‘কবিতা’কে খুঁজি...
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৪২:০৪ দুপুর
কবিতাকে খুঁজি
কবিতা, কৈ কবিতা !!!
তোমাকে নিয়ে করিতে গবেষণা
হয়েছি আমি নি:স্ব
কোথা হতে সৃষ্টি তোমার
আদি-অন্ত-উৎপত্তি
খুঁজিয়া ফিরেছি বিশ্ব।
হেডস্যার বলিতেন-
গদ্য হাটে,
পদ্য উঁড়ে আঁকাশে,
শুনিয়া সেকথা মুখখানি আমার
হয়েছিল কেমন ফ্যাকাশে।
পদ্য যে উঁড়ে তা খুঁজতে
আঁকাশে হারিয়েছি দৃষ্টি,
পাইনি পদ্য, তবে-
পেয়েছি অনেক নিত্য-নতুন সৃষ্টি।
হায়রে কবিতা….
কারো কারো মুখে তুমি খই ফোঁটাও,
পাঠকে দাও একাগ্রতা,
বোমা ফাঁটালেও আমার পেট থেকে
বের হতে চাওনা তুমি
এ তোমার কেমন রসিকতা ।
কাউকে দেখি কাধে থলে ঝুলিয়ে
কাঁশবনে খুঁজে তোমায়,
আমিও যে খুঁজি
দাওনা ঠিকানা
এসএমএস করে আমায়।
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগার ‘কবিতা’ কে বলছি
আপনি যেখানেই থাকুন না কেন অতিসত্ত্বর ব্লগে এসে হাজিরা দিবেন ।
প্রিয় ব্লগার আহমদ মুসা কে আন্তরিক ধন্যবাদ ।
তাহলেতো নতুন করে খুঁজতে হবে ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
কবিতাপু কবিতা লিখুন।
কবিতাপু হারিকেনের দুষ্টুমি দেখুন।
কবিতাপু ব্লগে আসুন।
সবাই দেখি শুধু কবিতাপুরে খুঁজে...
আমি কইলাম কি, আর আমাকে শুনায় কি !!!
ধন্যবাদ আপনাকে
কবিতা খোজেন না কবিতা নামে কাউকে খুজেন ক্লিয়ার না। জলদি ক্লিয়ার করেন নাইলে যদি ভাবি খবর পায়....
কিন্তু এতা উদাস কেন। গদ্য ভ্রমন কাহিনী লিখবেন বলে পদ্যে উদাস মনের কথা!
হ্যাঁ ভ্রমন কাহিনী একটি আপনার উৎসাহে শুরু করেছি..। আশা করি আগামী কাল নাগাদ নেটের মুখ দেখতে পারবে...
আপনাকে অনেক ধন্যবাদ সবুজ ভাই ।
জানাব বাহার ভাই,
কবিতা সেথায় বাঁধিয়াছে বাসা,
বিজ্ঞাপনে প্রয়োজন নাই৷
নিজ বোগলের নীচে রাখিয়া ছাতা বৃষ্টিতে ভিঝিতেছি আমি....
তাহা হইলে তো নতুন করিয়া অনুসন্ধান শুরু করিতে হয়...
আপনার আন্তরিক ধন্যবাদ শেখ বাড়ির পোলা ।
আপনাকে ধন্যবাদ ।
ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন