হুজুগে বাঙ্গালী আমরা হুমড়ি খেয়ে নাক ভাঙ্গি...

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৭ অক্টোবর, ২০১৩, ০১:২৪:১৮ দুপুর

হুজুগে বাঙ্গালী আমরা হুমড়ি খেয়ে নাক ভাঙ্গি...

.........................................................

কিছু কিছু চান্স এমন আসে যে কতিপয় পেটুয়া বাহিনীর দল বেশ রমরমা ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার সুযোগ হয় । ঐ ইউনি-পে জাতীয় ব্যবসা যখন চুড়ান্ত পর্যায়ে সাধারণ মানুষ কে ধুকা দিতে থাকে তখন সরকারের কর্তা ব্যক্তিরা ভেজা বেড়াল হয়ে থাকে ঠিক সেরকম যেমন মারামারির সময় পুলিশ আশ পাশে ভুলেও আসেনা । শোনা কথা হচ্ছে তখন নাকি কোটি টাকার এটাচী ওনাদের বেডরুমে হাজির হয়।

কতিপয় রাগব বোয়াল মাখনটা খেয়ে যাবার পর চুনিপুটিরা চেটেপুটে খেতে গিয়ে হুলুস্থুল কান্ড বাঁধিয়ে বসে। তখন জাতগেল, মানগেল, টাকা গেল টাইপের হা পিত্তেস করতে করতে ততক্ষনে রাগব বোয়ালরা লা-পাত্তা ।

থ্রী জি নিয়ে এমন ধান্ধা বাজির লক্ষণ দেখতে পাচ্ছি....

সরকার নিলাম দিল থ্রীজি’র আর মোবাইল কোম্পানীগুলো গ্রাহককে অপার করছে 3.5G ,3.9G ইত্যাদি ।

যা তাদের কাছে নেই তারই প্রলোভন দেখাচ্ছে কোম্পানীগুলো ।

চট্টগ্রামে একটি কথা আছে ‘বাপ না হতে পুয়া (সন্তান) মূর্ছা’ অর্থাৎ বাপের জন্মের আগেই সন্তানের জন্ম ।

সরকার যদি মোবাইল কোম্পানী গুলোকে কঠোর হস্তে দমন না করে তাহলে পিয়াজের মতই অবস্থা হবে ।

আগষ্টের ২৮ তারিখ আমি ফেবুতে ষ্ট্যাটাস দিয়ে বলেছিলাম যে পর্যাপ্ত মওজুদ থাকা সত্বেও মুনাফালোভী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে পেয়াজের দাম বাড়িয়েছে । সেদিন যদি প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হত কার গুদামে কয়শ মন পিয়াজ মওজুদ আছে ২৪ ঘন্টার মধ্যে হিসাব জমা দেওয়া হোক । তাহলে ব্যবসায়ীরা হুড়মুড় করে পিয়াজ বের করে বিক্রি করার প্রতিযোগিতা শুরু করতো স্টক কম দেখাবার জন্যে । এভাবে পিয়াজের দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা ছিল । সেদিনে মওজুদ কৃত পিয়াজ আজকে আধামূল্যে ভ্যান গাড়ীতে বিক্রি হচ্ছে । তাও ৪০টাকা কেজি । আমি বলব সরকার পিয়াজের মূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে । জানিনা কোরবানের সময় পিয়াজ নিয়ে আবার কোন খেল শুরু হয় ।

পিয়াজ সমাচার

বলছিলাম থ্রীজির কথা । থ্রীজি কি জিনিস তা আগে ভালভাবে সাধারণ গ্রাহককে বুঝিয়ে দেয়া দরকার । তারপর গ্রাহককে ফুসলিয়ে যাতে মোবাইল কোম্পানীগুলো অতিরিক্ত টাকা আদায় করতে না পারে তার জন্য সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারন করা দরকার ।

আমরা তো হুজুগে বাঙ্গালী, লা বলতে লাল শাড়ী নাকি শুকনা লাকড়ী তা না বুঝেই দৌড়ে ঝাঁপ দেওয়া আমাদের পুরনো অভ্যাস ।

পিয়াজ সমাচার, ব্লগের পোষ্ট

বিষয়: বিবিধ

১৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File