আল্লাহর সাহায্য আসবে..... যদি আমরা চাইতে জানি

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪৮:৩৭ দুপুর

(একটি আসমানী মেসেজ পরিবেশনা)

সূরা ফাতেহার ৪নং আয়াতে বলা হয়েছে ‘‘আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি’’ ।



মুসলমানেরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ, ওয়াজিব এবং সুন্নাতে মুয়াক্কাদায় প্রতিদিন ৩২বার সূরা ফাতেহা পাঠ করে। এটা দৈনিক প্রতিজনের পাঠকৃত সূরা ফাতিহার সর্বনিম্ন সংখ্যা।

তাহলে আমরা কমপক্ষে আল্লাহর সামনে পবিত্র শরীর-মন, আর পবিত্র জায়গায় দাঁড়িয়ে বিনয়ের সহিত আল্লাহর ক্বাবাকে সামনে নিয়ে -

-যেখানে অন্য কোন মধ্যস্থতাকারী নেই,

-যেখানে কেবলই আল্লাহ এবং আমি,

এমতাবস্থায় আমি আল্লাহর কাছে হাজিরা দিয়ে বলছি- হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই নিকটি সাহায্য প্রার্থনা করি।

আলোচ্য আয়াতের শেষাংশের আলোকে আমি নিজেকে বুঝাবার জন্য সামান্য বিশ্লেষন করব, যদি আল্লাহ তৌফিক দেন।

‘‘আমরা শুধুমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি।’’

সূরা ফাতিহার ৪নং আয়াতের মাধ্যমে দৈনিক সর্বনিম্ন সংখ্যা ৩২বার হলে সপ্তাহে ২২৪বার, মাসে ৯৬০বার এবং বছরে ১১৬৮০বার আমরা আল্লাহকে বলছি- ‘‘আমরা শুধুমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি।’’

এই যে কথাটি দৈনিক ৩২বার আল্লাহকে বলছি সেটা কি আমাদের উপলদ্ধিতে আছে ?

দিনে রাতে ২৪ঘন্টার মধ্যে ঘুমের জন্য ৮ঘন্টা বাদ দিলে জাগ্রত অবস্থায় বাকী ১৬ ঘন্টায় ৩২বার হলে গড়ে প্রতি ৩০মিনিটে একবার আমরা আল্লাহকে বলছি- ‘‘আমরা শুধুমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি।’’

অনেকে বোগলের নীচে ছাতা রেখে বৃষ্টিতে ভিজেন শুধুমাত্র ছাতার কথা উপলদ্ধিতে না থাকার কারনে।

আমরা আল্লাহর কাছে কৃত ওয়াদা ভূলে গিয়ে মানুষেরই শরনাপন্ন হচ্ছি বার বার, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কেন ? সাহায্য পাওয়ার ব্যপারে আল্লারই সৃষ্টি অন্য মানুষের কাছে ধর্ণা দিচ্ছি ।

আমার মনে হয় কোরআনকে বুঝে না পড়ার কারনেই এমনটি হচ্ছে।

আমরা আল্লাহর কাছে পূতপবিত্র অবস্থায় যা বলছি তা প্রথমে আমাদেরকে বুঝতে হবে, প্রয়োজনে মাতৃভাষায় তা অধ্যয়ন করে হলেও বুঝতে হবে, তারপর উপলদ্ধি করতে হবে। অত:পর আল্লাহকে হাজির নাজির জেনে সেই উপলদ্ধিকে সম্মান দেখাতে হবে।

দৈনন্দিন বাস্তব কর্ম জীবনে আল্লাহর কাছে কৃত ওয়াদা আমাদের স্মরনে বর্তমান রাখতে হবে।

আমরা যদি সেই ওয়াদাকে সম্মান করি, মেনে চলি তাহলে আমাদের কাছে আল্লাহর সাহায্য আসবেই।

বিষয়: বিবিধ

২৪৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File