Good Luck ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করেনা

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৮ এপ্রিল, ২০১৩, ০৬:৩৪:৫০ সন্ধ্যা

## ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করেনা Good Luck



৬ এপ্রিলের লংমার্চ ও মহাসমাবেশকে আমার একটি চুড়ান্ত পরিনতির টেস্ট পরীক্ষা হিসেবে মনে হয়েছে । আরো মনে হয়েছে এই প্রিলিমিনারী পরীক্ষাটি শতভাগ সফল হয়েছে । এক মাস পর হবে ফাইনাল পরীক্ষা । এই একমাসে টুকটাক ভাইভা পরীক্ষা বা মুখীক পরীক্ষা তো হবেই এবং এতে অনেক পরীক্ষার্থী এক্সফেল ও হতে পারে, হতে পারে সাময়িক বা স্থায়ী বহিস্কার । এই সময়ের মধ্যে ৬ তারিখের প্রিলিমিনারীর উপর অনেক চিন্তা ভাবনা গবেষণা হবে । দেশ বিদেশের মিডিয়া এবং পর্যবেক্ষক মহল একে নিজ নিজ দৃষ্টিভঙ্গি নিয়ে মূল্যায়ণ করবেন । এবং সেই সাথে এই সময়ের মধ্যে অনেক নাটকীয় ঘঠনা ঘঠে যাবার বিষয়টিও উপেক্ষা করা যায় না । আসতে পারে নতুন নতুন ট্রামকার্ড । হতাহতের ঘঠনা বাড়তে পারে । পৃথিবী যেমন গোল, ইতিহাসও তেমনি বার বার পূনরাবৃত্তিই হতে থাকে । কার পরিণতি কি হবে তা বিগত ইতিহাস থেকেই মানুষ খুজে নিতে পারে । সত্যি এবং ঐতিহাসিক সত্য কথাটি হচ্ছে- ‘‘ মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না’’ । লৌহ মানব হিসেব খ্যাত এরশাদ পতনের দুদিন আগেও ইস্পাত কঠিন মনোবল নিয়ে দিব্যি দমন নীতি চালিয়ে যাচ্ছিলেন, সেদিনের পুলিশও আজকের মত আচরন করছিল । হঠাৎ করেই দেশের মিডিয়া সমূহে দেশাত্ববোধক গান চলতে থাকায় বাংলাদেশের মানুষ তখনও বুঝতেই পারেনি যে লৌহমানবটি মুখ থুবড়ে পড়েছে । শেষ পর্যন্ত ন বছরের রাজার দশ বছরের সাজা হল। এই হল ইতিহাস ।

আজকের গনজোয়ার কি ইঙ্গিত দিচ্ছে তা যদি সংশ্লিষ্ট মহল কিছুদিন আগেই বুঝতে পারত তাহলে হয়তো বেশ কিছু মায়ের কূল খালি হতো না । আল্লাহপাক যেন আমাদেরে এই প্রিয় দেশটিতে অতিসত্তর শান্তির পোয়ারা বইয়ে দেন - আমীন ।

বিষয়: বিবিধ

১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File