শুরু করতে হবে গোড়া থেকেই...

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৪৫:৫০ বিকাল

শুরু করতে হবে গোড়া থেকেই



যখন যুবক ছিলাম তখন পাড়ায় একটি সমিতি করেছিলাম । আমি ছিলাম প্রতিষ্ঠাতা সভাপতি । আমার মনে আছে দপ্তর সম্পাদক থাকলেও সকালে আমিই অফিস খুলে তা ঝাড়ু দিয়ে পরিস্কার করে সকালের পত্রিকা টেবিলের উপর গুছিয়ে রাখতাম।

ঐ সমিতির মাধ্যমে তখন এলাকার অনেক খেদমত করেছিলাম। কার পুকুরে কচুরীপানায় ভরে গেছে তা পরিস্কার করা, কার বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে তাদের কাছে গিয়ে বরযাত্রীকে আপ্যায়ন করানো সহ আমরা বেশকিছু সামাজিক কাজে জড়িত ছিলাম । বছর বছর ওয়াজ মাহফিল দিয়ে বড় বড় মাওলানাদের দাওয়াত দিয়ে ওয়াজ শুনতাম ও এলাকাবাসীকে শুনাতাম।

মনে পড়ে এমন একটি ওয়াজ মাহফিলে হুজুরের ওয়াজ । খুব সম্ভব ওয়াজিন ছিলেন বাঁশখালীর মাওয়ানা ইছহাক ফারুকী । খুব ভাল ওয়াজ করতেন। সেদিন তিনি বলছিলেন এরকম -

‘শহরের বাসায় পানির টেব থেকে আসা পানি থেকে কিসের যেন পঁচা দূর্গন্ধ বের হচ্ছে । সবাই বলাবলি করছে এই পানিতো পান করা যাবেনা, ব্যবহার করা যাবেনা, সুতরাং টাংকির সব পানি ফেলে দেওয়া হল। আবার যখন টাংকি পানি ভর্তি করা হল তখনও দেখাগেল একই দূর্গন্ধ। পাশের বাসায় শুধু নয় সমস্ত শহরের সকল বাসার পানিতেই একই দূর্গন্ধ। এখন কি হবে !

সবাই একমত হল ওয়াসার সাপ্লাই হচ্ছে যেখানে সেখানের টাংকিতে নিশ্চয় কোন গন্ডগোল আছে । তাহলে কি করতে হবে ?

ওয়াসার বিশাল রিজার্ভ টাংকি চেক করতে হবে ।

হুজুর বললেন যেতে হবে বহদ্দার হাট ওয়াসার টাংকি চেক করতে । কিন্তু যাবে কিভাবে ? সেখানে তো ওয়াসার সীমানা আর্মি পাহাড়া দিয়ে রেখেছে ।

সিদ্ধান্ত হল সবাই মিছিল সহকারে যাবে ওয়াসার টাংকি চেক করতে ।

কথামত সবাই মিছিল সহকারে ওয়াসার রিজার্ভেশনের দিকে যখন গেল তখন আর্মি মিছিল লক্ষ্য করে গুলি করা শুরু করল।

শুলির আওয়াজ শুনেই মিছিলের অর্ধেক লোক দিল ভোঁ দোঁড়……

তখন হুজুর সুর করে মেছাল দিয়ে বলতে লাগলেন-

টা টা ঠা ঠা যেখানে, আমি নেই সেখানে

টা টা ঠা ঠা যেখানে, আমি নেই সেখানে

যারা ভীতু তারা পালিয়ে গেলেও সাহসী কিছু যুবক শেষ মেষ ওয়াসার টাংকি দখল করে যখন টাংকির ঢাকনা খুললেন, দেখা গেল যে টাংকির মধ্যে কখন একটি শিয়াল পড়ে মরে-পঁচে একাকার হয়ে আছে । সেই পঁচা শিয়ালের দূর্গন্ধ পুরো শহরের বাসায় বাসায় সাপ্লাই দেয়া সমস্ত পানিকে নাপাক করে দিয়েছে।

যতদুর মনে পড়ে মাওলানা ইছহাক ফারুকী সাহেব বুঝাতে চেয়েছিলেন যে সুদ নাপাক এবং এই সুদী লেনদেন বন্ধ করতে হলে গোড়াতে গিয়ে একটি আইন পাশ করলেই যথেষ্ট।

অর্থাৎ সংসদে গিয়ে একটি আইন পাশ করলেই মূহুর্তের মধ্যে ইসলামের জন্য হারাম, নাপাক সুদ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যেখানে সেখানে লাফালাফি না করে গোড়াতে পৌছে কাজ করতে হবে এবং সেখানে যাওয়ার প্রচেষ্টা চালাতে হবে।

উল্লেখ্য যে সে সময় অনেক ইসলামী দলই ইসলামে রাজনীতি নেই নেই বলে প্রচার চালিয়ে যাচ্ছিল।

শুধু তাই নয় যতদুর মনে পড়ে মাইক পন্থী ও মাইক ছাড়া পন্থীদের মধ্যে মাঝে মাঝে দাওয়া পাল্টা ধাওয়া পর্যন্ত হত চট্টগ্রামে।

আমি জানিনা ঐ হুজুর এখনও বেঁচে আছেন কিনা ।

আমার আগের দুটিপোষ্ট:

Good Luck বন্ধুদের কাছে একটি পরামর্শ চাই

Good Luck কালিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ভ্রমন

বিষয়: বিবিধ

১৫৮৬ বার পঠিত, ৪৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181224
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫১
আবু তাহের মিয়াজী লিখেছেন : জ্বি ভাইজান , শুরু করতে হবে গোঁড়া থেকেই...

বরাবরের মতো সুন্দর .........
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
134079
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে ধন্যবাদ প্রিয় মিয়াজী ভাই ।Good Luck
181230
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৭
সজল আহমেদ লিখেছেন : অনেক ভাল হয়েছে।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
134080
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
181240
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৩
হাবিবুল্লাহ লিখেছেন : সুন্দর লেগেছে।
আইন পাশ করে ইসলামী শাসন চালু করা যাবে কিনা তাতে অনেকের দ্বিমত আছে। আইন মানার জন্য আগে মানুষ তৈরি করতে হবে। আর তা নাহলে যে দেইন আইন বানানো হবে তারপর দিনই মিছিল হবে ইসলাম মানি না মানি না, তখন একটু করে যা ঈমান আছে তাও যাবে। কারণ ইসলাম মানি না বলে মিছিল করলেই ঈমান চলে যায়।
এক দিকে আইন বানানোর চেষ্টা করতে হবে অন্য দিকে মানুষ বানানোর চেষ্টা করতে হবে। তা অনেকটা হচ্ছেও। যেমন তাবলীগেরা মানুষ বানাচ্ছে আর ইসলামী দলগুলো আইন বানাতে চাষ্টা করছে। সবাই দাওয়াতের কাজ করছে। ধন্যবাদ বাহার ভাই।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
134030
মাজহার১৩ লিখেছেন : সহ মত পোষন করছি?
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
134081
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রিয় হাবিব উল্লাহ ভাইকে ধন্যবাদ ।Good Luck
181246
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
শফিউর রহমান লিখেছেন : তাবলীগরা মানুষ বানাচ্ছে, নাকি মুরুব্বীর সাগরীগ বানাচ্ছে? আল্লাহ বা আল্লাহর রাসূলকে গালি দিলেও তাদের কিছু যায় আসে না। চোখের সামনে কোরআন পোড়ালেও তারা খুব বেশী হলে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে রাস্তা মাপবে। এমনটি কি মানুষের বৈশিষ্ট হলো, যার ব্যাপারে আল্লাহ্ ফেরেস্তাদেরকে বলেছিলেন, আমি প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি?
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
134032
মাজহার১৩ লিখেছেন : ভাই আপনার জ্বালাটা আমি বুঝি। দয়াকরে ওদের বিরুদ্ধে আপাতত বিষেদাগার তৈরী করবেন না।
নিধেন পক্ষে তারা তো কিছু সংখ্যক নামাজী ও ইসলামের বিধি বিধান মানা লোক তৈরী করছে।
যখন বিজয় আসবে তখন দেখবেন দলে দলে মানুষ যোগ দিচ্ছে । (সুরা নসর)
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
134033
হাবিবুল্লাহ লিখেছেন : হ্যাঁ তাই আমি বলেছি একদল মানুষ বানাচ্ছে। তারা মানুষ বানাতে থাকুক আর ইসলাম অবমাননার প্রতিবাদ করুক হেফাজত আর অন্য ইসলামী দল। তাবলিগ তাদেরকে সমর্থন করে তবে মানুষ বানানোর কাজটা আপনারা নিচ্ছেন না বলেই তারা দায়িত্ব ছেড়ে অন্য দায়ীত্বটা নিতে পারছে না। তাই সেটা হেফাজত আর অন্য দল করছে তাবলিগেরা মানুষ বানাচ্ছে। কোনো সমস্যা আছে। সবাই এক দিকে গেলে অন্য দিকে চোর ঢুকবে।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
134078
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মাজহার১৩ ভাইয়ের সাথে একমত ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৫
134151
শফিউর রহমান লিখেছেন : আপনার কমেন্টটা বেসুরো হলো। আমার কোন জ্বালা নাই - দরদ আছে। কেউ সারা জীবন কষ্ট করলো জান্নাতের আশায়, কিন্তু মৃত্যুর পর দেখলো যে পথে হেঁটেছে তার প্রায় সবটাই ছিল বিদাত। কুল্লু বিদাতি কোথায় যাবে তা স্পষ্ট করে বর্ণিত হয়েছে। তাই, ভেবে দেখুন সেই ভাইদের অবস্থা।
ইসলামী শাসন জারী হলে তারা ঠিক হয়ে যাবে বললেন। জারী না হলে? কোথায় যাবে তারা? আমি জান্নাতে গেলে আপনার কোন ক্ষতি-বৃদ্ধি আছে? অন্য কেউ জাহান্নামে গেলে আমার কোন ক্ষতি-বৃদ্ধি আছে? কিন্তু আমার কথায় যদি কেউ সংশোধন হয় তবে তাতে আমার এবং তার দুজনেরই উপকার। ধন্যবাদ্
181251
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
সিটিজি৪বিডি লিখেছেন : ইসলামী আইন চাই..ইসলামী শাসন চাই..গনতন্ত্র..সমাজতন্ত্র..পরিবারন্ত্র মানুষকে মুক্তি দিতে পারবে না। একমাত্র ইসলাম শাসনব্যবস্থায় মানুষকে মুক্তি দিতে পারে।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
134091
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : একমাত্র ইসলাম শাসনব্যবস্থায় মানুষকে মুক্তি দিতে পারে।Good Luck
181252
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৫
জাগো মানুস জাগো লিখেছেন : জ্বি ভাইজান , শুরু করতে হবে গোঁড়া থেকেই...এক দিকে আইন বানানোর চেষ্টা করতে হবে অন্য দিকে মানুষ বানানোর চেষ্টা করতে হব। Rose Rose Rose
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
134092
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর বলেছেন, আপনাকে ধন্যবাদ ।Good Luck
181257
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৩
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর পরামর্শ। শুরু থেকেই কিন্তু শেষ পড়ে ভাল লাগলো। ধন্যবাদ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
134094
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রিয় জুলফিকার আলী ভাইকে সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ Good Luck
181258
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৫
বাকপ্রবাস লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ অনেক ধন্যবাদ স্বাগতম Rose Rose Rose Rose
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
134095
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ ।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
181285
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বরাবরের মত গুরুত্বপূর্ণ পোস্ট জনাব Rose
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
134096
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রিয় শাহীন ভাইকে অনেক ধন্যবাদ ।Good Luck
১০
181293
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
প্যারিস থেকে আমি লিখেছেন : মনে করিয়ে দিলেন অনেক কিছুই।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
134097
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কি কি মনে পড়ছে আমাদেরকে শেয়ার করবেন না ?
১১
181316
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Smug Crying Rolling on the Floor Thinking Thinking
অনেক ধন্যবাদ।
১২
181324
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের অভ্যেসই তো গোড়া কাইটা আগায় পানি ঢালা। সকালে স্কুলে যাইতে হবে সে জন্য বাচ্চাকে ফজর এর সময় ডাকিনা। অন্যদিকে বিকালের খেলার সময় পাঠাই আরবী পড়তে! রাত্রে আবার সময় দিতে পারেনা মা য়েরা। কারন সিরিয়াল।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
134098
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এত বাস্তব কথা গুলো লিখেন ক্যামনে সবুজ ভাই ?
১৩
181366
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
ফেরারী মন লিখেছেন : বাকপ্রবাস লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ অনেক ধন্যবাদ স্বাগতম
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
134100
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে যে শুভেচ্ছা তার অর্ধেক কিন্তু বাকপ্রবাস পাওনা থাকল...Tongue
১৪
181367
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
শেখের পোলা লিখেছেন : যুক্তি সঠিক৷ তবে মিয়া ভাই, কথাটা গোঁড়া নয় গোড়া হবে৷ ধন্যবাদ৷
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
134101
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক করে দিয়ে সা.... ভাই । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
134115
শেখের পোলা লিখেছেন : লুকোচুরি নেই আমিই আব্দুস সামাদ৷ এ ব্লগে সামাদ নামে ইন হতে না পারায় ঐ নাম৷ ভাল থাকেন৷
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১২
134275
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ আব্দুস সামাদ ভাই, আপনিতো এসবিতে রিয়েল নামেই ছিলেন । আমার মনে হয় মেইল দিয়ে নাম পরিবর্তন করতে পারবেন ।
১৫
181413
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
বিন হারুন লিখেছেন : অনেক সুন্দর উপমা, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৪
134277
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ বিন হারুন ভাই । Good Luck
১৬
181572
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২০
সায়িদ মাহমুদ লিখেছেন : এমন যুক্তিবাদি মননশিল সু-বক্তার বড়ই অভাব। আজকাল মিলাদুন্নবীর অনষ্টানে অনেক ওয়াজ নসিহতের গালা-গালি শুনি আর ভাবি এরাই বুঝি সেই মাওলানা যাদেরকে "ফালতু হুমায়ন আজাদ" তার অধিকাংশ বইতে "ময়লানা" হেসেবেই সম্বোধন করতো। ধন্যবাদ বাহার ভাই সুন্দর একটা গঠনা বর্ণনার মাধ্যমে অতিথ সম্পর্কে আমাদের সচেতন করিয়ে দেওয়ার জন্য।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৫
134278
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার মন্তব্যটি ভাল লাগল সায়িদ মাহমুদ ভাই । ভাল থাকবেন এবং আবার আসবেন ।Good Luck
১৭
181601
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:১৪
আহমদ মুসা লিখেছেন : বাহার ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর একটি উদাহারণের মাধ্যমে আমাদের সমাজে চলে আসা বিভিন্ন অসংগতিগুলোর একটি বিষয়ের অবতারণা করেছেন। সমাজিক ও পারিবারিক যে কোন বিষয়ে যদি আমরা সমস্যার মূলে হাত দিতে পারি তবে আমাদের সমাজ ও পরিবারটা হবে একটি সুন্দর ও আদর্শবান একটি প্রতিষ্ঠান। একেকটি পাঠশালা হিসেবে গড়ে উঠবে।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৭
134279
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মাশা’আল্লাহ আপনার মন্তব্যগুলোতে একটি স্পীড আছে আহমদ মুসা ভাই। পাম্প দিচ্ছি না, বাস্তবিকই আমার তাই মনে হয় । আল্লাহ আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিক -আমীন। আবার আসবেন ।Good Luck
১৮
181682
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : যুক্তি আছে। দারুণ লিখেছেন। অতীত ভুলত্রুটি বিশ্লেষণ করে নতুন করে এগুতে হবে। অতীতের অর্জনগুলোকে অবশ্য সাথে রাখতে হবে। Rose Rose Rose Rose
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৩
134318
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : যেখানে গিয়ে হাত তুলে দুটি কথা বললেই আইন হয়ে যাচ্ছে যেতে হবে সেখানে । ভূল পথে সারাদিন গলা ফাঁটালেও কোন কাজ হবে না ।
আপনাকে ধন্যবাদ ওহিদ ভাই ।Good Luck Good Luck Good Luck
১৯
181959
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : জ্বি ভাইয়া , যা করতে হবে গোঁড়া থেকেই...করতে হবে।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৪
134968
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ । Good Luck
২০
182148
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১০
মুমতাহিনা তাজরি লিখেছেন : গুরুত্বপূর্ণ পোষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৫
134969
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জিঁ স্যার/মেডাম, আপনাকেও ধন্যবাদ ।Good Luck
২৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৮
135002
মুমতাহিনা তাজরি লিখেছেন : আমি মেডাম ,(স্যার না)ঠিক আছে।Frustrated Winking) Winking)
২৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৭
135008
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ মেডাম, জেনে খুশি হলাম । ভাল থাকবেন ।Good Luck
২১
182410
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৯
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সবাই একত্রিত হলে অনেক বড় বড় কাজ করা সম্ভব Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
২৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৬
134970
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর বলেছেন । আপনাকে আন্তরিক ধন্যবাদ আপু ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File