এসএমই উদ্যোক্তা ও ব্যাংকার সম্মেলন, প্রধান অতিথি-মাননীয় মন্ত্রী জনাব দিলীপ বড়ুয়া.... সম্মেলনে আমার একটি প্রস্তাবনা

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১১ মে, ২০১৩, ০৯:৩৬:০৩ রাত

এসএমই ফাউন্ডেশন এর আয়োজনে..

এসএমই উদ্যোক্তা ও ব্যাংকার সম্মেলন এবং

‘এসএমই খাতের উন্নয়নে ব্যাংকারদের দায়িত্ব ও অবদান’ -শীর্ষক আলোচনা ।

১১ই মে, ইছামতি হল, হোটেল আগ্রাবাদ, চট্টগ্রাম ।



প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব দিলীপ বড়ুয়া । এছাড়া বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

চট্টগ্রামের একটি ব্যাংকের পক্ষ থেকে দুইজন প্রতিনিধির একজন ছিলাম আমি ।

দুই পর্বে অনুষ্টিত ২য় পর্বে উদ্যোক্তা ও ব্যাংকারদের উন্মোক্ত আলোচনায় আমি একটি লিখিত প্রস্তাবনা পেশ করি এসএমই ফাউন্ডেশনের একজন পরিচালক এর হাতে হাতে ।

আমার প্রস্তাবনাটি ছিল নিন্মরূপ :

ভোক্তার পক্ষ থেকে এসএমই লোন রিবলভিং বা মধ্যবর্তী সমন্বায়ন করে নবায়নের প্রস্তাবনা :

ধরুন একজন গ্রাহক ৬ লক্ষ টাকার লোন নিলেন ২৪ কিস্তিতে পরিশোধের ভিত্তিতে । মাসিক কিস্তি ৩০০০০/-টাকা (আনুমানিক)

১২মাস নিয়মিত পরিশোধের পর ঐ লোনের Principle Balance ৩,২০,০০০/-টাকা (আনুমানিক) ।

১২মাস বা ৪০% কিস্তি পরিশোধের পর গ্রাহককে অনাদায়ী Principle এর ৩০% Cash beck করে লোনটি যদি আবার ২৪ কিস্তির অনুমোদন দেয়া হয় তাহলে গ্রাহক নতুন করে ১ লক্ষ টাকা বাড়তী লোন পাবে এবং কিস্তির পরিমাণও

৩০০০০/- টাকা থেকে কমে ২০০০০/-টাকা (প্রায়) নেমে আসবে ।

কিস্তির সংখ্যা যদি ৩৬ বা ৪৮ মাস হয় তাহলে টাকার পরিমান প্রায় অর্ধেকে নেমে আসবে....

ফলে...

গ্রাহকের Stock list বৃদ্ধি পাবে, ব্যবসার গতি স্থিতিশীল থাকবে এবং কিস্তির পরিমাণ কমে যাওয়ায় মাসিক কিস্তি পরিশোধে অনেক স্বাচ্ছন্দবোধ করবে ।

আশা করি বাংলাদেশ ব্যাংক এবং এসএমই ফান্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার প্রস্তাবটি ভেবে দেখবেন । ধন্যবাদ ।

উদ্যোক্তার নাম : [চাটিগাঁ থেকে বাহার]

ব্যবসা প্রতিষ্ঠানের নাম :

প্রতিনিধিত্বকারী ব্যাংকের নাম :

মোবাইল নং :

এই ছিল আমার প্রস্তাবনা....


সকাল ৯.৩০ টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত ২ পর্বে অনুষ্ঠান চলে । সাড়ে বারটায় লাঞ্চ ও সাড়ে চারটায় নাস্তা চার সুন্দর ব্যবস্থাপনা ছিল ছিল....

..............................................................









বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File