পিয়াজ সমাচার....
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৩ আগস্ট, ২০১৩, ০৮:৪৫:৫৮ রাত
রমজানে পিয়াজের দাম প্রথমে বাড়লেও পরবর্তীতে দাম মোটামোটি সহনীয় পর্যায়েই ছিল । হঠাৎ করেই পিয়াজের দাম বেড়ে গেল.।
২০/২২ টাকার পিয়াজ বাড়তে বাড়তে ৯০টাকা পর্যন্ত গেল.... আজকে দোকানে পিয়াজের জন্য পাঠালে আশপাশের কোন দোকানেই পিয়াজ পাওয়া যায়নি ।
হঠাৎ করে কেন এই পিয়াজ সংকট ?
পিয়াজ মূল তরকারী না হলেও যে কোন তরকারী, মাছ, মাংশ, ডাল, ভাজীতে বাংলাদেশীরা পিয়াজ খেতে অভ্যস্ত । কোন তরকারী না থাকলেও কাঁচা মরিচ দিয়ে পিয়াজ মেখে ভাত খাওয়া যায় ।
তাহলে আজকের পিয়াজ সংকটের হেতু কি ?
সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এর কোন ব্যাখ্যা পাওয়া না গেলেও কান কথা যা শুনা যাচ্ছে...... ভারতকে ইলিশ মাছ না দেওয়ার কারণে ভারত বাংলাদেশে পিয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে ।
ভারতের একটি পত্রিকা এরকমই নিউজ করেছে ।
এটা যদি সত্যি হয় তাহলে বলবো এটা কোন যুক্তি হতে পারেনা ।
ভারত যদি ইলিশ মাছ না পেয়ে থাকে তাহলে কেন পাচ্ছেনা তাও বোধগম্য নয় । ভারত নিশ্চয় টাকা ছাড়া ইলিশ মাছ নেয়না । টাকা দিয়ে যদি ইলিশ মাছ বাংলাদেশ থেকে আমদানী করে থাকে আর বাংলাদেশ যদি তা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী করে তাহলে অন্যদেশকে না দিয়ে ভারতকে দিলেই তো পারে ।
পার্শ্ববর্তী দেশ হিসেবে নিশ্চয় আমদানী করে ইলিশ মাছ খাওয়ার ব্যাপারে ভারতের অগ্রাধিকার আছে ।
সমস্যা যেটাই হোক দ্বিপাক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা জরুরী ।
তাছাড়া আশেপাশের অন্যান্য দেশ থেকে পিয়াজ আমদানীর ব্যবস্থা করা যেতে পারে ।
এখন থেকে সরকারের পক্ষ থেকে উদৌগ না নিলে সামনে কোরবানের সময় চরম বেকায়দায় পড়তে হবে ।
পিয়াজ হচ্ছে পচনশীল বস্তু । ১০/১২ দিন কোথাও পরে থাকলে তাতে পচন ধরে ।
সামনে কোরবান । এসময় পিয়াজের প্রয়োজনীয়তা আরো বেড়ে যাবে । এসময় যদি ভারত এতদিনের আটকে রাখা পঁচা পিয়াজ বাংলাদেশে ঢুকিয়ে দেয় তাহলে তা হবে আরো বিশ্রী ব্যাপার ।
বাংলাদেশে কিন্তু প্রচুর অনাবাদী জমি এখনও পড়ে আছে যাতে পিয়াজ, আদা, রসুন সহ নিত্য প্রয়োজনীয় জিনিস চাষ করা যায় ।
আসুন সবাই বাংলাদেশের অনাবাদী জমিতে পেয়াজের চাষ করি...
তাই আর দেরী না করে বাংলাদেশের হাজার হাজার একর অনাদায়ী জমিতে পিয়াজ চাষ শুরু করে দেওয়া হোক ।
আমার নিশ্চিত বিশ্বাস বাংলাদেশে যদি পিয়াজ চাষ করার জন্য তৈরী হয় তাহলে বীজ নিয়ে মাঠে পৌছার আগেই ভারত বাংলাদেশে পিয়াজ ঢুকিয়ে দিবে । কারণ ভারত কোন অবস্থাতেই পিয়াজের জন্য বাংলাদেশের বাজার হাতছাড়া করতে চাইবে না ।-ব্লগার চাটিগাঁ থেকে বাহার
বিষয়: বিবিধ
২৭২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন