বন্ধুদের কাছে একটি পরামর্শ চাই

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:২৫:৫২ দুপুর

চট্টগ্রামে আমাদের আইটেমের ব্যবসায়িদের একটি এসোসিয়েশন আছে যার নাম পিভিসি ডোর মার্চেন্ট এসোসিয়েশন-চট্টগ্রাম মহানগর



ঐ এসোসিয়েশনের ব্যানারে আমরা গত দুই বছর কক্সবাজার সৈকত ভ্রমনে গিয়ে বেশ আনন্দ উৎফুল্ল করেছি । এবছরও আমরা সেরকম সৈকত ভ্রমন করতে সিদ্ধান্ত নিয়েছি।

গত ৭ই ফেব্রুয়ারী কালিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক ভ্রমন প্রোগ্রাম ছিল বলে করতে পারিনি । পরবর্তীতে আমাদের কারো না কারো সমস্যার কারনে ফেব্রুয়ারীতে করা হচ্ছে না ।

আমি কাজে বিশ্বাস করি ।

এসোসিয়েশনে আমার পরামর্শ ছিল আমরা সৈকত ভ্রমনের পাশাপাশি সমুদ্রতীরবর্তী দরিদ্র শীতার্তদের কম্বল বিতরন করবো।

কক্সবাজার আমরা অনেকেই যাই, হাজার হাজার টাকা খরছ করে আসি । সেখান থেকে অল্পটাকা অপচয় রোধ করে আমরা দারিদ্রপীড়িত মানুষের পাশে দাড়াতে পারি । দরকার শুধু ইচ্ছা শক্তির ।

কেউ যদি সুন্দর করে শুরু করতে পারে তাহলে অনেকেই এটাকে ফলো করতে পারবে।

এখন আমি যে বিষয়ে পরামর্শ চাচ্ছি তা হচ্ছে:

আমাদের প্রোগ্রাম হতে পারে মার্চ মাসে যখন শীত থাকবে না ।

মার্চ মাসে শীতের কম্বল দেয়া মানে অপাত্রে কন্যা দানের মতই হবে।

তখন আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে কি নিয়ে দাড়াতে পারি ?

তখন আমরা কি দিতে পারি ?

আশা করি মতামত ব্যক্ত করে পরামর্শ দিবেন ।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179381
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সৈকতে ভ্রাম্যমাণ শামুক ঝিনুক বিক্রেতা কিশোর কিশোরীর দলকে আর্থিক সহায়তা দেয়া যায়। এরা হতদরিদ্র।

আর পর্যটক বান্ধব পরিবেশ তৈরি ও সৈকত এর দূষণ রোধ এর জন্য আমরা একটি মানববন্ধন করতে পারি।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৮
132360
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার মূল্যাবান পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ। এবিষয়ে কক্সবাজারের কেউ থাকলে পরামর্শ দিতে পারে ।Good Luck
179383
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৩
মাই নেম ইজ খান লিখেছেন : ভালো উদ্যোগ।

আমরাও কক্সবাজার ফ্যামেলিসহ যাওয়ার চিন্তা করছি...
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৩
132361
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বেড়াবার জন্য , মনফ্রেশ করবার জন্য বাংলাদেশে কক্সবাজারের মত বিকল্প নেই । যান ঘুরে আসুন, পারলে সেন্টমার্টিনসহ ঘুরে আসবেন ।Good Luck
179392
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ বাহার ভাই। শতের হাত থেকে বাঁচতে মাত্র ২/৩ মাস যাদের কম্বলের প্রয়োজন হয় তাদের বছরের অন্য ৯/১০ মাসের জন্য অনেক কিছুর অভাব রয়েছে। যেমন পরনের কাপড়ের অভাব, শিক্ষা সামগ্রীর অভাব, স্বাস্থ্য রক্ষার উপকরণের অভাব আরো কত কি ! অামার মনে হয় তাদেরকে খাদ্য, নিত্য পরনের কাপড় এ ধরনের কিছু দেয়া যেতে পারে। দায়িত্বশীল মানসিকতা প্রকাশের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০২
132364
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক সুন্দর পরামর্শ:
১.পরনের কাপড়
২.শিক্ষা সামগ্রীর
৩.স্বাস্থ্য রক্ষার উপকরন
৪.খাদ্য
এই জিনিসগুলো দেয়া যেতে পারে । অনেক ধন্যবাদ আপনাকে । Good Luck Good Luck
179400
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৮
নেহায়েৎ লিখেছেন : হতদরিদ্র শিশুদের মাঝে পোশাক বিতরণ করা যায়। যেটা তারা সারা বছর পরতে পারবে।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
132379
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পরামর্শর জন্য আন্তরিক ধন্যবাদ ।Good Luck
179406
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৭
ডক্টর সালেহ মতীন লিখেছেন : বাহার ভাই, আরেকটা জিনিস মনে পড়লো, কক্সবাজার সৈকতে বেড়াবার সময় লক্ষ্য করেছি সেখানে দরিদ্র ছেলে-মেয়েরা যারা ২টি-১টি টাকা সাহায্য খুঁজে ফিরে তাদের অনেকেই খালি পায়ে সেখানে বেড়ায়। সৈকতে তো ভাঙা শামুক-ঝিনুক অনেক কিছুই থাকে এবং এটাতে পা কেটে যাওয়া অনেক ক্ষতির। তাই আমার আরেকটা পরামর্শ হলো খালি পায়ের ঐসব দরিদ্র ছেলে-মেয়েদের জন্য কিছু পঞ্চ-সেন্ডেল দেয়া যেতে পারে। ধন্যবাদ
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
132386
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জিঁ সালেহ মতীন ভাই, আপনার এই পরামর্শও বিবেচনার জন্য থাকল ।
আপনাকে আবারো ধন্যবাদ ।
179410
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২১
বাংলার দামাল সন্তান লিখেছেন : অনেক ভাল উদ্যোগ, সেখানে কি আমরাও যেতে পারবো আপনাদের সাথে।
তখন তো আর শীত থাকবে না তাই দরিদ্রদের মাঝে পোশাক বিতরন অথবা চাউল বিতরন করলে কেমন হয়?
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৫
132387
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাদের কে নিয়ে আলাদা প্রোগ্রামের চিন্তাভাবনা চলছে । সেখানে কেবল ব্লগার ও এক্টিভিষ্টরাই থাকবে ।
ব্যবসায়ীদের সাথে আপনাদের ভাল লাগবে না ।
179423
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৩
আহমদ মুসা লিখেছেন : এসব হতদরিদ্র ও পথ শিশুদের করুণ অবস্থা দেখলে অনেকের মত আমারও অন্তরে রেখাপাত করে। এসব শিশুদের যথা সম্ভব সাহায্য সহযোগিতা করা উচিত নিজের সাধ্যনুযায়ী। সব চেয়ে ভাল হয় যদি এসব শিশুদের অন্তত দুয়েকজনকে হলেও ক্যরিয়ার ডেভলপ হয় এমন কোন কর্মস্থানের ব্যবস্থা করে দেয়া যায় কিনা ভেবে দেখা যেতে পারে।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৪
132406
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পথশিশু ছাড়াও ঘরশিশুও অনেক আছে যারা একটু সহযোগিতা পেলে নিজেদের মেধা বিকাশ করে দেশের অনেক খেদমত করতে পারে।
আপনাকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ, আপনার প্রোপিকটি সুন্দর হয়েছে । Good Luck
179427
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৩
হাবিবুল্লাহ লিখেছেন : ডঃ সালেহ মতিন সাহেবের সাথে একমত। ৩ নং আর ৫ নং মন্তব্য।
বাহার ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৮
132407
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমার ও ভাল লেগেছে ওনার মতামত । অন্যদের গুলোও বিবেচনা করা যায় । দেখি সিদ্ধান্ত হয় ।
ভাল হত যদি কক্সবাজারের ব্লগার সাইফুল ইসলাম কক্স, ব্লগার কানাফরিদ, আরো যারা কক্সবাজারের আছেন তারা মন্তব্য করে পরামর্শ দিলে ।
আপনাকে ধন্যবাদ হাবিবুল্লাহ ভাই ।Good Luck
179431
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : এই পোষ্টে কি আমরা প্রবেস করতে পারি বাহার ভাই। Day Dreaming Rose Rose Rose
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৮
132418
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কেন নয় ?
আপনি কি আমার বন্ধু নন ?
পরামর্শ দিবেন না ?
১০
179441
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
নূর আল আমিন লিখেছেন : ভালো লাগলো
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৬
132420
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভালো লেগেছে জেনে খুশি হলাম । আপনাকে ধন্যবাদ ।
১১
179444
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩২
আবু তাহের মিয়াজী লিখেছেন : ডঃ সালেহ মতিন ভাইএর সাথে একমত। ৩ নং আর ৫ নং মন্তব্য রাখতে পারেন।

পথের পাশে যত মা আর অবহেলিত শিশু ,
ঘরমুখো করবই তাদের তৌফিক দাও হে প্রভূ।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
132426
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এই তো প্রিয় বন্ধুর মত সুন্দর পরামর্শ বেরিয়ে এসেছে । আপনাকে আবার ও ধন্যবাদ । Good Luck
১২
179450
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫১
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
একজন ভাল ডাক্তার নিয়ে একদিনের জন্য ফ্রি চিকিৎসা দিতে পারেন চিকিৎসার সাথে সাথে ঔষধ গুলো কিনে দিলে ভাল হয় । এ ছাড়া এখন বছরের প্রথম দিক এই ওখানকার স্কুলে গিয়ে তাৎক্ষনিক ভাবে খোজ নিয়ে গরিব ছেলেমেয়েদের জন্য বই ও খাতা কিনে দেওয়া যায় । এ ছাড়া বর্তমানে চালের ও ডালের দাম বেশি জন প্রতি দুই-চার কেজি চাল ও এক কেজি ডাল দিতে পারেন।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৬
132430
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ প্রিয় সিকদার ভাইকে ।
ডাক্তারের বিষয়টি হলে আমাদেরকে ওখানে সময় দিতে হবে বেশী ।
দু’দিনের সফরে যাব, তাই সময় বেশী দেয়া যাবেনা। আপনার পরের পরামর্শগুলো বিবেচনায় আনা যায় । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck
১৩
179465
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার একটি পরিকল্পনা নিয়েছেন আপনারা।
সৈকতে ছোট ছোট ছেলেমেয়েগুলির জন্য ভাল কাপড় এবং শিক্ষা সামগ্রি দেয়াই মনে হয় ভাল হবে। তবে এই ব্যাপারে আগে স্থানিয় পরিচিত দের সাথে আলাপ করে নেয়া উচিত হবে যাতে অপাত্রে দান না হয়।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
134084
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমিও আপনার সাথে একমত:
আগে স্থানিয় পরিচিত দের সাথে আলাপ করে নেয়া উচিত হবে যাতে অপাত্রে দান না হয়।
১৪
179474
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অসহায় শিশুদের পড়া লিখার ব্যবস্তা করা যেতে পারে
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
134088
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক সুন্দর মতামত দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ শাহীন ভাই ।
১৫
179502
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০১
মোহাম্মদ লোকমান লিখেছেন : ডক্টর সালেহ মতিন ভাইয়ের সাথে একমত।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
134093
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমিও ডক্টর সালেহ মতীন ভাইয়ের সাথে একমত । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck
১৬
179507
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৮
নাহিদ লিখেছেন : একদিনের জন্য ভাল খাবার, পোষাক, চিকিৎসা না দিয়ে স্থায়ীভাবে উপার্জনের জন্য কিছু করা উচিত। স্বাবলম্বী হলে খাবার, পোষাকের ব্যবস্থা তারা নিজেরাই করতে পারবে।

মহানবী (সাHappy ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে কুঠার কিনে দিয়েছিলেন, যা ভিক্ষুকের কাঠ কেটে জীবিকা নির্বাহের সহায়ক হয়েছিল। সেই ভিক্ষুক পেয়েছিল অর্থনৈতিক স্বাধীনতা, তাকে আর ভিক্ষাবৃত্তি করতে হয়নি।

চীনদেশের প্রবাদে আছে - 'আপনি আমাকে একটি মাছ দিলেন, আমার একবেলা খাবারের ব্যবস্থা হলো। আপনি যদি আমাকে মাছ ধরার পদ্ধতি শিখিয়ে দেন, তাহলে আপনি আমার সারা জীবনের জন্য মাছ খাওয়ার ব্যবস্থা করলেন।'

গত বছর আমি কক্সবাজারে গিয়ে স্থানীয় রিক্সাচালক ওবায়দুল করিমের যাত্রীসেবা গ্রহণ করি। সে জানিয়েছিল, আগে সে ভাড়ায় রিক্সা চালাতো। তার উপার্জন ছিল খুবই কম। পরিবার পরিজন নিয়ে চলতে তার কষ্ট হতো। পরে এক লন্ডন প্রবাসী পর্যটক তাকে একটি রিক্সা কিনে দেন। তার বদৌলতে সে অর্থনৈতিক স্বাধীনতা পায়।

সেবার আমি ওবায়দুল করিমকে তার পারিশ্রমিক হিসেবে একটি মোবাইল ফোন কিনে দেই। সে জানিয়েছে মোবাইল ফোনটি তার জীবিকা নির্বাহে সহায়ক হয়েছে। এখন তাকে হোটেলের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করতে হয় না। যাত্রীদের কেবল মোবাইল নম্বর দিয়ে আসেন। যাত্রীরাই তাকে কল করে তাকে ডাকে। এতে তার সময় বেঁচেছে, কষ্ট লাঘব হয়েছে, উপার্জনও বেড়েছে। প্রবাসে আসার পরও সে আমাকে ফোন করে কৃতজ্ঞতা জানিয়েছে।

এতকিছু বলার উদ্দেশ্য একটাই। তাহলো, আমরা অনেকেই গরীবদের একবেলা খাবার, কাপড়, চিকিৎসা দেই। কিন্তু পরের বেলার খবর রাখিনা। এভাবে দান করে নাম কামানো যায়, কিন্তু সত্যিকারের উপকার করা হয়না। সত্যিকারের উপকার করতে হলে স্থায়ী উপার্জনের ব্যবস্থা করা উচিত।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৮
134268
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি যা করেছেন তার কোন তুলনা নেই । আপনার মত করে যদি বিত্তবানদের শতকরা দশ ভাগও এগিয়ে আসতেন আমাদের সমাজের চেহারাই পাল্টিয়ে যেত নাহিদ ভাই। আমি আশা করবো আপনার এই মন্তব্য পড়ে অনেকেই উৎসাহ হবেন । এটা নিয়ে আপনি কোন পোষ্ট না দিয়ে থাকলে অনুরোধ করবো একটি পোষ্ট দিবেন । প্রচারের জন্য নয় , মানুষকে উদ্ধুদ্ধ করার জন্য । অনেক ধন্যবাদ নাহিদ ভাই । দেরী হল বলে ক্ষমা করবেন ।
১৭
181269
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৭
জাগো মানুস জাগো লিখেছেন : oder mothe kara kara sottikar lika pora kore o korte chai...tader monthly kono help kora jai kina, jeta asholei oder kaje lagbe
or kara kaj shike kiso korte chai tader financial help diya.
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১০
134270
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার পরামর্শও অনেক সুন্দর ।
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও । আবার আসবেন ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File