ব্লগার মানে জাগ্রত বিবেক
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৪ জুন, ২০১৩, ০৪:৫৮:৫১ বিকাল
ব্লগার মানে জাগ্রত বিবেক
#
ব্লগ পাড়ার মানুষ আমি
ব্লগ ছাড়িয়া কোথায় যাই...
চেষ্টা অনেক করেছি বটে,
শান্তি যে কোথায়ও নাই ।
ঘুরিয়া ফিরিয়া দেখিলাম
কত অজানা অচেনা গন্তব্যে,
মনটা যে বেজায় নারাজ
খুশি নই কারো মন্তব্যে ।
ঘরের ছেলে ঘরেতেই ফিরি
শান্তি নীড়ের হাওয়া,
ব্লগার মানে জাগ্রত বিবেক
তাই ব্লগেই আসা যাওয়া ।।
২৪/০৬/১৩
বিষয়: বিবিধ
১৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন