হ্যাকারের খপ্পরে ‘এসবি ব্লগ’....আশু সমাধান কাম্য

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০৫:৫৪ দুপুর

গতরাত ঠিক কয়টা থেকে এববি ব্লগ হ্যাকারের কু-নজরে পড়েছে আমি জানিনা । আজকে সকালেই বিষয়টি বুঝতে পেরেছি । প্রথমে মনে করেছিলাম সরকার হস্তক্ষেপ করেছে । এখন মনে হচ্ছে আকামটি ঘঠিয়েছে কোন হ্যাকার গ্রুপ । কেন ঘঠিয়েছে তা আগে কোন ইঙ্গিত মনে হয় ছিল না । সোনা ব্লগের মডুরা বেশ কিছু দিন থেকে অনেকটা সরকারের পক্ষ নিয়েই ব্লগ চালাচ্ছিলেন। অনেক জামাত শিবিরের সমর্থক ব্লগারকে ব্যান করা হয়েছিল ।

এদিকে ব্লগার ‘থাবা বাবা’ কে গতরাত কে বা কারা হত্যা করেছে।

যে কোন আইন বহির্ভূত হত্যাই সমর্থন যোগ্য নয় । আমি ব্লগার হত্যার প্রতিবাদ জানাচ্ছি ।

যদিও উক্ত ব্লগারের পোষ্টগুলো একজন মুসলমানের জন্য খুবই আপত্তিকর ছিল । সে নাকি শাহবাগের আন্দোলন কারী । আল্লাহ এবং আল্লাহর প্রিয় রাসূল কে যে নিকৃষ্ট ভাষায় গালাগালি করে যা কোন মানুষের ভাষা হতে পারেনা সে নাকি শাহবাগের আন্দোলন কারী, বাহ: আওয়ামীলীগ বাহ: ।

এ জাতীয় কতগুলো কমেন্ট নিয়ে এসবি ব্লগের সুপার মেগা পোষ্ট ছিল মেজর রাহাতের পোষ্টটি ।

সেখানের কমেন্টগুলো না পড়লে বুঝাই যাবেনা একজন ব্লগার কত নীচে নামতে পারে । অতচ এরাই শাহবাগের ডাক দিয়েছিল । আওয়ামিলীগ সরকার এদেরকে প্রশ্রয় ও শেল্টার দিয়ে যাচ্ছে ।

যাই হোক আমরা আশা করবো খুব তাড়াতাড়ী এসবি ব্লগ হ্যাক্ড মুক্ত হবে । আবার সবাই মুক্ত মনে ব্লগিং করতে পারবে ।

উক্ত ব্লগে অনেক ব্লগারের সৃষ্টিশীল কষ্টের লেখা আছে যা আলাদা ভাবে সংরক্ষিত নেই । সবাইকে ধন্যবাদ ।

বিষয়: বিবিধ

১৩২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File