা করলাম একটি পুরনো সিস্টেমে ডাক দিয়ে দেখি কাউকে পাওয়া যায় কিনা । ভালই সাড়া পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ । হাল ছেড়ে দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ ।
আবার উঠিবে সূর্য, পূব আঁকাশ হবে আলোকিত..
৩০
183448
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমি ও বার্তা সিস্টেম চালু করার দাবী জানাচ্ছি Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
135597
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পূর্ণ সহমত ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৫
135626
বাংলার দামাল সন্তান লিখেছেন : ১০০০% সহমত
৩১
183453
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
নূর আল আমিন লিখেছেন : ভাইজানেরা একটা কথা কৈতাম আমি ব্লগে নতুন তাই আন্নেরা আমারে রাইখা চা খাইলাইতাছেন এইডা কি ঠিক
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
135602
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে স্বাগত জানাচ্ছি । আসুন আমাদের সাথে আলোচনায় শরীক হউন । চা-কপি না হয় কিছু একটা চলবে আরকি ।
৩২
183455
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১১
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমার একটি পরামর্শ সকল সমমনা ব্লগারদের কাছে আমরা একে অন্যকে ফেসবুকে এড করে গ্রুপ চ্যাট করলে কেমন হয়, সবার ফেসবুক এর লিঙ্ক দেন, আমি আমারটা দিয়ে শুরু করলাম-https://www.facebook.com/damalsontan
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৬
135976
বিডি রকার লিখেছেন : Happyসহমত
৩৩
183458
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : সময় কম এলামও দেরীকরে৷ এক খান আবদার ছিল, ব্যাক্তি গত বার্তার অপশন, যা আমাদের আরও আপন করবে, তবে প্রেমের জন্য অবশ্যই নয়৷ বেবাককে শুভেচ্ছা জানাই৷
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
135609
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ব্যাক্তি গত বার্তার অপশন, যা আমাদের আরও আপন করবে, তবে প্রেমের জন্য অবশ্যই নয়..।
এখানে আমার পরামর্শ হল: কাউকে যদি বার্তার মাধ্যমে অবাঞ্চিত জ্বালাতন করে তাহলে তার জন্য বার্তা অপশন বন্ধ রাখা যায় ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২০
135911
আহমদ মুসা লিখেছেন : আমি আসলাম আপনারও অনেক পরে। আপনার দাবীর সাথে আমিও সহমত পোষণ করছি।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৯
135922
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনেরে এহানে আইতে কইছে কিডা? কম সময়ে তো গ্যাঞ্জাম পাকাইতে পাইরবেন না!!! আবদারের কম্বলপুরি! মুই কারো আপেন হইবার পারুম না! মুই শুধু গ্যাঞ্জাম লাগামু!
৩৪
183459
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই আরেকটা বিগ প্রোভলেম আছে,যার সম্মুখিন আমি এই মাত্র হলাম। তাহলো, কোন পোষ্ট ড্রাফ্ট করে রাখার পর যদি ঘন্টা খানেক পরে সেটা পাবলিস করেন তাহলে দেখা যায় আপনার পোষ্টটি ঐ ১ ঘন্টা আগের যায়গায় স্হান পেয়েছে।
আবার আপনি যদি ড্রাফ্টকৃত অংশকে কপি করে নতুন ব্লগ লিখুনে গিয়ে পোষ্ট দেন তাহলে আপনাকে দেখাবে অনুগ্রহে করে ২ঘন্টা অপেক্ষা করুন । কারন একটু আগেই আপানর একটি লেখা পাবলিস হয়েছে। মাথা খারাপ অবস্হা আর কি।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
135619
পবিত্র লিখেছেন : এমন অবস্থা আমারও হয়েছিল।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
135657
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক বলেছেন, সমস্যাগুলো গুরুত্বসহকারে সমাধান করা উচিত মনে করি ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২২
135915
আহমদ মুসা লিখেছেন : ঠিক বলেছেন। অনেকগুলো সমস্যা আমার নজরেও পরেছে। কমেন্টে উল্লেখ করলে হয়তো অনেক লম্বা হয়ে যাবে। তবে আপনার বর্ণিত সমস্যা আমিও অবজার্ভ করেছি।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৭
135977
বিডি রকার লিখেছেন : Frustrated ভয়াবহ সমস্যা !
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৫
136036
অজানা পথিক লিখেছেন : একই সমস্যা ফিল করতে করতে এতদিন.....
৩৫
183466
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাকপ্রবাস ভাই যেটা বললেন- ইমু দিয়ে প্যারা ভাগ করতে হয়। মূলত যা‍রা কবিতা লিখে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। আমারও হয়। আর একটি কথা হচ্ছে রচনার পাশাপাশি ভালো ভালো কবিতাগুলো স্টিকি করা হোক।

বিশেষ দিবস নিয়ে সম্পাদকীয়, ‍বিশেষ সংখ্যার ব্যবস্থা করা হোক। যেমন ২৬ মার্চ, ২৬ মার্চ নিয়ে যত লেখা থাকবে সেগুলো এই সংখ্যায় সংরক্ষিত থাকবে।
আর একটি কথা হচ্ছে ব্লগের ব্যালুটা টিকিয়ে রাখার জন্য ব্লগারদেরকে সচেষ্ট হতে হবে। যেমন এখানে এমন কিছু পোস্ট দেওয়া হয়- যে গুলোর কোন গুরুত্বই নাই। অর্থাৎ ফেবুর আজাইরা পোস্ট যাকে বলা যায়।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
135664
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পরামর্শ ।
আপনাকে ধন্যবাদ। সমস্যাগুলো নাম্ভারওয়াইজ হলে সবচেয়ে ভাল হয় ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৩
135919
আহমদ মুসা লিখেছেন : আলমগীর মুহাম্মদ সিরাজ ভাইয়ের কথাগুলো অত্যন্ত যুক্তিসংগত। আমি তার কথার সাথে সহমত পোষণ করছি।
৩৬
183470
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩০
শেখের পোলা লিখেছেন : শুরুর ছবিতে আপনি কোন দায়িত্বে? এমন একটা চেয়ার দরকার৷ হা হা হা৷
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
135668
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সামাদ ভাই ওরা আড্ডা পোষ্টের খবর পেয়ে এমন পাগল প্রায় হয়েছে যে ঐ দিকে আবার পেঠের ক্ষিদে । তাই একজনে রান্নার কাজ সারছে আরেকজনে আপনার মন্তব্য পড়ছে । হা হা....
৩৭
183472
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
পবিত্র লিখেছেন : আসসালামু আলাইকুম। বেশ ভালো লাগলো আড্ডা পোস্ট দেখে। Happy Cheer
অনেক ইমো আছে একটা দিলে আরেকটা আসে। এর সংশোধন চাই।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৩
135669
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম ।
ঠিক বলেছেন । অনেক সময় কতক ইমু আসেই না । এর সংশোধন চাই । ধন্যবাদ ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৪৬
135842
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কিছু কিছু ইমোতো আসেই না, ক্লিকই হয় না।
৩৮
183479
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫২
সিকদারর লিখেছেন : মডু ভাইয়েরা বর্তমানে যেভাবে দৌড়ের উপর আছে তাই সমস্যা যা হছ্ছে তা মেনে নিয়েই ব্লগিং করছি । আমার সমস্যা নোটিফিকেশনটা ঠিক মত শো করে না। যার কারনে অনেক ব্লগারের আমন্ত্রনের অনুরোধে পোষ্ট গুলো পড়তে পারি না । আর একটা কাজ করা যায় যেখানে সম্মানীত ব্লগারদের নিয়ে একটা হট সিট নামে সাক্ষাৎকার নেওয়া যায় যেখানে ব্লগাদের ব্যাক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোন বিষয়ে আলাপ করা বা প্রশ্ন করা যাবে । যেমন কিভাবে ব্লগে আসা ? নিজের লেখা বই কিভাবে প্রকাশ করেছেন? প্রথম বই প্রকাশ করা অনুভূতি কেমন? আপনার জীবনে কোন আলৌকিক বা ভৌতিক ঘটান আছে কিনা ?
এই জাতীয় প্রশ্ন হট সিট নামক বা অন্য যে কোন নাম দিয়ে সাক্ষাৎকারটা নেওয়া যেতে পারে।
বার্তা বিভাগটা চালু করা হোক।
আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
135674
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম।
ঠিক বলেছেন বাংলাদেশের বিরুধীদলের মত মডুরাও দৌড়ের উপর আছে । তারপরও যে ব্লগটা চালু রাখতে পেরেছেন সেটাও কম শোকরিয়ার বিষয় নয় ।
তবু চালু যখন আছে তখন টুকটাক সমস্যাগুলো কারনে অনেক পুরনো ও সিনিয়র ব্লগার আসতে চাননা । তাই এই আড্ডার ব্যবস্থা ।Good Luck
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৬
135921
আহমদ মুসা লিখেছেন : সিকদার ভাই কিছু নতুন পরামর্শ দিয়েছেন যা খুবই সুন্দর। পর্যাক্রমে এই পরামর্শগুলো কর্তৃপক্ষ বিবেচনা করলে ব্লগারদের মধ্যেও কিছুটা উৎসাহ উদ্বীপনা জাগবে বলে মনে হয়। বিশেষ করে স্বাক্ষাৎকারের ব্যবস্থাটা আমার কাছে বেশ ভাল প্রস্তাব মনে হয়েছে।
৩৯
183480
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫২
আবু আশফাক লিখেছেন : আমি জানিই না আন্নেরা আড্ডা দিতাছেন। নয়তো আগেই আইতাম।
তয় আমার দুটো কতা অইলো গিয়া-
আমরা যারা ছড়া/কবিতা লেহি, তাদের লেখায় কোনো লাইন স্পেস নাইক্ক্যা সবগুলাই প্যারা স্পেস। আবার সেই প্যারা স্পেস যেইস্যা সেইস্যা নয়, এক্কেরে সমুদ্রের লাহান।

এইহানে এই মন্তব্যে দেহুন
সেই ছমছ্যা নাই
পোস্টের মাঝেও তাইতো মোরা
এমন ছুবিদা চাই।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
135675
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ফেবুতে ব্লগারদের গ্রুপগুলোতে এড দিয়েছিলাম যাতে আপনি জানতে পারেন ।
আপনার ছড়া/কবিতার সমস্যাগুলোর বিষয়ে কর্তৃপক্ষের আশু সমাধান কামনা করছি ।Good Luck
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩০
135698
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এই পোষ্ট ষ্টিকি থেকে নামার ২দিন পর আপনি ‘‘ষ্টিকিকৃত আড্ডা পোষ্টের সামারী’’ শিরোনামে একটি পোষ্ট দিবেন যেটিতে সকলের সকল দাবী উঠে আসবে ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩১
135699
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কবিতায় নয় , গদ্যে
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৯
135784
আবু আশফাক লিখেছেন : বুঝলাম। কিন্তু মন্তব্য আর দাবীর পরিধি দেখে বোঝা যাচ্ছে কাজটি অনেক ধৈর্য্য আর সময় সাপেক্ষ। তাই সবিনয়ে মাফ চাচ্ছি!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩১
135923
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এহানে দুঃখ মিয়ার মুনো কিরামতি দেইখতে পারলুম না যে!
৪০
183481
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৪
সিকদারর লিখেছেন : মুসা ভাই ও আজব মানুষ কোথায় ?
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
135676
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মুসা ভাই শশুর বাড়ি মুচাম্মান খাচ্ছেন আর আজব মানুষের পরীক্ষা চলতেছে । আপাতত: নেটে সময় কম দিচ্ছেন ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৮
135746
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এহানে এতো গ্যাঞ্জাম ক্যান?
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
135752
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এহানে এতো গ্যাঞ্জাম ক্যান?
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫০
135786
আবু আশফাক লিখেছেন : শশুড়বাড়ি থনে চইল্যা আইস্যা গ্যাঞ্জামের খবর লিচ্ছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৪৯
135843
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কোনহানে? @গ্যাঞ্জাম
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪১
135924
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চাটগাইয়া বাহার ভাইয়ের কথা হুনে বুইজবার পারলুম বিয়া করলে মুচাম্মান খাওন যায়।
আচ্ছা যারা শাশুরবাড়ীর নাম পরিবর্তন করে মামানীর বাড়ি বলে নিয়মিত হান্তা-ইলিশ খাচ্ছেন তাদের ব্যাপারে কুনো তথ্য পাওন গেলুনা।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪২
135925
আহমদ মুসা লিখেছেন : এমনিতেই একটু লেজি টাইপের মানুষ। এছাড়াও সবার জুনিয়ার। তাই সবার পরে আসলাম। যাতে বেয়াদবী না হয়। বাহার ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে বিয়া শুধু আমিই করেছি। শাশুর বাড়ী শুধু আমারই আছে। অন্য কারো নেই নাকি? অনেকেই আছে শাশুর বাড়ীর নাম পরিবর্তন করে মামানীর বাড়ী দিয়েছে। অথচ এজন্য কোন আকিকা দিলো না। আমরা তো এমনিতেই কম খাই। আকিকা দিলে হয়তো একটু বেশী খাওয়ার সুযোগ থাকতো। কপালটাই মন্দ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
135951
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শশুরবাড়ি সবার আছে। যারা বেশি যায় তারা বেশি চোখে পড়ে।
৪১
183488
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৯
ইমরান ভাই লিখেছেন : প্রব্লেম: মোবাইল থেকে ব্রাউজ করার সময় কমেন্টেসের রিপ্লাই দেয়া যায় না।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫১
135677
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আশা করি আপনার এই অতিব গুরুত্বপূর্ণ সমস্যাটির দিকে মডারেশান টিম নজর দিবেন ।Good Luck
৪২
183489
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৩
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : বাহার ভাই, আড্ডা তো ভালোই জমিয়েছেন। আছি সাথে ইনশাআল্লাহ। তবে, রাত জাগতে পারবো না কিন্তু।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৬
135646
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া । অনেক দিন পর আপনার সাথে দেখা হল । দেশে আসলে যোগাযোগ করবেন আশা করি ।
রাত না জাগেন সমস্যা নেই, তবে কয়েকটি পরামর্শ রাখার অনুরোধ থাকল । ধন্যবাদ।Good Luck
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৫
135926
আহমদ মুসা লিখেছেন : গতরাত্রে আমিও চেষ্টা করেছিলাম কিচুক্ষণ জেগে থাকবো আড্ডার আসরে। কিন্তু কম্পিউটার চালু অবস্থা কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি।
৪৩
183491
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : গতকাল একটি পোষ্ট ড্রাপ করে আরেকটি পোষ্ট যখন প্রকাশ করতে চাইলাম তখন বলল- আপনি কিছুক্ষন আগে একটি পোষ্ট প্রকাশ করেছেন, আরেকটি পোষ্ট প্রকাশ করতে দু’ঘন্টা অপেক্ষা করতে হবে। এত করে কইলাম আমি পোষ্ট প্রকাশ করিনাই, ড্রাপ করেছি । কিন্তু কা কথা কে শুনে
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
135633
নীল জোছনা লিখেছেন : হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২০
135634
আবু আশফাক লিখেছেন : বাহার ভাই, আন্নে অহনও আড্ডায় আছেন? তয় জবাব দেন ক্যারে?
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৮
135648
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : নীল জোছনা এত হাসে ক্যা... Surprised Surprised
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩২
135651
আবু আশফাক লিখেছেন : এইবার এইট্যা পইড়্যা আহেন, কেমন ফাকা ফাকা লাইন!!!!!!!!!!!
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪৩
135749
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মামানীর আদরের দুলারী গো জামাতার মুখ দিয়ে কেমন যেন "দূঃখ মিয়া"র গন্ধ পাওন যাচ্ছে। ঘটনাডা কি! কিছুই তো বুইজবার পারলুম না!!
৪৪
183519
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
জোবাইর চৌধুরী লিখেছেন : ভালো তো লাগেই, কিন্তু সময় যে সায় দেয় না। ধন্যবাদ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
135679
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আড্ডা পোষ্টে শরীক হওয়ার জন্য প্রিয় জোবাইর চৌধুরী ভাইকে ধন্যবাদ ।Good Luck
৪৫
183522
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : দেখা যাচ্ছে অপেক্ষকৃত নতুন ব্লগাররা বেশী সমস্যা ফিল করছেন না । আমরা যারা পুরনো ব্লগার আছি আমাদের বেশী অভিযোগ ।
তার কারন অবশ্য মডারেশান ভাল বুঝবেন । আমরা আরো ভাল পজিশনে ব্লগিং করেছি । এবং এখন যারা বিভিন্ন ব্লগে ব্লগিং করেন তারাই বুঝতে পারবেন যে সমস্যা কোন জায়গায় ।
আমরা ব্লগটাকে ভালবাসি বলেই চাই ব্লগিং এর ক্ষেত্রে সাবলিল গতি আসুক ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫১
135952
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা নতুন তারা যা পাচ্ছে তাতেই সন্তষ্ট। কিন্তু যারা পুরাতান তারা সামহোয়ার আর সোনার বাংলাদেশ এর সাথে তুলনা করছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৬
136037
অজানা পথিক লিখেছেন : অঅমরা স্বল্পে তুষ্ট Happy
৪৬
183523
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৯
মোঃজুলফিকার আলী লিখেছেন : বাহার ভাইর সাথে সম্পূর্ণ একমত। ধন্যবাদ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৯
135680
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি তো এসেছি আপনাদের ব্লগিং জগতের সমস্যাগুলো ইন্ডিকেট করতে ।
চাই সুস্থ ও সাবলিল গতিতে ব্লগিং....
আপনাকে ধন্যবাদ ।
৪৭
183528
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পোষ্টের লেখাগুলো এক লাইন ফাকা ফাকা হয় । ফলে লেখা দেখতে দৃষ্টি কটু লাগে । কাছাকাছি লাইনগুলো হলে সুবিধা ও সুন্দর হত বলে মনে হয় ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩২
135700
আবু আশফাক লিখেছেন : কতাডা আমি কইচিলাম। আন্নে কিন্তুক ওহানে কিছু কন নাই! নাহ১ অহন দেকলাম কইচেন।
৪৮
183529
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
হাসান৫৩ লিখেছেন : মেয়ে ও ছেলে ব্লগারদের মধ্যে শাদী দেওয়ার ব্যবস্থা করা হোক-আমার এক দফা দাবী Tongue Unlucky
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৫
135682
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হঠাৎ আপনার এমন দাবীর হেতু বুঝতে পারতেছি না হাসান ভাই ।:Thinking :Thinking
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৩
135701
আবু আশফাক লিখেছেন : হাসান ভাইয়ের যে চেহারা দেখা যাচ্ছে তাতে তো ব্লগার মেয়েদের জন্য অপেক্ষা করার কথা না!! ঘটনা কি?
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫০
135750
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মডু মিয়ারা তো নিকাহ-শাদী মুবারক নিয়ে দীর্ঘ সাড়ে এক মাস ডোল পিডাইলো! কাজের কাম কিছুই কইরতে হারলো না! বলগারদের মাঝে একটা জুডিও বানাইতে হারলো না। পেডের খুদায় আতুরিডা পর্যন্ত নলি বাশঁ হইয়া গেলো। মাগার এক্কান বিয়েও খাইবার পারলুম না।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৪
135751
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মডু মিয়ারা তো নিকাহ-শাদী মুবারক নিয়ে দীর্ঘ সাড়ে এক মাস ডোল পিডাইলো! কাজের কাম কিছুই কইরতে হারলো না! বলগারদের মাঝে একটা জুডিও বানাইতে হারলো না। পেডের খুদায় আতুরিডা পর্যন্ত নলি বাশঁ হইয়া গেলো। মাগার এক্কান বিয়েও খাইবার পারলুম না।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৬
135927
আহমদ মুসা লিখেছেন : আপনার ছবি দেখে তো অনেকেই দেওয়ানা হইয়া যাবে।
৪৯
183531
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৫
মারজান বিন ছনা লিখেছেন : ফটো খানা কিন্তু দারুণ। Angel
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৭
135696
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কোন ফটো খানা ??
৫০
183532
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ব্লগে লগিং করার পর দেখলাম ১৫টি মন্তব্য জমা হয়ে আছে । ক্লিক করার পর কে কে মন্তব্য করেছে তা সরাসরি দেখার ব্যবস্থা নেই । অতচ এটা ব্যবস্থা থাকা উচিত মনে করি ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
135728
পবিত্র লিখেছেন : এটা আমিও বলতে চেয়েছি।
কে মন্তব্য করল তা দেখা যায়না, শুধু পোস্টদাতা ও শিরোনাম দেখায়।

পড়ার আমন্ত্রন কে পাঠালো তাও বুঝা যায়না। তারও ব্যবস্থা হোক।
৫১
183534
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২১
মারজান বিন ছনা লিখেছেন : Good Luckপোষ্ট কতবার পড়া হয়েছে বিবেচনা করে অনেক ব্লগার ভিতরে ডুকেন তাই ঐ অপশন শুধু ভিতরেই রাখা হউক বাহিরে থেকে উঠিয়ে দেবার পক্ষে।

Good Luck প্রথম পাতায় আরও বেশী পোষ্ট রাখার ব্যবস্থা করা হউক। এক্ষেত্রে শুধু শিরোনাম রাখা যেতে পারে।

আপনাকে ধন্যবাদ Rose
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৭
135695
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার দু’টি পরামর্শই ভেবে দেখার মত ।
৫২
183542
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এই পোষ্ট ষ্টিকি থেকে নামার ২দিন পর ব্লগার আবু আশফাক ‘’ষ্টিকিকৃত আড্ডা পোষ্টের সামারী’’ শিরোনামে একটি পোষ্ট দিবেন যেটিতে সকল দাবী ও পরামর্শ গুছালো আকারে একত্রিত করা হবে ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫২
135729
আবু আশফাক লিখেছেন : দেখা যাক, বাকী আল্লাহ পাকের ইচ্ছা।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫১
135787
আবু আশফাক লিখেছেন : মন্তব্য আর দাবীর পরিধি দেখে বোঝা যাচ্ছে কাজটি অনেক ধৈর্য্য আর সময় সাপেক্ষ। তাই সবিনয়ে মাফ চাচ্ছি!
৫৩
183543
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মন্তব্যের সাথে যে ইমু সেখানে ফুলের ইমু আছে কিন্তু জবাবের সাথে যে ইমু সেখানে ফুলের ইমু নেই । ফলে কেউ মন্তব্য করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো যায় না ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৫
135757
আবু তাহের মিয়াজী লিখেছেন : একবারে মরে কথাটি বলেছেন Happy>- Happy>- Happy>- Happy>-
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৬
135760
আবু তাহের মিয়াজী লিখেছেন : এইযে দেখেন আমি দিরাম কি আর আসল কি।Crying Crying Crying Crying
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৩
135844
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rose Rose Rose Rose এইতো আমি আপনাকে ফূলদিয়ে প্রতি-মন্তব্য করিলাম Rose Rose Rose Rose
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:১৯
135853
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রিয় হারিকেন আপনি যেভাবে ফুল এনেছেন সেটা কপি পেষ্ট যা সময় সাপেক্ষ । ব্লগাররা একই সাথে ৫/৭টি উইন্ডো ওপেন রেখে কাজ করেন । ব্লগেলগিং করেই দেখা গেছে টুইটারে চলে গেছেন অথবা ফেসবুকে চ্যাটিং করছেন । তাই এখানে ক্লিকের জ্বিলিক দেখাতে হবে । এত ইমু যখন আছে তখন ফুলের ইমুটা দিতে আমার মনে হয় এত সমস্যা হওয়ার কথা নয় ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
৫৪
183544
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৭
আবু আশফাক লিখেছেন : পূর্বে পোস্টের নিচে 'বাকীটুকু পড়ুন' একটি অপশন ছিল, যেখানে ক্লিক করে ভিতরে ঢুকা যেত। কিন্তু এখন শিরোনামে ক্লিক করে ভিতরে যেতে হয়; যা সাবলিলতার পরিপন্থী।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৪
135723
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার এই পরামর্শ ও আমলে আনার মত ।
৫২নং মন্তব্যে আপনার দৃষ্টি আকর্ষন করছি ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৫
135759
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই তো আরো এক্কান চমচ্যা দেইখবার হারছি। কুনো বুলুগারের রুস্টকৃত ব্লগের নিচি হেতের নামের উপর ক্লিক করলে মুর বুলুগই দেইখবার পারি শুধু। হেতের বেবাক বলগ দেহনের লিগা পইলা হেতের কুনো এক্কান বলগ খুলন লাগে। হের পর হগলকিচ্ছু চাওন যায়।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:০০
135845
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : "সর্বাধিক পঠিত" "নির্বাচিত" আর যেকোন ব্লগারের "bloglist" পেইজে "বাকীটুকু পড়ুন" অপশ্যানটি এখনও আছে। শুধুমাত্র "হোম" পেইজে নেই। হয়তো "হোম" পেইজকে নীট-এন্ড-ক্লীন রাখার জন্যই এমনটা করেছেন।

হোম পেইজে "বাকীটুকু পড়ুন" অপশ্যানটি না থাকাটা আমার কাছে ভালো লাগে। @আবু আশফাক Rose Rose Rose Rose
৫৫
183547
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪০
জুমানা লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৩
135719
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ । এই জুমানা আপু এসে গেছে ।
আপনার নিশ্চয় অনেক কিছু বলার আছে । আশা করি সুন্দর পরামর্শ দিবেন ।
৫৬
183550
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪২
জুমানা লিখেছেন : ) Thumbs Up Thumbs Up
৫৭
183581
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০২
বৃত্তের বাইরে লিখেছেন : পরামর্শঃ ভাবছি কি হতে পারে Thinking Thinking Thinking
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৪
135781
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কিছুই হতে হারে না। কারণডা হইলো মডুরা দৌরাণীর উপরে লাফাইতাছে। যতক্ষণ না মডুরা কোন এক সময়ে স্থীর থাকতে পারছে ততক্ষণই পরিবর্তের লক্ষণ সেন ইদুর-বিড়াল খেলা চলতেই থাকে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৩
135828
বৃত্তের বাইরে লিখেছেন : গ্যাঞ্জাম সৃষ্টি না করে মন্তব্য করায় আপ্নাকেও ধইন্যাপাতা Good Luck Good Luck
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২১
135854
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাবুন এবং পরামর্শ গুলো খুজে খুজে বের করে আনুন । ৥বৃত্তের বাইরে ।
ধন্যবাদ আপনাকে ।
৫৮
183582
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০২
ভিশু লিখেছেন : আমার কোন্নো দাবি নাই!
প্রিয় ব্লগারদের হৈ চৈ দেখতে চাই!
দৌড়াদৌড়ি, খামচা-খামচি, চিমটা-চিমটি, কিঞ্চিত বকাঝকা, কিলাকিলি, চা-কফি-ফুল-পাতা ছুড়াছুড়ি ছাড়া ব্লগ জমে নাকি? ব্লগে খাবার-দাবারের মান আগের চেয়ে অন্নেক ভাল্লো! স্বাস্থ্যগত দিকটিও খ্রাপ না! কাজেই চলুক মিষ্টি-মিষ্টি হৃদি ব্লগিং... Big Hug Good Luck Rose Eat
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৩
135780
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই গুণে দেখলুম আপনে একাই আশটোডা (০৮) দাবী কইরা আছেন। আবার কইছেন আপনের কুনো দাবী দাওয়া নেই।.........
ঐ তোরা কে কোথায় আছিস!!! মোর লম্বা গোপে জোরসে তৈল মালিশ কর! গাছের কাঠাল পাগন ধইরছে!!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৯
135785
ভিশু লিখেছেন : Big Hug Rolling on the Floor Don't Tell Anyone
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৬
135794
আবু আশফাক লিখেছেন : ডাক্তার সাব, অতরাতে চেতন কেন? স্বাস্থ্য খারাপ করবে তো!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:০৫
135847
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভিশু ভাইয়া, ডাক্তার আপুরা সব কোথায় জানি পালিয়েছে Sad Sad অন্নেক মিস করতেছি Chatterbox Chatterbox
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৪
135855
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ডাক্তারের কোন দাবী থাকতে নেই ।
ডাক্তারের দিতে থাকবেন ....
সেবাই ধর্ম এটাই হোক ডাক্তারদের শ্রোগান ।
ধন্যবাদ প্রিয় ভিশু ভাইয়া কে-চলুন হৃদি ব্লগিং...
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৯
135928
আহমদ মুসা লিখেছেন : ডাক্তার সাহেব চেতন না থাকলে রুগি দেখবে কে? ব্লগ বাড়িতে যেভাবে রুগির সংখ্যা বাড়তেছে তাতে ডাক্তার সাহেব তো ঘুমানোর সুযোগই পাচ্ছেন না।
৫৯
183587
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : ডিউটির কারনে আ্ড্ডাইতে পারিনাই, ইনশাআল্লাহ রুমেগিয়ে মনের কথাগুলি................
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৬
135856
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি ডিউটি করে ঘুম না গিয়ে আড্ডা দিবেন না । কালকে আবার ডিউটি করতে হবে ।
আগে কাজ, তারপর লাজ
আগে খেশ, পিছে দরবেশ
সেপটি ফার্স্ট, ওয়ার্ক লাস্ট
৬০
183619
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২২
দ্য স্লেভ লিখেছেন : নাহ, আড্ড জমেনি....এখানে আমার খাওয়ার মত কোনো একটা ছবিও দেখলাম না....জাতি খাদ্য সমস্যায় ভুগছে.....
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩০
135857
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তাইতো বলি...
সেদিন একজন ব্লগারকে নিয়ে একটি অভিযানে গিয়েছিলাম, তিনি বললেন খানার আয়োজন আছে তো ? থাকলে আমি দ্য স্লেভ কে নিয়ে আসতেছি ।
আমি তো চমকিত হয়ে গেলাম, কন কি !!!!
দ্য স্লেভ কি চট্টগ্রামে নাকি ? থাকলে নিয়ে আসেন ।
এখন বুঝতে পারছি তিনি সেটা কেন বলেছিলেন।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫১
135931
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনে ঠিকই কইছেন! এ্যাড্ডা জমেনি। এতো কম খাদ্য তো আপনের এক লোকমার সমানও অইবো না। আমরা মুরিদানরা তো ..........
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৪
135948
সিটিজি৪বিডি লিখেছেন : আপনার সাথে আমার বাসায় নিয়ে যাবার কথা বলেছিলেন..........
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:১৫
136358
দ্য স্লেভ লিখেছেন : গ্যাঞ্জাম খান নব্য খাদক,তাই তার অধিকার আমার নীচে,বিষয়টা মাথায় রাখতে হবে। আমার সাথে কোথাও খেতে গেলে,ব্লগে খাদ্য নিয়ে অন্তত তিনটি পোস্ট দিতে হবে। এবং সেখানে জাতি যেন তাকে বুঝতে পারে যে,লোকটার কাদ্য সঙক্রান্ত দূর্বলতা আছে Happy
৬১
183632
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৪
আব্দুল গাফফার লিখেছেন : সালাম নিবেন বাহার ভাইয়া ,আমি আর কি বলব সম্মানিত ব্লগাররা সব বলেই দিয়েছেন । অনেক ধন্যবাদ Good Luck Good Luck
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩১
135859
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : যাক, আড্ডায় এসে যে হাজিরা দিয়ে গেছেন তাতেই খুশি, ভাল থাকবেন গাফফার ভাই ।Good Luck
৬২
183683
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৮
শিকারিমন লিখেছেন : ভালই জমালেন বদ্দা। লগে যদি জামান হোটেলের চা আর পরটা হইত , খুব গম হইত ফা্ঁল্লার।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৪০
135861
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জামানের চা-পরটার চেয়ে চা-নান আমার ভাল লাগে, আসুননা আজ বিকালে, একজন প্রবাসী ব্লগার থাকবেন সাথে ।
ধন্যবাদ আপনাকে ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৩
135945
সিটিজি৪বিডি লিখেছেন : বিয়াগু্গুন শুধু বদ্দাতুতুন চা খাইতু চার.....আমাদের উচিত বদ্দকে চা খাওয়ানো.......
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২০
136185
শিকারিমন লিখেছেন : চাটগাইয়া বদ্দারা ভালো মেজবানী করতে পারে , তার জন্য ই এত আবদার।
৬৩
183684
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২১
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ভাই,
এই ব্লগের মালিকেরা যে কি কষ্ট করে এটাকে টিকিয়ে রেখেছেন তা জানলে আপনারা কাতর হয়ে যেতেন। আমরা দোয়াকরি, আল্লাহ যেন তাদেরকে দাঁড়িয়ে যাবার তৌফিক দেন।
আমার মনে হয়, এই ব্লগ অনেক উন্নত হয়েছে। আশাকরি, আপনাদের পরামর্শে আরো ভালো হবে। ইদানিং দেখছি বেশ জমানো লেখাও আসছে। তবে, আমাদের পুরানো ব্লগের পর্যায়ে আসার জন্যে আরো সময় দিতে হবে।
বাহার ভাই, বই আরেকটা বের করার প্লান করুন।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫২
135864
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : গ্রামে যখন এন্টেনা দিয়ে টিভি দেখতে হয়, তখন লম্বা বাঁশের আগায় এন্টেনা বেধে তারপর টিভি দেখে । অনেক সময় ছবি পরিস্কার না দেখলে একজন গায়ে এন্টেনা ঘুরায়, আরেকজনে টিভির সামনে থেকে বলে ছবি পরিস্কার আসছে কিনা ।
টুডে ব্লগের মালিকের হচ্ছে একই অবস্থা ।
আমি জানি তারা কিভাবে কত কষ্ট করে ব্লগটাকে টিকিয়ে রেখেছেন ।
এরমাঝে এতদাবী নিয়ে আসতে লজ্বাই লাগছে । তবুও কিছু কিছু বিষয় আছে খুবই ছোট-খাট যেগুলো একটু চেষ্টা করলেই ঠিক করা যায়।
এটা ঠিক যে ব্লগটি আগের চেয়ে অনেক অনেক সুন্দর হয়েছে এবং গতিও অনেকটা সাবলিল হয়েছে। আশা করি ক্রমান্বয়ে আরো হবে ।
হ্যাঁ ভাইয়া আরো কয়েকটি বই বের করার পরিকল্পনা আছে...
আগের দখলটা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি । আশা করি আপনাদের দোয়ায় কিছুদিনের মধ্যে অগ্রসর হতে পারবো ।
দোয়া করবেন ।Praying Good Luck Good Luck
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪২
135944
সিটিজি৪বিডি লিখেছেন : বাহার ভাই..আমাদের প্রত্যেকের স্টকে অনেক লিখা জমা আছে যে গুলো দিয়ে আগের মত আরো কয়েকটা বই বের করা যেতে পারে। তবে এবারের পদ্ধতিটা হবে ভিন্ন। একটি বইয়ে বিশ জন লেখকের লিখা থাকবে..সবাই টাকা দিবে..প্রকাশিত বই গুলো নিজেরাই বিক্রী করবে অথবা যা খুশী তাই করবে.. কারন আমরা যারা গরীব লেখক..নগন্য লেখক..বিশাল অংকের টাকা দিয়ে বই বের করা সম্ভব নয় বলে এই পদ্ধতিতে বই বের করা যায় কি না ভেবে দেখবেন।
৬৪
183688
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:০৬
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ব্লগে লিখাযোখা করতে গিয়ে কিছু সমস্যাতো হবেই ।
আমার মনে হয়, ব্লগ জমছেনা কথাটা যারা বলেন সমস্যাটা তাদের কারনেই ।
- চিন্তা করে দেখুনতো এ যাবত কয়টি মন্তব্য করেছেন অন্যের লিখায় ?
- সবাই শুধু মন্তব্য পাবার আশায় বসে থাকলে অন্যের লিখায় মন্তব্য করবে কে ?
াঅনেকের লিখায় যে পরিমান মন্তব্য করা হয়,আমার লিখা সে পরিমান পড়াও হয়না ! তাতে কি ! নিজের মনের কথাটাতো অন্তঃত শেয়ার করার একটি জায়গা আছে ।

ফেসবুককে ফেস করতে পারলে তবেই আরো জমে উঠবে আপনার ব্লগ । ফেসবুকে ইদানিং যেভাবে প্রতি মিনিটের তাজা খবর, ভিডিও আপলোড হয় তাতে অনেকে সময় পেলে নিত্য-নতুন খবরের জন্য ফেসবুকেই বেশী সময় দেয় বলেই আমার ধারনা ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৯
135866
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ব্লগে লগিং করতে গিয়ে কেমন যেন আড়ষ্ট আড়ষ্ট গতি ।
মন্তব্য করতে গিয়ে বাধার সম্মুখীন । একটি মন্তব্য প্রকাশ করার সাথে সাথে মন্তব্যটি প্রকাশ হয়ে পড়ে না অনেক সময় । রিফ্রেশ দিয়ে কিছুক্ষনের জন্য স্কিনটাই সাদা হয়ে থাকে।
তবুও আমার মনে হয় মন্তব্য করা উচিত । মন্তব্য করলে পাঠকের যেমন মান বাড়ে, লেখকও উৎসাহ পান । ব্লগটাও জমে ।
আপনাকে অনেক ধন্যবাদ ।
৬৫
183689
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:১৮
তহুরা লিখেছেন :

২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০০
135867
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : দাদী এছা কি নিয়া আইলো ।
আমি তো পুলকিত ও শরমিত...Tongue
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৭
135940
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহা......ইরাম ছবি পাইছেন কোথায়? আজ থেকে আপনি ও আমার দাদী.......
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৮
136245
আবু আশফাক লিখেছেন : -
এরম ছবি কোনে পান
তহুরা আর বাহার খান!
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৮
136433
তহুরা লিখেছেন : যেই জাগায় পেলাম ।
একটু দাড়ান আপনার ছবিটা নিই


৬৬
183701
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি কি অভিযোগ করবো বুঝতে পারতিছি না I Don't Want To See Chatterbox না....থাক, আমি এতেই সন্তুষ্ঠ যাতে যা আছে তাকে ধরে রাখতে পারি। Rose Rose Rose Rose Rose Rose মডুমামাদের জন্য অন্নেক শুভেচ্ছা+ধন্যা+ফূল Good Luck RoseGood Luck Rose Good Luck Rose Good Luck Rose Good Luck Rose
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১১
135879
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মডুমামাদেরজন্য অন্নেক শুভেচ্ছা, ধন্যা, ফুল ।Good Luck Good Luck Good Luck
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৮
135909
আওণ রাহ'বার লিখেছেন : Time Out Time Out Time Out Time Out Time Out Hot Hot Hot Time Out Time Out Time Out Time Out
৬৭
183704
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমার যা বলার ছিল তা তো সবাই বলেই ফেললেন। ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১২
135880
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : দাবীগুলোর সাথে একমত পোষন করার জন্য আপনাকে ধন্যবাদ ।Good Luck
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৮
135908
আওণ রাহ'বার লিখেছেন : অনেক ধন্যবাদ
৬৮
183723
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১০
হতভাগা লিখেছেন :
আমার প্রস্তাব হল : রেডি মন্তব্য তুলে দেওয়া হোক । এটা একটা পোস্টের ব্যাপারে মন্তব্যকারীর মতামতকে সীমাবদ্ধ করে রাখে ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৭
135907
আওণ রাহ'বার লিখেছেন : Hurry Up Hurry Up Hurry Up Hurry Up Hurry Up Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৩
135933
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হাচা কথা কইচেন রে ভাই! আমিও এক্কান পোস্ট দিছিলুম। মাগার কেউ আমার ব্লগে নজর দেয় নাই।
আমার আহাজারি এইহানে আছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৪
136044
অজানা পথিক লিখেছেন : দ্বিমত পোষন করছি। ব্লগকে আমরা আরো জমজমাট করার জন্যে সমস্যার বিষয়গুলো আলোচনা করছি। এখানে রেডি কমেন্ট সিষ্টেম টা এইজন্যে যে অনেক সময় ব্যাস্ততা থাকে। তা উঠিয়ে নিলে মন্তব্যের সংখ্যা্ আরও হ্রসি পাবে। সবমিলে জমজমাট না হয়ে হীতে বিপরীত হবে
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৯
136404
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমিও রেডি মন্তব্য রাখার পক্ষে । তবে এখানে মডুদের রেডিমেড কথাগুলো পরিবর্তন করে আরো আকর্ষনীয় ও শ্রুতিমধুর করে সেট করা যেতে পারে।
৬৯
183727
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৪
মারুফ_রুসাফি লিখেছেন : এত কিছু থাকলে তো এসবি বলগ ওয়ে যাবো গা
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৬
136087
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি চান না এসবি হয়ে যাক ?
৭০
183734
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৬
বিদ্যালো১ লিখেছেন : mutamuti amar shob ovijug utthapito hoyeche. tai blog niye kuno ovijug nai; but blogger ra blog tir prochare help korte pari.
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৮
136089
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার মনের অভিযোগ গুলো আপনার পক্ষ থেকে যারা উপস্থাপন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ।Good Luck
৭১
183737
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫১
মোহাম্মদ লোকমান লিখেছেন : ব্লগের ব্যাপারে বড় ধরণের কোন অভিযোগ নেই। অভিযোগ নিজের বিরুদ্ধে, লেখা লেখি করছি না বলে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৬
135939
সিটিজি৪বিডি লিখেছেন : আমরাও আপনাকে ডিস্টাব করি না..আপনি ব্যস্ত মানুষ..মাঝে মধ্যে আমাদের পোষ্ট পড়লেই চলবে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১০
136091
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি বিমান বিমানে উড়ে বেড়াচ্ছেন । মাঝে-সাজে সময় পেলে আমাদেরকে আপনার মূল্যাবান অভিজ্ঞতা সমূহের স্বাদ নিতে দিয়েন । তাতেই আমরা খুশি থাকবো ।Good Luck
৭২
183777
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৩
পবিত্র লিখেছেন : এখন দেখলাম আমার দেয়া পোস্ট ব্লগের হোম পেইজে দেখা যাচ্ছে না, শুধু আমার ব্লগে গেলেই দেখছি। Rolling Eyes
নির্বাচিত ব্লগে দেখা যাচ্ছে কিন্তু ম্যাগাজিনে অন্যদের গুলো দেখা গেলেও আমার পোস্টটির নাম নাই। Sad
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
136093
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এই সমস্যাটা মাঝে মাঝে অনেকের হয়ে থাকে । এমন কি এটা নিয়ে অনেককে পোষ্ট দিতেও দেখা গেছে । সমাধান কাম্য ।Good Luck
৭৩
183793
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৪
সুমন আখন্দ লিখেছেন : আড্ডায় আইসা আমি আর আমার নাই, ভালো লাগলো
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৩
136094
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি তো কখনও আপনার ছিলেন না,
আপনি ব্লগের
আপনি ব্লগারদের
আপনি আমাদের ।
কিছু পরামর্শ দিয়ে ধন্য করুন ।Good Luck
৭৪
183805
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১২
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :


যারা ব্লগে কিংবা অনলাইনে বাংলা লেখার সমস্যায় ভোগ করতেছেন তাদের জন্য অব্রু সফটোয়ার যথেস্ট, এই ছবির নিয়ম অনুযায়ী ন্যাশনাল ফন্টে লেখলে কিছুটা বিজয়ের স্বাদ পাওয়া যায়, এমনকি আপনি ফেইজবুক থেকে শুরু করে অনলাইনের যেকোন সাইটে এই ফন্ট দিয়ে লেখতে পারবেন
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
136095
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি বিজয় বায়ান্ন ব্যবহার করি, ভালই
আপনাকে ধন্যবাদ ।Good Luck
৭৫
183828
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫১
বিডি রকার লিখেছেন : গুরুত্বপূর্ণ পোস্টটিতে কিছু দাবি দাওয়াঃ-

১; পিলাচ - মাইনাচের ব্যবস্থা করা ।
২; ইনবক্সের সিস্টেম করা ।
৩; ফেসবুক-টুইটারের আইডি লিংক দেওয়া ।
৪; ফেসবুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ভাল লেখক আর পাঠক আছে - তাদের এখানে আনার ব্যবস্থা করা...
....
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৬
136045
অজানা পথিক লিখেছেন : Loser
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৮
136096
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার দাবীর সাথে একমত তবে ১নং দাবীর মাইনাচ টা যেন দু’জনের ক্লিকে একটি মাইনাচ হয় । মানে দু’জনে মাইনাচ দিলে যেন ১টি মাইনাচ শো’করে । মাইনাচে হতাশা আনে বলেই প্লাস-মাইনাচ রাখা হচ্ছেনা বলে আমার বিশ্বাস Good Luck
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৫
136339
বিডি রকার লিখেছেন : কেনু ! Worried
আর পথিক সাব কি বুঝাইলেন ?? Yahoo! Fighter
৭৬
183835
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৩
হাসান৫৩ লিখেছেন : একটু মজা করলাম বাহার ভাই Love Struck
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
136097
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সমস্যা নেই হাসান ভাই, আড্ডাতেও মজা না করলে আর কোথায় করবেন । কে জানি বলল আপনি যা সুন্দর.... হা হা হা
ভাল থাকুন ।Good Luck
৭৭
183840
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
দূর্বল ঈমানদার লিখেছেন : সুন্দর উপস্থাপনা ।
আমি দূর্বল ঈমানের মানুষ । আমি আর কি বলবো ।
আমার মনে হয় প্রতি বছর ১০জন করে ব্লগারকে এওয়ার্ড দেয়া যেতে পারে ।
যেমন:
কবিতার উপর ১জন
গল্পের ‍উপর ১জন
ভ্রমন কাহিনীর উপর ১জন
ইতিহাস/ঐতিহ্যের উপর ১জন
প্রবন্ধের উপর ১জন
প্রযুক্তির উপর ১জন
ইসলামী সাহিত্যের উপর ১জন
হৃদি ব্লগিং এর উপর ১জন
পোষ্ট/কমেন্টের উপর ১জন
সংগঠক এর উপর ১জন
এভাবে দশ জনকে সার্টিফিকেট সহ সেরা ব্লগারের পুরস্কার দেয়া যেতে পারে ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৬
136046
অজানা পথিক লিখেছেন : Loser
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৮
136104
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার পরামর্শের সাথে আমি একমত ।
ব্লগারদেরকে যদি ব্লগ কর্তৃপক্ষ মূল্যায়ন করে সম্মান দেন তাহলে ব্লগাররা জাতীয় পর্যায়ে ও সম্মান পাবে ।
তবে এখানে ব্লগারদেরকেও এগিয়ে আসতে হবে ।
আমি জানি আমাদের মাঝে এমন সম ব্লগার আছেন যারা উন্নয়নশীল কাজে লক্ষ লক্ষ টাকা খরছ করতে কার্পন্য করবেন না ।
ফেবুতে দেখেছি একটি খেলায় বাংলাদেশ জিতলে ১লক্ষ টাকা উন্নয়নশীল খাতে ব্যয় করার ঘোষনা দিয়েছিলেন একজন ভাই ।
আরেকজন ৫০ লক্ষ টাকা ঘোষনা করেছিলেন প্রিয় দেশের জন্য ।
সুতরাং ফান্ড সমস্যা হবে বলে আমি মনে করিনা । দরকার উদ্যোগের । অভাব রয়েছে উদ্যোক্তার ।
ধন্যবাদ আপনাকে ।Good Luck
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০২
136318
ইকুইকবাল লিখেছেন : সহমত
৭৮
183867
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১০
ম্যাজিক মুনসি লিখেছেন : বাংলার দামাল সন্তান ভাইয়ের সাথে একাত্বতা পোষন করছি স্টিকি দিলে ভাল হয়।
আর অনেকেই নতুন নিক খুলছে।তারা ব্লগ কে ফেসবুক মনে করে পান থেকে চুন খসলেই ব্লগ পোস্ট করে যা মোটেও কাম্য নয়।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৬
136099
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ষ্টিকি দেওয়ার জন্য ন্যুনতম মান থাকা দরকার মনে করি ।
গতকাল যে কোন একটি লেখা পড়ে অনেক চেষ্টা করেও কমেন্ট করতে পারিনি । কি মন্তব্য করবো সেটাই বুঝতে পারছিলাম না ।
আমরা পড়ার চেয়ে লিখতে বেশী অব্যস্ত । যারা বেশী বেশী পোষ্ট পড়ে মন্তব্য করে তাদের লিখা পোষ্টগুলো অপেক্ষাকৃত ভাল হয় বলে মনে হয় ।
আপনার সাথে একমত-‘‘পান থেকে চুন খসলেই ব্লগ পোষ্ট করে যা মোটেও কাম্য নয় ।’’
ধন্যবাদ আপনাকে ।Good Luck
৭৯
183878
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৩
অজানা পথিক লিখেছেন : জমজমাট এবং গঠনমূলক আড্ডার উদ্যগ নেওয়ার জন্যে বাহার ভাইকে ধন্যবাদ। বিলম্বজনিত কারনে আমার যা বলার ছিলো তা সবাই বলে দিয়েছেন। টেকনিক্যল সমস্যাটাই মূল সমস্যা। এ দিকটি যতবেশী উন্নত হবে ব্লগও ততবেশী জমজমাট হবে

২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪০
136055
অজানা পথিক লিখেছেন : তবুও দুইটা বলি....

এক.
মাঝে মাঝে কী বোর্ড অপশনে প্রবলেম দেখা দেয়। বারবার কীবোর্ড চেঞ্জ হয়ে যায়।

দুই.

পোস্ট লিখেছেনঃ
মন্তব্য করেছেনঃ
প্রতি মন্তব্য করেছেনঃ
ব্লগ পঠিত হয়েছেঃ
ব্লগে আছেনঃ

ব্লগারের প্রোফাইলে আরেকটা পরিসংখ্যান যোগ করা যায়- যেমনঃ মন্তব্য পেয়েছেনঃ-
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
136100
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য ।Good Luck
৮০
183926
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৬
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ডিজিটাল ডাক্তারখানাসহ এ ধরনের নিয়মিত ব্লগিংগুলো যার জন্য ব্লগাররা অপেক্ষঅ করতেন এবং আকৃষ্ট হয়ে এতে অংশ নিতেন পুনঃ প্রতিষ্ঠা করতে/ফিরিয়ে আনতে হবে। বাহার ভাইকে ধন্যবাদ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২১
136098
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অন্তরের পুরনো জ্বালাটা আবার তুলে আনছেন কেন সালেহ মতীন ভাই ।
কষ্ট দিতে ভাল লাগে ?
আপনি তো আগে এমন ছিলেন না !!!
৮১
183949
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৩
জাগো মানুস জাগো লিখেছেন : everything ok, shodo mone hoi sb moja jeno ar pathi na.
ar surely barta chalu kora uchit. Rose
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৯
136279
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ, আশা করি বার্তা সিস্টেম চালু করা হবে ।Good Luck
৮২
183952
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ৭৭ নং মন্তব্যের সাথে সহমত পোষন করছি ।
৮৩
183953
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
বেআক্কেল লিখেছেন : আমার পছন্দের লেখা গুলা মন্তব্য সহ পিডিএফ বানানোর সুযোগ চাই। প্রিন্ট করার সুযোগ চাই।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৪২
136405
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমাদের চাওয়া পাওয়ার মধ্যে অনেক সুযোগ সুবিধা ঠিক ব্লগে না থাকলেও খুব সহজেই অন্যভাবে আমরা পেতে পারি ।
এই বিষয়গুলো ফাইন্ডআউট করে সম্পাদকের পক্ষ থেকে একটি পোষ্ট চাই ।
৮৪
183976
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ১। বার্তা পাঠানোর সুযোগটি করে দেওয়া উচিত, কোন বার্তা আছে কিনা এটা দেখার জন্য হলেও প্রতিটি ব্লগার দিনে একবার হলেও ঢুঁ মারবে।

২। রেটিং সুবিধা থাকলে উত্তম হবে।

৩। ফন্ট কনর্ভাটারটি পেতে সহজ করা উচিত।

৪। বানান শুদ্ধ করে লেখার প্রতি উৎসাহ দান সাথে সাথে স্পেল চেকারটি সংযুক্ত করার ব্যবস্থা।

৫। প্রিন্ট করতে চাইলে যাতে প্রিন্ট করতে পারে। উপরেই একজন ব্লগার পিডিএফ বানাবার সুযোগ চেয়েছেন। এটা আসলে আমারও কথা। মন্তব্যগুলো সহ যদি পিডিএফ সংরক্ষণ যায় তাহলে ব্লগারেরা আরো আকৃষ্ট হবে। প্রয়োজনো প্রিন্টের উপরে ব্লগের একটি লগো সংযুক্ত করা যেতে পারে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৪
136262
আবু আশফাক লিখেছেন : টিপু ভাইয়ের সাথে একমত পোষণ করছি। পাশাপাশি পোস্ট স্টিকি করার মানদণ্ডের সাথে বানানের ব্যাপারটাও যোগ করার দাবী জানাচ্ছি।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৯
136282
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমার প্রিয় এবং সম্মানীত টিপু ভাইয়ের সাথে আমিও একমত যে বার্তার ব্যবস্তা থাকলে অন্তত বার্তা দেখার জন্য হলেও লগিং করতে হবে ।
অন্যান্য পরামর্শগুলো ও যুক্তিসংগত ।
ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন এবং দোয়া করবেন ।Praying
৮৫
183983
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক সময় দুই লাইনের মাঝে(বিশেষ করে কবিতা/পদ্য লিখলে)বেশ স্পেস দেখায়। এটি দেখতে বেশ দৃষ্টিকটু।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৫
136263
আবু আশফাক লিখেছেন : প্রেসিডেন্ট, আমি কইচি! এইট্যা আছলে এক্কেরে খারাপ লাগে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১২
136283
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হ্যাঁ সমস্যা টি নিয়ে আরো কয়েকজন কবি ভাইয়েরা অভিযোগ করেছেন । আপনাকে ধন্যবাদ আবার ও আগমন করার জন্য ।Good Luck
৮৬
184083
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
মারুফ_রুসাফি লিখেছেন : @ বাহার ভাই.... এসবি হয়ে গেলে তো আরও ভালো।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৩
136284
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অবশ্যই আরো ভাল ।
ধন্যবাদ আপনাকে ।Good Luck
৮৭
184113
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৫
আহমদ মুসা লিখেছেন : আমাদের সবার প্রিয় ব্লগ সাইট বিডিটুডে ব্লগ সাইটের ব্যাপারে বিভিন্ন সমস্যা ও অভিযোগগুলোর প্রায় সবার মন্তব্যের মাধ্যমে উঠে এসেছে। বিভিন্ন জনের মন্তব্যগুলোর সারসংক্ষেপ আশা করছি প্রখ্যাত ব্লগার ও লেখক আবু আশফাক ভাইয়ের সুন্দর শব্দমালার সুবিন্যাস্ত গাথুনির মাধ্যমে তুলে ধরবেন। (বাহার ভাইয়ের দেয়া তথ্যানুযায়ী)।, তাই আমি আর এখানে নতুনভাবে মন্তব্য করে পাঠকদের বিরুক্তির উদ্রেক সৃষ্টি করতে চাই না। এর প্রধানতম কারণ হচ্ছে আমি কোন কথা সহজভাবে বুঝানোর অনেক চেষ্টা করেও অল্প কথায় প্রকাশ করতে পারি না। এ কারণে আমার মন্তব্যটি সাইজে একটু বড় হয়ে যায়।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৭
136264
আবু আশফাক লিখেছেন : সুন্দর শব্দমালার সুবিন্যাস্ত গাথুনির জন্য আমি আপনাকেই অ্যাওয়ার্ড দিতে সুপারিশ করবো।
যত সমস্যা আর পরামর্শ এখানে দেয়া হয়েছে সেটা আমি লিখলে কেউ আর পড়বে না, মডুরাতো তাকাইয়াও দেখবেন না। তাই আমি মাফও চাই, দুআও চাই!!!!!!!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৭
136290
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আহমদ মুসা ভাইয়ের শব্দের সুবিন্যাস্ত বিন্যাস ও যাদুকরী শৈল্পিক উপস্থাপনা ইতিমধ্যে পাঠক মহলে ব্যাপক নন্দিত হয়েছে ।
৮৮
184150
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৩
সালাহ খান লিখেছেন : প্রস্তাব কিন্তু মন্দ নয় , এই প্রস্তাবের সাথে আমিও একমত পোষন করিলাম
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৯
136291
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : একমত পোষন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।Good Luck
৮৯
184165
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৩
রবিন লিখেছেন : নতুন ব্লগারদের জন্যে প্লাটফর্ম চাই ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৯
136292
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কি ধরনের প্লাটফর্ম চান ব্যাখ্যা করুন প্লিজ । Good Luck
৯০
184183
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৯
নিমু মাহবুব লিখেছেন : বার্তা চালু করা হোক
বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোকবার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোকবার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৩
136295
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : নিমু মাহবুব লিখেছেন : বার্তা চালু করা হোক
বার্তা চালু করা হোক বার্তা চালু করা হোক
৯১
184203
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৬
ইকুইকবাল লিখেছেন : দারুণ টপিকস। আসলে আমিও চাই বার্তা বিভাগ চালু হোক
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৩
136319
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি আর কিছু চান না ইকু ভাই ?
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪০
136341
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইকু ভাই আজকে ভেষজ বিজ্ঞানির মোড়ক উন্মোচন করেছেন। পাশে ছিল একজন খানখান।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:১৮
136399
প্রবাসী যাযাবর লিখেছেন : বিজ্ঞ ব্লগারদের দাবীগুলোর দিকে কর্তৃপক্ষ আন্তরিক হলে ব্লগটি শনৈ শনৈ করে জনপ্রিয়তার শীর্ষের দিকে আরোহন করবে বলে আমার বিশ্বাস ।
ব্লগারদের এওয়ার্ড দেওয়ার ব্যাপারে আমি একমত ।
দেশের বরেন্য কবি, সাহিত্যিক,সাংবাদিক, শিক্ষাবিদ, বিজ্ঞ ব্লগার, মডারেশান টিম সমন্বয়ে একটি নোবেল কমিটি করা যেতে পারে যারা বছরে১০/১৫জন ব্লগারকে নির্বাচিত করে সেরা ব্লগার হিসেবে স্বীকৃতি দিবেন ।
ধন্যবাদ সবাইকে ।
৯২
184207
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৭
ইকুইকবাল লিখেছেন : আমি বাহার ভাইকে নিয়মিত ব্লগে চাই
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৫
136324
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কেন বাহার ভাই তো ব্লগে আছেই... চাইতে হবে কেন ? ইকু ভাই ।Happy
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪০
136343
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইকু ভাইর নিয়মিত পোস্ট চাই।
৯৩
184212
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৮
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আন্নেগো বেকের লাই আর নাতিনে এককানা নাতসা হানির ব্যবস্থ্যা কইরছে ।
আর নাতি সহ আড্ডা দেন আর হাকে হাকে হান খান ।













২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৫
136406
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : দাদীর আপ্যায়ন পর্ব খুবই আন্তরিক । আশা দ্য স্ল্যাভ আর বলতে পারবে না জাতি খাদ্য সমস্যায় নাভোগছে । হা হা, দাদী/নাতীকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck
৯৪
184217
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৫
মুমতাহিনা তাজরি লিখেছেন : আসসালামুআলাইকুম। আমার কোন অভিযোগ নাই। মন্তব্য ও করি, মাঝে-মধ্যে মিস দেই।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪০
136344
ইকুইকবাল লিখেছেন : আপনাকে জীবনের প্রথম দেখলাম। স্বাগতম
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১১
136348
মুমতাহিনা তাজরি লিখেছেন : কেন ভাইয়া আমকে প্রথম দেখবেন কেনCrying Crying Crying
ভাইয়া আমি অনেক পুরাতন ।আপনাটা হয়ত পড়া হয় না।
পোস্ট লিখেছেনঃ ১৮ টি
মন্তব্য করেছেনঃ ১১১৬ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ৪৫৬ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৯৪৬০ বার
ব্লগে আছেনঃ ১ বছর ৪ দিন
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৩
136407
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি হচ্ছেন ব্যাপক শান্ত ব্লগার ।
আপনার ব্লগারের ও দরকার আছে যাদের কোনদিনই কোন অভিযোগ থাকবে না ।
ধন্যবাদ আপনাকে। ৥মুমতাহিনা তাজরি
৯৫
184220
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৬
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : বিজয় কিবোর্ড বার বার সিলেক্ট করার ঝামেলাটা বহুদিন হলো রয়ে গেছে। এটা ঠিক করা হোক
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৪
136408
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক করা হোক, আপনাকে ধন্যবাদ ওবায়েদ ভাই ।Good Luck
৯৬
184232
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৯
রবিন লিখেছেন : যেমনঃ নতুনদের লেখার মান বিবেচনা করে তাদেরকে সাহায্য করা যে কীভাবে লেখা উচিত , তাছাড়া অনেক লেখাই চোখের অন্তরালে রয়ে যায় সেগুলো পিন করার ব্যবস্হা ।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৭
136409
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : লেখার মান উন্নয়ন করতে চাইলে অন্যের লেখা বেশী বেশী পড়তে হবে এবং মূল্যায়ন করে মন্তব্য-প্রতিমন্তব্য করতে হবে । তবেই আস্তে আস্তে লেখার মান ফিরে আসবে । পছন্দের লেখাগুলো প্রিয়তে রাখলে আর হারাবে না । কয়টি লেখা পিন মেরে রাখা যাবে ?
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck
৯৭
184296
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৫
ট্রাস্টেড থিফ লিখেছেন : কমেন্ট এডিট করার সুযোগ দেয় হোক অথবা যিনি কমেন্ট করছেন তাকে কমেন্ট ডিলেট করার সুযোগ দেয়া হোক ( অন্য ব্লগারের পোস্টে)। সর্বোচ্চ মন্তব্যকারী এই অপশানের পরিবর্তে সম্পাদকীয় পছন্দের শেষ ১০-১৫ টি পোস্টের তালিকা দেখতে চাই।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৩
136410
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার দাবীগুলো মাননীয় সঞ্চালকের মাধ্যমে মডারেশান টিমের কাছে উপস্থাপন করা হল ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck Good Luck
৯৮
184326
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২০
প্রবাসী যাযাবর লিখেছেন : বিজ্ঞ ব্লগারদের দাবীগুলোর দিকে কর্তৃপক্ষ আন্তরিক হলে ব্লগটি শনৈ শনৈ করে জনপ্রিয়তার শীর্ষের দিকে আরোহন করবে বলে আমার বিশ্বাস ।
Good Luckব্লগারদের এওয়ার্ড দেওয়ার ব্যাপারে আমি একমত ।
Good Luckদেশের বরেন্য কবি, সাহিত্যিক,সাংবাদিক, শিক্ষাবিদ, বিজ্ঞ ব্লগার, মডারেশান টিম সমন্বয়ে একটি নোবেল কমিটি করা যেতে পারে যারা বছরে১০/১৫জন ব্লগারকে নির্বাচিত করে সেরা ব্লগার হিসেবে স্বীকৃতি দিবেন ।
ধন্যবাদ সবাইকে । Thumbs Up Thumbs Up
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৭
136413
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এক্সিডেন্ট, না মানে এক্সিল্যান্ট । Tongue
আমার ও দাবী
নোবেল কমিটি করা হোকHappy>-
সেরা ব্লগারের ব্যবস্থা জারী থাকলে ব্লগারদের মধ্যে একটি প্রতিযোগিতার ভাব আসতে পারে । যার ফলে লেখার মান বাড়বে,ব্লগারের মান বাড়বে, ব্লগের মান বাড়বে ।Good Luck Applause Applause
৯৯
184327
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৮
প্রবাসী যাযাবর লিখেছেন : আরেকটি পরামর্শ ভেবে দেখার অনুরোধ করছি । তা হচ্ছে একজন ব্লগার একটি পোষ্ট প্রকাশ করার আগে যেন অন্যের পোষ্টে কমপক্ষে ৩০টি মন্তব্য করে তার ব্যবস্থা করা ।
অন্যের পোষ্টে ৩০টি মন্তব্য না করে যদি পোষ্ট প্রকাশ করতে চায় তাহলে যেন বার্তা আসে-
Loser‘‘ অন্যের পোষ্টে এখনও আপনার ৩০টি মন্তব্য পূর্ণ হয়নি। পোষ্ট প্রকাশের আগে অন্যের পোষ্টে কমপক্ষে ৩০টি মন্তব্য করার অনুরোধ করা যাচ্ছে।’’ Loser

I Don't Want To See I Don't Want To See
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৪
136412
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার দাবীগুলো মাননীয় সঞ্চালকের মাধ্যমে মডারেশান টিমের কাছে উপস্থাপন করা হল ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck Good Luck
১০০
184328
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৯
মারুফ_রুসাফি লিখেছেন : টর নেটওয়ার্ক এর মত যদি এনোনিমাসলি কাজ করা যেত তবে আরও ভালো হতো। তাহলে কেউ কারও কারও আইপি নিয়ে গুতাগুতি করতে পারতো না।

আমার দু’টি সমস্যা:

১। ব্লগে প্রাইভেট মেসেজ অপসনটা দেওয়া দরকার যা এসবি তে ছিল।

২। ফেসবুকের মত লাইক ও আনলাইক অপসন।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৩
136411
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার দাবীগুলো মাননীয় সঞ্চালকের মাধ্যমে মডারেশান টিমের কাছে উপস্থাপন করা হল ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck Good Luck
১০১
184336
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৩
আমি সমালোচক লিখেছেন : এ মূহুর্তে প্রথম পাতার ধারাবাহিক ৫টি পোষ্টের মধ্যে ২টি একই ব্যক্তির । মডুরা মনে হয় এখনও ঘুম থেকেই উঠেনি।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
136502
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এরকম না হলেই ভাল । প্রথম পাতায় একজন ব্লগারের ১টির বেশী পোষ্ট না থাকলেই সুন্দর দেখায় ।
১০২
184364
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৭
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ব্লগ নিয়ে ইতিবাচক চিন্তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Happy Rose
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৭
136503
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ ।Good Luck Good Luck
১০৩
184379
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০০
মারুফ_রুসাফি লিখেছেন : @বাহার ভাই...... আপনার ফেবু আইডিটা কি পেতে পারি????? এখানে না দিলে..মেইলেও দিতে পারেন
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
136504
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমার ব্লগকুটিরে আমার ইমেইল, ফেসবুক, ও টুইটারের ঠিকানা দেয়া আছে । তবু আবার দিলাম ।
ফেইসবুক: https://www.facebook.com/ahmedrashid.bahar
ধন্যবাদ আপনাকে ।Good Luck
১০৪
184380
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০২
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমার রোল নাম্বার ১০৩ Sad

চমৎকার পোস্টের মাধ্যমে ব্লগকে গতিশীল করার জন্য ধন্যবাদ।

আমি প্রথম থেকেই বার্তার সুবিধা চেয়ে এসেছি। ধন্যবাদ Rose Rose Rose
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৭
136468
মারুফ_রুসাফি লিখেছেন : আপনার কথাটা ঠিক বুঝলাম না???
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২০
136506
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার রোল নং ১০৪ ।
তবু ভাল যে শেষ পর্যন্ত শরীক হয়েছেন ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আশা করছি কয়েকদিনের মধ্যে বার্তা ব্যবস্থা পেয়ে যাব । Good Luck
১০৫
184383
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৬
মারুফ_রুসাফি লিখেছেন : আমার আরও একটি সমস্যা......
পোষ্টের বিভাগের ভেতরে আরও বিভিন্ন বিভাগ এড করতে হবে। ওখানে রাজনীতি, সাহিত্য, অমুক, তমুক এর নিচে আর কিছু দিতে হবে। বিশেষ করে প্রযুক্তি.!!!!!!!!!!!!!!
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৩
136507
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : টুডে ব্লগের মডারেশান টিম গভীর পর্যবেক্ষনে রেখেছেন এই পোষ্ট ।
আশা করি সম্ভব সব রকমের সুযোগ সুবিধার দিকে তারা আন্তরিক হবেন ।
১০৬
184418
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫২
রবিন লিখেছেন : হুহ । কেউ কেউ দেখি পোস্ট না পইড়াই বলে ভালো লিখছেন ।। ধন্যবাদ ।।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৩
136508
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ ।
১০৭
186268
০৩ মার্চ ২০১৪ রাত ০৯:৫২
নীলসালু লিখেছেন : ছিঃ একটা কমেন্ট করার জন্য আমি এতো নিচে নামলাম!!!
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
138417
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এই কমেন্টাই আপনাকে আঁকাশের উপর তুলবে । তার আগে বিডিটুডেতে কয়েকটি পোষ্ট দেন ।Applause Applause Good Luck
১০৮
187342
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২১
হাসান৫৩ লিখেছেন : বাহার ভআই@যে বলেছে ওর কাছে জিজ্ঞাসা করেন
০৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৫
139282
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক আছে হাসান ভাই উনার কাছ থেকে না হয় জিঙ্গেস করে নিবো কিন্তু আপনি দেখি আবারও চেহারা পাল্টিয়েছেন । Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File