Good Luckব্লগারদের লেখা নিয়ে বই ‘স্বপ্ন দিয়ে বোনা’ এর সাফল্য কামনা করি

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:১৫:০৬ রাত

অনলাইন জগতের ব্লগারদের বাছাইকৃত লেখা নিয়ে বই স্বপ্ন দিয়ে বোনা আগামী কয়েক দিনের মধ্যেই বাজারে আসছে । আমি বইটির ব্যাপাক প্রচার ও সাফল্য কামনা করছি । আমি ও বইটির একজন লেখক ।



প্রচারেই প্রসার, তাহলে আসুন সকলে মিলে ‘স্বপ্ন দিয়ে বোনা’ কে বিভিন্ন অনলাইন ও অফলাইন মিডিয়ায় ছড়িয়ে দিই ।

এই এক্সক্লুসিভ গ্রন্থে আছে

২০জন ছাত্র/ছাত্রী ব্লগার কাম লেখকের নির্বাচিত লেখা

৪০জন প্রবাসী ব্লগার কাম লেখকের নির্বাচিত লেখা

৬১জন পেশাজীবি কাম ব্লগারের নির্বাচিত লেখা

বইটি দু’জন সুযোগ্য ব্যক্তির সম্পাদনায় সংকলিত হয়।

তাদের একজন হচ্ছেন- ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর সাবেক অধ্যাপক, বর্তমান লন্ডনের একটি কলেজের অধ্যাপক, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব, লেখক ও চিন্তাবিধ, জনপ্রিয় ব্লগার

Good Luck ড.আবুল কালাম আজাদ

অপরজন হচ্ছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর সাবেক অধ্যাপিকা, বর্তমান কানাডায় অধ্যাপনায় নিয়োজিত, বিশিষ্ট জাদুকরী কথাশিল্পী, গল্পকার, লেখক ও চিন্তাবিধ. জনপ্রিয় ব্লগার

Good Luck রেহনুমা বিনত আনিস

উপরোক্ত দু’জন সুযোগ্য সম্পাদকের সম্পাদনায় এবং ব্লগারদের প্রকাশনা প্যানেলের একঝাক কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র/ছাত্রী, সাংবাদিক, আইনজীবি, ব্যাংকার, ডাক্তার, ব্যবসায়ী, প্রবাসী ব্লগারের পরিশ্রমলদ্ধ কর্মের ফসল হচ্ছে- স্বপ্ন দিয়ে বোনা

৪৩২ পৃষ্টার বইটি প্রত্যেকের বাসায় সংগ্রহে রাখার মতই একটি বই ।

বইটিতে গল্প, প্রবন্ধ, ইতিহাস/ঐতিহ্য, কবিতা, ধর্ম, অর্থনীতি , ভ্রমন কাহিনী, সাইন্স ফিকশান, রম্য, চিকিৎসা ইত্যাদি একসাথে স্থান পাওয়ায় বইয়ের গুরুত্ব অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে ।



আসুন নিউজটি ফেইসবুক, টুইটার, প্রিয়দেরকে, বিভিন্ন অনলাইন ও অপলাইন মিডিয়ায় এবং প্রত্যেকটি খবরের কাগজের ঠিকায়ায় মেইল করে দিই । Good Luck Good Luck

বিষয়: বিবিধ

১৩৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File