ব্লগারদের জন্য সুবর্ণ সুযোগ....আপনিও গ্রহণ করতে পারেন
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৪১:২২ রাত
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অর্ডার নেয়া হচ্ছে
প্রিয় ব্লগার ভাই ও বোনেরা আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ।
আশা করি সকলে ভাল আছেন । আপনাদের স্বত:স্ফূর্ত সমর্থন ও সহযোগিতায় কয়েক দিনের মধ্যে বাজারে আসছে প্রিয় বই ‘স্বপ্ন দিয়ে বোনা’ ।
৪৩২ পৃষ্টার বইটি চাররঙ্গা প্রচ্ছদ, হার্ডকাভার বাধাই, চেইন বাইন্ডিং, ফিতা সহ ৭০ গ্রাম উন্নত মানের কাগজ দিয়ে ছাপানো হয়েছে ।
বইয়ের গায়ের দাম রাখা হয়েছে ৫০০/- (পাঁচ শত) টাকা ।
আমরা শুধুমাত্র ব্লগারও লেখক ব্লগারদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি ।
যে কোন ব্লগারদের জন্য
যেসব ব্লগারদের লেখা বইতে নেই এরকম ব্লগারদের জন্য বইটি ছাড়কৃত মূল্যে ২৫০(কুরিয়ারসহ) টাকা দেওয়া হবে । অর্থাৎ ২৫০ টাকা আমাদের নির্দিষ্ট হিসাবে জমা করলে আমরা কুরিয়ারে আপনাদের ঠিকানায় বই পৌছিয়ে দিব । [ অবশ্য কুরিয়ার ব্যবস্থা আছে এরকম ঠিকানা হতে হবে ।] এই অফারে ১জন ব্লগারকে ১টি বই দেওয়া হবে । এই সুযোগ ২০শে ফেব্রুয়ারী পর্যন্ত থাকবে। যে কোন ব্লগের যে কোন ব্লগারের জন্য এই অফার নির্দিস্ট সময় পর্যন্ত বলবৎ থাকবে ।
উক্ত বই মেলা থেকে অন্য যে কোনখানে কিনলে কমিশন বাদে ৩৩০-৩৭৫ পর্যন্ত দিতে হতে পারে ।
যারা মেইলে যোগাযোগ করবেন তারা ব্লগের নিক নেইম এবং ব্লগীয় লিংক নিশ্চিত করবেন প্লিজ ।
লেখক ব্লগারদের জন্য
যাদের লেখা বইতে স্থান পেয়েছে আমরা অনুরোধ করবো তাদের প্রত্যেককে কমপক্ষে ২ টি করে বই বিক্রি করে দেওয়ার করার জন্য । সেক্ষেত্রে ২টি বইয়ের দাম পড়বে ৫০০/- । যারা দুটি বই বিক্রি করে দিবেন তারা ১ কপি বই ফ্রি পাবেন । অর্থাৎ উনারা ৫০০ টাকার বিনিময়ে ৩টি বই পাবেন । [কুরিয়ার খরছ আলাদা দিতে হবে ।] এই সুযোগ ২০শে ফেব্রুয়ারী পর্যন্ত থাকবে।
প্রথম ২ কপির জন্যই উক্ত অফার প্রযোজ্য হবে । পরবর্তী যে কোন কপির জন্য লেখকদের জন্য প্রতি কপি ২৫০ টাকা । তাও ২০/২/১৩ইং পর্যন্ত ।
[ ইতিমধ্যে যারা ৪ কপির জন্য ১ হাজার টাকা, ১২ কপির জন্য ৩ হাজার টাকা ২০ কপির জন্য ৫ হাজার টাকা দিয়েছেন তারা প্রত্যেকেই ১টি করে বই ফ্রি পাবেন ।]
উপরোক্ত অফার শুধু মাত্র প্যানেল নিয়ন্ত্রিত । কোন বিক্রয় প্রতিনিধি এই অফারে বই দিতে বাধ্য নয় ।
যারা বই নিতে আগ্রহী তাদের কে
ইসলামী ব্যাংক
পূবালী ব্যাংক
] পোষ্ট অফিসের মাধ্যমে মোবাইল মানি ট্রান্সফার
যার যেখানে সুবিধা প্যানেলকে বার্তায় কিংবা ইমেইলে যোগাযোগ করলে সংশ্লিষ্ট হিসাব নং বা মোবাইল নং দেওয়া হবে ।
বই ২৩ শে ফেব্রুয়ারীর পর ডেলিভারী দেওয়া হবে ।
ধন্যবাদান্তে,
‘‘ব্লগারদের প্রকাশনা প্যানেল’’
ইমেইল:
আসুন স্বপ্ন দিয়ে বোনা কে এসবির গণ্ডি পেরিয়ে সকল মিডিয়ায় ছড়িয়ে দিই…
কি আছে স্বপ্ন দিয়ে বোনায়
বইয়ের সূচীপত্র .
বইটি যাদেরকে উৎসর্গ করা হয়েছে .
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন