পর্যটন কেন্দ্র পতেঙ্গা বীচে শীপকাটা শিল্প পরিবেশের বিপর্যয় ডেকে আনবে

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৬ নভেম্বর, ২০১৩, ০১:০৮:২৩ দুপুর

রীতিমত অবাক হওয়ার মত ব্যাপার ।

চট্টগ্রাম সমুদ্রবন্দরের পাশেই বিশাল সমুদ্র সৈকত যা মহান আল্লাহর এক অপূর্ব নিয়ামতই বলা চলে।



ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জাহাজ কাটাকাটি



১৮নং বীচ বা পতেঙ্গা বীচ পর্যটকদের এক আকর্ষনীয় ভ্রমণ স্পট । যারা কক্সবাজারের মত দুরবর্তী স্থানে ভ্রমণ করা সম্ভব হয়না তারা এখানেই বিনোদন নিয়ে থাকেন ।



কিন্তু সম্প্রতি একটি মহল এই সমুদ্র সৈকতের খুব নিকটেই শীপকাটা শিল্প গড়ে তোলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ।





সমুদ্র সৈকতে জাহাজের কাটা অংশ

আমরা জানি এই জাহাজ কাটা শিল্প অনেক ঝুকিপূর্ণ এবং ইহা পরিবেশের উপরও প্রভাব ফেলে । এজন্যই এ শিল্পকে ফৌজদারহাট এলাকার মত নিরিবিলি এলাকায় স্থাপন করা হয়েছে ।

জাহাজকে কাটতে অনেক সময় বোমা পর্যন্ত ফাটাতে হয় জাহাজের ভিতর, তাছাড়া তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে শত শত মানুষ মারা গেছে শিপইয়ার্ডে এমন ঘঠনা ও আছে । অনেক সময় মৃত শ্রমিকের লাশ গুমের মত ঘঠণাও ঘটে এখানে ।

এমন ঝুকিপূর্ণ শিল্প জনসমুদ্রের মত উপস্থিতি যেখানে হয় সেখানে কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারেনা ।

বীচেরমত পাবলিক প্লেস কাটাতারের বেড়ায় ঘেরাও হয়ে যাবে তা অবশ্যই কাম্যনয় । একটি কোম্পানী অনুমোদন পেয়ে গেলে পরবর্তীতে আরো কোম্পানী আসবে এবং কর্তৃপক্ষ একটির কারণে অন্যদেরও অনুমোদন দিতে বাধ্য হবে। এভাবে ঝাউবাগান সমৃদ্ধ বেড়ীবাধ সহ সমুদ্র সৈকত দখল হয়ে যাবে এবং পর্যটকদের এরিয়া সংকোচিত হয়ে যাবে ।

আমি পর্যটন মন্ত্রণালয়ের আশু দৃষ্টি আকর্ষণ করছি এবং বলিষ্ট হস্তক্ষেপে পতেঙ্গা বীচের অন্তত ১০ কিলোমিটার সীমানার মধ্যে কোন জাহাজ কাটা শিল্প যাতে গড়ে উঠতে না পারে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য দাবী জানাচ্ছি ।

যদি পতেঙ্গ সমুদ্র সৈকতের আশেপাশে এ জাতীয় পরিবেশ বিপর্যয়কারী শিল্প গড়ে উঠে তাহলে দেখা যাবে চট্টগ্রাম বাসী এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে ।

তাই সময় থাকতেই সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

আমার সচেতনতামূলক লেখাটি প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল

গুডনিউজ বিডি.কম । http://www.goodnewsbd.com

লিংক দেখুন :

গুডনিউজবিডি.কম এ প্রকাশিত আমার নিউজটি এখানে

বিষয়: বিবিধ

১৫০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File