প্রিয় চট্টগ্রাম Rose Rose Rose

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২৮:৩৫ দুপুর

গতকাল একজনের মোটর সাইকেলের পিছনে বসে দেওয়ান হাট গেছি সিটিসেলের কয়েকটি মোবাইল সেট মেরামত করবো বলে ।





যাবার সময় হাতের ক্যামরার সৎ-ব্যবহার করেছি । আমাদের চট্টগ্রাম আসলেই অনেক সুন্দর । পাহাড়, নদী, সাগর কি নেই চট্টগ্রামে ? আসুন দেখি গত কালের তুলা কয়েকটি ছবি ।

গিয়েছিলাম কাজির দেউরি হয়ে স্টেডিয়ামের পশ্চিম পাশ দিয়ে রেলওয়ে হাসপাতাল হয়ে টাইগার পাস ।







চট্টগ্রামের ভাষায় দৃশ্যমান বড় বড় গাছগুলোর নাম হচ্ছে শিশুগাছ । নামে শিশু হলেও গাছগুলো কিন্তু বুড়োকে হার মানিয়েছে বয়সে । দেখতে কি দৃষ্টি নন্দন দেখুন । সত্যিই সুন্দর । শহরের মাঝে গ্রাম, তার নাম চট্টগ্রাম।







উপরে দেখা যাচ্ছে দেওয়ান হাট ওভারব্রীজ। নীচে দেখা যাচ্ছে রেল লেনের পাশে বসত গড়া ছিন্নমূল বাসীর আবাসিক কুড়ে ঘরগুলো সারিবদ্ধ ভাবে দাড়িয়ে আছে ।









বর্তমানে ঢাকায় চলতেছে আন্তর্জাতিক বানিজ্যমেলা, এর পর শুরু হবে চট্টগ্রাম । তাই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠকে প্রস্তুত করা হচ্ছে।



যারা এখনও চট্টগ্রাম দর্শন করেননি তাদেরকে প্রিয় চট্টগ্রাম ঘুরে যাবার আমন্ত্রন জানাচ্ছি........

বিষয়: বিবিধ

১৮৯২ বার পঠিত, ৭০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172870
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩০
প্রিন্সিপাল লিখেছেন : আমন্ত্র গ্রহণীয়।
তবে গিয়ে থাকব কোথায়?
হোটেলে?
অনেক খরচের ব্যাপার।
যদি নিমন্ত্রণ করতেন, তবে এক ঢিলে দুই পাখি।

অনেক ধন্যবাদ।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪১
126453
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বিশ্বাস করবেন কিনা জানিনা । আমি যখন ছোটবেলায় আমার বাবার সাথে প্রথম চট্টগ্রাম শহরে এসেছিলাম তখন সারাদিন কিছুই খাইনি, কেন জানেন ? আমার মোটেই ক্ষিদে লাগেনি বলে ।
এত বড় বড় শিশুগাছ থাকতে.... তা দেখলেই মন জুড়াই যাবে ।
মেহমান দারীতে অবশ্য এ্রখনও চট্টগ্রাম বাসী এগিয়ে আছে বলেই আমার বিশ্বাস ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫০
126454
ইমরান ভাই লিখেছেন : @প্রিন্সিপাল ভাই, আমি গিয়েছিলাম। লোকাল বাসে উঠে ভারা দেবার সময় কন্ট্র্রাকটরের কথা বুঝিনা কি যে এক সমস্যায় পরছিলাম। Crying Crying Crying
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫২
126455
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সমস্যা নেই কেউ চট্টগ্রামের ভাষা না বুঝলে দো-ভাষীর ব্যবস্থা করা যাবে । ৥ইমরান ভাই ।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৫
126494
হতভাগা লিখেছেন : গাছও শিশু , মানুষটাও শিশু - ফলে জমেছিল বেশ ।এজন্যই মনে হয় ক্ষিদে টের পান নি।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
126568
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এসে পড়েন। ট্যুরিষ্ট ও মেজবানের সিজন প্রায়ই শেষ হলো বলে।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
126610
প্রিন্সিপাল লিখেছেন : মেহমান দারীতে অবশ্য এ্রখনও চট্টগ্রাম বাসী এগিয়ে আছে বলেই আমার বিশ্বাস ।


আপনাদের মেহমানদারীতার কথা অনেকের মুখে শুনেছি।
অনেক ধন্যবাদ।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৭
126847
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এসে পড়েন। ট্যুরিষ্ট ও মেজবানের সিজন প্রায়ই শেষ হলো বলে।
<:-P <:-P <:-P
172884
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০২
ডক্টর সালেহ মতীন লিখেছেন : পাহাড় ঘেরা চট্টগ্রামের প্রতি আমার এমনিতেই দুর্বার আকর্ষণ, তদুপরি অাপনি যে লোভণীয় পোস্ট দিলেন তাতে সেখানে বেড়াতে যাবার পরিকল্পনা বেশি বিলম্বিত করা বোধ হয় সম্ভব হবে না। ধন্যবাদ বাহার ভাই পোস্টের জন্য।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
126462
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার অপেক্ষায় চট্টগ্রাম অধীর আগ্রহে অপেক্ষা করছে...
আশা করছি নিকটতম ভবিষ্যতে আপনাকে পাচ্ছি
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য প্রিয় ডক্টর সালেহ মতীন ভাই ।
172888
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
126463
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে ও আন্তরিক ধন্যবাদ ।Good Luck
172894
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শখের ফটোগ্রাফার হলেও আপনার ছবিগুলো প্রফেশনালদের মতোই।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫০
126470
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওহিদ ভাই সবগুলো ছবি তুলেছি চলন্ত মোটর সাইকেল থেকে, কৃতিত্ব সব ক্যামরার, আমি ফাকা । (সাইবার সট ক্যামরা)
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
126473
ডক্টর সালেহ মতীন লিখেছেন : চলন্ত মোটর সাইকেল থেকে তোলা তারপরও এত নিখুঁত ছবি ! তাহলে তো ওহিদুল ভাইয়ের মন্তব্যের সাথে আরেকটু যোগ না করলে বাহার ভাইয়ের কৃতিত্বের প্রতি কিঞ্চিৎ অবিচার করা হবে, তা হলো ‘আপনার ছবিগুলো অভিজ্ঞ প্রফেশনালদের মতোই ‘ ধন্যবাদ দুজনকেই
172895
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৩
বিন হারুন লিখেছেন : চেনা জায়গাগুলো বাস্তবে দেখেছি অনেক দিন হয়ে গেল, তাই ছবিতে দেখে ভালই লেগেছে.
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৫
126472
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল ।Good Luck
172901
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৪
সিকদারর লিখেছেন : আমার জন্ম চাঁটগাঁয় বড় হয়েছি এখানে । ছোটকালে আমরা কয়েকজন বন্ধু প্রায় স্কুল হতে পালিয়ে সি আর বির পাহাড়ে চলে আসতাম । সকাল থেকে বিকাল পর্যন্ত পাহাড়ের ঢালে ঢালে ঘুরতাম আর গাছ হতে ফলফলাদি পেড়ে খেতাম । তখন কয়েকটা বড় তেতুঁল গাছ ছিল। প্রচুর তেতুঁল পেড়ে বাসায় নিয়ে যেতাম।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৯
126478
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমার মনে হয় তখন এই বুড়া বয়সের শিশুগাছ গুলো বাস্তবিকই শিশু ছিল । নাকি তখনও এরকমই ছিল ?
সুন্দর অভিজ্ঞতা সমৃদ্ধ মন্তব্যের জন্য আন্তারিক ধন্যবাদ ।Good Luck
172914
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪২
আহমদ মুসা লিখেছেন : বুঝাই যাচ্ছে আমাদের সকলের প্রিয় বাহার ভাইয়ের ক্যামেরা কথা বলতে জানে। এ যেন বাহার ভাইয়ের চেয়েও তার ক্যামেরার ভাষা আরো সুন্দর আরো মেসিউরড।
ধন্যবাদ চট্টগ্রামের স্বচিত্র অবস্থা তুলে ধরার জন্য।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৬
126483
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর ও উৎসাহ মূলক মন্তব্যের জন্য প্রিয় আহমদ মুসা ভাইকে আন্তরিক ধন্যবাদ ।
আসলে সাইবার সট ক্যামরার গুনই হচ্ছে চলন্ত গাড়ি থেকে ছবি তুললেও তা পরিস্কার আসবে ।
আপনাকে আবারও ধন্যবাদ ।Good Luck
172915
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৪
রাইয়ান লিখেছেন : রূপসী চট্টগ্রাম .... ছবিগুলো দেখতে দেখতে যেন বাংলাদেশেরই ঘ্রাণ পাচ্ছিলাম , এভাবে ক্যামেরা হাতেই থাকুক ... ছবিগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৯
126484
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রবাসীরা দেশের জীবন্ত ছবি দেখা মানে পান্তাভাতে আলু ভর্তার মত অবস্থা ।
হ্যাঁ আমার মায়ের আঁচলের গন্ধ আমিও পাই প্রিয় চট্টগ্রাম থেকে । তাইতো মনে হয় যেন মায়ের কোলেই আছি ।
ক্যামরা সব সময় হাতেই থাকবে ইনশাআল্লাহ ।
দোয়া করবেন ।Praying
172925
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১২
বাকপ্রবাস লিখেছেন : প্রতিদিন কলেজ যেতে সিনারিগুলো দেখতাম
উদাস মনে সিটে বসে কিংবা ঝুলে ভাবতাম
ভাবতে ভাবতে ভাবনা আমার একটু গুলে ফেলতাম
অবশেষ কলেজ এলে বাস ছেড়ে আসতাম
কলেজ গিয়ে সিটে বসে আবার সেই ভাবনা
শুধু শুধু ভাড়া লস টিচার ক্লাশ নেইনা
হয়তো মিরু বলতো এসে কিসের এতো ভাবনা
বলতে পারো আমায় খুলে যদি ভাব পর না
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৬
126490
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কোন কবি মানুষ এই দৃশ্য দেখে ভাবুক রাজ্যে ভ্রমণ না করে যেতে পারবেনা । আপনি এর ব্যতিক্রম ছিলেন না বুঝাই যাচ্ছে ।
প্রিয় বাকপ্রবাস ভাইকে আন্তরিক ধন্যবাদ Good Luck
১০
172929
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৫
মু নূরনবী লিখেছেন : বদ্দা ছবি দেখাইলে হবে?

দাওয়াত টাওয়াত দ্যান!
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
126493
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : যারা এখনও চট্টগ্রাম দর্শন করেননি তাদেরকে প্রিয় চট্টগ্রাম ঘুরে যাবার আমন্ত্রন জানাচ্ছি........
আপনাকে ডাবল দাওয়াত । তার আগে কৈপিয়ত দেন ২৩ দিন কোথায় ছিলেন ?
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
126572
সিটিজি৪বিডি লিখেছেন : চট্টগ্রাম থেকে বিয়ে করলে ফ্রি তে সব কিছু ঘুরে দেখাব।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
126578
মু নূরনবী লিখেছেন : জামাল ভাই.....Love Struck
১১
172931
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৫
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর দৃশ্য বন্দর নগরী চট্টগ্রামের। আরও উপভোগ্য। ভাল প্রাণ জুড়িয়ে গেল। ধন্যবাদ।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
126486
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : শহরের মাঝে গ্রাম, তার নাম চট্টগ্রাম।Good Luck
১২
172950
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৯
হতভাগা লিখেছেন : খুবই ভাল পোস্ট দিয়েছেন । চট্টগ্রাম আমারও খুব ভাল লাগে ।

কিন্তু ...

আফসোস লাগে যে, সবচেয়ে সম্ভাবনাময় বিভাগ হয়েও চট্টগ্রাম সেরকম ভাবে ফোকাসড হয় নি ।

প্রাকৃতিক দৃশ্যে চট্টগ্রাম সবার সেরাই হবে ।

চট্টগ্রামে ঢাকার চেয়ে কম পয়সাওয়ালা নেই ।

কিন্তু চট্টগ্রামে সবচেয়ে যে জিনিসটার বড় অভাব তা হলো , চট্টগ্রামে ঢাকার মত কোন Square / LabAid / United / Apollo Hospitals নেই । ফলে বড় কোন অসুখের জন্য তাদেরকে ঢাকাতে দৌড়াতেই হয় ।

বিদেশীদের কাছে কিন্তু চট্টগ্রাম ঢাকার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ ।

আপনাদের (চাটগাঁইয়াদের) অবশ্যই এবং অবশ্যই এ দিকটাতে নজর দিতে হবে আপনাদের নিজেদের পেরেশানী কমাবার জন্য ।

''যাবার সময় হাতের ক্যামরার সৎ-ব্যবহার করেছি ''

০ আপনি আপনার ক্যামেরার সৎ ও সদ্ব-ব্যবহার উভয়ই করেছেন ।

০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪২
126835
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রথমেই আপনার দীর্ঘ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি...
বুঝতে পারছি আপনি আমাদের চট্টগ্রামের একজন শুভাকাংখি।
আসলে রাজনৈতিক দলগুলো চট্টগ্রামকে শুধু রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। চট্টগ্রামকে বানিজ্যিক রাজধানী বলা হলেও চট্টগ্রামে সেরকম কিছুই করা হয়নি।
চট্টগ্রামের মন্ত্রী সব সরকারের আমলেই থাকে কিন্তু তারা শুধু নিজেদের আখের গোছায়...
যতদুর জানি Apollo Hospitals চট্টগ্রামে প্লট এবং অনুমোদন পেয়ে গেছে... আশা করি অন্যগুলোও আসবে ।
চট্টগ্রাম হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি।
শহরের ভিতর পাহাড়,নদী,সাগর,গ্রাম-তার নাম চট্টগ্রাম।
আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।Good Luck Good Luck
১৩
172952
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৪
হাবিবুল্লাহ লিখেছেন : আমাদের চট্টগ্রাম খুব সুন্দর। অনেক ধন্যবাদ বাহার ভাইকে।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
126837
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : শহরের ভিতর পাহাড়,নদী,সাগর,গ্রাম-
তার নাম চট্টগ্রাম।
আপনাকেও ধন্যবাদ হাবিবুল্লাহ ভাই।Good Luck
১৪
172953
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৯
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ। ইস কতদিন পর আবার চট্রগ্রাম দেখা হল। বিশেষ করে টাইগার পাস হতে রেলওয়ের দিকে বড় বড় আকাশ ছোঁয়া গাছ গুলো যে কি ভালো লাগে। আচ্ছা টাইগার পাসের টাইগার গুলো বাদ দিলেন যে? ওরা কি মানুষের উপর বিরক্ত হয়ে বনে চলে গেছে ? ওই জায়গাটা ক্রস করার সময় আমার বাচ্চারা কত যে প্রশ্ন করে।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫০
126839
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বাঘগুলো লালখান বাজার, জিইসি, ২নং গেইট, অক্সিজেন- ঐ সাইডটা পাহারা দিচ্ছে...
আমি ঐ দিক দিয়ে যাইনি, আমি গেছি রেলওয়ে হাসপাতাল হয়ে, এদিকে বাঘ ছিলনা ।
যে মোটর সাইকেল চালাচ্ছিল, আরএফএল কোম্পানীর একজন এসআর, তিনি জানেনও না আমি ছবি তুলতেছি ।
দাড়িয়ে তুললে মনে হচ্ছে আরো অনেক সুন্দর হতো....
আপনাকে ধন্যবাদ ।Good Luck
১৫
172960
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : বাহার ভাইদের চট্টগ্রামে যাবার ইচ্ছা আছে। অনেক সুন্দর ছবি গুলা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ বাহার ভাইকে।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩২
126516
বাকপ্রবাস লিখেছেন : চলেন নেক্সট ছুটিতে একসাথে দেশে যায়, চট্টগ্রাম ঘুরে যাবেন
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
126571
সিটিজি৪বিডি লিখেছেন : চলেন আমি ও যাব।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫২
126843
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এতগুলো ভাই একসাথে পেলে আমি তো রাজা হয়ে যাবো...
জমবে ভালো, সবাই চলে আসুন ।<:-P <:-P <:-P
১৬
172967
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার ছবিগুলোর জন্য অনেক ধন্যবাদ Rose Rose Rose
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
126844
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সবাই সুন্দরের পুজারী, বুঝা যাচ্ছে আপনি এর ব্যতিক্রম নয়...
আপনাকে আন্তরিক ধন্যবাদ।Good Luck
১৭
172982
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫১
মোহাম্মদ লোকমান লিখেছেন : দেশের জন্য প্রাণটা আনচান করছে চট্টগ্রামের ছবিগুলো দেখে। খুব ভালো লাগলো।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
126846
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : দেশের জন্য আপনার মনটা তো আনচান করবেই, কারন আপনি দেশ থেকে গেছেন ইতিমধ্যে ২মাসের মত হয়ে যাচ্ছে....
আপনি তো দেশ ছেড়ে বেশী দিন বাইরে থাকতে পারেন না।
আপনারা ঘন ঘন না আসলে ইয়ারপোর্টগুলো টেক্স পাবে ক্যামনে ?
দেশের অর্থনীতি যে গুল্লায় উঠবো ।
আপনাকে অনেক ধন্যবাদ ।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৪
126927
সিটিজি৪বিডি লিখেছেন : বাহার ভাই ঠিক কথা বলেছেন...আপনি বেশী দিন দুবাই তে থাকতে পারেন না..........হাহাহা
১৮
173000
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার বাসার পাশে আসলেন জানতে পারলামনা!
চট্রগাম এর শহরটাই কত সুন্দর তা আমরা বুঝিনা। শত কোটি টাকার হাতির ঝিল নিয়ে যা প্রচারনা চট্টগ্রামে টাইগার পাস অনেক সুন্দর। কিন্তু নিরাপত্তা ও অন্যান্য কারনে তা সাধরন মানুষের কাছ থেকে দুরে। ষ্টেডিয়াম থেকে বিআরটিসি পর্যন্ত রাস্তাটিকে কেন্দ্র করে পরিবেশ বান্ধব একটি চমৎকার পার্ক হতে পারে। কিন্তু এই জায়গার মালিক রেলওয়ে,সশস্ত্রবাহিনী এবং পুলিশ এর অনেক অংশকেই সাধারন মানুষের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। অথচ চট্টগ্রাম শহরে পার্ক এর অভাব।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৬
126853
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : রেলওয়ে হাসপাতাল থেকে বিভিন্নমুখী রাস্তাগুলোর সমন্বয়ে যে গোল চত্ত্বর এর সৃষ্টি হয়েছে তাতে মাষ্টারপ্ল্যান করে যদি রাস্তার দুই পাশে স্কাই-রেলিং ব্রীজ করা হয় যাতে শুধু পর্যটকরা হেটেই বিনোদন নিবেন, আমার মনে হয় হাতিরঝিলকে হারমানাবে।
মাত্র ১ কিলোমিটার জায়গা যদি এতসুন্দর হয় তাহলে পুরো চট্টগ্রাম এর সৌন্দর্য এর চেয়ে শতগুন বেশী।
আপনাকে ধন্যবাদ ।Good Luck
১৯
173007
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
সিটিজি৪বিডি লিখেছেন : ছবি দেখেই কাঁদতাছি রে বড় ভাই....আমি কেন পড়ে আছি দুবাই......চলা সবাই চাটগা যাই.......বাহার ভাইয়ের বাসায় দাওয়াত খায়............
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৭
126858
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি ভাবছি আপনি দেশে আসলে সবাই কি আমার বাসায় যেতে চাইবে ? আমি নিজেও তো আপনার বাসায় যাবার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে আছি।Waiting Waiting
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৫
126928
সিটিজি৪বিডি লিখেছেন : আমি আপনাকে কতবার বলেছি আমার বাসায় যাবার জন্য...............জারিফা আপনার অপেক্ষায় বসে আছে.........আর কিছু দিন পরে গেলে আপনার লাভ হবে........অনেক গুলো দরজা লাগবে...
২০
173169
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৪২
জবলুল হক লিখেছেন : ছবিগুলো দারুন হয়েছে। অনেক ভালো লাগ্লো দেখে।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৯
126859
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।Good Luck
২১
173188
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৩৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এটা আমার অন্যতম প্রিয় সড়ক, হাফিজ সাহেব প্রায়ই প্রয়োজন না হলেও এই পথ দিয়ে যেতেন কেবল আমার পছন্দের রাস্তা বলে। ছবিগুলো শেয়ার করে অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন। ধন্যবাদ ভাই Rose Rose
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৮
126952
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হাফিজ ভাই আর ভতিজাগুলানকে নিয়ে ঘুরে যান দেশ থেকে ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।Good Luck
২২
173235
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : টুডে ব্লগের মডারেশান টিম এত বেরসিক কেন বুঝলাম না । এত ব্লগারের যখন পোষ্টটি পছন্দ হল তখন বাকি ব্লগারদেরকেও ক’টা দিন দেখার সুযোগ করে দিতে পারতেন ইচ্ছা করলে ।
আসলে চট্টগ্রামকে সবাই সতিনের চোঁখে দেখে...
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪০
126872
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১০০% ঠিক কথা।
মাঝেমাঝে মনে হয় চট্টগ্রাম স্বাধিন করার আন্দোলন শুরু করি।
২৩
173369
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৮
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
আমি ছিলাম চট্টগ্রামে বেশ কিছুদিন!
সঙ্গীদের নিয়ে বেড়াতে ভালো লাগে বেশী!
Happy Good Luck Angel Rose
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৯
126954
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আবার এসে ঘুরে যান চট্টগ্রাম । এখন আরো ভাল লাগবে।
আপনাকে ধন্যবাদ ।Good Luck
২৪
173377
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
জোবাইর চৌধুরী লিখেছেন : অনেকদিন পর আপনার পোষ্ট তাও আবার আমার প্রিয় চট্টগ্রামকে নিয়ে,প্রানটা ভরিয়ে দিলেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
126955
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর ও উৎসাহমূলক মন্তব্যের জন্য প্রিয় জোবাইর চৌধুরী ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি..Good Luck Good Luck
২৫
174315
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
egypt12 লিখেছেন : চট্টগ্রামের তুলনা নেই কিন্তু ঢাকায় আসলে মুহূর্তেই একঘেয়ে লাগা শুরু হয়।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০০
129051
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক বলেছেন, প্রয়োজনের তাগিদে ঢাকায় যেতে হয় কিন্তু জ্যামটা বেশ বিরক্তিকর বটে । আপনাকে ধন্যবাদ ।
২৬
175299
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
129052
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ ।Good Luck
২৭
175409
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকি। কিন্তু চট্টগ্রাম আমার সবচেয়ে প্রিয় শহর, অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রিয় চট্টগ্রামকে নিয়ে।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৩
129053
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার বাড়ি থেকে ঢাকার চেয়ে চট্টগ্রাম কাছে । তবুও আপনি ঢাকাতেই থাকেন । সমস্যা নেই মাঝে-সাঝে আমাদেরকে দেখে গেলে খুশি হতাম আরকি....
চট্টগ্রাম আপনার প্রিয় শহর জেনে ভাল লাগল ।
অনেক ধন্যবাদ প্রিয় ওহিদ ভাই ।Good Luck Good Luck Good Luck
২৮
177963
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : বাহার ভাইরতো দেখছি অনেক বয়স হয়েছে-
যাক ব্লগের অভিবাক হিসাবে সাথে থাকবেন আশা করি।
আমার বয়স বিশ, আপনার বয়স বোধ হয় চল্লিশ? স্বাগতম
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
132018
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনারা তরুনরা এগিয়ে আসুন সেটাই কামনা করছি.. ফ্লাটফর্ম আমরা তৈরী করে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ । Good Luck
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২০
132155
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ধনন্যবাদ-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File