আসসালামুয়ালাইকুম ।আবার ব্লগে ফিরে আসলাম।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০১ জানুয়ারি, ২০১৮, ০৮:১০:৩৩ রাত
আলহামদুলিল্লাহ ।
আল্লাহ সর্বশক্তিমান এবং সবরকারীর উত্তম সাহায্যকারী।
আমার প্রানপ্রিয় ব্লগের আইডি ও পাসওয়ার্ড হারায়ে আমি কত কেন্দেছি।আর সবরের মাধ্যমে প্রিয় ব্লগার ভাই বোনদের ফেসবুকে খুজেছি। অনেককে পেয়েছি আবার অনেককে পাইনি।কিন্তু আমার কলমের আচড়ে লিখা ৪৮১ টি পোস্ট আমি হারানোর ব্যাথায় অনেক কষ্ট পেয়েছি।হয়ত তা কারো কাছে তেমন মূল্যবান ছিল না । আমার কাছে ছিল তা এক অমুল্য রতন।আল্লাহ আমাকে তা আবার পিরিয়ে দিলেন এখন।
আমি আমার ব্লগে ডুকতে পেরে সেজদা দিয়ে শুকরিয়া জানালাম আমার মালিকের ।আমি কৃতজ্ঞতা জানাই আমার চতুর্থ ছেলে ফাহাদ মোহাম্মদ কে। আসলে আমার ছেলেরা আমাকে খুব ভালবাসে তাই আমার হাসিতে তাদের আনন্দ আর আমার কান্নায় তাদের দুঃখের অন্ত থাকে না। ইনশাল্লাহ আবার আমার সত্যলিখন ব্লগে লিখনের কাজ চলবে ।আল্লাহ আমাকে সাহায্য করুন।
এইটা আমার ব্লগ পেইজ
http://www.newsforbd.net/blog/blogdetail/bloglist/2662/sottolikhon
বিষয়: বিবিধ
১৫৭২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহু খাইরান।
আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন