বাংলাদেশের বর্তমান অফিস সময়-সূচী কতটুকু যুক্তসংগত ?

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৯ জানুয়ারি, ২০১৪, ০৫:১০:২৪ বিকাল

বাংলাদেশের বর্তমান অফিস সময়-সূচী কতটুকু যুক্তসংগত ?

আমার মনে হয় সকাল দশটায় অফিস সময়-সূচী হওয়াতে বাংলাদেশের মানুষ অনেকটা পশ্চাদমূখী হয়ে পড়েছে।

ধরুন আমি অফিসে যাবার আগে ব্যাংকে একটি জরুরী বিলের টাকা জমা দিব।

দশটার আগে ব্যাংকে ঢুকতে পারবনা বিধায় আমাকে সাড়ে ন টা পর্যন্ত বাসাতেই অলস সময় কাটাতে হচ্ছে।

আর ব্যাংকে টাকা জমা করে অফিসে পৌছতে এগারটা বেজে যাচ্ছে। অতচ পাবলিক সেক্টরে সকাল ন টার পরেই অফিসে বা দোকানে পৌছা উচিত।

সেদিন অফিসে যাবার আগে ব্যাংকে গেছি ক্রেডিট কার্ডের টাকা জমা দিতে । ১০টা ১২ মিনিটেও ক্যাশিয়ার টাকা জমা নিতে পারছেন না। কারন উনার কম্পিউটার টাকা জমা নেওয়ার জন্য তখন ও প্রস্তুত হয়নি।

দশটার পরে যিনি ব্যাংকে ঢুকেছেন তার কম্পিউটার এত তাড়াতাড়ি প্রস্তুত হয় কেমনে !!!

তারমানে দশটা বাজেও অনেকে ঠিক সময়ে অফিসে হাজির হতে পারছেন না।

বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটি দেশ।

ক’দিন আগে অনলাইন নিউজ মিডিয়ায় দেখলাম কোন একজন মন্ত্রী উনার মন্ত্রণালয়ে শুধু চা-বিস্কিট দিয়ে মেহমান আপ্যায়নের জন্য হুকুম দিয়েছেন। রাষ্ট্রের কোষাগারে পর্যাপ্ত টাকা নেই বলেই এই মিতব্যয়িতার ঘোষণা।

যদিও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয় তবুও নিয়মিত কোন কাজ কিন্তু থেমে থাকছে না।

আমি উদ্বেগের সাথে যেটা লক্ষ্য করছি তা হচ্ছে সরকারী এই সময়-সূচী পাবলিক সেক্টরে এসে প্রভাব ফেলছে।

বেসরকারী অফিস বা দোকানের কর্মচারীরা দশটার আগে দোকানে আসতে চাচ্ছে না।

আগে যেখানে আটটা সাড়ে আটটায় দোকান খোলা হত সেখানে সাড়ে ন টা দশটায় ও কর্মচারী দোকানে আসছে না।

মালিক এসে দোকান খুলে ছাপছোপ করার পর কর্মচারী আসছে।

অর্থাৎ মালিক হয়ে গেছেন কর্মচারী আর কর্মচারী হয়ে গেছেন মালিক।

আমার মনে হয় এই বিষয়গুলো এখনই মাথায় না আনলে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আমার যেটা মনে হয় তা হচ্ছে- অফিস সময়-সূচী আগের মত সকাল ন টা থেকে শুরু করা।

আগে ছিল ৯টা ৩টা

বর্তমানে সেটা ১০টা ৪টা

আমার প্রস্তাব ৯টা ৪টা।

অতিরিক্ত ১ঘন্টার জন্য যথা উপযুক্ত প্রাপ্ত হিস্যার ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশের মত উন্নয়ণশীল দেশে সকাল দশটা বাজে অফিস শুরু করাটা আমার কাছে বিলাসীতা বলে মনে হয়।

এটা অবশ্য আমার মত । আমার সাথে যে কেউ দ্বীমত পোষণ করতেই পারেন।

আমার ধারণা হচ্ছে ১ কর্মঘন্টা বাড়লে দেশের সামগ্রীক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কিছুটা হলেও ভূমিকা রাখবে।

আশা করি নীতি-নির্ধারক মহল বিষয়টি নিয়ে পজেটিভলি চিন্তা করবেন।

আর জাগ্রত বিবেকের উত্তর সূরীরা যার যার মতামত ব্যক্ত করবেন ।

বিষয়: বিবিধ

১৪৮৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164427
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
সিটিজি৪বিডি লিখেছেন : সরকার আসে সরকার যায়
আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না।
দেশে এখন এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিন কোটি কোটি টাকার মালামাল বিদেশ থেকে বিনা ট্যাক্সে দেশে প্রবেশ করছে। বর্তমানে এয়ারপোট চোরাকারবারীদের দখলে....
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
118649
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভালই তো হলো, বেশী বেশী বিদেশী মালামাল বিনা ট্যাক্সে এনে ব্যবসা করতে পারবেন ।
164430
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
আবু জারীর লিখেছেন : আমি যখন পাব্লিক সেক্টর কর্মচারী তখন অনুরোধ করব যাতে পাব্লিক সেক্টরের মালিকরাও সরকারী নিয়ম ফলো করে আর বেতন ভাতা আর সুযোগ সুবিধা যেন সকারের চেয়ে বাড়িয়ে দেয়।

নিজে প্রতিষ্ঠান দাড় করতে পারলে ইনশা'আল্লাহ সেই ভাবেই চেষ্টা করব।
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
118652
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সরকারী নিয়ম নেমে চললে খেটে খাওয়া মানুষগুলো ভাতে মরবে ।
সকাল আটটা থেকে যে লোক কামলা খাটতে যাচ্ছে, তাকে কাজ দেওয়ার জন্য মালিককে সওদা করতে হচ্ছে, সঠিক সময়ে সে জিনিসের যোগান না পেলে মালিককে কাজের হিসাব বুঝিয়ে দিতে পারবে না । বর্তমানে বাংলাদেশে ব্যবসায়ির চেয়ে চাকরিজীবিরা অনেক সুখে আছে....
164438
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। আপনার কথার সাথে আমিও একমত পোষণ করছি।
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২২
118679
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমার দেয়া সময়-সূচী মতে আপনার কোন সমস্যা হবে না ?
164456
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
ভিশু লিখেছেন : ভেবে দেখার বিষয়!
Chatterbox Waiting
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
118682
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভেবে দেখুন এবং দেশের জন্য কল্যাণকর সুত্র বের করে আনুন ।Good Luck
164489
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তথাকথিত ঘড়ির কাঁটা এগিয়ে দেয়ার পর থেকেই এই অব্যবস্থার সৃস্টি। বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যাদের ওয়ার্কিং সময় ৮টা সাড়ে আটটা থেকে পাঁচটা পর্যন্ত। যদিও বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে রাত সাতটা-আটটার আগে কর্মচারিরা অফিস ত্যাগ করতে পারেনা। তবে মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানগুলি সাধারন সাড়েপাঁচটার মধ্যেই অফিস বন্ধ করে। এখন ব্যাংকিং টাইম দশটা হওয়ার কারনে অনেক অফিসেই অতিরিক্ত সময় সন্ধার পর কাজ করতে হচ্ছে। সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে সাপ্তাহিক ছুটি দুই দিন হলে ভাল হয়। দৈনিক দশ -বারো ঘন্টা পরিশ্রম মানুষ করতে পারে। কিন্তু আমাদের দেশের পরিবেশ অনুযায়ি দুই দিন ছুটি থাকলে কর্মশক্তি বৃদ্ধি পাবে। যদিও বেসিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান মালিক এই বিষয়টি বুঝেননা। তার সপ্তাহে সাতদিন কাজ করিয়ে যে ফল পান বৈদেশিক প্রতিষ্ঠানগুলি পাচদিনেই কর্মচারিদের থেকে তার বেশি কাজ নিতে পারে।
164554
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩২
হতভাগা লিখেছেন : আমার মতে এটা হওয়া উচিত সকাল সাড়ে সাতটা হতে বিকেল সাড়ে তিন টা বা চারটা পর্যন্ত ।

এতে আলসেমী কমে আসবে ।

সকাল সকাল উঠে সঠিক সময়ে নামাজ পড়ে কাজে বের হতে পারবে ।

স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের সাথে টাইমিং এর ভাল সেট আপ হবে ।

সন্ধ্যার আগেই বাসায় ফিরতে পারবে , ফলে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারবে ।

পরিবারের বিভিন্ন সমস্যা শুনতে এবং তা সমাধানের জন্য সময় বের করতে পারবে ।

ছেলে মেয়ের খোঁজ খবর রাখার সময় পাওয়া যাবে এবং তারা ঠিক ভাবে চলছে কি না তা বোঝা যাবে ।

রাতে কোন দাওয়াত থাকলে তা এটেন্ড করা যাবে সহজেই । ফলে সামাজিক যোগাযোগ ভালভাবে বজায় থাকবে ।

পরের দিন আবার অফিসে যাবার জন্য সকাল সকাল উঠার জন্য সে ঘুমাতে বেশী রাত করবে না । ঘুম ভাল হলে তার দিনটাও ভাল ভাবে শুরু হবে ।

Early to bed and early to rise makes a man healthy , wealthy and wise .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File