Community Bloggers Forum- CBF হতে পারে বাংলাদেশের বৃহৎ এক্টিভিষ্টদের সংঘঠন
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৯ জুলাই, ২০১৩, ০৭:০৪:০৮ সন্ধ্যা
CBF এগিয়ে চলুক...
ভালই তো.... CBF এর ব্যানারে যদি দেশ বিদেশের সকল সমমনা ব্লগার ও এক্টিভিষ্টরা একত্রিত হতে পারে তাহলে মন্দকি ।
ডিজিটাল দুনিয়ায় শিক্ষিত ও সচেতন জনসমাজই দেশও জাতিকে সঠিক পথনির্দেশনা দিয়ে এগিয়ে নিতে পারে ।
CBF যদি রাজনৈতিক ক্যাচালমুক্ত থাকতে পারে তাহলে বাংলাদেশের বিশাল খেদমত করতে পারবে বলেই মনে করি ।
অনলাইন ও অফলাইন মিডিয়া ও মিডিয়া ব্যাক্তিত্বদের স্বার্থ , ব্লগার ও এক্টিভিষ্টদের বঞ্চিত অধিকার আদায়ে সোচ্ছার থেকেই CBF কে এগিয়ে নেয়া যেতে পারে ।
‘মুক্ত পথে স্বাধীন মত আমরা ব্যক্ত করবই’- এটাই হোক CBF এর শ্লোগান ।
ইচ্ছা থাকলেই যে উপায় হয় তা ইতিমধ্যে ‘ব্লগারদের প্রকাশনা প্যানেল’ দেখিয়ে দিয়েছে ১২১ জন ব্লগারের লেখা নিয়ে ‘স্বপ্ন দিয়ে বোনা’ বইটি জাতিকে উপহার দিয়ে । সুতরা গু-এহেড ।
CBF এর মূল পেইজটি যারা সম্পাদনা করেন তাদের খেয়াল রাখতে হবে কোন রকম রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত পোষ্ট বা ষ্ট্যাটাস যাতে এতে স্থান না পায় ।
কারো খামখেয়ালীপনার খোরাক যাতে CBF না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।
CBF এর সুনির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্য আগে নির্ধারণ করতে হবে ।
দেশের প্রত্যেকটি জেলায় বিশিষ্টজনদের সাথে CBF এর প্রতিনিধি বৃন্দ স্বাক্ষাৎ করতে পারে ।সচেতনতা বৃদ্ধি করতে পারে ।
CBF –এর প্রত্যেকটি সদস্যকেই এক একটি জাগ্রত বিবেকের ভূমিকা পালন করতে হবে ।
সুপরিকল্পিত ভাবে এগিয়ে গেলে আগামীতে CBF কে আমি বিশাল প্লাটফর্মে দেখতে পাচ্ছি….
বিষয়: বিবিধ
১৬০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন