Good Luckব্লগারদের জন্য সুবর্ণ সুযোগ....আপনিও গ্রহণ করতে পারেন

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৪১:২২ রাত

Rose আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অর্ডার নেয়া হচ্ছেRose



প্রিয় ব্লগার ভাই ও বোনেরা আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ।

আশা করি সকলে ভাল আছেন । আপনাদের স্বত:স্ফূর্ত সমর্থন ও সহযোগিতায় কয়েক দিনের মধ্যে বাজারে আসছে প্রিয় বই ‘স্বপ্ন দিয়ে বোনা’ ।

৪৩২ পৃষ্টার বইটি চাররঙ্গা প্রচ্ছদ, হার্ডকাভার বাধাই, চেইন বাইন্ডিং, ফিতা সহ ৭০ গ্রাম উন্নত মানের কাগজ দিয়ে ছাপানো হয়েছে ।

বইয়ের গায়ের দাম রাখা হয়েছে ৫০০/- (পাঁচ শত) টাকা ।

আমরা শুধুমাত্র ব্লগারও লেখক ব্লগারদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি ।

Good Luck যে কোন ব্লগারদের জন্য

যেসব ব্লগারদের লেখা বইতে নেই এরকম ব্লগারদের জন্য বইটি ছাড়কৃত মূল্যে ২৫০(কুরিয়ারসহ) টাকা দেওয়া হবে । অর্থাৎ ২৫০ টাকা আমাদের নির্দিষ্ট হিসাবে জমা করলে আমরা কুরিয়ারে আপনাদের ঠিকানায় বই পৌছিয়ে দিব । [ অবশ্য কুরিয়ার ব্যবস্থা আছে এরকম ঠিকানা হতে হবে ।] এই অফারে ১জন ব্লগারকে ১টি বই দেওয়া হবে । এই সুযোগ ২০শে ফেব্রুয়ারী পর্যন্ত থাকবে। যে কোন ব্লগের যে কোন ব্লগারের জন্য এই অফার নির্দিস্ট সময় পর্যন্ত বলবৎ থাকবে ।

উক্ত বই মেলা থেকে অন্য যে কোনখানে কিনলে কমিশন বাদে ৩৩০-৩৭৫ পর্যন্ত দিতে হতে পারে ।

যারা মেইলে যোগাযোগ করবেন তারা ব্লগের নিক নেইম এবং ব্লগীয় লিংক নিশ্চিত করবেন প্লিজ ।

Good Luck লেখক ব্লগারদের জন্য

যাদের লেখা বইতে স্থান পেয়েছে আমরা অনুরোধ করবো তাদের প্রত্যেককে কমপক্ষে ২ টি করে বই বিক্রি করে দেওয়ার করার জন্য । সেক্ষেত্রে ২টি বইয়ের দাম পড়বে ৫০০/- । যারা দুটি বই বিক্রি করে দিবেন তারা ১ কপি বই ফ্রি পাবেন । অর্থাৎ উনারা ৫০০ টাকার বিনিময়ে ৩টি বই পাবেন । [কুরিয়ার খরছ আলাদা দিতে হবে ।] এই সুযোগ ২০শে ফেব্রুয়ারী পর্যন্ত থাকবে।

প্রথম ২ কপির জন্যই উক্ত অফার প্রযোজ্য হবে । পরবর্তী যে কোন কপির জন্য লেখকদের জন্য প্রতি কপি ২৫০ টাকা । তাও ২০/২/১৩ইং পর্যন্ত ।

[ ইতিমধ্যে যারা ৪ কপির জন্য ১ হাজার টাকা, ১২ কপির জন্য ৩ হাজার টাকা ২০ কপির জন্য ৫ হাজার টাকা দিয়েছেন তারা প্রত্যেকেই ১টি করে বই ফ্রি পাবেন ।]

উপরোক্ত অফার শুধু মাত্র প্যানেল নিয়ন্ত্রিত । কোন বিক্রয় প্রতিনিধি এই অফারে বই দিতে বাধ্য নয় ।

যারা বই নিতে আগ্রহী তাদের কে

Good Luck ইসলামী ব্যাংক

Good Luck পূবালী ব্যাংক

Happy] পোষ্ট অফিসের মাধ্যমে মোবাইল মানি ট্রান্সফার

যার যেখানে সুবিধা প্যানেলকে বার্তায় কিংবা ইমেইলে যোগাযোগ করলে সংশ্লিষ্ট হিসাব নং বা মোবাইল নং দেওয়া হবে ।

Good Luck বই ২৩ শে ফেব্রুয়ারীর পর ডেলিভারী দেওয়া হবে ।

ধন্যবাদান্তে,

‘‘ব্লগারদের প্রকাশনা প্যানেল’’

ইমেইল:

Rose Rose Rose

Good Luck আসুন স্বপ্ন দিয়ে বোনা কে এসবির গণ্ডি পেরিয়ে সকল মিডিয়ায় ছড়িয়ে দিই… Rose

Good Luck কি আছে স্বপ্ন দিয়ে বোনায় Rose Rose

Good Luck বইয়ের সূচীপত্র .Rose

Good Luck বইটি যাদেরকে উৎসর্গ করা হয়েছে .

Rose Rose Rose Rose

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File