===...অপেক্ষা...===Love Struck

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২২ জুলাই, ২০১৩, ০৪:১১:২৩ বিকাল

স্কুল জীবনের ডায়রী থেকে...



Love Struck

অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা ।



আর কতক্ষণ করতে হবে জানিনা এই অপেক্ষা ।

এটা সেই চানি পার্ক যেটা আমাদের বাড়ির দক্ষিণে ফুল তলীতে অবস্থিত । যার প্রতিষ্ঠাতা এমডি এস উল্লাহ । সেখানে বসে আমি অপেক্ষা করছি তার জন্য । সে আসবে কিনা জানিনা, আসতে পারে আবার নাও আসতে পারে । ‍উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মাঝে আমি অপেক্ষা করেই যাচ্ছি ।

দক্ষিণদিকে প্রায় এক মাইল এলাকা প্রসস্ত । ঐ প্রসস্ত জায়গার দুদিকে জমিন রেখে চলে গেছে একটি কাঁচা রাস্তা । সেই রাস্তার পানে আমি থাকিয়ে আছি তার আসার অপেক্ষায়.....

মনে আকুল আশা সে আসবে, তারপর তাকে নিয়ে চলে যাব অনেক অ-নে-ক দুরে । যতক্ষন না পর্যন্ত তার চলন শক্তি রহিত হয় ।

কিন্তু সে আসছে না কেন ?

তাহলে কি আমার এই দীর্ঘ প্রতিক্ষা ব্যর্থ হয়ে যাবে ?

অপেক্ষার প্রহর বড়ই দীর্ঘ.. এই সামান্য অপেক্ষা করা আমার কাছে মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে অপেক্ষা করছি । কপাল বেয়ে ঘাম ঝরছে, হৃদকম্পন বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোন একটি ভয়ংকর বিপদ এগিয়ে আসছে আমার জন্য।

সময় যেন শেষ হতে চাইনা ।

এবার তার একটু পরিচয় দেয়া যাক যার অপেক্ষায় এভাবে নির্লজ্জের মত কথাবার্তা ছাড়া অপেক্ষা করছি ।

সেই আকাংখিত জিনিসটি হচ্ছে একটি রি-ক-সা.....

হ্যাঁ বন্ধু, একটি খালি রিক্সা ।

#

[লিখাটি লিখেছিলাম:২১/১২/১৯৮৫ইং]

থলেতে জমা আছে আরো অনেক অভিজ্ঞতা। উৎসাহ, লাইক, মন্তব্য, শেয়ার পেলে ক্রমান্বয়ে আরো শেয়ার করা যাবে....ধন্যবাদ ।

Good Luck আগের পোষ্ট:একটি কবিতা, এসেছে রমজান Thumbs Up

বিষয়: বিবিধ

৩০৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File